ক্লাস 10 ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রশ্ন উত্তর সাজেশন।
তোমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, পাঁচ নম্বর থেকে যে সকল গুরুত্বপূর্ণ সাজেশনগুলি রয়েছে তা নিচে লেখা হলো।
Table of Contents
ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রশ্ন উত্তর class 10
শ্রেণী | মাধ্যমিক দশম শ্রেণী |
বিষয় | মাধ্যমিক ভূগোল |
অধ্যায় | পঞ্চম অধ্যায় – ভারতের প্রাকৃতিক পরিবেশ |
প্রশ্নের ধরণ | Only সাজেশন ভিত্তিক |
Target | মাধ্যমিক 2024 |
Created By | Moneygita Team |
দশম শ্রেণী ভূগোল ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কেবলমাত্র সাজেশন ভিত্তিক ২০২৪ মাধ্যমিক পরীক্ষার জন্য important important গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিচে দেওয়া হল।
ভারতের প্রাকৃতিক পরিবেশ MCQ সাজেশন
মাধ্যমিক : ভারতের প্রাকৃতিক পরিবেশ
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি প্রশ্নমান – 1
1. ল্যাটেরাইট মাটি দেখা যায় – a) রাজস্থানে মরুভূমিতে b) ছোটনাগপুরের মালভূমিতে c) গঙ্গা সমভূমিতে d) হিমালয়
উত্তর: b) ছোটনাগপুরের মালভূমিতে
2. হিমালয়ের পাদদেশিয় অঞ্চলের পলী বলি নুড়ি কাকরপূর্ণ মাটির নাম – a) ভাঙার b) খাদার c) তরাই d) ভাবর
উত্তর: d) ভাবর
3. ভারত সরকারের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটি রয়েছে – a) দেরাদুন b) কলকাতা c) দিল্লি d) কটক
উত্তর: a) দেরাদুন
4. ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় – a) বদ্বীপ অঞ্চলে b) মরুভূমিতে c) পার্বত্য ভূমিতে d) সমভূমিতে
উত্তর: a) বদ্বীপ অঞ্চলে
5. একটি মরু জাতীয় উদ্ভিদের উদাহরণ হল – a) রডোডেনড্রন b) ফনিমনসা c) শিশু d) আম
উত্তর: b) ফনিমনসা
7. যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায় সেখানে সারা বছর মাটি – a) শুষ্ক থেকে b) আদ্র থাকে c) বালিপূর্ণ থাকে d) লবণাক্ত থাকে
উত্তর : a) শুষ্ক থেকে
8. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি গড়ে উঠেছে – a) গাঙ্গেয় বদ্বীপে b) মহা নদীর বদ্বীপে c) গোদাবরীর বদ্বীপে d) কৃষ্ণা নদীর বদ্বীপে
উত্তর: a) গাঙ্গেয় বদ্বীপে
9. ভারতের অন্যতম ম্যানগ্রোভ অরণ্য হল – a) গরুমারা b) জলদাপাড়া c) ভিতরকণিকা d) গির
উত্তর: c) ভিতরকণিকা
10. চন্দন গাছ জন্মায় – a) চিরহরিৎ অরণ্যে b) সরলবর্গীয় অরণ্যে c) পর্ণমোচী অরণ্যে d) ম্যানগ্রোভ অরণ্য
উত্তর: c) পর্ণমোচী অরণ্যে
11. আম্রবৃষ্টি দেখা যায় – a) উত্তর ভারত b) পূর্ব ভারত c) দক্ষিণ ভারত d) পশ্চিম ভারত
উত্তর,: c) দক্ষিণ ভারত
12. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল – a) ছোটনাগপুর মালভূমি b) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক c) শিলং মালভূমি d) তামিলনাড়ু দক্ষিণ পূর্ব উপকূল
উত্তর: c) শিলং মালভূমি
13. ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের – a) থর মরুভূমিতে b) গুজরাটের মরুভূমিতে c) লাদাখ d) মধ্যপ্রদেশ
উত্তর: a) থর মরুভূমিতে
14. গ্রীষ্মের সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে যে ধরনের ঝড় বৃষ্টি হয় তার নাম – a) আশ্বিনের ঝড় b) লু c) আম্র বৃষ্টি d) কালবৈশাখী
উত্তর: d) কালবৈশাখী
15. দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল – a) লাদাখ b) শিলং c) মালনাদ d) সিমলা
উত্তর: c) মালনাদ
16. ভারতের দক্ষিণতম বিন্দু হল – a) ইন্দিরা কল b) ইন্দিরা পয়েন্ট c) কিবিথু d) এর কোনটিই নয়
উত্তর: b) ইন্দিরা পয়েন্ট
17. ভারত ও চীনের সীমারেখা হল – a) রডফ্লিক লাইন b) ডুরান্ড লাইন c) ম্যাকমোহন লাইন d) এই সবগুলি
উত্তর: c) ম্যাকমোহন লাইন
18. ভারতের মাঝ বরাবর যে রেখা গেছে – a) নিরক্ষরেখা b) কর্কটক্রান্তি রেখা c) মকর ক্রান্তি রেখা d) কোনোটিই নয়
উত্তর: b) কর্কটক্রান্তি রেখা
19. ভারতের আয়তনে বৃহৎ রাজ্য হল – a) উত্তর প্রদেশ b) বিহার c) আসাম d) রাজস্থান
উত্তর: d) রাজস্থান
20. ভারতের উত্তরতম স্থান হল – a) ইন্দিরাকল b) গুহার মতি c) ইন্দিরা পয়েন্ট d) কিবিথু
উত্তর: a) ইন্দিরাকল
21. ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি হল – a) রাজ্য b) ভাষা c) লেখা d) এর সবগুলি।
উত্তর: b) ভাষা
22. আধি হলো এক ধরনের – a) ধুলি ঝড় b) উষ্ণ বায়ু c) ঘূর্ণি বৃষ্টি d) পরিষ্কার আকাশ
উত্তর: a) ধুলি ঝড়
23. রাজস্থানে বালিয়াড়ি ঘেরা হ্রদ গুলিকে বলে – a) ধান্ধ b) ধ্রিয়ান c) রান d) পুষ্করিনি
উত্তর: a) ধান্ধ
24. ভারতের সাতপুরা যে ধরনের পর্বতের উদাহরণ – a) ক্ষয়জাতো b) আগ্নেয় c) স্তুপ d) ভঙ্গিল
উত্তর: c) স্তুপ
25. পশ্চিম উপকূলের উপর হ্রদ গুলি হল – a) তাল b) ধান্দ্ c) কয়াল d) পুকুর
উত্তর: c) কয়াল
26. রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম – a) হামাদা b) বাগর c) রহি d) ধান্দ
উত্তর: a) হামাদা
27. শিবালিক ও হিমাচল এর মধ্যে অবস্থিত – a) গুহা b) হ্রদ c) দুন উপত্যকা d) তাল
উত্তর: c) দুন উপত্যকা
28. কাশ্মীরি উপত্যকা অবস্থিত যে দুটি পর্বতের মাঝে তা হল – a) জাসকর ও লাদাখ b) পিরপাঞ্জাল ও জাসকর c) কারাকোরাম ও লাদাকখ d) লাদাখ ও লেহ-র মাঝে
উত্তর: b) পিরপাঞ্জাল ও জাসকর
29. ভারতের বৃহত্তম কয়াল – a) চিলকা b) কোলেরু c) পলিকট d) ভেম্বানাদ
উত্তর: d) ভেম্বানাদ
30. গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত উপহ্রদ হল – a) পুলিকট b) চিলকা c) কোলেরু d) এর সবগুলি
উত্তর: c) কোলেরু
31. কর্ণাটক মালভূমির উত্তর পূর্বাংশ কে বলে – a) মালনাদ b) ময়দান c) কুন্ডা d) দণ্ডকারণ্য
উত্তর: b) ময়দান
32. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ – a) মাউন্ট এভারেস্ট b) কাঞ্চনজঙ্ঘা c) কিং অফ কারাকোরাম d) লিওপারগেল
উত্তর: c) কিং অফ কারাকোরাম
33. ভারতের বৃহত্তম উপহ্রদ – a) ভেম্বানাদ b) চিল্কা c) পুলিকট d) কোলেরু
উত্তর: b) চিল্কা
34. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপর হ্রদ – a) চিলকা b) ভেম্বানাদ c) কোলেরু d) পুলিকট
উত্তর: a) চিলকা
35. শিবানী হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চয় হয়ে যে সমভূমি গঠিত হয়েছে কাকে বলে – a) খাদার b) ভাবর c) ভাঙ্গড় d) বেট
উত্তর: b) ভাবর
36. নিচের কোনটি গঙ্গার উপনদীর নয় – a) গোমতী b) ঘর্ঘরা c) শতদ্রু d) কোশি
উত্তর: c) শতদ্রু
37. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল – a) সম্বর b) প্যাংগং c) ডাল d) কোলেরু
উত্তর: a) সম্বর
38. ভারতের দীর্ঘতম সেচ খাল হল – a) মেদিনীপুর খাল b) সারদা খাল c) ইন্দিরা গান্ধী খাল d) এর কোনোটিই নয়
উত্তর: c) ইন্দিরা গান্ধী খাল
39. ভারতের দীর্ঘতম বাঁধ হল – a) ভকার নাঙ্গাল b) কয়না c) হিরাকুদ d) DVC
উত্তর: c) হিরাকুদ
40. ভাগীরথী অলকানন্দ মিলিত হয়েছে – a) রুদ্র প্রয়াগে b) হরিদ্বারে c) ঋষিকেশে d) দেবপ্রয়াগে
উত্তর: d) দেবপ্রয়াগে
41. পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হল – a) ইন্দিরা গান্ধী b) মেদিনীপুর খাল c) উচ্চগঙ্গা খাল d) সারদা খাল
উত্তর: b) মেদিনীপুর খাল
42. শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঝড় কে বলে – a) বরদৈছিলা b) কালবৈশাখী c) আশ্বিনের ঝড় d) আম্রবৃষ্টি
উত্তর: c) আশ্বিনের ঝড়
43. মৌসুমী বিস্ফোরণ দেখা যায় – a) বর্ষাকালে b) গ্রীষ্মের শুরুতে c) শীতকালে d) শরতের শেষে
উত্তর: a) বর্ষাকালে
44. কালবৈশাখীকে অসমে বলে – a) আম্র বৃষ্টি b) আশ্বিনের ঝড় c) বরদৈছিলা d) এর কোনোটিই নয়
উত্তর: c) বরদৈছিলা
45. ভারতে বৃষ্টিপাতের অধিকাংশই হল – a) পরিচালন বৃষ্টি b) শৈলোৎক্ষেপ বৃষ্টি c) ঘূর্ণিবাদ বৃষ্টি d) এর কোনোটিই নয়।
উত্তর: b) শৈলোৎক্ষেপ বৃষ্টি
46. একটি বৃষ্টির ছায়া অঞ্চল হল – a) ছোটনাগপুর মালভূমি b) তামিলনাড়ু c) শিলং d) কেরল
উত্তর: c) শিলং
47. ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে – a) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু b) দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু c) পশ্চিমা বায়ু d) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
উত্তর: d) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
48. আম্রবৃষ্টি দেখা যায় – a) দক্ষিণ ভারতে b) উত্তর ভারতে c) মধ্য ভারতে d) পূর্ব ভারতে।
উত্তর: a) দক্ষিণ ভারতে
49. গ্রীষ্মকালে পাঞ্জাব ও হরিয়ানাতে যে ধুলিঝড় হয় তাকে বলে – a) লু b) কালবৈশাখী c) আঁধী d) এর কোনোটিই নয়।
উত্তর: c) আঁধী
50. মৌসুমী বায়ু যে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় – a) কর্ণাটক b) তামিলনাড়ু c) কেরল d) বিহার
উত্তর: c) কেরল
51. মৌসুমী বায়ু হলো – a) স্থানীয় বায়ু b) সাময়িক বায়ু c) আকস্মিক বায়ু d) নিয়ত বায়ু
উত্তর: b) সাময়িক বায়ু
52. ভারতে মৌসুমী বিস্ফোরন হয় যে মাসে – a) ডিসেম্বর জানুয়ারি b) মার্চ এপ্রিল c) জুন জুলাই d) সেপ্টেম্বর অক্টোবর
উত্তর: c) জুন-জুলাই
53. উচ্চগঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি অঞ্চল কে বলে – a) খাদার b) ভাকর c) ভাবার d) ভুর
উত্তর: b) ভাকর
54. রেগুর বলা হয় যে মৃত্তিকাকে – a) লাল মাটি b) কৃষ্ণ মাটি c) পলিমাটি d) লোহিত মাটি
উত্তর: b) কৃষ্ণ মাটি
55. উচ্চগঙ্গা সমভূমির জলভূমির মৃত্তিকা কে বলে – a) ধায়াb) বেট c) ধাক্কার d) মাটা
উত্তর: c) ধাক্কার
56. কাশ্মীরের কারেওয়াতে কোন চাষ ভালো হয় – a) গম b) কফি c) জাফরান d) এর সবগুলি
উত্তর: c) জাফরান
57. হার্ডপ্যান দেখা যায় কোন মাটিতে – a) ল্যাটেরাইট b) পডজল c) কৃষ্ণ d) লাল মাটি
উত্তর: b) পডজল
58. উচ্চ গঙ্গা সমভূমির বালি মিশ্রিত, প্রাচীন পলিমাটি হল ভুর।
59. ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় কোন রাজ্যে – a) পশ্চিমবঙ্গ b) আন্দামান ও নিকোবর c) রাজস্থান d) সুন্দরবন
উত্তর: b) আন্দামান ও নিকোবর
60. সামাজিক বনসৃজনে উপযুক্ত উদ্ভিদ হল – a) ইউক্যালিপটাস b) গরান c) সুন্দরী d) এর সবগুলি
উত্তর: ) ইউক্যালিপটাস
61. একটি সরলবর্গীয় অরণ্য উদ্ভিদ হল – a) শাল b) চন্দন c) পাইন d) ম্যাপেল
উত্তর: c) পাইন
62. ভারতের স্থলভাগের দক্ষিণ তম প্রান্ত হল – a) কন্যাকুমারী b) কুমারিকা অন্তরীপ c) ইন্দিরা পয়েন্ট d) ইন্দিরা কল
উত্তর: c) ইন্দিরা পয়েন্ট
63. ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ঠ রাজ্য – a) রাজস্থানের b) মধ্যপ্রদেশ c) উত্তরপ্রদেশ d) গুজরাট
উত্তর: c) উত্তরপ্রদেশ
64. ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল – A) দিল্লি b) আন্দামান ও নিকোবর-নিকোবর দ্বীপপুঞ্জ c) দাদরা ও নগর হাভেলি d) লাক্ষাদ্বীপ
উত্তর: b) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
65. ভারতের নবীনতম রাজ্যটি হল – a) উত্তরাখান b) ঝাড়খন্ড c) ছত্রিশগড় d) তেলেঙ্গানা
উত্তর: d) তেলেঙ্গানা
66. ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল – a) সিকিম b) ত্রিপুরা c) গোয়া d) মিজোরাম
উত্তর: c) গোয়া
67. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত – a) আরাবল্লী b) বিন্ধ c) নীলগিরি d) হিমালয়
উত্তর: a) আরাবল্লী
68. পূর্ব হিমালার একটি গিরিপথ – a) জোজি লা b) নাথুলা c) ইউল লা d) সিঞ্চন
উত্তর: b) নাথুলা
69. প্রাচোর নন্দকানন বলা হয় – a) ইম্ফল উপত্যকা b) কাশ্মীর উপত্যকা c) সুন্দরবন c) কোনোটিই নয়
উত্তর: b) কাশ্মীর উপত্যকা
70. পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হল – a) ভোর ঘাট b) নীতি c) মালনাদ d) জোজিলা
উত্তর: a) ভোর ঘাট
71. মিষ্টি জলের হ্রদ – a) চিলকা b) ডাল c) সম্বর d) ভেম্বানাদ
উত্তর: b) ডাল
72. ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল – a) কূপ ও নলকূপ b) জলাশয় c) খাল d) ফোয়ারা
উত্তর: c) খাল
73. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হল a) হিমালয় পর্বত b) বিন্ধ পর্বত c) পশ্চিমঘাট পর্বত d) পূর্বঘাট পর্বত
উত্তর: b) বিন্ধ পর্বত
74. গঙ্গার প্রধান উপনদী – a) অলকানন্দা b) ভাগীরথী c) যমুনা d) সবরমতি
উত্তর: c) যমুনা
75. সবচেয়ে বড় নদীর অববাহিকা হল – a) গঙ্গা b) ব্রহ্মপুত্র c) সিন্ধু d) গোদাবরী
উত্তর: a) গঙ্গা
76. মৌসুমী বিস্ফোরণ হয় – a) গ্রীষ্মকালে b) শীতকালে c) বর্ষাকালে d) শরৎকালে
উত্তর: a) গ্রীষ্মকালে
77. বছরে দুবার বৃষ্টিপাত হয় – a) মৌসিনরামে b) দক্ষিণ হিমালয় c) তামিলনাড়ু d) উপকূল মধ্য প্রদেশ
উত্তর: তামিলনাড়ু উপকূল
78. পশ্চিম ঝঞ্ঝা দেখা যায় – a) শীতকালে b) গ্রীষ্মকালে c) বর্ষাকালে d) বসন্ত কালে
উত্তর: a) শীতকালে
_____________________________________
শূন্য়স্থান পূরন করো প্রশ্নমান- 1
1. ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে।
2. ভারতের বৃহত্তম জেলা কচ্ছ।
3. পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি।
4. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাডল পিক।
5. মালাবার উপকূলের বালিয়াড়ি হল থেডিস।
6. ভারতে দক্ষিণতম পর্বত হলো কার্ডামম।
7. ভারতের বৃহত্তম নদী গঠিত ব-দ্বীপ মাজুলী।
8. ভারতের উচ্চতম হ্রদ হল প্যাংগং।
9. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল লুনি।
10. ভারতের দূষিত জলের হ্রদ হল ভোজ।
11. সিন্দুর উৎপত্তিস্থল হলো সেঙ্গেখাবাব।
12. পশ্চিম বাহিনী দীর্ঘতম নদী নর্মদা ।
13. ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা।
14. স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা DVC।
15. ভারতের দীর্ঘতম সেচ খাল সারদা খাল।
16. গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা।
17. ভারতের সর্বাধিক জল সেচ করা হয় নলকূপে।
18. ভারতে মৌসুমী বায়ুকে সর্বাধিক প্রভাবিত করে জেট বায়ু
19. ভারতের শীতলতম স্থান হল লাদাখের দ্রাস।
20. ভারতের আবহাওয়া অফিস দপ্তর নিউ দিল্লি।
21. ভারতের মাটি গবেষণাগার অবস্থিত দেরাদুন শহরে।
22. ঝুম চাষ দেখা যায় উত্তর-পূর্ব ভারতে।
23. প্রাচীন পলিকে গুজরাটে বলে গোরাট।
23. ভারতে মাটি গবেষণা কেন্দ্র যোধপুর।
24. নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি ভাঙ্গর বলে।
25. পাঞ্জাবে খাদার কে বেট বলে।
26. পাঞ্জাবে ভাঙড় কে ধায়া বলে।
27. ভারতের সবচেয়ে বেশি বনভূমি কোন রাজ্যে আছে – মধ্যপ্রদেশ।
28. একটি পর্ণমোচী উদ্ভিদ হল মেহগনি।
29. ভারতে যে অরণ্য সর্বাধিক আদ্র পর্ণমোচী।
30. সর্বনিম্ন অরণ্য আচ্ছাদিত অরণ্য হরিয়ানা রাজ্যে।
31. দেশে মাথাপিছু অরণ্যের পরিমাপ ০.০৬ হেক্টর।
32. মালাবার উপকূলের উপর হ্রদ গুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে।
33. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি।
34. অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ডিহং নামে পরিচিত।
35. লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের আদর্শ।
36. উত্তর-পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধুলি ঝড় কে বলে আঁধি।
37. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারী।
38. শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
39. দেবপ্রয়োগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে।
40. এলাহাবাদের স্থানীয় সময় কে ভারতের প্রমাণ সময় হিসেবে করা হয়।
41. বর্তমানে ভারতে রয়েছে সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল।
42. সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সান্তাকফু ।
43. হিমালার উত্তর-পূর্ব প্রান্তে নামচা বারওয়া শৃঙ্গ অবস্থিত।
43. মধ্য ভারতের মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকন্টক।
44. করমন্ডল উপকূলে অবস্থিত উপহ্রদের নাম পুলিকট।
45. নীলগিরি সর্বোচ্চ উচ্চতা ২৬৩৭ মিটার।
46. গুজরাটে লবণাক্ত হ্রদ গুলি কে স্থানীয় ভাষায় রান বলে
47. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর।
48. কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপের মাঝখানে রয়েছে কোলেরু হ্রদ
49. কাশ্মীরি উপত্যকার মধ্যে দিয় ঝিলাম নদী প্রবাহিত হয়েছে ।
50. অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের নাম ডিহং।
51. উত্তর ভারতের একটি নদী উপত্যকা পরিকল্পনার নাম ভাকার নাঙ্গাল।
52. যে খালের মাধ্যমে কেবলমাত্র নদীর প্লাবনের জল সেচের কাজে ব্যবহৃত হয় তাকে প্লাবন বলে।
53. দামোদর উপত্যকা পরিকল্পনা যে পরিকল্পনার অনুকরণে হয় সেটি হল টেনেসি ভ্যালি কর্পোরেশন।
54. তামিলনাড়ু রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ বাধ্যতামূলক।
_________________________________________________________________
একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রশ্নমান- 1
1. পাঞ্জাব সমভূমি অঞ্চলের নদী তীরবর্তী নবীন পলী গঠিত ভূমি কে কি বলে ?
উত্তর: বেট
2. যে কাল্পনিক রেখার ওপরে কোন গাছ জন্মায় না তাকে কি বলে ?
উত্তর: উদ্ভিদ রেখা
3. কোন ধরনের গাছে ঠেস মূল থাকে ?
উত্তর: ম্যানগ্রোভ অরণ্যে।
4. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি ?
উত্তর: সুন্দরবন
5. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
উত্তর: দেরাদুনে
16. ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায় ?
উত্তর: জেরোফাইট জাতীয় উদ্ভিদ।
17. ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখ?
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।
18. একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর: বাবলা।
19. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?
উত্তর: সুন্দরবন অঞ্চলে।
20. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?
উত্তর: ভুংরিলা বা মানালা।
21. ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনা টির নাম কি?
উত্তর : দামোদর নদী পরিকল্পনা।
22. ভারতের কোন অরণ্যের সিংহ পাওয়া যায় ?
উত্তর: গির অরণ্যে।
23. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তর: গোদাবরী।
24. ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ সর্বাধিক অগ্রণী ?
উত্তর: তামিলনাড়ু।
25. ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?
উত্তর: ক্যাকটাস, জেরোফাইট।
26. পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ টির নাম কি?
উত্তর: পালঘাট।
27. কেরালার উপকূলের উপহ্রদ গুলিকে কি বলে?
উত্তর : কয়াল।
28. পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখ ?
উত্তর : সমোন্নতি রেখা বরাবর চাষ।
29. ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্ন গতি দেখা যায় ?
উত্তর : পশ্চিমবঙ্গ।
30. গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে ?
উত্তর : খাদার।
31. পশ্চিম হিমালয়ের তাল কি ?
উত্তর : হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদকে তাল বলে।
32. ভারত এবং পাকিস্তানের সীমারেখাকে কি বলে ?
উত্তর: রাড ফ্লিক লাইন
33. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?
উত্তর: লাক্ষাদ্বীপ
34. ভারত ও চীনের মধ্যে সীমারেখাকে কি বলে?
উত্তর: ম্যাকমোহন লাইন
35. শ্রীনগর জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথ টির নাম কি?
উত্তর: বানি হাল
36. শিবালিকের দুটি পর্বতের মাঝে অংশকে কি বলে ?
উত্তর: দুন
37. হিমাদ্রি হিমালয় সর্বোচ্চ অংশ কোনটি ?
উত্তর : মাউন্ট এভারেস্ট
38. ভারতের ভারতের মধ্যে অবস্থিত হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা
39. কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন গিরিপথ ?
উত্তর: জোজিলা
40. পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি?
উত্তর : কারাকোরাম গিরিপথ
41. ভারতের একটি শীতল মরুভূমির নাম কর ?
উত্তর : লাদাখ
42. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?
উত্তর: লাদাখ
43. নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে ফাঁকটির নাম কি?
উত্তর : পালঘাট
44. কারেওয়া মাটি কোথায় দেখা যায়?
উত্তর: কাশ্মীর উপত্যকায়
45. রাজস্থানের শুষ্ক ও হ্রদ গুলোকে কি নামে ডাকা হয় ?
উত্তর: ধান্দ
46. থর মরুভূমির বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: সম্বর
47. ভারতের উচ্চতম হ্রদের নাম কর।
উত্তর: লাদাখের প্যাংগং
48. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তর : যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত
49. নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাত টির নাম কি ?
উত্তর: ধুয়াধার
50. দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলে ?
উত্তর: গোদাবরী
51. গঙ্গা কোথায় পশ্চিমবঙ্গের প্রবেশ করেছে ?
উত্তর: রাজমহল পাহাড় এর কাছে
52. ভারতে অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি?
উত্তর : থর মরুভূমি
53. শরৎকালে যে ঝড় হয় তাকে কি বলে ?
উত্তর : আশ্বিনের ঝড়
54. ভারতের প্রধানত কয়টি ঋতুর অস্তিত্ব দেখা যায়?
উত্তর : চারটি
54. প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ?
উত্তর: মৌসুমী বায়ু প্রবাহ
56. ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় ?
উত্তর: মৌসিনরামে
57. ভারতের জলবায়ুর মুখ্য নিয়ন্ত্রক কে?
উত্তর : মৌসুমী বায়ু
58. ভারতের একটি বৃষ্টি অঞ্চলের নাম করো ?
উত্তর :শিলং
59. কোন ঋতুতে পশ্চিমে ঝঞ্ঝা দেখা যায় ?
উত্তর: শীত ঋতুতে
60. আধি কি এক ধরনের ?
উত্তর : গ্রীষ্মকালীন ধূলিঝড়
61. কোন অঞ্চলে বছরের দুবার বৃষ্টিপাত হয় ?
উত্তর : করমন্ডল উপকূলে
62. ভারতের কোন কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায় ?
উত্তর: মেঘালয়, অসম প্রভৃতি ।
63. দক্ষিণ ভারতের একটি পবিত্র নদী কোনটি ?
উত্তর: কাবেরী
___________________________________________
ভারতের প্রাকৃতিক পরিবেশ সাজেশন প্রশ্নমান – 2
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান – 2
1. সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ কর বা উদ্দেশ্য।
উত্তর: সামাজিক বনসৃজনের সুবিধা:
- সামাজিক বনসৃজন এর ফলে পশু খাদ্যের জোগান পাওয়া যায়।
- জ্বালির কাজে ব্যবহৃত কাঠের যোগান পাওয়া যায়।
2. সামাজিক বনোসৃজন বলতে কি বোঝ?
উত্তর: অরণ্যের পরিবেশগত ও আর্থিক-সামাজিক গুরুত্ত বুঝে মানুষের সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে অব্যবহৃত জমি বা পতিত জমিতে মানুষ নিজে কিংবা সরকারের মিলিত উদ্যোগে গাছ লাগানো কে সামাজিক বনোসৃজন বলে।
3. কৃষি বনসৃজন বলতে কি বোঝ ?
উত্তর: কৃষি জমিতে কৃষকরা যখন ফসল উৎপাদনের সাথে সাথে ওষুধ, ফলমূল, কাঠ প্রভৃতি পাওয়ার জন্য জমির সীমানা বরাবর বা পতিত জমিতে এই সকল গাছ লাগিয়ে বনভূমির সৃষ্টি করে তাকে কৃষি বনসৃজন বলে।
4. কৃষি বনসৃজনের দুটি উদ্দেশ্য বা ব্যাবহার উল্লেখ কর।
উত্তর: কৃষি বনসৃজনের দুটি উদ্দেশ্য হল-
- মৃত্তিকা ক্ষয় রোধ করা এবং মৃত্তিকার সাভাবিক উর্বরতা রক্ষা করা।
- কাঠ, ঔষধ, ফলমূল ইত্যাদি দ্রব্যের জন্যে অরণ্যের উপর চাপ কমানো।
5. ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ভারতের মরু উদ্ভিদের বৈশিষ্ট –
- জলের সন্ধানের ফলে শিকড় মাটির বহু নিচ অবধি বিস্তৃত হয়।
- এই উদ্ভিদ গুলি ঘন হয় না। ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে।
- পাতা সরু ও মোটা।
6. ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য :-
- এই উদ্ভিদ এর শ্বাস কার্য চালানোর জন্য শ্বাসমূল রয়েছে যা বাইরের দিকে বেরিয়ে থাকে।
- এই গাছ গুলির ঠেস মূল থাকে জোয়ার ভাটা থেকে রক্ষা পাওয়ার জন্য।
7. ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য:
- এই অরণ্যের উদ্ভিদ চিরসবুজ প্রকৃতির। গাছের পাতা একসাথে ঝড়ে না।
- চিরিহরিৎ অরণ্যের ঘনত্ব খুব বেশি।
8. ক্রান্তীয় পর্ণমচী অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ক্রান্তীয় পর্ণমচী অরণ্যের বৈশিষ্ট্য:
- পর্ণমচী অরণ্যের পাতা একসাথে ঝড়ে পরে।
- এই উদ্ভিদ গুলির ঘনত্ব খুব কম।
9. পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও।
উত্তর: ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘুর্ণবাত ভারতের উত্তর-পশ্চিম অংশে আগমনের ফলে শান্ত আবহাওয়া নষ্ট হয়ে যায় একে পশ্চিমী ঝঞ্ঝা বলে।
10. দুন বলতে কি বোঝ?
উত্তর: দুন শব্দের অর্থ হল দুটি পর্বতের মধ্যবর্তী অনুদীর্ঘ উপত্যকা। শিবালিক পর্বতের উত্থান যেহেতু মূল হিমালয়ের অনেক পরে হয়, তাই ঊর্ধ্বাংশ থেকে আসা নদী গুলি শিবালিকে বাধা পেয়ে অনেক হ্রদ সৃষ্টি হয়েছে এবং পলি, বলি, নুড়ি দিয়ে ভরাট হয়ে থাকে। এই উপত্যকা গুলিকে স্থানীয় ভাষায় দুন নামে পরিচিত।
11. হিমালয় পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখ।
উত্তর: হিমালয় পর্বত মালার একটি গিরি পথ হল নাথুলা গিরিপথ। পশ্চিম ঘট পর্বতের একটি গিরি পথ হল থলঘাট গিরিপথ।
12. হিমালয়ের যেকোনো দুটি গিরিপথের নাম লেখ ।
উত্তর: পূর্ব হিমালয়ের নাথুলা গিরিপথ এবং পশ্চিম হিমালয়ের বানিহাল গিরিপথ।
13. ধ্রিয়ান কাকে বলে ও ভারতের কোথায় দেখা যায়?
উত্তর: মরুভূমিতে বায়ুপ্রবাহের ফলে চলমান বালিয়াড়ি গুলিকে চলনশিল বা অস্থায়ী বালিয়াড়ি বা ধ্রিয়ান বলে। রাজস্থানের থর মরুভূমিতে ধ্রিয়ান দেখা যায়।
14. মরুস্থলি নামকরণ কেন হয়েছে ? // প্রকৃত মরু বা মরুস্থলী কাকে বলে ?
উত্তর: শব্দের অর্থ নিষ্প্রাণ এবং ‘স্থলী’ শব্দের অর্থ ভূমি। ‘মরুস্থলি’ শব্দের অর্থ উদ্ভিদ হীন নিষ্প্রাণভূমি। রাজস্থানের ‘মরুস্থলী’ শুধু বলি দ্বারা গঠিত রুক্ষ, শুষ্ক, উদ্ভিদ হীন, জনশূন্য তাই এই অঞ্চলকে ‘মরুস্থলি’ বলে।
15. হামাদা কাকে বলে?
উত্তর: রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিম প্রান্তে কেবল বালি ও বালিক্ষণ্ড দ্বারা গঠিত অঞ্চলকে
হামাদা বলে।
16. ভারতের একটি পূর্ববাহিনী এবং পশ্চিম বাহিনী নদীর নাম?
উত্তর: লেখ পূর্ব বাহিনী নদী মহানদী এবং পশ্চিম বাহিনী নদী নর্মদা।
17. ভারতের কোন কোন অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা দেখা যায়?
উত্তর: ভারতের সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে দেখা যায়।
18. ভারতের দুটি জলবিভাজিকার নাম লেখ?
উত্তর: ভারতের দুটি জলবিভাজিকা বিন্ধ্য পর্বত ও পশ্চিমঘাট পর্বত।
19. মালনাদ: কর্ণাটক মালভূমির পশ্চিম অংশে উচু নিচু ঢেউ খাওয়ানো অঞ্চল মালনাদ নামে পরিচিত। মালনাদ শব্দের অর্থ পাহাড়ি দেশ।
20. ময়দান: কর্ণাটক মালভূমির পূর্বদিকের অঞ্চল ময়দান নামে পরিচিত। এটি একপ্রকার তরঙ্গায়িত উছভুমি। ময়দান কথার অর্থ নাতি উচ্চ ভূমি ভাগ।
দ্রষ্টব্য প্রশ্নাবলী: (মালনাদ কি? ময়দান কি? মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? ময়দান অঞ্চল কোথায় অবস্থিত? মালনাদ ও ময়দান পার্থক্য)
21. কচ্ছের রণ কি?
উত্তর: ভারতের গুজরাট রাজ্যে কচ্ছের রণ অবস্থিত। গুজরাটের কচ্ছ উপদ্বীপের পূর্ব ও উত্তর দিকে বিস্তৃত লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি কে কোচ্ছের রণ বলে।
__________________________________________________________
ভারতের প্রাকৃতিক পরিবেশ সাজেশন প্রশ্নমান – 3
ব্য়খ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান – 3
1. ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? বা নর্মদা ও তাপ্তী নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন?
উত্তর: ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার কারণ গুলি হল –
- স্বল্পদৈর্ঘ্য – অধিকাংশ নদী স্বল্প দৈর্ঘের হওয়ায় নদীর জলে পলির পরিমাণ কম।
- খরস্রোতা – নর্মদা ও তাপ্তী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় নদীগুলি খরস্রোতা যার ফলে পলী সঞ্চয় হয় না।
- উপনদীর সংখ্যা কম- পশ্চিম বাহিনী নদীর উপনদীর সংখ্যা কম হওয়ায় পলির পরিমাণও কম
- মোহনা ঢাল বেশি – নদী দুটি উপসাগরের যে অংশে মিলিত হয়েছে সেখানে সমুদ্রের ঢাল বেশি থাকায় পলি সঞ্চিত হয় না।
2. পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য।
বিষয় | পূর্বঘাট পর্বত | পশ্চিমঘাট পর্বত |
প্রকৃতি | এটি একটি ক্ষয়জাত পর্বতমালা। | এটি তির্যক চ্যুতির স্তুপ পর্বত। |
উচ্চতার | এর গড় উচ্চতা ৬০০ মিটার। | এর গড় উচ্চতা ৯০০ মিটার। |
জলবিভাজিকা : | পূর্বঘাট পর্বত জলবিভাজিকার রূপে অবস্থান করে না। | এটি একটি গুরুত্বপূর্ণ জলবিভাজিকা। |
পরিচিতি : | মলয়াদ্রি নামে এটি পরিচিত | সহ্যাদী নামে এটি পরিচিত। |
3. ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য লেখ।
উত্তর:
বিষয় | চিরহরিৎ উদ্ভিদ | পর্ণমোচী উদ্ভিদ |
চিরসবুজ | এই অরণ্যের উদ্ভিদ চির সবুজ। গাছের পাতা একসাথে ঝড়ে না। | এই অরণ্যের উদ্ভিদ গুলি চিরসবুজ নয়। গাছের পাতা একসাথে ঝড়ে পড়ে। |
চাঁদোয়া | গাছ গুলির ডাল পালা একসঙ্গে যুক্ত হয়ে চাঁদোয়া তৈরি করে। এর ফলে মাটিতে সূর্যের আলো এসে পৌঁছায় না। | চাঁদোয়া তৈরি করে না। সূর্যের আলো মাটিতে পড়ে। |
ঘনত্ব | চিরহরিৎ অরণ্য উদ্ভিদের ঘনত্ব অনেক বেশি। | পর্ণমোচী উদ্ভিদের ঘনত্ব খুব কম। |
4. মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব?
উত্তর: মৌসুমী বায়ুর উপর জেট বায়ু বিশেষ ভাবে প্রভাব ফেলে।
- জেট বায়ুর কারণে ভারতে মৌসুমী বায়ুর আগমন অনিশ্চিত হয়ে পড়ে। কখনো নির্ধারিত সময়ের পূর্বে আবার কখনো পরে আসে।
- জেট বায়ুর প্রভাবের ফলে ভারতে দক্ষিণ পশ্চিম বায়ু উত্তর দিকে গমন করে।
5. খাদার ও ভাঙ্গর মৃত্তিকার পার্থক্য ।
উত্তর:
বিষয় | খাদার | ভাঙ্গর |
সংজ্ঞা | নদীর কাছাকাছি অঞ্চলে সঞ্চিত পলিরাশি কে খাদার বলে। | নদী থেকে দূরে সঞ্চিত পলিরাশিকে ভাঙ্গর বলে। |
উর্বর | নতুন পলিরাশি সঞ্চয়ের ফলে উর্বর মৃত্তিকা। | তুলনামূলক ভাবে কম উর্বর হয়। |
বর্ন | এই পলিমাটি হালকা বর্ণের। | এই পলিমাটি গাঢ় বর্ণের। |
বন্যা | বন্যার প্রকোপ বেশি। | বন্যার প্রকোপ কম। |
6. ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য।
উত্তর:
বিষয়: | ধাপ চাষ | ফালি চাষে |
অর্থ | পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়। | পাহাড়ের ঢালে সম উচ্চতায় সারি সারি ফালি জমি তৈরি করে চাষ করা হয়। |
প্রকৃতি | পাহাড়ি অঞ্চলে ঢালে সমান্তরালে ধাপ কেটে চাষ করা হয়। | পাহাড়ি ঢালে আড়াআড়ি একফালি কৃষি জমিতে চাষ করা হয়। |
ভূমি ক্ষয় | এখানে ভূমি ক্ষয় রোধক শস্য চাষের প্রয়োজন হয় না। | ভূমি ক্ষয় রোধক শস্য চাষ করা হয়। |
7. ভারতের রাজ্যগুলির পুনর্গঠন কালে কোন কোন বিষয়ের উপর গুরুত্ত দেওয়া হয়েছিল। বা, ভারতে রাজ্যে পুনর্গঠন এর ভিত্তি কি কি ?
উত্তর: ভারতে রাজ্যগুলি পুনর্গঠন কালে প্রধানত তিনটি বিষয়ের উপর নজর রাখা হয়। যথা –
- ভাষা
- সংস্কৃতি
- প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি
8. দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন?
উত্তর: দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যে জলাশয়ে মাধ্যমে জলসেচ হয় কারণ-
- দক্ষিণ ভারতের নদী গুলি চির প্রবাহী না হওয়ায় জলাশয়ের মাধ্যমে জলসেচ হয়।
- শিলাস্তর কঠিন হওয়ায় বৃষ্টির জল মাটির গভীরে পৌঁছাতে পারে না।
- শিলা কঠিন ও ভূপ্রকৃতি বন্ধুর হাওয়ায় খাল কাটা কঠিন।
9. করমন্ডল উপকূল তথা তামিলনাড়ু তে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?
বা করমন্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হওয়ায় কারণ কি?
উত্তর: বছরে দুবার বৃষ্টি হওয়ার কারণ :-
- প্রথম বার, তামিলনাড়ু উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা জুন মাসে বৃষ্টি হয়।
- দ্বিতীয়বার, প্রত্যাবর্তন কারি মৌসুমী বায়ু বঙ্গোপাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয়বাষ্প সংগ্রহ করে ও করমন্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়।
_______________________________________________________________________
ভারতের প্রাকৃতিক পরিবেশ সাজেশন প্রশ্নমান – 5
রচনাধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান – 5
1. ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা কর।
উত্তর:
বিষয় | ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি | ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি |
উৎপত্তি | সমুদ্র ও নদীর মিলিত কাজের ফলে সৃষ্টি হয়েছে। | ভু-আন্দোলনের ফলে বসে গিয়ে এই সমভূমির সৃষ্টি। |
বিস্তার | পূর্ব উপকূলভূমি খুব চওড়া, গড় বিস্তার ১০০ কিমি। | পশ্চিম উপকূল ভূমি খুব সংকীর্ন, গড় বিস্তার ৬৫ কিমি। |
উচ্চতা | এর গড় উচ্চতা অনেক কম। | এর গড় উচ্চতা অনেক বেশি। |
হ্রদ ও উপহ্রদের উপস্থিতি | এই উপকূল ভূমির বেশিরভাগ স্থানে হ্রদ ও উপহ্রদ উপস্থিত। | দক্ষিণাংশ ছাড়া কোথাও হ্রদ বা উপহ্রদ নেই। |
বদ্বীপ | নদী মোহনায় বদ্বীপ রয়েছে বড় বড়। | নেত্রাবতী নদীর মোহনায় একটি বদ্বীপ ছাড়া আর কোন নদী মোহনায় বদ্বীপ নেই। |
কৃষিকাজ | উর্বর মৃত্তিকা এবং কৃষিকাজে উপযুক্ত। | অনুর্বর মৃত্তিকা এবং কৃষি কাজে উপযুক্ত নয়। |
যোগাযোগ | সংকীর্ণ উপকূল হওয়ায় যোগাযোগ ব্যবস্থা কম উন্নত। | চওড়া উপকূল হওয়ায় উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। |
2. পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
উত্তর: জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল নিয়ে পশ্চিম হিমালয় গঠিত।
এই পশ্চিম হিমালয়ের তিনটি ভাগ হল – ক) কাশ্মীর হিমালয় খ) হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় এবং গ) কুমায়ুন হিমালয়
ক) কাশ্মীর হিমালয় :-
- এই অংশটি জম্মু ও কাশ্মীর জুড়ে বিস্তৃত।
- দক্ষিণ থেকে উত্তরে অবস্থিত রয়েছে ছয়টি পর্বতশ্রেণী যা পশ্চিম – পূর্বে বিস্তৃত।
- শিবালিকের জম্মু ও পুঞ্জ পাহাড়, পিরপাঞ্জাল পর্বত, উচ্চ হিমালয়, জাস্কর পর্বত, লাডাক পর্বত ও কারাকোরাম হলো এখানকার ছয়টি পর্বত শ্রেণী।
- এই উপত্যকায় হিমবাহ সৃষ্ট তাল, উলার, আনছার, নাগিন প্রভৃতি হ্রদ দেখা যায়।
খ) হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় :-
- হিমাচল হিমালয়ের দক্ষিণ দিকে রয়েছে শিবালিক পর্বতশ্রেণী যার গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার।
- এই অংশটি পাঞ্জাব ও হিমাচল প্রদেশের প্রায় 64 হাজার বর্গ কিমি এলাকা জুড়ে অবস্থিত।
- এই অংশের প্রধান পর্বত শ্রেণী হল ধাওলাধর , নাগটিব্বা, মুসৌরি প্রভৃতি।
গ) কুমায়ুন হিমালয় :-
- হিমালয়ের যে অংশ উত্তরাখণ্ড রাজ্যের প্রায় ষাট হাজার বর্গ কিমি জুড়ে অবস্থিত তাকে কুমায়ুন হিমালয় বলে।
- এই অংশের কিছু উল্লেখযোগ্য শৃঙ্গ গুলি হল – বদ্রিনাথ, ত্রিশূল, কেদারনাথ, তুঙ্গনাথ, নন্দাদেবী, কামৌ ইত্যাদি।
- এখানকার প্রধান হিমবাহ- গঙ্গোত্রী, যমুনোত্রী, মিলাম ইত্যাদি।
3. ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ গুলি আলোচনা করো।
উত্তর: ভারতের জলবায়ু বেশ বৈচিত্র্যময়, এর প্রধান নিয়ন্ত্রণ গুলি হল-
ক) অবস্থান ও অক্ষাংশগত বিস্তার:
কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর বিস্তৃত হওয়ায় ভারতের দক্ষিনাংশে ক্রান্তীয় জলবায়ু এবং ভারতের উত্তর অংশে উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। এই কারণেই ভারতের দক্ষিণ অংশের তুলনায় ভারতের উত্তর অংশে উষ্ণতা কম।
খ) হিমালয় পর্বতের ভূমিকা:
ভারতের জলবায়ুকে হিমালয় পর্বত প্রধানত চার ভাবে নিয়ন্ত্রণ করে। যথা-
- শীতকালে মধ্য এশিয়ার শীতল বায়ু ভারতে প্রবেশ করতে বাধা দেয়। তাই শীতকালে ভারত অতি শীত থেকে রক্ষা পায়।
- হিমালয় পর্বতমালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকায় হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে শৈলোৎক্ষেপ পদ্ধতিতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
- হিমালয়ের অধীক উচ্চতার কারণে হিমালয় উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত থাকা সত্ত্বেও এখানকার জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির।
(দ্রষ্টব্য প্রশ্ন- ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের ভূমিকা )
গ) সমুদ্রের নিকট অবস্থান:
দক্ষিণ ভারতের তিন দিকে সমুদ্র বেষ্টিত হাওয়া এখানকার উপকূলীয় জলবায়ু সমভাবাপন্ন। আবার উত্তর ভারত সমুদ্র থেকে অনেক দূরে অবস্থান করায় শীত ও গ্রীষ্মের মধ্যে পার্থক্য অনেক বেশি।
ঘ) মৌসুমী বায়ুর প্রভাব:
ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে মৌসুমী বায়ুর ভূমিকা গুরুত্বপূর্ণ।
ভারতের উপর দিয়ে দুটি বিপরীত ধর্মী মৌসুমী বায়ু যথা গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে শুষ্ক শীতল উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রভাবিত হয়।
A) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
- দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলীয় বাষ্পপূর্ণ। গ্রীষ্মকালে মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই অঞ্চলের দিকে ছুটে আসে তাই মার্চ-সেপ্টেম্বর মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়।
- আবার এই বায়ু ফিরে আসার সময় বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাওয়ার ফলে কিছুটা জলীয় বাষ্প গ্রহণ করে এবং তামিলনাড়ু উপকূলে পৌঁছেও বৃষ্টিপাত ঘটায়।
B) উত্তর পূর্ব মৌসুমী বায়ু
- শীতকালের সময় মধ্য এশিয়ায় উচ্চচাপ সৃষ্টি হলে এই উচ্চচাপ অঞ্চল থেকে শুষ্ক শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতের ওপর দিয়ে দক্ষিণ মহাসাগরের দিকে প্রবাহিত হয় ।
- শীতকালে আগত এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক শীতল হাওয়ায় ভারতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পায়।
- এবং অক্টোবর ও ফেব্রুয়ারি মাসের মধ্যে ভারতে তেমন বৃষ্টিপাত ঘটে না।
(দ্রষ্টব্য প্রশ্ন- ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব)
ঙ) জেট বায়ুর প্রভাব:
ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত তীব্র গতিবেগ সম্পন্ন বায়ু প্রবাহকে জেট বায়ু বলা হয়। এই জেট বায়ু ভারতের জলবায়ুকে দুই ভাবে নিয়ন্ত্রণ করে:
A) ক্রান্তীয় পূবালী জেট:
ক্রান্তীয় পূবালী জেট বায়ু ভারতের মাঝ বরাবর নিম্নচাপের সৃষ্টি করে। যার ফলে দক্ষিণভাগ থেকে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে এবং এর প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টিপাত ঘটে।
B) পশ্চিমি জেট:
শীতকালে উপক্রান্তীয় পশ্চিমি জেট বায়ুর প্রভাবে ভারতে উচ্চচাপের সৃষ্টি হয়। যার ফলে মৌসুমী বায়ু ফিরে যায় এবং ভারতে শীতকাল ও শুষ্ক ঋতু বিরাজ করে।
(দ্রষ্টব্য প্রশ্ন- ভারতীয় জলবায়ুতে জেট বায়ুর প্রভাব)
4. ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে লেখ।
উত্তর:
➤ পলি মৃত্তিকার বৈশিষ্ট্য:
- পল্লী মৃত্তিকাতে বালির তুলনায় পলি ও মাটির পরিমাণ বেশি থাকে।
- পলি মৃত্তিকায় পলির পরিমাণ বেশি থাকায় এই মাটি খুবই উর্বর হয়।
- পলিমাটি পটাশ ও চুন জাতীয় পদার্থ সমৃদ্ধ হয়।
- এই মাটি খুব উর্বর হওয়ায় ধান, গম, ইক্ষু, পাট খুব ভালো চাষ হয়।
➤ কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য:
- এই মৃত্তিকায় পোলি ও মাটি বেশি থাকায় এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি।
- এই মৃত্তিকার রং কালো।
- লাভা থেকে উৎপন্ন , ব্যাসল্ট শিলা ক্ষয়ের ফলে এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে।
- এই মৃত্তিকার প্রধান ফসল কার্পাস তাই এই মৃত্তিকা কে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়।
_________________________________________________________________________
পরের অধ্যায়ে সাজেশন
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.