চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশচতুর্থ চ্যাপ্টার ‘আবহাওয়া ও বাসস্থান’ থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। ক্লাস 4 এর আমাদের পরিবেশ বইটির চতুর্থ চ্যাপ্টারর ‘আবহাওয়া ও বাসস্থান’ থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় সে সকল প্রশ্ন এবং তাদের উত্তরগুলি এখানে আলোচনা করা হলো। এই সমস্ত প্রশ্নের উত্তর গুলির PDF টি নিচে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করতে পারবেন।
The content is about the important question, answers and suggestions from Amader Poribesh, 4th chapter abohao o basoshthan, class 4.
Class 4 Amader Poribesh 3rd Chapter Question Answer
চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ চতুর্থ চ্যাপ্টার আবহাওয়া ও বাসস্থান প্রশ্ন উত্তর
1) প্রবাল প্রাচীর কোথায় থাকে?
উত্তর: সমুদ্রের নিচে।
2) আমাদের দেহে জীবাণু কোথায় থাকে?
উত্তর: খাবারের নালি, ফুসফুস, চোখ, কানে জীবাণু থাকে।
3) বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে?
উত্তর: নাইট্রোজেন গ্যাস।
4) জামা কাপড় কখন তাড়াতাড়ি শুকিয়ে জায় ও কখন দেরি হয়?
উত্তর: শীতকালে তাড়াতাড়ি শুকায় এবং বর্ষাকালে দেরি হয়।
5) শীতকালে জলীয় বাষ্প কম থাকে।
6) ভারতীয় সিংহ কোথায় পাওয়া যায়?
উত্তর: একমাত্র গুজরাটের গির অরন্যেই পাওয়া যায়।
7) উঁচু পাহাড় চূড়ায় অক্সিজেন কম থাকে কেন?
উত্তর: উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায় তাই অক্সিজেন কম থাকে।
8) শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন?
উত্তর: কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম।
9) বাতাসের অবাঞ্চিত উপাদান কোনগুলি?
উত্তর: কলকারখানা থেকে বেরোনো ধোঁয়া, ধুলো।
Next:
চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ আমাদের আকাশ পঞ্চম অধ্যায়
Class 4 Amader Poribesh 4th Chapter Question Answer PDF
চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ চতুর্থ চ্যাপ্টার আবহাওয়া ও বাসস্থান এই সকল প্রশ্ন-উত্তর গুলি পিডিএফটি এখান থেকে ডাউনলোড করুন। 👇
অন্যান্য চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন।
আবহাওয়া ও বাসস্থান থেকে কেবল নয়টি ইম্পরট্যান্ট প্রশ্নই আমি এখানে দিলাম। এই সকল প্রশ্নগুলির সাথে আপনারা বইটি রিডিং অবশ্যই পড়াবেন ছাত্র-ছাত্রীদেরকে। এতে তারা বিষয়টি ভালো করে বুঝতে জানতে পারবে।
Class 4 Amader Poribesh 4th Chapter ‘Abohao o Basoshthan’ Question Answer / চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ চতুর্থ চ্যাপ্টার আবহাওয়া ও বাসস্থান এ সকল সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে এটি শেয়ার করবেন। ধন্যবাদ।
আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।