[PDF] ছাত্রজীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা | চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা

আলোচ্য বিষয় : ছাত্রজীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা। সঙ্গে এই সমগ্র রচনাটির pdf ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে। ছাত্রজীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এবং খেলাধুলা ও ছাত্রসমাজ এই তিনটি একই রচনা।

ছাত্রজীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা

ভূমিকা: 

“Play is nature’s method of preparing mind and body”

                                                                      – Emerson 

পড়াশোনা যেমন আমাদের বুদ্ধি ও জ্ঞানের বিকাশ ঘটায় ঠিক তেমনি খেলাধুলা আমাদের দৈহিক বিকাশ ঘটায়। রোগ জীর্ণ কিংবা অপুষ্টিযুক্ত শরীর মানুষের কোন কর্মে সহায়ক নয়। তাই মানসিক সুস্থতা এবং সজীব দেহ গঠনের জন্য প্রয়োজন খেলাধুলা। খেলাধুলার দ্বারা আমাদের দেহের ক্লান্তি দূর হয়। মনে আনন্দের উদ্ভব ঘটে, দৈনন্দিন কর্মে উৎসাহ পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ দেশের যুবসমাজ উদ্দেশ্যে বলেছেন-

 “গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে।”

 শরীরচর্চা ও খেলাধুলা:

খেলাধুলা আমাদের জীবনে অনাবিল আনন্দের যোগান দেয়। সাথে সাথে শারীরিক সক্ষমতার বৃদ্ধি ঘটায়। খেলাধুলার মাধ্যমে সু-শৃঙ্খলা বোধের উপলব্ধি ঘটে যা আমাদের চারিত্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে। নিয়মিতভাবে ব্যায়াম, দৌড়ঝাপ, শরীরচর্চা করলে দূর্বার মনোবল সৃষ্টি হয়। শরীর হয়ে ওঠে তরতাজা ও প্রাণবন্ত। 

খেলাধুলার প্রকারভেদ:

 খেলাধুলা কে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। যথা-

  1. ইনডোর গেম (Indoor Game) 
  2. আউটডোর গেম (Outdoor Game) 

Indoor Game:

ইনডোর গেম বলতে সেই সমস্ত খেলাধুলাকে বোঝায় যেগুলি ঘরে বসে খেলা সম্ভব। Indoor Game এর মধ্যে রয়েছে দাবা, উনো, লুডো ইত্যাদি।

Outdoor Game:

আউটডোর গেম বলতে বোঝায় যে সমস্ত খেলাধুলা বাড়ির বাইরে মাঠে-ঘাটে খেলতে হয়। Outdoor Game এর মধ্যে রয়েছে হকি, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি।

খেলাধুলা ও শৃঙ্খলাবোধ:

ছাত্র জীবনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার দ্বারা শৃঙ্খলা বোধের সৃষ্টি হয়। ক্রীড়াক্ষেত্রে নিয়মিত শৃঙ্খলা বোধের অভ্যাসে শরীর তরতাজা হয়ে ওঠে ও মনে সমষ্টিবোধের জাগরণ ঘটে।

খেলাধুলা ও চরিত্র গঠন:

ছাত্র জীবনে দলবদ্ধভাবে সকলে একসাথে খেলাধুলার ফলে শিশুদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করিবার প্রবণতা সৃষ্টি হয়। সাথে সাথে সহমর্মিতা এবং সহানুভূতি বোধ লাভ করে। খেলাধুলায় একটি নিশ্চয়ীকৃত বিষয় হলো হারজিত।

                                কখনও একদল যেতে আবার কখনও অন্য দল জয় লাভ করে। এই ধারনা শিশুদের মধ্যে বিকাশ ঘটলে তাদের জীবনের পরবর্তী সময়ে জীবনের সাফল্য ও ব্যর্থতা, জয় ও পরাজয় উভয়কে সমানভাবে স্বীকার করার উন্নত শিক্ষা লাভ করে।

রচনার বিষয়: চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা

জাতীয়তাবোধে খেলাধুলা:

খেলাধুলা মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলে। একাধিক দেশ মিলিত হয়ে প্রতিযোগিতার আয়োজন করে, সেই আন্তর্জাতিক স্তরে নিজের দেশ জয়লাভ করলে দেশবাসী আনন্দে আপ্লুত হয়ে পড়ে ও গর্ববোধ করে। ছাত্র-ছাত্রীদের মধ্যে নিজের দেশকে শ্রেষ্ঠ স্থান দখল করানোর প্রবল ইচ্ছা জাগ্রত হয়।

মানসিক বিকাশে খেলাধুলা:

কেবলমাত্র পড়াশোনায় নিমগ্ন থেকে মেধাবী হওয়া সম্ভব নয় কারণ আমাদের শরীর সুস্থ ও সবল না থাকিলে মনও সুস্থ ও সবল থাকে না। মনে অনিদ্রা, দুশ্চিন্তার বাসা বাঁধে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা জড়িত থাকলে বোধশক্তির বিকাশ ঘটে, মস্তিষ্ক ধীর ও সুস্থ হয়।

আধুনিক জীবনে খেলাধুলা:

আধুনিক যুগে একাধিক যান্ত্রিকতার ব্যবহারের ফলে মানুষের শারীরিক পরিশ্রমের ক্ষয় ঘটেছে। পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। মানুষ তার প্রতিটি কাজেই কৃত্রিম যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। এগুলির ফলে মানুষের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতার ক্রমশ হ্রাস পেয়ে চলেছে। এই সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে একমাত্র পথ হল নিয়মিত খেলাধুলা ও স্বাস্থ্য়চর্চা।

উপসংহার:

সুতরাং, ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা রয়েছে। তাই আধুনিক সমাজে খেলাধুলার প্রাধান্য ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। স্বামী বিবেকানন্দ একবার দেশের যুবসমাজকে উদ্দেশ্য করে বলেছিলেন গীতা পাঠে নয়, ফুটবল খেলার দ্বারা আমরা ঈশ্বরের নিকটবর্তী হইব। এই কথাতেই ছাত্রজীবনে খেলাধুলার গুরুত্ব যে কতটা তা প্রমাণিত হয়।

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা PDF

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনাটির PDF টি এখান থেকে ডাউনলোড করে নিন। 👇

অন্যান্য রচনা এবং পরীক্ষার সাজেশন পেতে আমাদের whatsapp group জয়েন করতে পারেন.

ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকার ওপরে লেখা এই বাংলা রচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই অন্যান্য শিক্ষার্থীর সাথে এই রচনাটি শেয়ার করবেন। সম্পূর্ণ রচনাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

অন্যান্য রচনা:

Leave a Comment