পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার মানবদেহ প্রশ্ন উত্তর | Class 5 Amader Poribesh 1st Chapter Question Answer

ক্লাস 5 এর আমাদের পরিবেশ বইয়ের প্রথম চ্যাপ্টার ‘মানবদেহ‘ যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি (সাজেশন) হয়। সেই সব প্রশ্নগুলি এখানে দেওয়া হয়েছে এবং এর PDF রয়েছে যা আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

Post about: Class 5 Amader Poribesh 1st chapter only important question answer (suggestion).

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার মানবদেহ প্রশ্ন উত্তর

পচম-শ্রেণি-আমাদের-পরিবেশ-মানবদেহ-প্রশ্ন-উত্তর
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ মানবদেহ প্রশ্ন উত্তর
আমাদের-পরিবেশ-মানবদেহ-প্রশ্ন-উত্তর
আমাদের পরিবেশ মানবদেহ প্রশ্ন উত্তর

আমাদের পরিবেশ মানবদেহ প্রশ্ন উত্তর

মানবদেহ প্রশ্ন উত্তর

Class 5 Amader Poribesh 1st Chapter Manob Deho Question Answer

1) আমাদের শরীরের বর্ম কোনটা?

 উত্তর: আমাদের শরীরের বর্ম হলো চামড়া বা ত্বক। 

2) চামড়ার নিচে ফুলে থাকা নল গুলি কি? 

উত্তর:চামড়ার নিচে ফুলে থাকা নল গুলি হলো সিরা। 

3) ত্বক কোথায় পুরু বা মোটা?

উত্তর: হাতের চেটোর দিকের ত্বক পুরু বা মোটা। 

4) চামড়া পুড়ে গেলে কি করা উচিত?

উত্তর:

  1.  চামড়া পুড়ে গেলে ঠান্ডা জল দিতে হয়। 
  2.  বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাওয়া দরকার।  

5) চামড়ার রং কেন কালো হয়?

উত্তর: মেলানিন এর জন্য চামড়ার রং কালো হয়। 

6) কে ত্বকের ক্যান্সার ঘটায়? 

উত্তর: অতিবেগুনি রশ্মি ত্বকে ক্যান্সার ঘটায়। 

7) ত্বকের ক্যান্সার কে আটকায়? 

উত্তর: ত্বকের ক্যান্সার মেলানিন আটকায়। 

8) কে অতি বেগুনি রশ্মি শুষে নেয়?

উত্তর: মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নেয়।

9) শরীরে মেলানিন তৈরি করতে কে সাহায্য করে? 

উত্তর: শরীরে মেলানিন তৈরি করতে রোদ সাহায্য করে।

10) মেলানিন কেন তৈরি হয় না?

 উত্তর: অপুষ্টি বা অসুখে মেলানিন তৈরি হয় না।

11) ভিটামিন-ডি কি থেকে তৈরি হয়?

উত্তর: ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়।

12) বয়স বাড়লে চুল সাদা হয় কেন? 

উত্তর: বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় তাই চুল সাদা হয়।

13) কোন প্রাণীর গা-ভরতি শক্ত খাড়া খাড়া লোম?

উত্তর: শজারু গা ভর্তি খাড়া খাড়া লোম। 

14) নখ ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ কি?

উত্তর: রক্তাল্পতার জন্য নখ ফ্যাকাশে হয়।

15) নখের মাঝখানটা চামচের মতো হয়ে যাওয়ার কারন কি?

উত্তর: রক্তাল্পতার জন্য নখ চামচের মতো হয়ে যায়।

16) ধরালো নখ কাদের থাকে?

উত্তর: পশুপাখিদের ধরালো নখ থাকে।

17) পশুপাখিদের নখ কেন বেশি বাড়ে না?

উত্তর: পশুপাখি নখ ঘষে ঘষে নখ বাড়তে দেয় না।

18) অস্থি কি?

উত্তর: হাড় কে অস্থি বলে।

19) সন্ধি কি?

উত্তর: জোড় কে সন্ধি বলে। 

20) অস্থিসন্ধি কি?

উত্তর: হাড়ের জোড় কে বলে অস্থিসন্ধি। 

21) কনুই থেকে কব্জি পর্যন্ত হাড়ের নাম কি?

উত্তর: কনুই থেকে কব্জি পর্যন্ত হাড়ের নাম- আলনা ও রেডিয়াস। 

22) কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি?

উত্তর: কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম- হিউমেরাস। 

23) মেরুদন্ড হাড়ের নাম কি?

উত্তর: মেরুদন্ড হাড়ের নাম- ভার্টিব্রা বা কশেরুকা। 

24) কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি?

উত্তর: কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম- ফিমার। 

25) হাঁটুর নীচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি?

উত্তর: হাঁটুর নীচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম- টিবিয়া ও ফিবুলা।

26) হাড়গুলো অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে?

উত্তর: হাড়গুলো অস্থিসন্ধিতে  লিগামেন্ট দিয়ে দিয়ে লাগানো থাকে। 

27) লিগামেন্ট কি?

উত্তর: হাড় গুলো অস্থিসন্ধিতে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে একে বলে লিগামেন্ট।

28) হৃৎপিন্ড কি?

উত্তর: শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প।

29) রক্ত কার মাধ্যমে শরীরে ছড়িয়ে যায়?

উত্তর: ধমনির মাধ্যমে।

30) সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি কে পৌঁছে দেয়?

উত্তর: সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি রক্ত পৌঁছে দেয়।

31) কি দিয়ে আমরা শ্বাস নিই আর ছাড়ি?

উত্তর: ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিই আর ছাড়ি।

32) যক্ষার জন্য কি চিকিৎসা করতে হয়?

উত্তর: যক্ষার জন্য DOT চিকিৎসা করতে হয়।

33) কি করে বোঝা যাবে ফুসফুসে যক্ষা হয়েছে? অথবা যক্ষা রোগের লক্ষণ কি?

উত্তর:                        

  1. প্রথম প্রথম বিকেলে জ্বর হয়।
  2. রাতে ঘাম, শ্বাসকষ্ট হয়।
  3. ঘুম থেকে ওঠার পর টানা কফ  উঠতে থাকে।
  4. তারপর খাওয়ার অরুচি, বুকে ব্যথা হয়।

আমাদের পরিবেশ -মানবদেহ প্রশ্ন উত্তর PDF

এই সমস্ত প্রশ্ন-উত্তর গুলির PDF টি এখান থেকে পেয়ে যান 👇

মানবদেহ প্রশ্ন উত্তর pdf
মানবদেহ প্রশ্ন উত্তর PDF

অন্যান্য বিষয়ের প্রশ্নগুলি পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো.

Moneygita telegram chanel

অন্যান্য চ্যাপ্টার:

Class 5 Amader Poribesh 1st Chapter Question Answer / পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার মানবদেহ এই প্রশ্ন উত্তর গুলি যদি আপনার সাহাজ্য় করে থাকে, অবশ্য়ই অনান্ন ছাত্র-ছাত্রী দের সথে শেয়ার করুন।

Leave a Comment