Class 10 ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রশ্ন উত্তর : সাজেশন | Bharoter Orthonoitik Poribesh

Class 10 ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ সাজেশন প্রশ্ন উত্তর এখানে দেওয়া হল

ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর এবং পাঁচ নম্বরের সকল ইম্পরট্যান্ট ইম্পরট্যান্ট সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর গুলি এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে।

 মাধ্যমিক : ভারতের অর্থনৈতিক পরিবেশ : সাজেশন

Class 10 ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রশ্ন উত্তর সাজেশন

শ্রেণীমাধ্যমিক দশম শ্রেণী
বিষয়মাধ্যমিক ভূগোল
অধ্যায়পঞ্চম অধ্যায় – ভারতের অর্থনৈতিক পরিবেশ
প্রশ্নের ধরণOnly সাজেশন ভিত্তিক
Targetমাধ্যমিক 2024
Created ByMoneygita Team

নিচে উপস্থিত ভারতের অর্থনৈতিক পরিবেশের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর গুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

ভারতের অর্থনৈতিক পরিবেশ MCQ

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি   :   প্রশ্নমান – 1 

1.ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হল– (a) মুম্বাই (b)কোচিন (c)বিশাখাপত্তনম (d)চেন্নাই

উত্তর: (c) বিশাখাপত্তনম।

2.বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র হলো – (a)ভিলায় (b)জামশেদপুর (C)চেন্নাই (d)পেরাম্বুর 

উত্তর:(b) জামশেদপুর।

3.ভারতে প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয়— (A) জামশেদপুর (b)বোকারো (c) ভিলায় (d)পোর্টনোভা। 

উত্তর: d) পোর্টনোভা।

4.ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হল—- (a)দুর্গাপুর (b) ভিলাই (c)বিশাখাপত্তনম (d)কোনোটিই নয়।

উত্তর: (b)ভিলাই।

5.লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হলো — (a) আকরিক লোহা (b) কয়লা (c) মোটর গাড়ি (d) এর সবগুলি 

উত্তর: (d)সবগুলি।

6.ভারতের ম্যানচেস্টার বলা হয় — (A)কানপুর (b)চেন্নাই (c)কোয়েন্টটুম্বার (d)আমেদাবাদ

উত্তর: (d)আমেদাবাদ

7.মেট্রো রেলপথের সদর দপ্তর যেখানে অবস্থিত- (A)মুম্বাই (b)দিল্লি(c) ব্যাঙ্গালুরু(d) কলকাতা

উত্তর: (d)কলকাতা।

8.যোগাযোগের ব্যবস্থা এই ভাইরাস নামটি যার সাথে যুক্ত- (A) কম্পিউটার (b)টেলিফোন (c)ফ্ল্যাশ (d)স্যাটেলাইট

উত্তর:( a) কম্পিউটার

9.পৃথিবীর দীর্ঘতম রেলপথ হল-(A)কলকাতা দিল্লী রেলপথ (b) ট্রান্স সাইবেরি রেলপথ (c)রাজ কোয়া সেকেন্ড ইয়ার রেল পথ(d) ট্রাস্ট কোম্পানির রেলপথ

উত্তর:  (b)ট্রান্স সাইবেরি রেলপথ

10.রেলপথ পরিবহনের পৃথিবীতে ভারতের স্থান (a) প্রথম (b)দ্বিতীয়(c) (d)তৃতীয় (d) চতুর্থ

 উত্তর: (c)তৃতীয়

11.ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা—  (A)১০ টি (b)১২ টি (c)২০ টি (d)২৮ টি 

উত্তর: (d)২৮ টি

12.সোনালী চতুর্ভুজ প্রকল্পটি যে ধরনের পরিবহন ব্যবস্থা সাথে যুক্ত (A)বিমানপথ (b)জলপথ (c)সড়কপথ(d) রেলপথ 

উত্তর: (c)সরক পথ

13.ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক -(A)NH2 (b)NH7(c) NH-34(d) NH-1 

উত্তর: (b) NH7

14.ভারতের সর্বশ্রেষ্ঠ বন্দরটি হল  – (A)কলকাতা (b)কান্ডালা (c)মুম্বাই ( d)কচি 

উত্তর: (b)কান্ডালা

15.ভারতে প্রথম জনগণনা করা হয় – (A)১৮৭১ সালে (b)১৮৭২ সালে (c)১৮৮১ সালে (d)1891 সালে

উত্তর: (b)১৮৭২ সালে

16.২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্যটি হল – (A)কেরল (b)বিহার (c)পশ্চিমবঙ্গ(c) উত্তর প্রদেশ 

উত্তর: (b) বিহার

17.ভারতের যে রাজ্যে জনবসতির ঘনত্ব সর্বাধিক তা হলো – (A)বিহার (b)পশ্চিমবঙ্গ (c)কেরল(c) তামিলনাড়ু 

উত্তর: (a)বিহার

18.ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হল (A) দিল্লি (b)আন্দামান-নিকোবর(c) দাদরা নগর হাভেলি (d)পুদুচেরি

উত্তর: (a)দিল্লি

19.সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল (A) মহারাষ্ট্র (b)মধ্যপ্রদেশ(c) উত্তরপ্রদেশ (d)অন্ধ্রপ্রদেশ

 উত্তর: (c)উত্তরপ্রদেশ

20.কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে জনঘনত্ব সর্বাধিক – (A)দিল্লিতে (b)লাক্ষা দ্বীপ (c)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (d)পুদুচেরিতে

উত্তর: (a)দিল্লিতে

21.ভারতে বাস করে পৃথিবীর মোট জনসংখ্যার – (A) ১৬% (b)১৭.৫%(c) ১৮%(d) ২০.৫%

উত্তর: (b)১৭.৫%

23. ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত (A) কলকাতা(b) বেঙ্গালুরু (c)পুনে (d)চেন্নাই

উত্তর: (b) ব্যাঙ্গালুরু

24. পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে (A) তারাপুরের (b)থানেতে(c) টম্বেতে(d) কানপুরে

 উত্তর: (c)ট্রমবেতে

25..ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় (A)মহারাষ্ট্রে(b) পশ্চিমবঙ্গে(c) গুজরাটে (d)তামিলনাড়ুতে

 উত্তর: (b)পশ্চিমবঙ্গে

26.আঘ্রানী ধান বলা হয়– (A) আউশ ধানকে (b)আমন ধান কে (c)বোরো ধান কে (c)ভাগইধানকে

উত্তর: (b) আমন ধানকে

27.ভারতের বৃহত্তম বন্দর হল -(A)দিল্লি (b)কলকাতা (c)চেন্নাই (d)মুম্বাই

উত্তর:  মুম্বাই 

28.ভারতের সবথেকে জনবহুল রাজ্য হল – (a)উত্তরপ্রদেশ (b)বিহার (c)পশ্চিমবঙ্গ (d)রাজস্থান  

উত্তর: (a)উত্তরপ্রদেশ।

29. দক্ষিণ পূর্ব ও পূর্ব রেলে সদর দপ্তর হল – (A)কলকাতা(b) চেন্নাই (c)খড়্গপুর (d)দিল্লি

 উত্তর: কলকাতা

30.ভারতের করমুক্ত বন্দর হলো- (A) মুম্বাই(b) মারমাগাও (ck)কান্ডালা(d) পাড়াদ্বীপ 

উত্তর: কান্ডালা

31.নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর অবস্থিত – (a) আমেদাবাদ (b)কলকাতা (c) পানাজি (d)কোচি

উত্তর: কলকাতা 

32.ভারতের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর হল -(A)কলকাতা (b) দিল্লি(c) মুম্বাই(d) চেন্নাই 

উত্তর: (A)কলকাতা

32.ভারতের জীবনরেখা বলে – (A)জল পথকে (b) স্থলপথকে (c)রেলপথকে (d)আকাশপথে

উত্তর রেলপথ কে

33.ভারতের জনঘনত্ব হলো – ( A)১০২৪ জন/ বর্গকিমি ( B)৩৮২ জন /বর্গকিমি (C) ৫৪০ জন/ বর্গকিমি (D) এর কোনোটিই নয়। 

উত্তর:( b) ৩৮২ জন /বর্গ কিমি

34.ভারতের সাক্ষরতার হার সবথেকে বেশি কোন রাজ্যে– (A) বিহার (b) পশ্চিমবঙ্গ (c)উত্তরপ্রদেশ(d)কেরল।

উত্তর: (d)কেরল

35.ভারতের সর্বপ্রথম আদমশুমারি কত সালে হয়– (a)১৮৮৫ (b)১৮০০ (c)১৮৭২ ( d)১৯৯০

উত্তর: (c)১৮৭২

36.ভারতের কোন রাজ্যে সাক্ষরতা কম– (a)বিহার (b)অন্ধ্রপ্রদেশ (c)পশ্চিমবঙ্গ (d) উত্তরপ্রদেশ 

উত্তর:  (a)বিহার

37.ভারতের যে রাজ্যে জনঘনত্ব সবথেকে কম– (a) বিহার(b) পশ্চিমবঙ্গ (c)অরুণাচল প্রদেশ (d)রাজস্থান।

 উত্তর: (c)অরুণাচল প্রদেশ।

38.ভারতের জনঘনত্ব সবথেকে বেশি – (a)উত্তরপ্রদেশ (b)কেরল (c)বিহার(d) পশ্চিমবঙ্গ 

উত্তর: (c)বিহার

39.ভারতে জনগণনা করা হয়– (a) তিন বছর অন্তর (b) পাঁচ বছর অন্তর (c) সাত বছর অন্তর (d)১০ বছর অন্তর 

উত্তর: (d)১০ বছর অন্তর।

40.ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানা হলো – (A)চেন্নাইয়ের অশোক ল্যান্ড (B) গুরগাঁওয়ের মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (c)কলকাতা হিন্দুস্তান মোটর (D)জামশেদপুর টাটা কোম্পানি

উত্তর: (b)গুরগাওয়ের মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড

_________________________________________

শূন্য়স্থান পূরন করো   :   প্রশ্নমান- 1

1.ভারতের বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প

2. ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনাম

3.ভারতের প্রথম যন্ত্র চালিত কাপড়ের কল স্থাপিত হয় ঘুসুড়িতে

4.ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র ট্রম্বে

5. পশ্চিমবঙ্গে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হল হলদিয়া

6.দক্ষিণ ভারতের একটি বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হল ভদ্রাবতী

7.ভারতের রূঢ় হল দুর্গাপুর

8.পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ন্যাপথা

9.সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা হল টিসিএস

10. ভারতের বৃহত্তম ইস্পাত সংকর কারখানা হল দুর্গাপুর

11. তথ্যপ্রযুক্তি শিল্পের রাজধানী হল ব্যাঙ্গালুরু।

12.মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর।

13.কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়েছে।

14.ভারতের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি অবস্থিত বিশাখাপত্তনম

15.ভারতের বৃহত্তম লোহা ও ইস্পাত কেন্দ্র হলো ভিলাই

16.তামিলনাড়ুর সালেম এ একটি সংকর ইস্পাত উৎপাদনের কারখানা আছে।

17. কার্পাস বয়ন শিল্পে ভারতের অন্যতম রাজ্যটি হল গুরজাত

18.উত্তর দক্ষিণ করিডর যুক্ত করে শ্রীনগর কন্যাকুমারী।

19.পূর্ব পশ্চিম করিডোর যুক্ত করে শিলাচর -পোরবন্দর

20.ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ NW- 1।

21.ভারতে বিমানপোত নির্মাণ সংস্থা হিন্দুস্থান অ্যারোনোস্টিক্স লিমিটেড

22.ভারতের নবীনতম বন্দর পোর্টব্লেয়ার

23.ভারতের বিমান সংস্থার নাম হলো এয়ার ইন্ডিয়া

24.ভারতে ক্ষুদ্রতম সড়ক পথ হল NH-47A

25.সিলিকন ভ্যালি বলে ব্যাঙ্গালুরু কে।

26. তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কাঁচামাল মানুষের মেধা

27.পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ কেন্দ্র গার্ডেনরিচকে

28.পৃথিবীর মোট জনসংখ্যার ভারতে বাস করে ১৭. ৫% 

29.ভারতের জনঘনত্ব কম যে রাজ্যে অরুনাচল প্রদেশ

30.ভারতের যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক মেঘালয়। 

31.যে রাজ্যে জনসংখ্যা কম গোয়া

32.ভারতে যে রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কম নাগাল্যান্ড

________________________________________________

একটি বা দুটি শব্দে উত্তর দাও   :   প্রশ্নমান- 1

1.পশ্চিম ভারতের একটি পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্রের নাম লেখ ।

উত্তর: ভাদোদরা

2.রবিশস্যের চাষ শুরু হয় — শীতকালে

3. খারিফ শস্যের চাষ হয়— গ্রীষ্মকালে

4. বোরো ধান চাষ হয় — শীতকালে

5.ভারতীয় কৃষি হল–-জীবিকা ভিত্তিক

6.. ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন হয় —–চা।

7.জাহিদ ফসলের উদাহরণ— আউশ ধান, শসা ,তরমুজ

8..সোনালী পানীয় বলে —–চা কে

9.প্রাণিজ কাঁচা মাল ভিত্তিক শিল্পের নাম —পশম শিল্প, রেশম শিল্প।

10.বন ভিত্তিক শিল্প —কাগজ শিল্প ,মধু শিল্প

11.খনিজ ভিত্তিক শিল্প— লৌহ ইস্পাতশিল্প ,অ্যালুমিনিয়াম শিল্প।

12.২০১১ খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত—    74.04%

13.ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলওয়ে যাত্রা শুরু হয়—-   কলকাতা

14.ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ? 

উত্তর: উত্তরপ্রদেশ।

15.সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে ?

উত্তর: সোনালী চতুর্ভুজ।

16.খাদ্য ফসল কি?

উত্তর: যে সকল ফসল প্রধানত খাদ্য রুপে ব্যবহার করা হয় তাকে খাদ্য ফসল বলে। যেমন: ধান, গম।

17. ধাপ চাষ কি?

উত্তর: পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে মৃত্তিকা সংরক্ষণের জন্য যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে।

18.চা চাষের জন্য কি রকম মৃত্তিকা প্রয়োজন ?

উত্তর:লৌহ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি।

19.কৃষিভিত্তিক শিল্পের নাম?

উত্তর:পাট শিল্প ,চা শিল্প।

20.ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

উত্তর:কৃষ্ণ মৃত্তিকা।

21.ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখ?

উত্তর: চিনা বাদাম।

22.বাণিজ্যিক ফসল কি ?

উত্তর:যে সকল ফসল রপ্তানি, বাণিজ্যের উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে বাণিজ্যিক ফসল বলে।

উদাহরণ- চা কফি।

23.পশ্চিমবঙ্গের একটি আন্তর্জাতিক বিমান বন্দরের নাম করো।

উত্তর: কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।

24.মেট্রোরেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর:কলকাতা।

25.ভারতের একটি অন্তর্দেশীয় বিমান সংস্থার নাম কর। 

উত্তর:এয়ার ইন্ডিয়া।

26.ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি কোনটি ?

উত্তর:প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ( PTI)।

27.কোন দেশের ডাক ব্যবস্থা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ?

উত্তর: ভারতের।

28.ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম লেখ।

উত্তর:গুজরাতের কান্ডালা।

29.পশ্চিমবঙ্গে রেলপথ চালু হয়- 1854 সালে।

30.সবচেয়ে সস্তায় এবং দ্রুতগামী পরিবহন হল- রেল। 

31.উত্তর-পূর্ব সীমান্ত রেলপথে সদর দপ্তর অবস্থিত- মালিগাও- এ ।

32. পরিবহন কি?

উত্তর: দ্রব্য সামগ্রী ও যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কে পরিবহন বলে।

33.ভারতের প্রথম রেলপথে দৈর্ঘ্য ছিল= ৩৩.৬ কিমি।

34. ভারতের ব্যস্ততম জাতীয় রাজপথ হল NH2।

35.ভারতে স্বাক্ষরতা বেশি যে রাজ্যে —কেরালা, ৯৩.৯১% 

36.ভারতের রাজ্য সড়ক পথের মোট দৈর্ঘ্য=  ১৫৪,৫২২ কিমি

37.সোনালী চতুর্ভুজ এর লেন সংখ্যা= 6 টি। 

38.পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তির শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে?

উত্তর:  কলকাতার বিধান নগরে।

39.আখ উৎপাদনে পৃথিবীতে ভারতের কত স্থান?

উত্তর: দ্বিতীয়।

40. ভারতের আখ গবেষণা কোথায় স্থাপিত হয়েছে?

উত্তর:লখনৌ তে। 

41.ভারতে দুটি অর্থকারী ফসলের নাম হল?

উত্তর:চা ও তুলো। 

42.ভারতের কোন মাটির নাম কৃষ্ণ কার্পাস মাটি?

উত্তর: কালো মাটির।

43. ভারতে তুল্য চাষের একটি সমস্যা বলো?

উত্তর: বল উইভিল পোকার আক্রমণ।

44.ভারতে ব্যবহৃত দুটি উচ্চ ফ্যাশন শীল ধান বীজের নামকরণ ?

 উত্তর: রত্না ও জয়া। 

45.ভারত কি ধরনের কফি রপ্তানি করে?

উত্তর:আরবীয় ও রবেস্টা কফি।

46.ভারতে ব্যবহৃত দুটি উচ্চ ফলনশীল গম বীজের নাম করো ?

উত্তর:সোনালিকা ও কল্যাণ।

47.ভারতে ব্যবহৃত দুটি উচ্চ ফলনশীল তুলো বীজের নাম করো ?

উত্তর:সুজাতা ও ভারতী।

48.চাষের জন্য কেমন জমির প্রয়োজন?

উত্তর:ঢালু জমির। 

49.ইক্ষু কোন জলবায়ু অঞ্চলের ফসল?

উত্তর:ক্রান্তীয় ও উপক্রান্তীয়।

50.ভারতে কোন ধরনের কফি চাষ বেশি হয়?

উত্তর: রোবস্টা কফি।

51.ভারতের কোন ধরনের গম চাষ বেশি হয়?

উত্তর: শীতকালীন লাল গম।

52. ভারতের বেশিরভাগ তুলোর আশ কি ধরনের ?

উত্তর: ক্ষুদ্র থেকে মাঝারি দৈর্ঘ্যের।

53. ভারতে তিনটি মেগাসিটি —–(a) মুম্বাই (b)দিল্লি (c)কলকাতা।

54.ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন এর ওপর ভিত্তি করে যে সব ফসল চাষ করা হয় তাদের কি বলে ?

উত্তর:খারিফ ফসল। 

55.দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক রাজ্যের নাম লেখ?

উত্তর:তামিলনাড়ু। 

56.তুলো কিরূপ জলবায়ু অঞ্চলের ফসল ?

উত্তর: ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু।

57. ভারতীয় কৃষির যেকোনো দুটি সমষ্যা লেখো?

উত্তর: হেক্টর প্রতি কম উৎপাদন এবং ক্ষুদ্রাকৃতি কৃষীজোত। 

58.ভারতীয় কৃষির সমস্যা গুলি সমাধানের জন্য যেকোনো দুটি উপায় লেখ?

উত্তর: কৃষি যন্ত্রপাতির অধিক ব্যবহার ও  কৃষি ঋণের ব্যবস্থা করা।

59.ভারতে যেকোনো দুটি বাগিচা ফসলের নাম লেখ?

উত্তর: চাও ও রবার।

60.ভারতের দুটি খারিফ শস্যের নাম কর?

উত্তর: ধান ও পাঠ। 

61.ভারতের দুটি রবিশস্যের নাম কর?

উত্তর: সরিষা ও গম।

62. ভারতীয় কৃষিকে উৎপাদন বৃদ্ধির একটি উপায় বল?

উত্তর: উচ্চ ফসনশীল বীজের অধিক ব্যবহার।

63. ভারতীয় উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম কর

উত্তর: চা ও কপি। 

64.ভারতের প্রধান তন্তু ফসল কোনটি?

উত্তর তুলো।

65.ভারতের প্রধান পানীয় ফসলের নামকরো?

উত্তর: চা।

66.ভারতের প্রধান খাদ্য শস্য কোনটি?

 উত্তর: ধান। 

67.ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কত ?

উত্তর: 2462 কেজি /হেক্টর

68.ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তর: দ্বিতীয়( চীনের পরেই ২০১২)

69. মিলেট কি?

উত্তর: জোয়ার ,বাজরা ,রাগী এই তিনটি অপ্রধান দানাশস্যকে একত্রে মিলেট বলে ।

70.জোয়ার উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে?

উত্তর: মহারাষ্ট্র 

71.ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন করে?

উত্তর: অসম

72.মহাকাশ শহর —– ত্রিবান্দ্রম

73.গোলাপি শহর – জয়পুর 

74. কমলালেবু শহর—- নাগপুর 

75.ভারতের সাক্ষরতার হার—- ৭৪.০৪%

___________________________________________

ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রশ্নমান- 2 সাজেশন

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন  :  প্রশ্নমান – 2

1.জীবিকা সত্তাভিক কৃষি বলতে কী বোঝো?

উত্তর: ভারতের কৃষকেরা তাদের নিজেদের এবং পারিবারিক খাদ্যের চাহিদা মেটানোর উদ্দেশ্য় কৃষিকাজ করে। তাই ভারতের এই কৃষি পদ্ধতিকে জীবিকাসত্তাভিক কৃষি বলে।

2.মিলেট জাতীয় শষ্য কাকে বলে?

উত্তর: জোয়ার ,বাজরা, রাগি ,কোটকি প্রস্তুতি নিম্ন শ্রেনীর ক্ষুদ্র দানা শস্যকে একত্রে মিলেট বলে।

3.তন্তু শস্য কাকে বলে?

উত্তর: যে সকল শষ্য থেকে তন্তু বা আঁশ সংগ্রহ করা যায় তাকে তন্তু শষ্য বলে। উদাহরণ: পাট, কার্পাস

4.বাগিচা ফসল কাকে বলে?

উত্তর: আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃহদায়তনের খামারে যে সকল ফসল মূলত রপ্তানির উদ্দেশে বাণিজ্যিক ভাবে উৎপাদন করা হয় তাদের বাগিচা ফসল বলে। উদাহরণ: চা, কফি ইত্যাদি।

5.শস্যাবর্তন কৃষি বলতে কি বোঝ?

উত্তর: একই কৃষিজমিতে বছরের আলাদা আলাদা সময়ে পর্যায়ক্রমিক ভাবে আলাদা আলাদা শস্য উৎপাদনের পদ্ধতিকে শষ্যাবর্তন কৃষি বলে।

6.লঘু বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী?

উত্তর: যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে সূক্ষ্ম যন্ত্রাংশ, ক্ষুদ্র ইলেকট্রনিক্স দ্রব্য, সূক্ষ্ম যন্ত্রপাতি ও অন্যান্য শিল্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করে তাকে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। উদাহরণ: ক্যামেরা, লেন্স।

7.গুরু বা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কী?

উত্তর: যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে বৃহদাকার শিল্পের প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি তৈরি করে তাদের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। যেমন: মোটরগাড়ি, বিমান, রেলইঞ্জিন ।

8.পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্পের নাম?

উত্তর: শ্রীরামপুর ও হাওড়া।

9.অনুসারী শিল্প কাকে বলে?

উত্তর: কোনো বৃহদাকার শিল্পের উৎপাদিত দ্রবকে ব্যাবহার করে যে সকল ছোটো ছোট শিল্প গড়ে ওঠে তাদের অনুসারী শিল্প বা ডাউন স্টিট ইন্ডাস্ট্রি বলে.

10. ‘আধুনিক শিল্প দানব’ কাকে বলে?

উত্তর: পেট্রো রসায়ন শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্য – বেঞ্জিন, ইথিলিন, প্রপিলিন, পলিথিন প্রভৃতি এবং গৌন দ্রব্য ডিটারজেন্ট, রং। এই সকল মুখ্য ও গৌন দ্রব্য গুলিকে ব্যাবহার করে বিভিন্ন ধরনের অনুসারী ও সাহায্যকারি শিল্প বিকাশ লাভ করেছে বলে পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ বলা হয়।

11. উদীয়মান শিল্প কাকে বলে?

উত্তর: পেট্রো রসায়ন শিল্প খুব দ্রুত বিকাশ লাভ করেছে ।এই শিল্প থেকে বিভিন্ন ধরনের রসায়নিক দ্রব্য যেমন- বেঞ্জিন, ইথিলিন, পলিমারস দ্রব্য – পলিথিন এবং গৌণ দ্রব্য যেমন- ডিটারজেন্ট, রং ইত্যাদি উৎপাদন করা হয়। এই শিল্পের ভবিষৎ খুব উজ্জ্বল। এই কারণেই পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা sunrise industry বলা হয়।

12.মিনি স্টিল প্ল্যান্ট কী?

উত্তর: যে সকল লোহা ও ইস্পাত কারখানায় বছরে 1 লক্ষ টনের কম উৎপাদন হয় এবং বৈদ্যুতিক চুল্লি থেকে স্পঞ্জ, আয়রন উৎপাদন করা হয় তাদের মিনি স্টিল প্ল্যান্ট বলে।

13.ভারতের একটি সরকারি এবং একটি বেসরকারি লোহ-ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কী?

উত্তর: সরকারি -SAIL অধীনস্থ ভিলাহি স্টিল প্ল্যান্ট। বেসরকারি -TATA IRON AND STILL CORPORATION ।

14.সংকর ইস্পাত শিল্প কী?

উত্তর: যে ইস্পাত শিল্পে লৌহ-সংকর ধাতু ব্যাবহারের দ্বারা নির্দিষ্ট ধরনের ধাতব ও বৈদ্যুতিক গুণাবলী সম্পন্ন ইস্পাত উৎপাদন করা হয় তাকে সংকর ইস্পাত শিল্প বলে।

15.তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে?

উত্তর: যে শিল্প গুলি ডিজিটাল এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান করে তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। এই প্রযুক্তি সফটওয়্যার নির্ভর হয়ে থাকে। উদাহরণ: কমপিউটার, হার্ডওয়্যার, মোবাইল ফোন, টেলিগ্রাম ইত্যাদি।

16.ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে?

উত্তর: যে শিল্পে লোহা ও ইস্পাত কে কাঁচামাল রূপে ব্যাবহার করে নানারকম কলক বজা, যন্ত্রপাতি তৈরি করা হয় তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। উদাহরণ- যন্ত্রপাতি নির্মাণ শিল্প, মোটর গাড়ি নির্মান শিল্প।

17.আদমশুমারি কাকে বলে?

উত্তর : ভারতের জনগণনা আয়োগ প্রতি ১০ বছর অন্তর জনগণনা এবং জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে একে আদমশুমারি বলে।

18.কত বছর অন্তর ভারতে জনগণনা হয় এবং 2011 আদমশুমারি অনুযায়ী ভারতে জনঘণত্ব কত?

উত্তর: প্রতি ১০ বছর অন্তর ভারতের জনগণনা করা হয়। 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারের ৩৮২ জন।

19.মেগাসিটি কি?

উত্তর: ১০ মিলিয়নের অধিক জনসংখ্যাযুক্ত মহানগরকে মেগাসিটি বলে।

20. সোনালী চতুর্ভুজ কাকে বলে?

উত্তর: ভারতের চারটি বড় মেট্রোপলিটন শহর মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতাকে ৫৮৪৬ কিলোমিটার দৈর্ঘের চার ছয়-চ্যানেল বিশিষ্ট জাতীয় সড়ক পথ দ্বারা যুক্ত। একে সোনালী চতুর্ভূজ বলে।

21.পুনঃরপ্তানি বন্দর কাকে বলে?

উত্তর: যে বন্দরে পণ্যদ্রব্য আমদানি হয় এবং আমদানি কৃত পণ্যদ্রব্য সঞ্চয় বা ব্যবসার পর তাকে রপ্তানি করা হয় তাকে পুনঃরপ্তানি বন্দর বলে। উদাহরণ: কেরলের কোল্লাম বন্দর।

22. আধুনিক যোগাযোগ ব্যবস্থা কাকে বলে ?

উওর: বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে যোগাযোগ ব্যবস্থা খুবই দ্রুত ও স্বল্প খরচে সম্ভব হয়েছে। টেলিফোন, ইমেল, ইন্টারনেট প্রভৃতি সাহায্যে অতি ক্ষুদ্র এবং স্বল্প ব্যায়ে সংবাদ পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো সম্ভব। এটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা।

________________________________________________

ভারতের অর্থনৈতিক পরিবেশ বড় প্রশ্ন উত্তর

ব্য়খ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন    :   প্রশ্নমান – 3

1.খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য ?

উত্তর: 

বিষয়খারিফ শস্যখারিফ শস্য
উৎপাদন সময় জুন-জুলাই মাসে বপন হয় এবং ডিসেম্বর মাসে ফসল কাটা হয়।অক্টোবর নভেম্বর মাসে বপন এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে ফসল কাটা হয়। 
উৎপাদন হারহেক্টর প্রতি উৎপাদন কম।হেক্টর প্রতি উৎপাদন বেশি।
নির্ভরতাএই শস্য বৃষ্টিপাতের উপর নির্ভর এই শস্য জল সেচের উপর নির্ভর করে।
উদাহরণআমন, ধান, ভুট্টা, বাজরা।গম, ছোলা, জোয়ার।

2. পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির প্রধান তিনটি কারণ লেখ?

উত্তর: উত্তর-পশ্চিম ভারতে অবস্থিত পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির কারণ গুলি হল:

  1. উর্বর মৃত্তিকা: সিন্ধুর পাঁচটি উপনদী মিলিত পলি সঞ্চয়ের ফলে এখানকার মাটি উর্বর এবং জল ধারণ ক্ষমতা বেশি। 
  2. জলসেচ ব্যবস্থা: ভাকরা-নাঙ্গার পরিকল্পনার দ্বারা এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে জলসেচ করা হয়, বছরে সব সময় জল পাওয়ায় একাধিক বার চাষ করা সম্ভব।
  3. উচ্চ ফলনশীল বীজ: কৃষি বিজ্ঞান ডক্তর  বোরলগ এর নেতৃত্বে উন্নত ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যায়। যার লাভ পাঞ্জাব ও হরিয়ানার কৃষিতে দেখা যায়।

3. ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি ?

উত্তর: ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ-

  1. কম্পিউটার দক্ষ কর্মী: ভারতের একাধিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বহু কম্পিউটার দক্ষ কর্মী পাওয়া যায়।
  2. কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র: প্রযুক্তি এবং কম্পিউটার শিক্ষা প্রদানের জন্য সরকারি এবং বেসরকারি বহু প্রতিষ্ঠা গড়ে উঠেছে।
  3. শ্রমিক  সুলভতা: সরকারি  উদ্যোগের দ্বারা কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ কর্মসংস্থান নির্মাণ শিল্পটিকে উন্নতি করেছে।

4.ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ব্যাখ্যা কর?

উত্তর: কাঁচামালকে দুই ভাগে ভাগ করা যায়- (১) বিশুদ্ধ কাঁচামাল (২) অবিশুদ্ধ কাঁচামাল

  1. বিশুদ্ধ কাঁচামালের প্রভাব : কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজন সমান হলে বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন- তুলো, পাট। 

উদাহরণ- পশ্চিম ভারতের মহারাষ্ট্র এবং গুজরাতের রেগুর মৃত্তিকায় কার্পাস উৎপাদন প্রচুর তাই এখানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে।

  1. অবিশুদ্ধ কাঁচামাল: কাঁচামালের সমান ওজন দ্রব্য উৎপাদিত না হলে তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে যেমন- আকরিক লোহা। 

উদাহরণ: পূর্ব মধ্যে ভারতের সিংভূম, ময়ূরভঞ্জ, বায়োলাডিলায় মত অঞ্চলে উন্নতমানের ম্যাগনেটাইট ও হেমাটাইট জাতীয় লোহার সঞ্চয় থাকায় এখানে লৌহ ইস্পাত শিল্প বিকাশ লাভ করেছে।

5. রেলপথ ও সড়ক পথের তিনটি করে গুরুত্ব আলোচনা কর ?

উত্তর: রেলপথ ও সড়ক পথের তিনটি করে গুরুত্ব

ক) রেলপথের তিনটি গুরুত্ব:

  1. পরিবহনের ব্যয় কম: রেলপথের মাধ্যমে কম সময়ের মধ্যে এবং কম খরচে বহু যাত্রী ও মালপত্র কে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে।
  2. শিল্পের কাঁচামাল সরবরাহ: শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এবং যন্ত্রাংশ রেলপথের মাধ্যমে নিয়ে আসা যায়। উৎপাদিত দ্রব্য পরিবহনেও রেলপথের ভূমিকা গুরুত্বপূর্ণ।
  3. কৃষি উন্নতি: ভারতের মধ্যে ও নিম্ন গঙ্গা সমভূমি অঞ্চল থেকে উৎপাদিত  শষ্য (ধান, গম ইত্যাদি) রেলপথের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। 

খ) সড়ক পথের তিনটি গুরুত্ব:

  1. গ্ৰাম ও শহরে যোগাযোগ ব্যবস্থা: গ্রামের মানুষদের বিভিন্ন প্রয়োজনে শহরে আসার হলে সড়ক পথের মাধ্যমেই আসতে হয়। ভারতের অনেককটি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো সড়ক পথ।
  2. গ্রাম উন্নতিতে: গ্রামীণ অঞ্চলে উৎপাদিত কৃষিজ ফসল বাজারে বিক্রি করার জন্য প্রধান মাধ্যম এই সড়ক পথ।
  3. কাঁচামাল সরবরাহ: NH2 জাতীয় সড়ক পথের মাধ্যমে আসানসোল- রানীগঞ্জের কয়লা কলকাতা যায় ।শিল্পের কাঁচামাল সরবরাহ সড়ক পথের ভূমিকা গুরুত্বপূর্ণ।

6. ইন্টারনেট ও ইমেইল ব্যবস্থার গুরুত্ব কি?

উত্তর: ইন্টারনেট ও ইমেইল ব্যবস্থার গুরুত্ব:

  1. ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে সংবাদ পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় ।
  2. শিক্ষা প্রতিষ্ঠানে নতুন টেকনোলজি বিষয়কে জানতে এর ব্যবহার হয়।
  3. ইন্টারনেটেরর ওয়েবসাইটে থাকা সঞ্চিত তথ্য আমাদের জিজ্ঞাসু প্রশ্নের উত্তর দেয়।

_____________________________________________

ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রশ্নমান- 5 সাজেশন

রচনাধর্মী উত্তর ভিত্তিক :  প্রশ্নমান – 5

1. ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ?

 উওর: ইক্ষু ক্লান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের ফসল ইক্ষু চাষের জন্য নিম্নলিখিত প্রাকৃতিক পরিবেশ অবস্থা প্রয়োজন।

  1. উষ্ণতা: বার্ষিক ২০ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ইক্ষু চাষের বৃদ্ধি ও ফলন ভালো হয়।
  2. বৃষ্টিপাত: ইক্ষু  চাষের আদর্শ বৃষ্টিপাত হলো বছরে ৭৫ থেকে ১০০ সেমি।
  3. মাটি: চুন ও লবণ সমৃদ্ধ দোঁয়াশ, কালো মাটি আখ চাষের উপযোগী।
  4. কুয়াশা: কুয়াশা, ধোঁয়াশা হলে তা ইক্ষু চাষের ক্ষতি করে থাকে।

এছারাও উন্নত পরিবহন ব্যবস্থা ও সুলভ শ্রমিক, মূলধন জাতিয় অর্থনৈতিক পরিবেশ ইক্ষু চাষের জন্য দরকার।

2. ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো ।

উত্তর: চা আমাদের দেশ ভারতের প্রধান পানিও ফসল। নিম্নলিখিত প্রাকিতিক পরিবেশ চা চাষের জন্য প্রয়োজন:

  1. উষ্ণতা: গড়ে 16⁰-30⁰ সে: উষ্ণতায় চা চাষ হয়।
  2. বৃষ্টিপাত: চা চাষের জন্য় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত দরকার হয়। চা চাষের আদর্শ বৃষ্টিপাত হলো বছরে গড়ে 150-250 সেমি।
  3. মাটি: অম্লধর্মী লৌহ ও ম্যাঙ্গানিজ মিশ্রিত উর্বর দোঁয়াশ মাটি চা চাষের উপযোগী।
  4. কুয়াশা: চা চাষে হালকা কুয়াশার প্রয়োজন হয়।

এছাড়াও উন্নত্ব পরিবহন ব্যবস্থা, সুলভ শ্রমিক, মূলধন, ভালো বাগিচার মতো অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশ চা চাষের জন্য দরকার।

3. গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো?

উত্তর: গম ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। নিম্নলখিত অনুকূল প্রাকৃতিক পরিবেশ গুলি প্রয়োজন:

(ক) উষ্ণতা:

  1. গম চাষের প্রথম অবস্থা (গম বীজের অঙ্কুরোদম সময়) 15⁰-16⁰ সেলসিয়াস উত্তাপ দরকার।
  2.  গম চাষের দ্বিতীয় অবস্থা (গম পাকার সময় 18⁰-16⁰) সেলসিয়াস উত্তাপ প্রয়োজন। আবার অধিক তাপমাত্রা গম চাষের পক্ষে ক্ষতিকারক।

  (খ) বৃষ্টিপাত: গম চাষের জন্য গড়ে 50-100 সেমি বৃষ্টির প্রয়োজন। আবার অধিক বৃষ্টিপাত গম চাষের পক্ষে ক্ষতিকারক।

(গ) আদ্রতা:

  1. অঙ্কুরোদগমের সময় আর্দ্র শীতল আবহওয়া। 
  2. চারা গাছ বৃষ্টির সময় শুষ্ক আবহাওয়া।
  3. গম পাকার সময় আর্দ্র আবহাওয়া।
  4. এবং গম কাটার সময় উষ্ণ শুষ্ক আবহাওয়া।

(ঘ) মাটি:  গম চাষের পক্ষে উর্বর দোআঁশ, এঁটেল দোআঁশ মাটি আদর্শ।

(এছাড়াও তোমরা অনুকূন প্রাকৃতিক পরিবেশের উত্তর লেখার প্যাটার্ন কে অনুসরণ করে ধান ও কফি 

উষ্ণতা, বৃষ্টিপাতকে দেখে রাখবে।) 

4. পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি উল্লেখ কর ?

উত্তর: দক্ষিণ ভারতের মুম্বাই, আমেদাবাদে কার্পাস বয়ন শিল্পের বিকাশ লাভ করেছে। এই পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের এক দেশী ভবনের কারণ গুলি হল:

(ক)কাঁচামাল: এই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তুলা মহারাষ্ট্র ও গুজরাটের জলগাঁও, অমরাবতী, নাসিক ইত্যাদির কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে খুব ভালো তুলা উৎপাদন হয়।

(খ )জলবায়ু: আরব সাগর সংলগ্ন মহারাষ্ট্র ও গুজরাটের আদ্র জলবায়ুতে সুতো ছিঁড়ে যাওয়ার কোন সম্ভাবনা থাকে না। 

(গ) বন্দর: বিদেশ থেকে প্রয়োজনীয় তুলা আমদানি এবং উৎপাদিত বস্ত্র বিদেশে রপ্তানির জন্য বন্দরের সুব্যবস্থা রয়েছে। যেমন মুম্বাই, কান্ডালা, জওহরলাল।

(ঘ) বিদ্যুৎ শক্তি:

  1. উকাই, কাদানা, ভিপপুরি, খোপালি তে উপস্থিত জলবিদ্যুৎ কেন্দ্র।
  2. আমেদাবাদ, ধুবারানের তাপ বিদ্যুৎ।
  3. ও তারাপুর, কাকড়াপাড়ের পারমাণবিক বিদ্যুৎ শক্তি শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি চাহিদা পূরণ করে।

(ঙ) পরিবহন ব্যবস্থা: পশ্চিমাঞ্চলের রেলপথ, 3,4,7,8  জাতীয় সড়ক পথ এই অঞ্চলের উপর দিয়ে বিস্তারিত রয়েছে। 

(চ) মূলধন: মুম্বাইয়ে উপস্থিত অর্থলগ্নী সংস্থার সদর দপ্তর এবং পারসি, ভাটিয়া, গুজরাটি ব্যবসায়ীদের বিনিয়োগ।

5. পূর্ব ও মধ্য ভারতে লোহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি?

উত্ত: ভারতের অধিকতর লৌহ ইস্পাত শিল্প কারখানা গুলি গড়ে উঠেছে পূর্ব ও মধ্য় ভারতে দুর্গাপুর, জামসেদপুর, কলটি, বার্নপুর, ভিলাই, বোকার মতো অঞ্চলে।

এই পূর্ব ও মধ্য ভারতে লোহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি হলো:

 (ক) আকরিক লোহা: উচ্চমানের আকরিক লোহার ভান্ডার রয়েছে ছত্রিশগড়ের বায়লাডিলা, ওড়িশার ময়ূরভঞ্জ, ঝাড়খন্ডের সিংভূম, নোয়ামুন্ডিতে।

(খ) কয়লা: এই শিল্পের প্রয়োজনীয় কয়লার জোগান পাওয়া যায় পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, ঝড়িয়া, বোকারো, গিরিডি, ঝাড়খণ্ডের করনপুরা অঞ্চল থেকে।

(গ) চুনাপাথর: চুনাপাথরের যোগান পাওয়া যায় ওড়িশার বির্মিত্রাপুর, ঝারখন্ডের ভবনাথপুর ও ডালটনগঞ্জ ও ছত্রিশগড়ের পূর্ণ পানি থেকে।

(ঘ) ম্যাঙ্গানিজ, ডলোমাইট: ম্যাঙ্গানিজের যোগান পাওয়া যায় (উড়িষ্যার গাংপুর, সুন্দরগড়, মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের কাটনি ইত্যাদি অঞ্চল থেকে।

ডলোমাইট এর যোগান পাওয়া যায় (উড়িষ্যার গাংপুর ও বোনাই) অঞ্চল থেকে।

 (ঙ) জলের সহজলভ্যতা:  শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ হয় দামোদর, সুবর্নরেখা, ব্রহ্মাণী, খরকাই প্রভৃতি নদনদী থাকে।

(চ) বিদ্যুৎ শক্তি: দূর্গাপুর, তালচের, কোরবা, বোকারো, মেজিয়া প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই শিল্পের বিদ্যুৎ ব্যবহার করা হয়।

(ছ) পরিবহন: পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ, NH-2, 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়ক পথের মধ্যে সহজেই যোগাযোগ এবং পণ্য দ্রব্যের আদান প্রদান করা হয়।

(জ) শ্রমিক: বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড রাজ্য জনবহুল থাকায় এখান থেকে সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায়।

6. ভারতের নগরায়নের প্রধান সমস্যা গুলি আলোচনা করো?

উত্তর: ভারতের দ্রুত নগরায়ন বৃদ্ধি পাওয়ার ফলে নানা সমষ্যার সৃষ্টি হয়েছে, এর কিছু প্রথম সমস্যা গুলি হল-

(ক) অপরিকল্পিত নগরায়ন: জনসংখ্যা অধিক বৃদ্ধির জন্য বেশিরভাগ শহর-নগর পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে। অধিক বৃষ্টিপাত হলে শহরের রাস্তাঘাট বৃষ্টির জলে ভরে যায়, এছাড়াও সরু রাস্তা, শহরের বজ্র লক্ষণীয়।

(খ) মানুষের শহরমুখী প্রবণতা: শহড়ে কাজের খোঁজে গ্রামাঞ্চলের বহু যুবক শহরে আসে।

 এখানেই বসবাস করে। অস্থায়ী ও অনুন্নত বসবাস করার ফলে বস্তি পরিবেশ গড়ে ওঠে। 

(গ) পরিবহন সমস্যা: জনসংখ্যার চাপ এবং অপরিকল্পিতভাবে নগর গড়ে ওঠার ফলে রাস্তা সরু, জমজমাট বেশি এবং ফুটপাত দখল থাকে।

(ঘ) স্বাস্থ্য ব্যবস্থা: একাধিক শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য, দূষিত গ্যাস শহরকে দূষণ করে, বায়ু দূষণ ঘটায়। এছাড়াও শহরে যানবাহন নির্গত গ্যাস, শহরের জনবসতীর আবর্জনা দূষণ বাড়ায়। জল দূষণ ও বায়ু দূষণ বৃদ্ধি পায়।

(ঙ) শিক্ষা সমস্যা: শহরে একাধিক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় অবস্থিত তবে এখানকার feel বেশি থাকাই বহু দারিদ্র্য শ্রেণীর শিক্ষার সুযোগ-সুবিধা পায় না।

7. জনসমাবেশের অনুকূল পরিবেশ গুলি উল্লেখ করো। বা, শহর ও নগরের গড়ে ওঠার কারণ গুলি লেখ।

উত্তর: জনসমাবেশের অনুকূল পরিবেশ- 

(ক) বাণিজ্য কেন্দ্র: ব্যবসা-বাণিজ্য উপস্থিতির ফলে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। কর্মসংস্থান গড়ে ওঠে। কাজে সুযোগ থাকে ফলে জায়গাটি শহরে পরিণত হয়। উদাহরণ- মুম্বাই।

(খ) শিল্পকেন্দ্র: কোন অঞ্চলে বৃহদাকার শিল্প প্রতিষ্ঠান থাকলে সেখানে বৃহদাকার শিল্পকে কেন্দ্র করে একাধিক ছোট ছোট শিল্প কলকারখানা সৃষ্টি হয় যার ফলে জনসমাবেত বাড়ে শহরে পরিণত হয়।

উদাহরণ: দুর্গাপুর, জামশেদপুর।

(গ) খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল: শিল্পে প্রয়োজন হয় খনিজ সম্পদ তাই যে সকল স্থানে খনিজ সম্পদের ভান্ডার থাকে সেখানে ধীরে ধীরে শহর গড়ে ওঠে। উদাহরণ: আসানসোল।

(ঘ) প্রশাসনিক কেন্দ্র: প্রশাসনিক কাজকর্মে ফলে সেবামূলক প্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন গড়ে ওঠে। মানুষের বিভিন্ন দরকারি কাজকর্মের জন্য আসতে হয়। আস্তে আস্তে জায়গাটি শহরে পরিণত হয়। 

যেমন: দিল্লী।

(ঙ) যোগাযোগ কেন্দ্র: রেলপথ, সড়কপথ, জলপথের কেন্দ্রস্থলে হোটেল, গুদাম গড়ে ওঠে এবং সুলভ যোগাযোগ ব্যবস্থা ব্য়বসা বাণিজ্য ক্ষেত্রেও সুবিধাজনক তাই। এই সকল স্থান শহরে পরিণত হয়েছে।

 উদাহরণ: শিলিগুড়ি।

(চ) বন্দর: বন্দরকে কেন্দ্র করে গুদাম ঘর, আবাস ঘর, শিল্পের সুযোগ সুবিধা গড়ে ওঠে এবং শহরে পরিণত হয়। উদাহরণ: হলদ্বীয়া, পারাদ্বীপ। 

___________________________________

Next:

Leave a Comment