Class 6 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় ‘মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ‘ important প্রশ্ন উত্তর PDF। Class 6 Poribesh O Biggan 3rd Chapter important question answer.
Class 6 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায়
| শ্রেণী: | ষষ্ঠ শ্রেণী |
| বিষয়: | পরিবেশ ও বিজ্ঞান |
| অধ্যায়: | তৃতীয় অধ্যায় |
| অধ্যায়ের নাম: | মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ |
| প্রশ্নের ধরণ: | Only Important Question |
| Class: | Class 6 |
| Created By- | Moneygita Team |
মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ (প্রশ্ন উত্তর)
মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ
Class: 6
পরিবেশ ও বিজ্ঞান : তৃতীয় অধ্যায়
____________________________________
| ধাতু- তাপ লাগবে, আওয়াজ হবে, কারেন্ট যাবে, গলানো যাবে। |
| অধাতু- ভেঙে যাবে, গুড়ো হয়ে যাবে। |
1) ধাতু কোনগুলো?
উত্তর) লোহা, অ্যালুমিনিয়াম, তামা।
2) অধাতু কোনগুলো?
উত্তর) কাঠকয়লা।
3) এমন একটি ধাতুর নাম লেখ যা তরল?
উত্তর) পারদ।
4) একটি অধাতুর নাম লেখ যা তাপ ও তড়িৎ সুপরিবাহী?
উত্তর) গ্রাফাইট।
5) একটি অধাতুর নাম লেখ যা তাপের সুপরিবাহী?
উত্তর) হীরে
6) ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য?
| ধাতু | অধাতু |
| পিটলে শব্দ হয় | পিটলে শব্দ হয় না |
| পাতে পরিণত হয় | পাতে পরিণত হয় না |
| লোহা, তামা, অ্যালুমিনিয়াম | কাঠকয়লা। |
7) মিশ্র পদার্থ কি?
উত্তর) বাতাস বা দুধের মধ্যে একের বেশি পদার্থ মিশে থাকে তাই এরা সকলেই মিশ্র পদার্থ।
8) মিশ্র পদার্থ কোনগুলো?
উত্তর) দুধ, সরবত।
9) বিশুদ্ধ পদার্থ কি?
উত্তর) যেগুলোর মধ্যে একাধিক পদার্থ মিশে নেই তারা বিশুদ্ধ পদার্থ।
| বিশুদ্ধ পদার্থ | মিশ্র পদার্থ |
| চিনি, জল, গন্ধক, লোহা, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। | মধু, দুধ, শরবত, বাজির মসলা, লোহার রং, ঠান্ডা পানীয়। |
| হাইড্রোজেনের ধর্ম | অক্সিজেনের ধর্ম | জলের ধর্ম |
| হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন গ্যাসীয় পদার্থ। আর বাতাসের চেয়ে হালকা। | অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন গ্যাসীয় পদার্থ বাতাসের চেয়ে সামান্য ভারী। | বর্ণহীন, গন্ধহীন,সাধারণ অবস্থায় তরল। |
| অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জলে। | অক্সিজেন কোন কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। | কোন কিছু জ্বলতে সাহায্য করে না। |
| কার্বনের ধর্ম | অক্সিজেনের ধর্ম | কার্বন-ডাই-অক্সাইডের ধর্ম |
| কালো রংয়ের কঠিন পদার্থ। অক্সিজেনের উপস্থিতিতে জ্বালিয়ে দিলে জলে। | বর্ণহীন গ্যাস।জ্বলতে সাহায্য করে। শ্বাসকার্যে সাহায্য করে। | বর্ণহীন গ্যাস।জ্বলতে সাহায্য করে না।শ্বাসকার্যে সাহায্য করে না। |
| যৌগের নাম | কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি |
| জল | হাইড্রোজেন, অক্সিজেন |
| কার্বন-ডাই-অক্সাইড | কার্বন, অক্সিজেন |
| চিনি | কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন |
| নুন | সোডিয়াম,ক্লোরিন |
| পাথরে চুন | ক্যালসিয়াম, অক্সিজেন |
| মৌলের নাম | ইংরেজি শব্দ | চিহ্ন |
| নাইট্রোজেন | Nitrogen | N |
| বোরন | Boron | B |
| সালফার | Sulfur | S |
| ফসফরাস | Phosphorus | P |
| আয়োডিন | Iodine | I |
| ফ্লওরিন | Fluorine | F |
10) মৌলিক পদার্থ কি?
উত্তর) বিশুদ্ধ লোহার মধ্যে লোহা ছাড়া আর কিছু নেই এরকম পয়সাকে বলে মৌলিক পদার্থ।
11) মৌলিক পদার্থ কোনগুলো?
উত্তর) বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, বিশুদ্ধ তামা, বিশুদ্ধ লোহা।
15) যৌগিক পদার্থ কোনগুলো?
উত্তর) একাধিক মৌলিক পদার্থের রাসায়নিক সমন্বয়ে উৎপন্ন হয় যৌগিক পদার্থ।
16) যৌগিক পদার্থ কোনগুলো?
উত্তর) জল।
17) নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো?
উত্তর) হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন।
18) জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তিরি।
| কোন যৌগের অণু | কী কী মৌল দিয়ে গথিত | একটা অণুতে কোন মৌলের কটা পরামাণু |
| জল | হাইড্রোজেন ও অক্সিজেন | H-2, O-1 |
| হাইড্রোজেন ক্লোরাইড | হাইড্রোজেন ও ক্লোরিন | H-1, cl- 1 |
| কার্বন ডাইঅক্সাইড | অক্সিজেন ও কার্বন | O-2, C-1 |
| মৌলের নাম | ইংরাজি শব্দ | চিহ্ন |
| নাইট্রোজেন | Nitrogen | N |
| বোরন | Boron | B |
| সালফার | Sulfur | S |
| ফসফরাস | Phosphorus | P |
| আয়োডিন | Iodine | I |
| ফ্লওরিন | Fluorine | F |
| মৌলের নাম | ইংরাজি শব্দ | চিহ্ন |
| কোবাল্ট | Cobalt | Co |
| হিলিয়ান | Helium | He |
| লিথিয়াম | Lithium | Li |
| বেরিলিয়াম | Beryllium | Be |
| বেরিয়াম | Barium | Ba |
| ব্রোমিন | Bromine | Br |
| মৌলের নাম | ইংরাজি শব্দ | চিহ্ন |
| ক্লোরিন | Chlorine | Cl |
| ক্রোমিয়াম | Chromium | Cr |
| ম্যাংগানিজ | Manganese | Mn |
| ম্যাগনেশিয়াম | Magnesium | Mg |
| মৌলের নাম | মৌলের ল্যাটিন নাম | মৌলের ল্যাটিন নামের নাম | চিহ্ন |
| পটাশিয়াম | ক্যালিয়াম | Kalium | K |
| সোডিয়াম | ন্যাট্রিয়াম | Natrium | Na |
| তামা | কিউপ্রাম | Cuprum | Cu |
| লোহা | ফেরাম | Ferrum | Fe |
| সোনা | অরাম | Aurum | Au |
| রূপা | আজেন্টাম | Argentum | Ag |
| যৌগের নাম | অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে | সংকেত লেখার নিয়ম | সংকেত |
| কার্বন ডাইঅক্সাইড | C একটি, O দুটি | আগে C, পরে O | CO2 |
| কার্বন মনোক্সাইড | C একটি, O একটি | আগে C, পরে O | Co |
| মিথেন | C একটি, H চারটি | আগে C, পরে H | CH4 |
| আমোনিয়া | N একটি, H তিনটি | আগে N, পরে H | Nh3 |
| হাইড্রোজেন সালফাইড | H দুটি, S একটি | আগে H, পরে S | H2S |
| সালফার ডাইঅক্সাইড | S একটি, O দুটি | আগে S, পরে O | So2 |
| হাইড্রোজেন ক্লোরাইড | H একটি, cl একটি | আগে H, পরে cl | Hcl |
| মৌলের নাম | মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা | মৌলের অণুর সংকেত |
| অক্সিজেন | 2 | O2 |
| নাইট্রোজেন | 2 | N2 |
| ক্লোরিন | 2 | Cl2 |
| ব্রোমিন | 2 | Br2 |
| আয়োডিন | 2 | I2 |
| ফ্লুওরিন | 2 | F2 |
19) বিভিন্ন অনুর গঠন:
- হাইড্রোজেন অনুর গঠন লেখ?
- অক্সিজেন অনুর গঠন লেখ?
- ক্লোরিন অনুর গঠন লেখো?
- আয়োডিন অনুর গঠন লেখো?
- জলের অনুর গঠন লেখ?
- কার্বন ডাই অক্সাইডের অনুর গঠন লেখো?
- হাইড্রোজেন ক্লোরাইড অনুর গঠন?
20) প্রকৃতিতে ৯৪ টি মৌল পাওয়া যায়।
21) ব্রোমিন মৌলের পরমাণুর সংখ্যা কত?
22) ব্রোমিন মৌলের অনুর সংকেত লেখ?
23) ব্রোমিন মৌলের পারমাণবিকতা কত?
23) জলের অনুর সংকেত?
24) অক্সিজেন মৌলের পরমাণুর সংখ্যা কত?
25) নাইট্রোজেন মৌলের পরমাণুর সংখ্যা কত?
27) ক্লোরিন মৌলের পরমাণুর সংখ্যা কত?
28) আয়োডিন মৌলের পরমাণুর সংখ্যা কত?
29) মিশ্র পদার্থ বা মিশ্রণ কি?
উত্তর) একাধিক পদার্থ মিশে গিয়েই তৈরি হয় মিশ্র পদার্থ মিশ্রণ।
30) দ্রবণ এক ধরনের মিশ্রণ।
31) দ্রাব্য ও দ্রাবক কি?
উত্তর) দ্রবণ তৈরির সময় যে পদার্থটা গুলে গেল সেটা দ্রাব্য আর যার মধ্যে গুলে গেল সেটা দ্রাবক।
32) দ্রবণের উদাহরণ দাও?
উত্তর) চিনির শরবত, নুন জল।
| কি দ্রবণ | দ্রাব্য | দ্রাবক |
| চিনি শরবত | চিনি | জল |
| নুন জল | নুন | জল |
| কোন মিশ্রণ | কি কি মিশে তৈরি হয় |
| নুন জল | নুন জল |
| চিনির শরবত | নুন চিনি জল |
| চুন জল | কলিচুন আর জল |
| বায়ু | গ্যাস, ধূলিকণা, জলীয়বাষ্প |
33) কাদা মেশানো জল থেকে পরিষ্কার জল পেতে কি ব্যবহার করা হয়?
উত্তর) ফিল্টার কাগজ
34) কাদা মেশানো জল থেকে পরিষ্কার জল পাওয়ার পদ্ধতি টির নাম কি?
উত্তর) পরিস্রাবণ বা ফিল্টার করা।
35) পরিস্রাবণ বা ফিল্টার করা কি?
উত্তর) ফিল্টার কাগজের মত ছাকনির সাহায্যে তরল ও কঠিন কে আলাদা করার পদ্ধতি কে বলে ফিল্টার করা বা পরিস্রাবণ।
36) পরিশ্রুত কি?
উত্তর)ফিল্টার করার পর পাওয়া নিচের তরলটাকে বলে পরিশ্রুত।
37) অবশেষ কি?
উত্তর) ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটা হলো অবশেষে।
38) কেলাসন কী?
উত্তর) দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতি কে বলে কেলাসন।
39) কোন পদ্ধতিতে নুন জল থেকে নুনকে পৃথক করা যায়?
উত্তর) কেলাসন পদ্ধতিতে।
___________________________________
ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন-উত্তর লিংক 👇
- পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায়
- পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায়
ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্ন-উত্তর লিংক 👇
ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন-উত্তর লিংক 👇
- বাংলা প্রথম অধ্যায়
- বাংলা দ্বিতীয় অধ্যায়
- বাংলা তৃতীয় অধ্যায়
- বাংলা চতুর্থ অধ্যায়
ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রশ্ন-উত্তর লিংক 👇
- ইতিহাস প্রথম অধ্যায়
- ইতিহাস দ্বিতীয় অধ্যায়
- ইতিহাস তৃতীয় অধ্যায়
- ইতিহাস চতুর্থ অধ্যায়
_____________________________________
Class 6 Poribesh O Biggan 3rd Chapter PDF
ক্লাস সিক্স পরিবেশ ও বিজ্ঞান এর তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তরের পিডিএফ টি নিচে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করুন।
অবশ্য এই প্রশ্নপত্রটি অন্যান্য শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের সাথে শেয়ার করবেন।
I’m Sourav, a professional Web Developer and SEO expert. Founder of Moneygita. Get accurate information from Moneygita.

