সরস্বতী পূজার পুষ্পাঞ্জলী, প্রণাম, বীজ, স্তব, বন্দনা, জপ এবং বিদ্যা মন্ত্র এখানে নিচে লেখা হলো।
Table of Contents
সরস্বতী পূজার পুষ্পাঞ্জলী মন্ত্র
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।। নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
সরস্বতী প্রণাম মন্ত্র
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
সরস্বতী বীজ মন্ত্র
ওঁ ঐং মহা সরস্বত্যাই নমঃ।।
সরস্বতীর স্তব মন্ত্র
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা। শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।। শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ। পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্। যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
সরস্বতী বন্দনা মন্ত্র
যা কুন্দেনু তুষার হার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা যা বীণা বরদণ্ডমণ্ডিত করা যা শ্বেত পদ্মাসনা। যা ব্রহ্মাচ্যুতশংকর প্রভৃতির্দেবৈঃ সদাবন্দিতা সা মাং পাতুসরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহাম্॥ শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমাদ্যাং জগদ্ব্যাপিনীম্ বীণা পুষ্পক ধারিণীমভয়দাম্ জাড্যান্ধকারাপহাম। হস্তে স্ফটিক মালিকাম্ বিদধতীম্ পদ্মাসনে সংস্থিতাম্ বন্দে ত্বাং পরমেশ্বরীম্ ভগবতীম্ বুদ্ধিপ্রদাম্ সারদাম্॥
সরস্বতীর জপ মন্ত্রঃ
ওঁ বদ্ বদ্ বাগ্বাদিনি স্বাহা।
সরস্বতীর বিদ্যা মন্ত্র
সরস্বতী নমস্তুভ্যম্ ভারদে কামরূপিনী। বিদ্যারম্ভম করিশ্যামি সিদ্ধির ভবতু মে সদা।।
Saraswati Pushpanjali Mantra in Bengali
উপরে উল্লেখিত বিদ্যার দেবী সরস্বতীর মন্ত্রগুলি (Saraswati Puja Mantra) আপনাদের উপকৃত হলে অবশ্যই অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন।
Important Date: এই বছর ২০২৪ এ ১৪ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো পালন করা হবে যার পঞ্চমী তিথি পড়েছে ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার বেলা 2 টো ৪১ মিনিট থেকে এবং এই পঞ্চমী তিথি থাকবে ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ বুধবার বেলা বারোটা পর্যন্ত।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.