ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় Important Question Answer। পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা প্রশ্ন উত্তর।
ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
শ্রেণী: | ষষ্ঠ শ্রেণী |
বিষয়: | পরিবেশ ও বিজ্ঞান |
অধ্যায়: | প্রথম অধ্যায় |
অধ্যায়ের নাম: | পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা |
প্রশ্নের ধরণ: | Only Important Question |
Class: | Class 6 |
Created By- | Moneygita Team |
পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা (প্রশ্ন উত্তর)
1। আমরা কোন কোন খাবার গাছ থেকে পাই?
উত্তর) ফল, শাক-সবজি, চাল, আটা।
2। প্রাণী থেকে পাওয়া খাবারের নাম গুলি লেখ?
উত্তর) দুধ, ডিম, মাংস, মধু।
3। কোন কোন প্রাণী গাছে থাকে?
উত্তর) কাঠবেড়ালি, মাকড়সা, পিঁপড়ে, পাখি।
4। সুতির জামাকাপড় কোন গাছ থেকে তৈরি হয়?
উত্তর) কার্পাস গাছ থেকে।
5। চটের বস্তা কি দিয়ে তৈরি হয়?
উত্তর) পাটের তন্তু দিয়ে।
6। পালিশ করার জন্য রজন প্রয়োজন।
7। কুইনাইন কি?
উত্তর) কুইনাইন হলো সিঙ্কোনা গাছের এক ধরনের বজ্র পদার্থ।
8। পরাগ মিলন কি?
উত্তর) অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে। আর সেই সময় তাদের দেহের নানা অংশে লেগে যায় ফুলের পরাগরেণু। ওই প্রাণীরা যখন অন্য কোন ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ফুলে এসে পড়ে, এই প্রক্রিয়াটিকে নাম হলো পরাগ মিলন।

9। অ্যাজোলা কি?
উত্তর) অ্যাজোলা এক ধরনের পানা।
10। মিথোজীবিতা কি?
উত্তর) প্রকৃতিতে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হল মিথোজীবিতা।
11। খাদ্য ও খাদক কি?
উত্তর) খাদকরা যাদের খায় তারাই হলো খাদ্য, যারা অন্য জীবদের বা জীবদেহের কোন অংশ খায় তারাই খাদক।
12। তৃণভোজী প্রাণী কাকে বলে?
উত্তর) যেসকল প্রাণী লতা-পাতা, ফল-মূল খেয়ে বেঁচে থাকে তারা হলো তৃণভোজী।
13। মাংসাশী প্রাণী কাকে বলে?
উত্তর) যেসকল প্রাণী অন্য় প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে।
14। তৃণভোজী প্রাণীর নাম লেখ?
উত্তর) ছাগল, গরু, হরিণ এরা হলো তৃণভোজী প্রাণী।
15। মাংসাশী প্রাণীর নাম লেখ ?
উত্তর) শেয়াল, বাঘ, সিংহ এরা হলো মাংসাশী প্রাণী।
16। খাদকের নাম লেখ এবং তাদের খাদ্য?
উত্তর) খাদকের নাম হল শিয়াল: খাদ্য হলো মুরগি ইঁদুর। খাদকের নাম গোসাপ: খাদ্য হলো সাপ, ইঁদুর মাছ।
17। পরজীবী কি?
উত্তর) উকুন আসলে আমাদের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাই এদের বলে পরজীবী।
18। মিথু জীবিতা একটি উদাহরণ লিখ?
উত্তর) গন্ডার – গো-বক; শালিক গন্ডাদের পিঠে বসে গন্ডারের চামড়ার এটুলিগুলো কে খেয়ে গন্ডারকে স্বস্তি দেয়. পরবর্তীতে শালিকরা এটুকগুলোকে খাবার হিসেবে পায়।
পরজীবী | কোথায় বাসা বাঁধে | শরীরে কি কি লক্ষণ দেখা যায় |
যক্ষার জীবাণু | ফুসফুস হাড় ও নানা অঙ্গে | জ্বর দেহের ওজন কমে যাওয়া ও কাশি |
ফিতা কৃমি | পাকস্থলী অন্ত্র পেশী মস্তিষ্ক যকৃত | দুর্বলতা খিচুরি |
ম্যালেরিয়ার জীবাণু | লোহিত রক্তকণিকা | জ্বর রক্তাল্পতা দুর্বলতা |
আমাশয়ের জীবাণু | অন্ত্র | বারে বারে পাতলা মলত্যাগ শরীরের জলের ঘাটতি |
19। যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তর) ফুসফুস, হাড়।
20। যক্ষার জীবাণু শরীরে থাকলে কি কি লক্ষণ দেখা যায়?
উত্তর) জ্বর।
21। পরজীবিতা কী?
উত্তর) যারা অন্য জীবের দেহে বাসা বাঁধে ও বেঁচে থাকে।
22। পরজীবী কোণগুলো বা পরজীবী উদাহরণ দাও?
উত্তর) পরজীবী নামগুলো হল ফিতাকৃমি, ম্যালেরিয়া জীবাণু, যক্ষার জীবাণু, আমাশয়ের জীবাণু।
23। সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে।
24। প্রাণী থেকে পাওয়া এমন জামা কাপড় তৈরির উপাদান?
উত্তর) রেশম, উল।
25। সামুদ্রিক মাছের যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর) ভিটামিন A, ভিটামিন D।
26। আমাদের শরীরে কিসের অভাবে নানান রোগ হয়?
উত্তর) ভিটামিন।
27। আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে কোন ভিটামিন?
উত্তর) ভিটামিন A ও ভিটামিন D।
28। আমাদের চোখ ভালো রাখে কোন ভিটামিন?
উত্তর) ভিটামিন A।
28। কড মাছের যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর) ভিটামিন A ও ভিটামিন D।
29। আমাদের পরিবেশ পরিষ্কার করতে সাহায্য করে কোন প্রাণী?
উত্তর) কাক, শুয়োর।
30। পরিবহনের সাহায্য করে কোন প্রাণী?
উত্তর) ঘোড়া, গরু, গাধা। ঘোড়া
31। গরু কিভাবে পরিবহনের সাহায্য করে?
উত্তর) ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি টেনে জিনিসপত্র বহনে।
32। চাষের কাজে সাহায্য করে কোন প্রাণী?
উত্তর) গোরু।
33। দই পাততে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া?
উত্তর) ল্যাকটোব্যাসিলাস।
34। পাউরুটি তৈরি করতে কোন প্রাণীর সাহায্য করে?
উত্তর) ইস্ট।
35। ফিতা কৃমি জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তর) পাকস্থলী অন্ত্র পেশী মস্তিক যকৃত
36। ম্যালেরিয়া জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তর) যকৃত লোহিত রক্ত কণিকা।
37। আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তর) অন্ত্র।
38। ফিতাকৃমি শরীরে থাকলে কি কি লক্ষণ দেখা যায়?
39। আমাশয় জীবাণু শরীরে থাকলে কি কি লক্ষণ দেখা যায়?
উত্তর) বারেবারে শরীরের জলে ঘাটতি।
40) ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে।
________________________________________
ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন-উত্তর লিংক 👇
- পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়
- পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায়
- পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায়
ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্ন-উত্তর লিংক 👇
ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন-উত্তর লিংক 👇
- বাংলা প্রথম অধ্যায়
- বাংলা দ্বিতীয় অধ্যায়
- বাংলা তৃতীয় অধ্যায়
- বাংলা চতুর্থ অধ্যায়
ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রশ্ন-উত্তর লিংক 👇
- ইতিহাস প্রথম অধ্যায়
- ইতিহাস দ্বিতীয় অধ্যায়
- ইতিহাস তৃতীয় অধ্যায়
- ইতিহাস চতুর্থ অধ্যায়
_____________________________________
Class 6 Poribesh O Biggan 1st Chapter PDF
পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা অধ্যায়ের সমস্ত কোশ্চেন অ্যানসারের PDF টি নিচে দেয়া লিংকে সংগ্রহ করুন।
I’m Sourav, a professional Web Developer and SEO expert. Founder of Moneygita. Get accurate information from Moneygita.