ক্লাস 6 অধ্যায় 2 ভূগোল প্রশ্ন উত্তর
শ্রেণী: | ষষ্ঠ শ্রেণী |
বিষয়: | ভূগোল |
অধ্যায়ের নাম | প্রথম অধ্যায়- আকাশ ভরা সূর্য তারা |
প্রশ্নের ধরণ: | Only Important Question |
Class: | Class 6 |
Created By- | Moneygita Team |
ভূগোল ষষ্ঠ শ্রেণির প্রশ্ন উত্তর আকাশ ভরা সূর্য তারা
1) পৃথিবী কোন ছায়াপথে রয়েছে?
উত্তর: আকাশগঙ্গা।
2) সূর্যের পরে পৃথিবীর সবথেকে কাছের তারা নাম কি?
উত্তর: প্রক্সিমা সেন্টাউরি।
3) সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
উত্তর: ৮ মিনিট 20 সেকেন্ড।
4) বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ কত হয়?
উত্তর: এক সেকেন্ডে প্রায় 300,000 হাজার কিমি
5) আকাশের উজ্জ্বল তারার নাম কি?
উত্তর: ধ্রুব তারা।
6) মহাকাশ দেখার জন্য কি দরকার?
উত্তর: টেলিস্কোপ।
7) সৌরজগৎ বা সৌর পরিবার কি?
8) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ –
9) সূর্যের সবচেয়ে বড় গ্রহ কোনটি- বৃহস্পতি।
10) সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়।
11) সূর্য পৃথিবী থেকে 3 লক্ষ গুণ ভারী।
12) সূর্য রশ্মির ২০০ কোটি ভাগে 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়।
13) সৌর কলঙ্ক কি?
14) সৌর ঝড় কি?
15) পৃথিবীর সব থেকে কাছের গ্রহ- শুক্র।
16) সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
উত্তর: শুক্র।
17) কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?
উত্তর: পৃথিবী।
18) কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
উত্তর: মঙ্গল।
19) বামন গ্রহ কাকে বলা হয়?
উত্তর: প্লুটোকে।
20) পৃথিবীর উপগ্রহের নাম কি?
উত্তর: চাঁদ।
21) ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম- ISRO।
22) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ-
23) ভারতের প্রথম মহাকাশচারী- রাকেশ শর্মা।
24) মহাকাশের প্রথম যাত্রী কে- লাইকা কুকুর।
25) পৃথিবীর প্রথম মহাকাশচারী-
26) প্রথম মহিলা মহাকাশচারীর ভ্যালেন্তিন তেরেসকোভা।
27) প্রথম ভারতের মহাকাশচারী– কল্পনা চাওলা।
Bhugol Class 6 1st Chapter Question Answer PDF
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.