MS Access-এর কোনো টেবিল থেকে data কে কিভাবে delete করবে তা নিচে বলে দেওয়া হলো।
MS Access-এর কোনো টেবিল থেকে data delete করার পদ্ধিতি
MS Access-এর কোনো টেবিল থেকে data delete করার পদ্ধিতি :
- প্রথমে Access 2007 শুরু করে নির্দিষ্ট ডেটাবেসটি Open করতে হবে।করতে হবে।
- এরপর Navigation Pane এ Table Objects থেকে নির্দিষ্ট টেবিলে ডাবল মাউস ক্লিক করে টেবিলের Datasheet View টি Open করতে হবে।
- টেবিলের ডেটা সিলেক্টর বক্সে ক্লিক করে নির্দিষ্ট Row সিলেক্ট করতে হবে।
- এরপর Home রিবনের Records কমান্ডগ্রুপে Delete বাটনের ড্রপ ডাউন অ্যারো চিহ্নে ক্লিক করে প্রাপ্ত তালিকায় Delete Record-এ ক্লিক করলে একটি Message বঙ্গ প্রদর্শিত হবে। অথবা, রেকর্ড সিলেক্টর বক্স থেকে রেকর্ডটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে প্রদর্শিত তালিকায় Delete Record-এ ক্লিক করতে হবে।
- Message বক্সের Yes বাটনে ক্লিক করে Record ডিলিট নিশ্চিত করতে হবে।
_______________________________________
Answer Source: NEW LIGHT Class XII Modern Computer Application Book.
Next:
এছাড়াও উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এর অন্যান্য প্রশ্নের উত্তরের লিংক নিচে দেওয়া হয়েছে এবং আমাদের গ্রুপ টেলিগ্রাম জয়েন করতে পারো যা লিংক নিচে দেয়া হয়েছে।
I’m Sourav, a professional Web Developer and SEO expert. Founder of Moneygita. Get accurate information from Moneygita.