Hello Google Amar Naam Ki ? – আমার নাম কি ?

Hello Google Amar Naam Ki- ‘আমার নাম কি’ উত্তরটি আপনার android phone এর মাধ্যমে জেনে নিন খুব সহজেই। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা  Google Assistant, Amazon Alexa বা Siri এগুলি ব্যবহার করে নিজেদের কাজ আরও সহজ করতে চান। 

কিন্তু এই সিস্টেম গুলি কিভাবে কাজ করে সেগুলি না জানার ফলে সেই সুবিধা গুলি হয়ত আপনাদের পাওয়া হয় না। তাই আজ আমরা এই সিস্টেম গুলি কিভাবে ব্যবহার করলে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই আপনারা উত্তর পেয়ে যাবেন তা নিয়েই আলোচনা করব। তাহলে সবার আগে আমরা জেনে নিই জে google assistant কিভাবে ব্যবহার করতে হয় ? 

প্রথমত বলে দিই, আমার নাম কি? প্রশ্ন টি আপনি শুধু মাত্র  Google Assistant ছাড়াও আরো অনান্য় virtual assistant গুলিতেও জিগ্গেসা করে উত্তর টি পেতে পারেন এমন তিনটি জনপ্রিয় virtual assistant গুলি হলো-

  1. Google Assistant 
  2. Alexa 
  3. Siri। 

Google Assistant এর সাহায্যে জানুন – Amar Naam Ki

আজকাল এর সময় সমস্ত জিনিসই এত আধুনিক ভাবে এগিয়ে চলেছে সেই অনুপাতে গুগল ও আর পিছিয়ে নেই। গুগল ও এখন নিজের নতুন নতুন সিস্টেম গুলির দ্বারা নিজেকে আরও আধুনিক করে তুলছে। যাতে Google ব্যবহার করা user দের আরও সুবিধা হয়। এইরকমই গুগল এর একটি সুবিধা হলো Google Assistant।

Google assistant হলো একটি Smart Voice control system। এইটা গুগল থেকেই তৈরী করা হয়েছে যেটা গুগলের একটি এসিস্ট্যান্ট হিসেবে আমাদের সাহায্য করে থাকে। 

 Google Assistant এর কাছে আপনি আপনার ইচ্ছা মত যেকোন প্রশ্ন করতে পারেন। এছাড়াও যদি আপনি কখনও একা একা বসে থাকেন তাহলে গুগল এর কাছে বিভিন্ন ধরনের জোকস বা গান শোনার জন্য অনুরোধ জানাতে পারেন। 

কিংবা  Google Assistant এর সাথে কথাও বলতে পারেন শুধুমাত্র নিজের মনোরঞ্জন এর জন্য। Google Assistant আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবসময় তৈরি থাকে। 

কিন্তু এমনও কিছু কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের নাম গুগল এর কাছে জিজ্ঞাসা করে থাকেন। এবং ভাবেন যে আপনাদের নাম হয়তো গুগল জানবে এবং আপনাদের যথারীতি উত্তর ও দেবে। 

হ্যাঁ গুগল অবশ্যই আপনাকে উত্তর দেবে, কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন না করেন তাহলে সেক্ষেত্রে গুগল আপনাকে কোনো উত্তর দেবে না। তাই গুগল এর কাছে এই সমস্ত উত্তর গুলি পাওয়ার জন্য গুগল একটি সিস্টেম তৈরি করেছে যাকে Google Assistant বলা হয়। 

Hello Google Amar Naam Ki ? 

সবার আগে আমরা জেনে নিই যে google এবং Google Assistant এই দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আপনি যখন জিজ্ঞাসা করবেন ‘ আমার নাম কি ‘ তখন কিন্তু আপনাকে Google উত্তর দেবে না আপনাকে  Google Assistant ই উত্তর দেবে। 

তাই আপনি Google এর কাছে প্রশ্ন করলে কখনোই উত্তর পাবেন না, তখন গুগল আপনাকে বিভিন্ন ওয়েবসাইট এর পেজ দেখাবে সেইখান লেখা থাকবে আপনি কি করে আপনার নাম জানতে পারবেন। তাই সেই জন্য আপনার প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে Google Assistant এর কাছেই প্রশ্ন করতে হবে। 

Google assistant আপনার প্রশ্নের উত্তর দিতে পারে কারণ আপনার সমস্ত data গুলি Google Assistant এর কাছেই সুরক্ষিত ভাবে সংরক্ষণ করা থাকে। Google Assistant হলো একটি Virtual  assistant যেটা ইন্টারনেট জগৎ এর সাথে সরাসরি ভাবে যুক্ত করা থাকে। 

অর্থাৎ এখানে মূল বক্তব্য হলো এই যে আপনাকে নিজের নাম জানার জন্য google assistant  এর কাছেই প্রশ্ন করতে হবে। 

hello google amar naam ki
Hello Google – Amar Naam ki

 Google Assistant সেটিংস :-   

Google assistant এর কাছে আপনি যদি আপনার নাম জিজ্ঞাসা করেন তাহলে Google Assistant আপনাকে উত্তর দেবে এটা ঠিক কিন্তু তার জন্য আপনাকে একটি সিস্টেম কে follow করতে হবে।

  •  আপনাকে সবার আগে আপনার নাম দিয়ে GMail ID বা একটি Google account তৈরি করতে হবে যেটা আপনার Google Assistant এর সাথে কানেক্ট থাকবে।
  •  এবার যখনই আপনি Google Assistant এর কাছে নিজের নাম জিজ্ঞাসা করবেন তখনই  Google Assistant আপনাকে আপনার নামটি বলে দেবে। 
  • এবং আপনি আপনার নাম ছাড়াও যেকোনো প্রশ্ন করতে পারেন গুগল আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। 

  2) Amazon Alexa এর সাহায্যে জানুন – Amar Naam Ki

 amazon হলো প্রধানত Amazon এর একটি product, যেটা মূলত একটি ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মত কাজ করে থেকে। পুরো বিশ্বে যতগুলো ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে তাদের মধ্যে Alexa হলো একটি জনপ্রিয় প্রোডাক্ট।

 আপনি amazon কে amazon এর ইকো প্রোডাক্ট ( Echo Product ) থেকে কিনতে পারেন বা নিজের স্মার্ট ফোন এর মাধ্যমেও ব্যবহার করতে পারেন। এছাড়াও এটি হলো এক ধরনের high tech product। 

যেটা আপনার ঘড়ে যদি কোনো স্মার্ট হোম প্রোডাক্ট থাকে সেটি কেও নিজের কন্ট্রোল এ রাখতে পারে। Alexa দ্বারা আপনি দরজা বন্ধ করতে পারেন, আলো কমাতে বাড়াতে পারেন, থার্মোস্ট্যাট নিয়ন্ত্রণ করতে পারেন। 

Alexa নিম্ন লিখিত কাজ গুলির দ্বারা আপনাকে সাহায্য করতে পারে :

  • গান চালানো, কমিকস শোনানো, আপনার বাড়ির কাছাকাছি কোন খাবারের দোকান খোঁজা, অনলাইন খাবার অর্ডার করতে আপনাকে সাহায্য করতে পারে।
  • কখন কোন সিনেমা রিলিজ হচ্ছে বা কোন খেলা কখন থেকে শুরু হবে সেগুলি জানতেও  Alexa আপনাকে সাহায্য করতে পারে। 
  • দেশ থেকে শুরু করে বিদেশের যেসব খবর দেখানো হচ্ছে সেগুলি সমন্ধে আপনাকে জানানো এবং আপনার ধনে জে সমস্ত Gmail message গুলি আছে সেগুলি পড়ে আপনাকে শোনাতে পারে। 

Alexa কিভাবে ব্যবহার করতে হয় ? 

  1. সবার প্রথম আপনাকে আপনার Android Phone বা iphone এর Play Store থেকে Amazon Alexa নামক App ডাউনলোড করতে হবে। 
  2. অ্যাপ টি যখন ডাউনলোড হয়ে যাবে তখন App টি Open করবেন এবং সেখানে নিজের একটা Amazon account তৈরি করবেন। 
  3. এরপর যে Echo Speaker টি রয়েছে সেটি প্লাগ ইন করুন এবং Start করার সুইচ টি on করুন। 
  4. এরপর ওখান কার সেটিংস ডিভাইস টির মধ্যে যান এবং সেখানে যে Echo Device টি আছে তার সাথে wifi কানেক্ট করুন। কানেক্ট করা হয়ে গেলে আপনার যে ডিভাইস টি আছে সেটি ইকো স্পিকার টির সাথে সম্পূর্ণ যুক্ত হয়ে যাবে। এবং এই কানেক্ট করার জন্য কোনো প্রকার এর পাসওয়ার্ড এর প্রয়োজন হয় না। 
  5. এরপর আপনার ফোনে জে amazon ইকো অ্যাপ টি রয়েছে সেটি ওপেন করুন এবং সেখানে অপশন বলে একটি বিকল্প আছে সেটিতে ক্লিক করুন। 
  6. এবার সেখানে সেটিংস বলে একটি অপশন আছে সেখানে গিয়ে ‘ set up a new device ‘ বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন। 
  7. এর পর আপনি আপনার wi fi নেটওয়ার্ক এর সাথে আপনার অ্যাকাউন্টের ইউজার নাম এবং পাসওয়ার্ড টিকেও কানেক্ট করুন। এবার এখানে এই কানেক্ট করার সাথে সাথে আপনার ইকো স্পিকার টিও আপনার WiFi network এর সাথে এবং আপনার ডিভাইসের সাথে যুক্ত হয়ে যাবে। 
  8. এখন amazon আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একবারে তৈরি। এবং আপনি এই সেট আপ টির বিষয়েও Alexa এর কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন। 
  9. এখন amazon এর কাছে যে কোনো প্রশ্ন করার আগে আপনাকে সবার আগে একবার amazon বলতে হবে তাহলেই amazon সক্রিয় হবে। কিন্তু আপনি যদি বার বার amazon না বলতে চান তাহলে সেটি আপনি আপনার ফোন এর আমাজন amazon অ্যাপ টির মধ্যে গিয়ে সেই অপশন টি বন্ধ করে দিতে পারেন। 
  10. এছাড়াও আপনি এর মধ্যে নিজের কিছু কিছু পার্সোনাল ডেটা সংগ্রহ করে রাখতে পারেন। এবং এটিকে আপনি নিজের মত অনুযায়ী কাজ করাতে পারেন। 

প্রধানত এটি হলো এক ধরনের ভার্চুয়াল মেশিন যার মাধ্যমে আপনি আপনার নানান ধরনের কাজ করিয়ে নিতে পারেন। এবং এর সাহায্যে আপনি ভিডিও দেখতে, আবহাওয়া কিরকম আছে সেটি জানতে বা এখন টাইম কত হল, আমার নাম কি – amar naam ki  ইত্যাদি জিনিস ও জানতে পারেন। 

Alexa জন্য নির্ধারিত কোনো মাসিক Fee :- 

Alexa জন্য আপনাকে মাসে মাসে কোনো প্রকারের Fee দিতে হবে না। কারণ এটি পুরোটাই ইন্টারনেট এর সাহায্যে চালিত হয়। আর যদি আপনি amazon প্রাইম একাউন্ট এর একজন সদস্য হয়ে থাকেন তাহলে এটি আপনার ক্ষেত্রে আরো সুবিধা জনক হয়ে উঠতে পারে। 

 আমাজন প্রাইম মেম্বারশিপ :- 

amazon amazon ব্যবহার করার জন্য একটি আমাজন অ্যাকাউন্ট থাকা টা দরকার। কিন্তু amazon মেম্বারশিপ থাকাটা জরুরী নয়। এবং আপনি আপনার amazon account এর সাথে যেকোনো একটি সক্ষম amazon কে যুক্ত করতে পারেন। 

amazon বিনামূল্যে আপনাকে কি কি সুবিধা প্রদান করতে পারে ? 

আলেক্সা র সাহায্যে এবং বিনামূল্যে আপনি গান শুনতে, অ্যাড দিতে, বিভিন্ন ধরনের Gmail পড়া, আবহাওয়া কিরকম চলছে, কোন খেলায় কি রকম স্কোর হচ্ছে, কাউকে call করা, এছাড়াও এপনার কাছে জে স্মার্ট ফোন টি আছে সেটিকে কন্ট্রোল করা, আমার নাম কি জানা ইত্যাদি কাজ গুলো আপনি করতে পারেন। 

3) Siri এর সাহায্যে জানুন – Amar Naam Ki

 Siri হলো Apple ডিভাইস টির একটি ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট। Siri প্রধানত iOS, macOS, tvOS এবং watchOS এর মত ডিভাইস গুলির থেকে নির্দেশ নিয়ে সেই অনুযায়ী সমস্ত কাজ করার জন্য বানানো হয়েছে। Siri কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ( AI ) এর নিয়ন্ত্রণ দ্বারা চালিত হয়। 

      আপনি যখন siri কে যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন তখন siri যেকোনো ডিভাইসের মধ্যে থাকা স্পিকার যেমন স্মার্টফোন, MacBook, speaker, TV এর মাধ্যমে আপনাকে সেই প্রশ্নের উত্তর দেবে এবং সেই সম্পর্কে জে জে তথ্য আপনার দরকার সেগুলিও siri আপনাকে প্রদান করতে পারে। 

এই সিস্টেম টির মাধ্যমে আপনি কাউকে ভয়েস এর মাধ্যমে মেসেজ বা ইমেইল পাঠাতেও পারেন। বা যদি কেউ আপনাকে কোন ভয়েস মেসেজ বা email পাঠায় সেটি রিসিভ করতে পারেন এবং সেটিকে পড়তে বলতেও পারেন। 

এবার আমরা দেখে নিই Siri কিভাবে ব্যবহার করতে হয় ? 

আগে আমরা জানবো ফোন বা মোবাইল এ কিভাবে siri ব্যবহার করতে হয় – 

  • সবার প্রথমে siri র কাছে কোনো প্রশ্ন করার জন্য আপনাকে আপনার iPhone বা ipad এ siri কে enabled করে নিতে হবে। 
  • এবার স্ক্রীন এর নিচে হোম পেজ এ আসার বোতাম টি hold করে ধরে রাখুন। iphone x এর ক্ষেত্রে আপনাকে ফোনের সাইড এর পাওয়ার বোতাম টি ধরে থাকতে হবে। 
  • এর পর যখন বোতাম টি ধরে রহর পর স্ক্রীন এর উপরে একটি বহু রং এর siri র লোগো দেখতে পাবেন তখন বোতাম টি ছেড়ে দিন। 
  • এখন আপনি siri র কাছে যে প্রশ্ন টি জানতে চাইছেন সেটি জোরে এবং পরিষ্কার ভাবে বলুন। আপনি যখন কথা বলবেন তখন আপনার বলা প্রতিটি শব্দ আপনি ফোনের স্ক্রীন এর উপরে লেখা দেখতে পাবেন। 
  • এবার আপনি আপনার যথাযথ উত্তর এর জন্য অপেক্ষা করুন। siri প্রথমে আপনার প্রশ্ন বুঝবে তারপর আপনাকে তার মত অনুযায়ী সঠিক উত্তর দেওয়ার জন্য সম্পূর্ন চেষ্টা করবে। 

এখন দেখে নিই ডেক্সটপ এ কিভাবে siri ব্যবহার করতে হয় – 

  • সবার আগে আপনাকে আপনার ম্যাক এর মধ্যে Siri কে enabled করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে বলে দেওয়া ভালো জে Siri শুধু মাত্র macOS এবং এর থেকে উন্নত ম্যাক এর মধ্যে উপলব্ধ থাকে। 
  • এবার স্ক্রীনের উপরে ডান দিকে একটি Siri Logo আছে সেটিকে খুঁজুন। 
  • এর যদি আপনি Siri অপশন টি খুঁজে না পান তাহলে মেনু বার এ যান সেখানে Siri বলে একটি অপশন আসবে কারণ Siri হলো মেনু বার এর একটি অপশন। এবার আপনি সেই  আইকন টি তে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন জে Siri অপশন টি স্ক্রীনের উপরে ডান দিকে চলে এসেছে।  
  • এখন আপনি Siri র কাছে যে প্রশ্ন টি জানতে চাইছেন সেটি পরিষ্কার করে বলুন। তাহলেই Siri আপনার প্রশ্ন শুনে আপনাকে সঠিক উত্তর দেওয়ার প্রক্রিয়া শুরু করবে- যেমন আপনি জিজ্ঞেস করুন- “Amar Naam Ki”। 
  • যদি আপনি Siri কাছ থেকে আরও প্রশ্ন জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে Siri আইকন টির উপর ক্লিক করে Siri কে পুনরায় আবার reactivate করতে হবে। 

কিভাবে আপনি ‘ Hey Siri ‘ ব্যবহার করতে পারেন ? 

  • সবার প্রথম আপনি আপনার iPhone এর সেটিংস অপশন টি ওপেন করুন। 
  • এবার সেটিংস এ গিয়ে সেখানে siri অপশন টি search করুন, আপনি এই অপশন টি সেটিংস এর মাঝামাঝি জায়গায় পেয়ে যাবেন। 
  • সেখানে আপনি একটি সাদা রং এর ‘ listen for Hey Siri ‘ option টি দেখতে পাবেন। সেই সাদা অপশন টি তে ক্লিক করুন তাহলে দেখতে পাবেন সাদা অংশটি সবুজ রং এ ট্রান্সফার হয়ে গেছে। 
  • এবার আপনি আপনার ফোন এর কাছে এসে ‘ Hey Siri ‘ বলুন তাহলে siri আপনার সাথে কানেক্ট হয়ে যাবে এবং এর পর থেকে আপনি siri র সাথে সাধারণ ভাবে যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। 

আশা রাখি আজকের পোস্টটি আপনাদের Google Assistant, Amazon Alexa এবং Siri সম্পর্কে অনেক কিছু নতুন তথ্য জানতে সাহায্য করল এবং এবার এই সিস্টেম গুলি কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং Amar Naam Ki – আমার নাম কি এটাও জানতে পারবেন।

Google Assistant যে আপনার নাম জানে এখানে আশ্চর্যজনক কোনো বিষয় নেই। কার ণ আমরা আগেই জেনেছি যে google  assistant  এর কাছে নিজের নাম জানতে চাওয়ার আগে সেখানে নিজের নাম দিয়ে একটি account তৈরি করতে হয় যেটাকে আমরা Gmail ID ও বলে থাকি। 

এই account তৈরি করার সময় গুগল আপনার কাছ থাকে আরও অনেক information নিয়ে থাকে যেমন আপনার ফোন নম্বর, Gender ইত্যাদি। 

      এবার অ্যাকাউন্ট বানানোর সময় আপনি যদি নিজের নাম না দিয়ে অন্য কারো নাম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে গুগল আপনার নাম বলবে না। যে নামে এ আপনার গুগল অ্যাকাউন্ট বা Gmail ID তৈরি করা থাকবে গুগল সেই নামই বলবে। তাই অ্যাকাউন্ট তৈরী করার সময় আপনাকে নিজের নাম দিয়েই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

Next: গুগোল আমার বাড়ি কোথায়

Google assistant কি আপনার নাম বলতে পারবে?

Google assistant কে সঠিক ভাবে ব্যবহার করা হলে গুগল এসিস্ট্যান্ট আপনার নাম অবশ্যই বলতে পারবে।

আপনার নাম কি – Amar Naam ki

Google assistant আপনার সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম আমার নাম কি এটাও জানি জেনে নিতে পারবেন

Leave a Comment