এখানে MS-Access-এ অটো রিপোর্ট তৈরি করার ধাপ, MS-Access-এ অটো ফর্ম (Form) তৈরি করার পদ্ধতি এবং MS-Access-এ ক্যোয়ারী (query) তৈরি করার পদ্ধতি গুলির উত্তর দেওয়া হয়েছে।
MS-Access-এ অটো রিপোর্ট তৈরি করার ধাপগুলি
MS-Access-এ অটো রিপোর্ট তৈরি করার ধাপগুলি হলো:
- প্রথমে Access 2007 চালু করে নির্দিষ্ট ডেটাবেসটি Open করতে হবে।
- এরপর যে Table বা Query-র উপর ভিত্তি করে অটো রিপোর্ট তৈরি করতে হবে সেই Table/ Query-র Datasheet View টি Open করতে হবে।
- এরপর Create রিবনের Reports কমান্ডগ্রুপের Report বাটনে ক্লিক করতে হবে। অথবা
- কী-বোর্ড থেকে Alt + CRN কীগুলি চাপতে হবে।
- এরফলে স্ক্রিনে টাইটেল সহ রিপোর্টটি প্রদর্শিত হবে।
MS-Access-এ অটো ফর্ম (Form) তৈরি করার পদ্ধতি
MS-Access-এ অটো ফর্ম তৈরি করার পদ্ধতি হলো:
- MS Access 2007 চালু করে নির্দিষ্ট ডেটাবেস Open করে Navigation Pane থেকে Table অবজেক্ট থেকে নির্দিষ্ট টেবিলে ডাবল ক্লিক করলে টেবিলের Datasheet View টি প্রদর্শিত হবে।
- এরপর Create রিবনের Form কমান্ডগ্রুপের Form বাটনে ক্লিক করতে হবে, এরফলে একটিফর্ম স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। এক্ষেত্রে Form View টি দেখা যাবে।
- এরপর অফিস বাটনে ক্লিক করে Save As.. অপশনে ক্লিক করে প্রাপ্ত Save As ডায়ালগ বক্সে ফর্মের একটি নাম লিখে OK বাটনে ক্লিক করে ফর্ম তৈরি সম্পন্ন করতে হবে।
MS-Access-এ ক্যোয়ারী (query) তৈরি করার পদ্ধতি
MS-Access-এ ক্যোয়ারী তৈরি করার পদ্ধতি হলো:
- প্রথমে নির্দিষ্ট ডেটাবেস Open করতে হবে।
- এরপর Create রিবনের Other কমান্ডগ্রুপের Query Design বাটনে ক্লিক করতে হবে। এরফলে Query উইন্ডোসহ Show Table ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।
- Show Table ডায়ালগ বক্স থেকে নির্দিষ্ট টেবিল (ধরা যাক Student) সিলেক্ট করে Add বাটনে ক্লিক করে Show Table ডায়ালগ বক্সের Close বাটনে ক্লিক করে ডায়ালগ বক্স করতে হবে।
- এরপর Query উইন্ডোতে সমস্ত Field সহ টেবিলটি দেখা যাবে।
- টেবিলের ফিল্ডগুলিতে ডাবল ক্লিক করে ডিজাইন গ্রিডের Field অপশনে যুক্ত করতে হবে।
- এরপর যে ফিল্ডের উপর ভিত্তি করে ক্যোয়ারীটি প্রদর্শিত হবে ডিজাইন গ্রিডের সেই ফিরে Criteria অপশনে নির্দিষ্ট শর্তটি উল্লেখ করতে হবে।
- এরপর Design রিবনের Results কমান্ডগ্রুপের Run বাটনে ক্লিক করলে ক্যোয়ারী অনুযায়ী রেকর্ডগুলি বা ফলাফল প্রদর্শিত হবে।
- এরপর অফিস বাটনের Save বা Save As-এ ক্লিক করলে Save As ডায়ালগ বক্স প্রদর্শিত হবে, এই ডায়ালগ বক্সে Queryটির একটি নাম উল্লেখ করে OK বাটনে ক্লিক করে Queryটি Save করতে হবে।
___________________________
Next: MS-Access-এ দুইটি টেবিলের মধ্যে relationship কিভাবে তৈরি করবে।
Answer Source: NEW LIGHT Class XII Modern Computer Application Book.
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.