পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন (পাতা ৯৮ থেকে ১১৯) প্রশ্ন উত্তর.
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন প্রশ্ন উত্তর
(1) ধান কাটা-ঝারার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার।
(2) আগে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো?
উত্তর: নিম পাতা।
(3) চা কোথাকার প্রধান ফসল?
উত্তর: দার্জিলিং এর।
(4) ডিভিসির পুরো কথাটার মানে কি?
উত্তর: দামোদর ভ্যালি কর্পোরেশন।
(5) ডিভিসি কেন করা হয়?
উত্তর: বন্যা বন্ধ করার জন্য।
(6) চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়?
উত্তর: মেয়েদের বুদ্ধিতে।
(7) ধান-ঝাড়ন কি দিয়ে তৈরি করা হয়?
উত্তর: চেরা বাঁশ দিয়ে।
(8) ধান-ঝাড়ন কি?
উত্তর: চেরা বাঁশ দিয়ে তৈরি করা ফাঁকা ফাঁকা, যা দিয়ে ধান ঝারা হয়।
(10) তরাই অঞ্চলে কোন ফসল ভালো হয়?
উত্তর: ধান।
(11) কোথাকার মাটি ধানের পক্ষে খুব ভালো?
উত্তর: দুর্গাপুরের পূর্ব থেকে বর্ধমান জেলার মাটি।
(12) নারকেল, সুপারি চাষ কোথায় বেশি?
উত্তর: দক্ষিণ দিকে।
(13) লুপ্তপ্রায় মাছের নাম কি?
উত্তর: খলসে, ন্যাদোশ।
(14) মাছ ধরার যন্ত্রের নাম কি?
উত্তর: জাল, ছিপ।
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন প্রশ্ন উত্তর Class 5
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন প্রশ্ন উত্তর PDF
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন (পাতা ৯৮ থেকে ১১৯) প্রশ্ন উত্তরের pdf টি নিচে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করে নিন।
আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।