চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা ষষ্ঠ অধ্যায় | Amader Paribesh Class 4 6th Chapter

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা ষষ্ঠ অধ্যায়. Amader Paribesh Class 4 6th Chapter “Prokiti somporke manusher ovigotta” important question answer.

Amader Paribesh Class 4 6th Chapter – “Prokiti somporke manusher ovigotta”

Amader Paribesh Class 3 6th Chapter - Prokiti somporke manusher ovigotta
Amader Paribesh Class 4 6th Chapter – Prokiti somporke manusher ovigotta
Amader Paribesh Class 3 6th Chapter
Amader Paribesh Class 4 6th Chapter

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা ষষ্ঠ অধ্যায়

1) জলের ব্যবহার কি কি?

উত্তর: খাওয়া, রান্না, স্নান করা ইত্যাদি।

2) জলের আরেক নাম জীবন

3) আগুনের ব্যবহার কি কি?

উত্তর: খাবার ঝলসানো, আলো পেতে।

4) মানুষ পশু পোষ মানিয়েছিল কেন?

উত্তর: সারা বছর মাংস, দুধ, চামড়া পাওয়া যাবে তাই।

5) কুকুর পোষ মানায় কেন?

উত্তর: আত্মরক্ষার জন্য।

6) পাখিকে পোষ মানায় কেন?

উত্তর: হাঁস, মুরগি, পাখি থেকে ডিম, মাংস পাবার জন্য।

7) টুল কোনগুলো?

উত্তর: লগি বা আঁকাশি ধাতু।

8) ধাতু কোনগুলো? 

উত্তর: তামা, ব্রোঞ্জ, লোহা। 

9) পাথরের ব্যবহার কি কি?

উত্তর: আগুন জ্বালানো, হাতিয়ার বানাতে।

10) মানুষের প্রথম কাজের ধাতু হল তামা

11) লোহার আগে তৈরি করেছিল ব্রোঞ্জ

12) উল্কাখণ্ড থেকেই লোহা খুঁজে পাই।

13) লোহার সুবিধা কি কি?

উত্তর: লোহা শক্ত ও ব্রোঞ্জের থেকে ধার বেশি।

14) ইস্পাতের কাজ কি?

উত্তর: বাড়ি, ব্রিজ তৈরিতে।

15) লাঠির ব্যবহার কি?

উত্তর: ভারী জিনিস তোলার কাজে।

16) দাহ্য়বস্তু কোনগুলি?

উত্তর: বাজি পটকা।

17) দাহ্য়বস্তু কি?

উত্তর: যা আগুন লাগলে সহজে জ্বলে ওঠে।

18) বর্জ্য পদার্থ কোনগুলি?

উত্তর: কাগজ, আনাজের খোসা।

19) কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মেশেনা?

উত্তর: প্লাস্টিকের বোতল, কাঁচের টুকলো।

20) বিষাক্ত প্রাণীর নাম?

উত্তর:সাপ।

21) ভেষজ উদ্ভিদ কি?

উত্তর:যে উদ্ভিদ রোগ সারাতে পারে।

22) ভেষজ উদ্ভিদ কোনগুলি?

উত্তর: তুলসী, নয়নতারা।

23) পায়রা কে খবর দেওয়া-নেওয়ার কাজে ব্যবহার করত।

24) চাকা কে শক্তপোক্ত করার জন্য লোহার বেড় দিয়েছিল।

25) সাপের দাঁতের নিচে বীষথলিতে বিষ থাকে।

Join our telegram for next question answer update.

Moneygita telegram chanel

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা ষষ্ঠ অধ্যায় PDF

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ ‘প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা‘ ষষ্ঠ অধ্যায় PDF টি এখান থেকে সংগ্রহ করুন

Download

চতুর্থ শ্রেণি আমাদের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা ষষ্ঠ অধ্যায় Amader Paribesh Class 4 6th Chapter ‘Prokiti somporke manusher ovigotta‘ question answer ভালো লাগলে অনান্য় ছাত্র-ছাত্রিদের সাথে শেয়ার করুন।

আমার বিশ্বাস ফার্স্ট সেমেটিভ এক্সাম এর মতই সেকেন্ড সেমিটিভ এক্সাম থেকেও এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নোত্তর গুলি করানো হল তা থেকে বহু প্রশ্ন কমন আসবে। এই প্রশ্নগুলো করানোর সাথে বাচ্চাদের অবশ্যই বিষয়গুলি বোঝানো খুবই প্রয়োজন রয়েছে।

প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রধান বিষয়গুলি হল- প্রথমত বাঁচার জন্য জল এখানে জলের ব্যবহার এবং প্রয়োজন সম্পর্কে বলা হয়েছে। এরপর আগুনের ব্যবহার এখানেও আগুনের কি কি ব্যবহার রয়েছে এবং আগুন আবিষ্কার হওয়ার ঘটনা সম্বন্ধিত বিষয় বলা হয়েছে।

এরপর রয়েছে গাছ আমাদের প্রাণ এখানে গাছের কি গুরুত্ব রয়েছে এবং গাছ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা সম্পর্কে বলা হয়েছে। এরপর রয়েছে পোষ মানা পশুপাখি এখান থেকে বিভিন্ন ধরনের পশু এবং সে পশুদের আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার তাদের ইতিহাস সম্পর্কে বলা হয়েছে।

এরপর যন্ত্রের নানা কাজ এখান থেকে যন্ত্র তৈরি ইতিহাস সম্পর্কে বলা হয়েছে। পাথরের যন্ত্র। হাড়ের যন্ত্র এবং ধাতু =অস্ত্রশস্ত্র সম্পর্কেও বলা হয়েছে। এরপর পাথরের ব্যবহার পাথর এর প্রয়োজনীয়তা এবং সৃষ্টি সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে। 

এরপর ধাতুর ব্যবহার বিভিন্ন ধরনের ধাতু যেমন- তামা, লোহা, ব্রোঞ্জ, ইস্পাত ইত্যাদির আবিষ্কারের কথা এবং তাদের ব্যবহার গুলি দেওয়া হয়েছে। এরপর প্রতিদিনের কাজে চাকা এখানে চাকা আবিষ্কারের ইতিহাস এবং কাঠের চাকা ও আধুনিক যুগে তৈরি চাকা সম্পর্কেও বলা হয়েছে।

এরপর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত লাঠির যে সকল প্রয়োজনীয়তা গুলি রয়েছে সে সম্পর্কে বলা হয়েছে। তারপর বিভিন্ন দ্রব্য বস্তু এবং তাদের উদাহরণ সম্পর্কে বলা হয়েছে। এরপর বজ্র পদার্থ চারপাশে থাকা বিভিন্ন আবর্জনা, বজ্র পদার্থ গুলি সম্পর্কে বলা হয়েছে। 

এরপর সাপের কামড় থেকে সাবধান এখানে বিষাক্ত প্রাণী অর্থাৎ সাপের সম্পর্কে উল্লেখ রয়েছে। এরপরে রোগ সারাতে গাছ খুঁজবো গাছ লাগাবো রোগ থেকে বিভিন্ন ঔষধি গাছ এবং তাদের ঔষধি গুন সম্পর্কে বলা হয়েছে। ও সাথে হারিয়ে যাওয়া ভেষজ গাছের খোঁজে মধ্যে রয়েছে ভেষজ গাছ কি? ভেষজ গাছগুলি নাম ইত্যাদি সম্পর্কে।

Leave a Comment