এই পোস্টের মূল বিষয় বস্তু- মোনালিসা ছবিটি কার আঁকা? মোনালিসা নামের অর্থ কি? মোনালিসা ছবিটি কে আঁকেন? মোনালিসা ছবির দাম কত? মোনালিসা ছবি কেন বিখ্যাত? মোনালিসা ছবিটি আঁকতে কত সময় লেগেছিল?
]বিগত অনেকগুলি শতাব্দী থেকে এখনও পর্যন্ত সাধারণ দর্শক থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিকরা বিখ্যাত একটি চিত্র মোনালিসার দ্বারা মুগ্ধ হয়ে রয়েছেন। এখনও পর্যন্ত পুরো বিশ্ব জুড়ে যত উচ্চ উচ্চ শিল্প তৈরি করা হয়েছে বা একটি শিল্প জে মানুষের কাছে কতটা মূল্যবান হয়ে উঠতে পারে এবং রেনেসাঁ পেইন্টিং এর একটি সর্বশ্রেষ্ঠ উদাহরণ হিসাবে এই মোনালিসা ছবিটি কে চিহ্নিত করা যেতে পারে।
মোনালিসা ছবিটি শিল্প জগতের একটি সফল বা স্বীকৃত একটি উদাহরণ কারণ এটি রেন্ডার করা কাজ গুলোর মধ্যে অন্যতম। লিওনার্দো দা ভিঞ্চি এর কৌতূহলী শিল্পী বিদ্যা এবং তার সৃষ্ট অনন্য ইতিহাস এর জন্যই আজ এই মোনালিসা ছবিটি এত যুগ পরেও জনগণের কাছে এত সুপরিচিত হয়ে আছে।
তো এখন আমরা এই সুপরিচিতির পিছনে ঠিক কি কি কারণ লুকিয়ে আছে বা মোনালিসা চিত্র টি আজ এই জায়গায় কিভাবে পৌঁছাতে পেরেছে সেগুলি নিয়ে আলোচনা করবো। তাহলে সবার আগে আমরা জেনে নিই জে, মোনালিসা ছবিটি আজ কি জন্য এত বিখ্যাত?
Table of Contents
মোনালিসা কি ?
মোনালিসা ছবিটিকে এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে দামি এবং রহস্যময় একটি চিত্র হিসাবে ধরা হয়। এই চিত্রটি হলো ইতালির একজন স্বনামধন্য শিল্পী একজন সুপরিচিত লেখক এবং একজন উদ্ভাবক লিওনার্দো দা ভিঞ্চি এর দ্বারা তৈরি করা একটি তৈলচিত্র। চিত্রটি আনুমানিক ভাবে 1503 সাল নাগাদ তৈরি করা হয়েছে। ছবিটিতে একজন উপবিষ্ট মহিলার প্রতিকৃতি আঁকা রয়েছে, এবং মহিলাটির বিপরীতে একটি কাল্পনিক প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে।
এই চিত্রটি যেমন সবথেকে বিখ্যাত বিখ্যাত শিল্প গুলির মধ্যে একটি ঠিক তেমনই এটি পৃথিবীর সবথেকে দামি দামি শিল্প গুলির মধ্যেও একটি। এটি বিগত অনেক গুলি বছর ধরে Louvre museum এ রাখা আছে। এটির মূল্য আজকের সময় দাড়িয়ে $800 মিলিয়ন পর্যন্ত অনুমান করা যায়। পড়ুন- NASA full form in Bengali।
ছবির নাম | মোনালিসা |
ছবিটি আঁকেন | Leonardo da Vinci |
Medium | Oil on poplar panel |
ছবিটি এখন রয়েছে | Louvre, paris |
বছর | 1503 – 1507 |
মোনালিসা ছবি আজ বিখ্যাত কেন ?
মোনালিসা ছবি কেন বিখ্যাত: মোনালিসা ছবিটি আঁকা হয়েছে আজ থেকে প্রায় পাঁচ শতাব্দী আগে। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন এই ছবিটির আবিষ্কর্তা। এই ছবিটি এই মুহূর্তে লুভর মিউজিয়াম এর মধ্যে বুলেট প্রুফ কাচের দেওয়াল এর ভিতরে সাজানো রয়েছে।
যা দেখে প্রতিদিন হাজার হাজর দর্শক আকৃষ্ট হয়ে পড়ে। যদিও এই প্রতিকৃতিটি আজ থেকে অনেক বছর আগে তৈরি করা হয়েছে তা সত্বেও আজও যখন কোনো দর্শক এই চিত্রটিকে তার সামনাসামনি দেখে তখন তারা এই স্থির মহিলা দমিত চিত্রটিকে দেখে তারা বিস্মিত এবং মন্ত্রমুগ্ধ হয়ে যায়। পড়ুন- বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য।
ছবিতে মহিলাটি একটি ওড়না বিনা কোনো অলংকার এ এবং একটি গাঢ় রঙের পোশাক পড়ে আছেন। এখানে মহিলাটির দৃষ্টি এবং তার জে কিঞ্চিৎ হাসি সেটা নিয়ে অনেকে তাদের নিজের নিজের মতবাদ তুলে ধরেছেন।
মোনালিসা ছবির ইতিহাস
লিওনার্দো দা ভিঞ্চি এই মোনালিসা ছবিটি আনুমানিক 1503 খ্রিস্টাব্দ থেকে বানানো শুরু করেছিলেন এবং আনুমানিক 1517 খ্রিস্টাব্দ নাগাদ তার এই ছবিটির কার্যকলাপ শেষ হয়। শিল্পীর এই প্রতিকৃতিটি বানাতে গিয়ে সবথেকে বেশি সমস্যা হয়েছিল সেই বিস্ময় এ পরিপূর্ণ হাসিটি তৈরি করতে।
এই হাসিটি বানাতে গিয়ে তিনি প্রায় 12 বছর সময় নিয়েছিলেন। এবং তার জন্যই আজ এই পুরো ছবিটিতে মোনালিসার এই হাসিটাই সব থেকে বেশি রহস্যময়ী।
বিগত অনেক গুলি বছর ধরে অনেক বিশেষজ্ঞ, দার্শনিক এবং আরও নানান ব্যক্তি সমূহেরা এই হাসিটির পিছনে লুকিয়ে থাকা রহস্য টিকে খুঁজে বার করার চেষ্টা করেছেন। আসলে মোনালিসার এই হাসিটি কে আপনি যেইরকম দৃষ্টি দিয়ে দেখবেন আপনি সেই অনুযয়ী এর প্রতিক্রিয়া খুঁজে পাবেন।
মানে হলো কিছু বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই ছবিটিতে মহিলাটি হাসছে আবার কিছু দার্শনিক দের মত অনুযায়ী মহিলাটির মুখে কোনো হাসি নেই, এই পুরো বিসয়টিই নির্ভর করছে আপনার দৃষ্টির উপর।
এরকমই 2000 সাল নাগাদ হার্ভার্ডের একজন স্নায়ু বিজ্ঞানী বলেছিলেন যে মোনালিসার মুখে জে হাসিটি আছে সেটা কোনো ভাবেই পাল্টায় না কারণ এটি একটি দমিত ছবি। আসলে এটা পুরোটাই নির্ভর করছে আপনার মানসিকতার উপর।
আপনি যদি খুশি মনে ছবি দেখেন তাহলে দেখতে পাবেন জে ছবিটিতে একটি হাসি মুখ রয়েছে, এর যদি আপনার যদি মন খারাপ থাকে সেই অবস্থায় আপনি দেখবেন ছবিতে কোনো প্রকার এর হাসিই নাই।
কিন্তু এত কিছু মতবাদের পরেও আজও এটা জানা যায়নি জে মোনালিসা আসলে কে ছিলেন ? শিল্পী লিওনার্দো যে ছবিটি বানিয়েছেন সেটি আজও রহস্য হয়ে আছে এবং মনালিসাও এই ছবিটির মতোই একটি রহস্য। একটা সময় এমন ছিল যে কিছু তত্ববিদ গণ বলেছিলেন মোনালিসা আর কেউ নন লিওনার্দো নিজেই। অর্থাৎ তারা বলতে চেয়েছিলেন লিওনার্দো নিজেকেই একটি মেয়ে হিসাবে তুলে ধরতে চেয়েছেন।
মোনালিসা ছবিটি কার আঁকা ?
মোনালিসা প্রতিকৃতিটি তৈরি করেছিলেন ইতালির একজন স্বনামধন্য শিল্পী Leonardo da Vinci। তার এই ছবিটি তৈরি করতে আনুমানিক 1503-1517 সাল পর্যন্ত সময় লেগেছিল। মোনালিসা ছবিটির মধ্যে জে রহস্য ভরা হাসিটি আছে শুধুমাত্র সেটা বানাতে গিয়ে শিল্পী লিওনার্দো এর 12 বছর সময় লেগেছিল। মোনালিসা ছবিটি Leonardo da vinci আঁকা।
লিওনার্দো দ্যা ভিঞ্চি
মোনালিসা ছবিটি কার আঁকা জানার পর আবার এই চিত্রের আর্টিস্ট এর সম্পর্কে কিছু রহস্য গুলো জানা যাক। লিওনার্দো দা ভিঞ্চি এর জন্ম হয় 14th April 1452 সালে ভিঞ্চি নামক একটি শহরের কাছাকাছি অঞ্চিয়ানো, টাস্কানি ( বর্তমানে এখন ইতালি ) নামক শহরে। এর এই কারণেই আজ আমরা তার নামের শেষে ভিঞ্চি উপাধিটি ব্যবহার করি।
শিল্পী লিওনার্দো তার নিজের সময় লিওনার্দো বা ” ইল Florentine ” নামে বেশি পরিচিত লাভ করেছিলেন।লিওনার্দো ছোট বেলা থেকে কখনো প্রাথমিক শিক্ষা এবং গণিতের বাইরে কোনো আনুষ্ঠানিক শিক্ষা লাভ করতে সক্ষম হননি। কিন্তু তার পিতা তার জে এই চিত্রশিল্পের প্রতি অফুরন্ত প্রতিভা আছে তাকে কখনোই অস্বীকার করেননি।
তাই তার পিতা তাকে ছোট বেলাতেই একজন বিখ্যাত Florentine painter এর কাছে রেখে এসেছিলেন। তার নাম ছিল আন্দ্রেয়া দেল ভেরোচিও।এর পর লিওনার্দো প্রায় এক দশক পর্যন্ত তার শিক্ষক ভেরোচিও এর কাছে চিত্রশিল্পী এবং বিভিন্ন ধরনের ভাস্কর্যের শিক্ষা গ্রহণ করেছিল। পড়ুন- WBCS Syllabus in bengali
এইভাবে একজন দক্ষ চিত্রশিল্পী হওয়ার সাথে সাথে তিনি ছিলেন আরও নানান প্রতিভা এর অধিকারী। যেমন – স্থপতি, বৈজ্ঞানিক, উদ্ভাবক ইত্যাদি। আজ তিনি পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত হয়ে আছেন তার এই বহুমুখী প্রতিভা গুলির মাধ্যমেই। তার বিশ্ব বিখ্যাত দুটি চিত্রশিল্প হলো Monalisa এবং The last supper।
বিখ্যাত এই শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি শুরু থেকে এখনও পর্যন্ত আমাদের কাছে একজন মহান শিল্পী হয়ে আছেন। তার জীবনযাত্রা সম্পর্কে যদি আপনি গবেষণা করতে যান তাহলে দেখতে পাবেন কখনও তিনি ছিলেন একজন বিজ্ঞানী যিনি শিল্প কে নিয়ে গবেষণা করেছেন, আবার কখনো তিনি ছিলেন একজন বিজ্ঞানী যিনি নানান ধরনের শিল্প আবিস্কার করেছেন।
দেখতে গেলে তিনি তার জীবনে একজন শিল্পী, বিজ্ঞানী, লেখক বা একজন গবেষক হিসেবে অনেক কিছুই প্রাপ্ত করেছেন। কিন্তু তিনি আমাদের কাছে আজ এত বিখ্যাত তার প্রধান কারণ হলো তারই তৈরি একটি স্বীকৃত প্রতিকৃতি মোনালিসা।
এটিই পুরো পৃথিবীতে এমন একটি পেইন্টিং যাকে ঘিরে সবথেকে বেশি রিসার্চ করা হয়েছে। এবং রিসার্চ করে দেখা গেছে জে এই পেইন্টিং টির মধ্যে কোনো কোনো জায়গায় 30 টির ও বেশি রং এর লেয়ার ব্যবহার করা হয়েছে। এই ছবিটির মধ্যে জে হাত এবং মুখ টি আছে সেখানে খুবই পাতলা ধরনের তুলি ব্যবহার করা হয়েছে।
সহজ ভাষায় বলতে গেলে আমাদের চুলের মতো পাতলা তুলি যেটা হয়ত চোখেও দেখা যাবেনা। ছবিটি তৈরি হতে যে এত সময় লেগেছে তার এটাও একটা কারণ হতে পারে।
বর্তমানে দা ভিঞ্চি এর তৈরি চিত্রশিল্প এবং ভাস্কর্য গুলির মধ্যে খুব কম শিল্পই বর্তমানে সংরক্ষিত রয়েছে। কারণ তার তৈরি করা শিল্প গুলির পরিমাণ কম। তাই তার তৈরি দুটি শিল্প বর্তমানে খুবই প্রশংসায় চর্চিত এবং সুপরিচিত। তার মধ্যে একটি হলো মোনালিসা এবং অপর টি হলো দি লাস্ট সাপার। দা ভিঞ্চি এর এই ” দি লাস্ট সাপার ” চিত্র টি তৈরি করতে সময় লেগেছিল 1495 সাল থেকে 1498 সাল পর্যন্ত।
1499 সাল নাগাদ ফরাসিরা মিলান আক্রমণ করায় দা ভিঞ্চি সেখান থেকে পালিয়ে যান। এবং পালিয়ে তিনি সম্ভবত প্রথমে ভেনিস গিয়েছিলেন এবং পরবর্তীকালে ফ্লোরেন্স এ গিয়েছিলেন। এবং সেখানেই তিনি একটি পোট্রেট সিরিজ এঁকেছিলেন যেটা ছিল 21 বাই 31 ইঞ্চের,যা বর্তমানে আমাদের কাছে সুপরিচিত ও বিখ্যাত শিল্প মোনালিসা নামে পরিচিত।
আজ তার এই ছবিটি পুরোটাই একটা রহস্য, বিশেষভাবে বলা যায় এই ছবিটিতে জে মেয়েটিকে দেখানো হয়েছে তার জে হাসি সেটা পুরোটাই একটা রহস্যে ভরপুর আর এই রহস্য পরিপূর্ণ হাসিটি বানাতেই তার প্রায় আনুমানিক ভাবে 1503 সাল থেকে শুরু করে 1517 সাল পর্যন্ত সময় লেগেছিল।
প্রথম প্রথম এই ছবি টি তে যে মেয়েটি আছে তাকে তখনকার একজন গণিকা মোনালিসা ঘরার্ডিনি এর সাথে তুলনা করা হতো। কিন্তু আবার এখন বর্তমানে তাকে লিসা দেল জিওকোন্ডো অর্থাৎ Florentine এর একজন বণিক ফ্রান্সিসকো দেল জিওকান্ডো এর স্ত্রী হিসাবে ধরা হচ্ছে।
1506 সালের দিকে দা ভিঞ্চি তার ছাত্র এবং যারা তার শিষ্য ছিলেন তাদের সহ পুনরায় মিলান এ ফিরে আসেন। দা ভিঞ্চি এর শিষ্যদের মধ্যে একজন উল্লেখযোগ্য শিষ্য ছিলেন ফ্রান্সেস্কো মেলজি যিনি তার মৃত্যু পর্যন্ত তার সহচর হিসাবেই ছিলেন। এরপর তিনি মোনালিসা এর মত আরও নানান শিল্পকৃতি তৈরি করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো –
- ভিট্রুভিয়ান ম্যান
- সেলফ পোট্রেট
- দা ভার্জিন অফ দা রকস
- হেড অফ এ ওম্যান
- লেডি উইথ অ্যান্ড এর্মিন
- সালভেটর মুন্ডি
- দা ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যানি
এইভাবেই তিনি তার আবিষ্কৃত নানান শিল্পের দ্বারা আমাদের মুগ্ধ করেছেন। এবং আজও তার তৈরি মোনালিসা প্রতিকৃতি টির দারা আমাদের বিস্মিত করে রেখেছেন।
এরপর দা ভিঞ্চি 2রা may 1519 খ্রিস্টাব্দে ফ্রান্সের ক্লোকস ক্যাসেল এ তার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে সেইরকম ভাবে কিছু তথ্য পাওয়া যায়নি। কিন্তু আশঙ্কা করা হয় জে তিনি স্ট্রোক এর জন্যই মৃত্যু বরণ করেছিলেন।
তো এই ছিল আজকের আমাদের সব অজানা তথ্য নিয়ে আলোচনার বিষয়- মোনালিসা ছবিটি কার আঁকা? মোনালিসা ছবি কেন বিখ্যাত?। আশা রাখি আপনারা আজ অনেক কিছু নতুন তথ্য জানতে পারলেন এই পোস্ট টির মাধ্যমে।
মোনালিসা ছবিটি আঁকতে কত সময় লেগেছিল?
মোনালিসা ছবিটি আঁকতে প্রায় 14 বছর সময় লেগেছিল। লিওনার্দো দা ভিঞ্চি এই মোনালিসা ছবিটি আঁকতে ১৫০৩ থেকে ১৫০১৭ অব্দি সময় নিয়েছিলেন। মোনালিসা ছবিটি আঁকার বেশিরভাগ সময়টিই মোনালিসার ঠোট আঁকতে লেগে যায়। অনেক ঐতিহাসিক বলেন মোনালিসার ঠোঁট আঁকতে Leonardo da Vinci-র ১২ বছর সময় লেগেছিল।
মোনালিসা ছবির দাম কত?
১৯৬২ সালে ১৪ই ডিসেম্বর প্যারিস শহরের Louvre এর মোনালিসা পেন্টিং এর প্রদর্শনে। এই ছবিটির মূল্য নির্ধারণ করা হয়েছিল US$ 100 মিলিয়ন। এই 1962 সালের মূল্য ২০২১ সালে এসে দাঁড়াবে প্রায় 900 মিলিয়ন মার্কিন ডলার। অতএব বলা যায়, বর্তমানে মোনালিসা ছবির দাম প্রায় ৯০০ মিলিয়ন ডলার।
মোনালিসা ছবিটি কে আঁকেন?
পৃথিবীর সব থেকে জনপ্রিয় একটি ছবি “মোনালিসা” ছবিটি আঁকেন- Leonardo da Vinci।
মোনালিসা নামের অর্থ কি?
মোনালিসা নামের অর্থ হলো noble, aristocratic।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.