চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ আমাদের আকাশ পঞ্চম অধ্যায় | Amader Paribesh Class 4 5th Chapter

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ ‘আমাদের আকাশ’ পঞ্চম চ্যাপ্টার প্রশ্ন উত্তরAmader Paribesh Class 3 5th Chapter ‘Amader Akash’ important question answer.

Amader Paribesh Class 4 5th Chapter Amader Akash Question Answer

Amader Paribesh Class 4 5th Chapter
Amader Paribesh Class 4 5th Chapter
Amader Paribesh Class 4 5th Chapter Amader Akash Question Answer
Amader Paribesh Class 4 5th Chapter Amader Akash Question Answer

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ আমাদের আকাশ পঞ্চম চ্যাপ্টার

1) চাঁদ হল পৃথিবীর উপগ্রহ। 

2) কোন সময় দিন বড় রাত ছোট হয়?

উত্তর: গরমকালে।

3) কোন সময় রাত বড় দিন ছোট হয়?

উত্তর: শীতকালে।

4) চাঁদের কি নিজস্ব আলো আছে?

উত্তর: না।

5) চাঁদের কালো কালো দাগগুলি কি?

উত্তর: পাহাড়ের বড় বড় গর্ত।

6) চাঁদের কালো কালো দাগ গুলো কে কি বলে?

উত্তর: চাঁদের কলঙ্ক। 

7)  চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে?

উত্তর:পশ্চিম থেকে পূর্ব দিকে।

8) চাঁদের বুকে প্রথম কে পা দেন?

উত্তর: নীল আমস্ট্রং। 

9) আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ অভিযানে কে যান?

উত্তর: রাকেশ শর্মা। 

10) কিউরিওসিটি যান মঙ্গল গ্রহের বুকে নেমেছেন।

11)  শনিগ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। 

12) দূরবীন কে তৈরি করেন?

উত্তর: বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি।

13) বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?

উত্তর: চারটি।

14) সূর্য ও পৃথিবীর মাঝে কোন গ্রহ রয়েছে?

উত্তর: বুধ ও শুক্র।

15) সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

উত্তর: বৃহস্পতি। 

16) বলয় কোন গ্রহের আছে?

উত্তর: শনি গ্রহের।

17) সপ্তর্ষিমন্ডলকে আকাশের কোন দিকে দেখা যায়?

উত্তর: উত্তর-পূর্ব দিকে।

18) ধ্রুবতারা কোনদিকে দেখা যায়?

উত্তর: উত্তর দিকে।

19) চাঁদে প্রথম কে যান?

উত্তর: লাইকা কুকুর।

20) পৃথিবীর উপগ্রহের নাম কি?

উত্তর: চাঁদ।

21) কৃত্রিম উপগ্রহ কি?

উত্তর: মহাকাশে পৃথিবীর চারিদিকে চাঁদের মত ঘোরা যন্ত্র গুলি কৃত্রিম উপগ্রহ।

22) পৃথিবী নিজের চারপাশে পাখ খায় কে জানতেন? 

উত্তর: আর্য ভট্ট।

Next:

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা ষষ্ঠ অধ্যায়

অনান্য় অধ্যায় এর প্রশ্ন-উত্তর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ আমাদের আকাশ পঞ্চম চ্যাপ্টার PDF

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ ‘আমাদের আকাশ‘ পঞ্চম চ্যাপ্টার PDF সংগ্রহের লিংক নিচে দেওয়া হলো।

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ ‘আমাদের আকাশ’ পঞ্চম চ্যাপ্টার প্রশ্ন উত্তরAmader Paribesh Class 4 5th Chapter ‘Amader Akash’ important question answer গুলি আপনাদের সাহায্য করে থাকলে অবশ্যই অন্যান্ন ছাত্র-ছাত্রী দের সাথে শেয়ার করুন এই পোস্ট টি। 

দ্বিতীয় সামীটিভি এক্সামের প্রস্তুতি জন্য ‘আমাদের আকাশ’ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। উপরোক্ত যে সকল প্রশ্নগুলি দেয়া হয়েছে তা কেবল সাজেশন ভিত্তিক এবং কেবল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে মাথায় রেখে করা হয়েছে। অতএব এগুলি পরীক্ষাতে অবশ্যই আসবে। 

‘আমাদের আকাশ’ অধ্যায়ের অন্তর্গত বিষয়গুলি হল- প্রথমত দিন ও রাত এখানে দিন ও রাত কিভাবে হয় তা সম্পর্কে বাচ্চাদের উদাহরণ সহিত বোঝানো হয়েছে এবং পৃথিবী যে স্থির নয় সে অবড়ন্ত নিজের অক্ষের চারদিকে সূর্যের চারিদিকে ঘুরেছে তাও বলা হয়েছে।

সাথে গরমকাল এবং শীতকালে দিন বড়, রাত ছোট কেন হয় সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এরপর রয়েছে চাঁদের সৌন্দর্য, চাঁদের কলঙ্ক এবং চাঁদের মধ্যে যে গর্ত গুলো দেখা যায় তা সম্পর্কে বলা হয়েছে। এরপর ধ্রুপ তারা, সপ্তসী মন্ডল সম্পর্কে চেনানো হয়েছে।

ধ্রুপ তারা কোথায় থাকে, সপ্তসী মন্ডল কোন দিকে থাকে, ধ্রুপ তারা দেখতে কেমন এগুলি জানানু হয়েছে। এরপর মহাকাশ অভিযান ও ভারত থেকে প্রথম মহাকাশচারী। উপগ্রহ সম্পর্কে, দূরবীন সম্পর্কে, দূরবীনের আবিষ্কার সম্পর্কে জানানো হয়েছে। 

সূর্য ও পৃথিবীর মধ্যস্থ উপস্থিত গ্রহ, সৌরজগতের সবথেকে বড় গ্রহ, চাঁদের উপর-মঙ্গলের উপর প্রথম পা দেওয়া মহাকাশচারি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

Leave a Comment