১.ই শ্রম কার্ড কি?

২.ই শ্রম কার্ডের সুবিধা

৩.ই শ্রম কার্ড কারা করতে পারবে

৪.প্রয়োজনীয় ডকুমেন্টস

জেনে নিন-

১.ই শ্রম কার্ড কি?

কেন্দ্র সরকার এই ই-শ্রম য়োজনা টি অসংগঠিত শ্রমিকদের ডাটা সংগ্রহ করার জন্য চালু করেছেন। যাতে অসংগঠিত সেক্টরের শ্রমিকদের সরাসরি দ্রুত সরকারের পরবর্তী সুবিধা গুলি দেওয়া হয়।

ই-শ্রম কার্ডের সুবিধা-

1.শ্রমিকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে।

2.দুর্ঘটনায় শ্রমিক শারীরিকভাবে অকর্মণ্য হলে 2 লক্ষ টাকা দেওয়া হবে।

3.আংশিকভাবে শারীরিক অক্ষম হলে সরকার পরিবারকে ১ লক্ষ টাকা দেবে।

4.(PM-SYM) যোজনা দ্বারা মাসে মাসে3000 টাকা পেতে পারেন।

৩.ই শ্রম কার্ড কারা করতে পারবে?

অসংগঠিত সেক্টরের সকল শ্রমিকদের যাদের বয়স সর্বনিম্ন 15 থেকে 59 বছরের মধ্যে আছে।

৪.প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি-

1.Phone Number

2.Bank acoount Number

3.আধার কার্ড

4.আধার কার্ডে  kyc করাতে হবে। OTP  ও ফিঙ্গারপ্রিন্ট লাগবে

ই শ্রম কার্ড সম্পর্কে আরো ডিটেল্সে জানুন।

কিভাবে আবেদন করবেন।

পরবর্তী সুবিধা কি কি পাবেন?