MS-Access-এর কোনো table এর data কে update করার পদ্ধতি

MS-Access-এর কোনো table এর data কে update করার পদ্ধতি টি নিচে step by step লিখিত হলো।

MS-Access-এর কোনো টেবিলে ডাটা কে আপডেট করার পদ্ধতি

MS-Access-এর টেবিলের data update করার পদ্ধতি:

  1. প্রথমে Access 2007 শুরু করে নির্দিষ্ট ডেটাবেসটি Open করতে হবে।
  2. এরপর Navigation Pane-এ Table Objects থেকে নির্দিষ্ট টেবিলে ডাবল মাউস ক্লিক করে টেবিলের Datasheet View টি Open করতে হবে।
  3. এরপর টেবিলের যে রেকর্ড আপডেট বা পরিবর্তন করতে হবে সেটি সিলেক্ট করে Delete বা Backspace কী দ্বারা মুছে ফেলতে হবে। তারপর ওই স্থানে নতুন ডেটা এন্ট্রি করতে হবে।
  4. এরপর অফিস বাটনের Save বাটনে ক্লিক করে Save করতে হবে।

_______________________________________

Answer source: Lew Light Computer Application class 12

Next:

MS-Access-এর কোনো টেবিলে ডাটা কে আপডেট করার পদ্ধতি টি ওপরের লেখা থেকে পেয়ে গেছো।

Leave a Comment