MS-Access-এর কোনো table এর data কে update করার পদ্ধতি টি নিচে step by step লিখিত হলো।
MS-Access-এর কোনো টেবিলে ডাটা কে আপডেট করার পদ্ধতি
MS-Access-এর টেবিলের data update করার পদ্ধতি:
- প্রথমে Access 2007 শুরু করে নির্দিষ্ট ডেটাবেসটি Open করতে হবে।
- এরপর Navigation Pane-এ Table Objects থেকে নির্দিষ্ট টেবিলে ডাবল মাউস ক্লিক করে টেবিলের Datasheet View টি Open করতে হবে।
- এরপর টেবিলের যে রেকর্ড আপডেট বা পরিবর্তন করতে হবে সেটি সিলেক্ট করে Delete বা Backspace কী দ্বারা মুছে ফেলতে হবে। তারপর ওই স্থানে নতুন ডেটা এন্ট্রি করতে হবে।
- এরপর অফিস বাটনের Save বাটনে ক্লিক করে Save করতে হবে।
_______________________________________
Answer source: Lew Light Computer Application class 12
Next:
- MS-Access-এ Report কিভাবে তৈরী করবে
- MS Access-এর কোনো টেবিল থেকে data কে কিভাবে delete করবে
- MS-Access-এ দুইটি টেবিলের মধ্যে relationship কিভাবে তৈরি করবে তার উদাহরণ
MS-Access-এর কোনো টেবিলে ডাটা কে আপডেট করার পদ্ধতি টি ওপরের লেখা থেকে পেয়ে গেছো।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.