আমাদের চারপাশের ঘটনাসমূহ (প্রশ্ন উত্তর) PDF – Class 6 পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়

Class 6 পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ‘আমাদের চারপাশের ঘটনাসমূহ’ important প্রশ্ন উত্তর PDF।

শ্রেণী:ষষ্ঠ শ্রেণী
বিষয়:পরিবেশ ও বিজ্ঞান            
অধ্যায়: দ্বিতীয় অধ্যায়            
অধ্যায়ের নাম:আমাদের চারপাশের ঘটনাসমূহ
প্রশ্নের ধরণ:Only Important Question
Class:Class 6
Created By-Moneygita Team

আমাদের চারপাশের ঘটনাসমূহ
  Class: 6
পরিবেশ ও বিজ্ঞান : দ্বিতীয় অধ্যায়   

______________________________________________________________

(1) একমুখী ঘটনা এবং উভমুখী ঘটনা (2) পর্যাবৃত্ত ঘটনা এবং অপর্যাবৃত্ত ঘটনা      (5) অভিপ্রেত এবং অনভিপ্রেত  (4) ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন    (6) দ্রুত ঘটনা এবং মন্থর ঘটনা

1) একমুখী ঘটনা কাকে বলে?

উত্তর) আমাদের চারিদিকে বহু ঘটনা ঘটে যেগুলো একবার ঘটলে আর উল্টোদিকে ফিরে পাওয়া যায় না এগুলো একমুখী ঘটনা।

2) উভমুখী ঘটনা কাকে বলে?

উত্তর) কিছু ঘটনা যে পদার্থ বা বস্তুতে ঘটছে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় এই ঘটনাগুলো উভুমুখী।

3) এখমুখী ঘটনা কোনগুলো বা এখমুখী ঘটনা উদাহরণ দাও?

উত্তর) 

  1. মূলের সাহায্যে জল শোষণ।
  2. পাতা থেকে বাষ্পমোচন। 
  3. চাল ফুটিয়ে ভাত রান্না করা।
  4. খাবার খেয়ে হজম হয়ে যাওয়া।

4) উভুমুখী ঘটনা কোনগুলো বা উবমুখী ঘটনা উদাহরণ দাও?

উত্তর) 

  1. বৃষ্টিপাত।
  2. জলের বাষ্পীভবন।
  3. গরম কালে রোদে রাস্তার পিচ গলে যাওয়া।
  4. জল থেকে বরফ ও বরফ থেকে জল।
  5. মোমবাতির গলন।

5) পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে?

উত্তর) একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা।

6) অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? 

উত্তর) যে ঘটনাগুলো কোন সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে।

কী ঘটনাপর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত
রাস্তায় গাড়ির আসা যাওয়া অপর্যাবৃত্ত
সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্লেডের ঘোরাঅপর্যাবৃত্ত
গাছের পাতা ঝরে পড়াঅপর্যাবৃত্ত
আকাশে ধূমকেতু দেখতে পাওয়াঅপর্যাবৃত্ত
স্কুলের বিভিন্ন বিষয়ে পিরিয়ডপর্যাবৃত্ত
সমুদ্রে জলের ঢেউঅপর্যাবৃত্ত
লিপিয়ার পর্যাবৃত্ত
সুনামি অপর্যাবৃত্ত
সাপের খোলাস ছারাপর্যাবৃত্ত
জোয়ার ভাটাপর্যাবৃত্ত

7) অভিপ্রেত কি?

উত্তর) যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলো অভিপ্রেত। 

8) অনভিপ্রেত কি?

উত্তর) যে ঘটনাগুলো প্রকৃতি বা মানুষের ক্ষতি করে সেগুলো আমাদের অনভিপ্রেত।

শব্দঅনভিপ্রেত
ধোঁয়াঅনভিপ্রেত
দূষণঅনভিপ্রেত
গাছ কাটাঅনভিপ্রেত
গাছ লাগানোঅভিপ্রেত
ফুল ফোটাঅভিপ্রেত

9) দ্রুত ঘটনা – যেগুলি তাড়াতাড়ি ঘটে।

10) মন্থর ঘটনা– যেগুলি আস্তে আস্তে ঘটে।

11) ভৌত পরিবর্তন কি?

উত্তর) যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থ টা ফিরে পাওয়া যায়, সেটা ভৌত পরিবর্তন।

12) রাসায়নিক পরিবর্তন কি?

উত্তর) যে ক্ষেত্রে পদার্থের রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য পাল্টে যায় সেটা রাসায়নিক পরিবর্তন।

13) ভৌত পরিবর্তন কোনগুলি? 

উত্তর) জলীবাষ্প ঘনীভূত হয়ে জল তৈরি।

14) রাসায়নিক পরিবর্তন কোনগুলি?

উত্তর) লোহায় মরচে ধরা।

15) লোহার রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ মরচে তৈরি হয়।

16) ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের অমিল?

ভৌত পরিবর্তনরাসায়নিক পরিবর্তন
জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয়।লোহা থেকে মরচে হয়ে গেলে লোহার একমুখী পরিবর্তন হয়ে যায়।
ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা।রাসায়নিক পরিবর্তন সাধারনত একমুখী ঘটনা।
পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে।মূল গঠন পরিবর্তন হয়।
কী দেখলেদ্রুত না মন্থর
ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানোদ্রুত 
আম গাছের মুকুল থেকে আমমন্থর
ব্যাঙাচি থেকে ব্যাঙমন্থর
শুঁয়োপোকা থেকে প্রজাপতিমন্থর

17) উভমুখী ভৌত পরিবর্তনের নাম লেখ?

উত্তর) জল থেকে বাষ্প হওয়া, জলের মধ্যে চিনি বা নুন গলে যাওয়া, লোহা বা অন্য ধাতুকে গরম করা এগুলো সবই উভমুখীমুখী ভৌত পরিবর্তন। 

18) একমুখী ভৌত পরিবর্তনের নাম লেখ?

উত্তর) কাচের তৈরি জিনিস ভেঙে টুকরো হয়ে যাওয়া, গম থেকে আটা তৈরি-এগুলো একমুখী ভৌত পরিবর্তন।

19) পদার্থের রং পাল্টে যাওয়া রাসায়নিক পরিবর্তন।

20) ন্যাপথলিন উবে যাওয়া বা বাষ্প হওয়া কী পরিবর্তন?

উত্তর) ভৌত পরিবর্তন 

21) রাসায়নিক পরিবর্তনে তাপ নির্গত হয়.

22) জল থেকে বাষ্প হতে তাপশক্তি শক্তি লাগে.

23) গরমে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায় এটি ভৌত পরিবর্তন.

24) জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য.

25) জলের জীবাণু মারতে কি ব্যবহার করা হয়? 

উত্তর) হ্যালোজেন ট্যাবলেট

ভৌত পরিবর্তনরাসায়নিক পরিবর্তন
বরফ গলে জল হওয়া, লোহা থেকে চুম্বক তৈরি, বালব জ্বালানো, কপূরের উবে যাওয়া কাঠ পুড়িয়ে আগুন জালানো, দুধ থেকে দই তৈরি, কালো চুল পেকে সাদা হওয়া, লোহায় মরচে পড়া, খাদ্যনালীতে খাবার হজম করা, গাছের রং পাল্টে যাওয়া
কী ঘটছেকেমন ঘটনা
একমুখী / উভমুখিপ্রাকৃতিক / মানবসৃষ্টভৌত / রাসায়নিক
গাছে কাঁচা ফল পেকে গেল একমুখী প্রাকৃতিকরাসায়নিক
শুয়োপোকা থেকে প্রজাপতি হলএকমুখীপ্রাকৃতিকরাসায়নিক
ফুটবলে পাম্প দেওয়া হলউভমুখিমানুবসৃষ্টভৌত
মোমবাতি জ্বালানো হলোএকমুখীমানবসৃষ্টভৌত 
উদ্ভিদ দেহ থেকে কয়লা তৈরি হলোএকমুখী প্রাকৃতিকভৌত ও রাসায়নিক
দেহের ভাঙ্গা হাড়ের ছবি এক্সরে প্লেটে তোলা হল একমুখীমানবসৃষ্টভৌত ও রাসায়নিক
দুধ থেকে ছানা কাটানো হলএকমুখী মানবসৃষ্টরাসায়নিক
মাখন গলানো হলো একমুখীমানবসৃষ্টভৌত
গাছের পাতার রং পাল্টে গেলএকমুখীপ্রাকৃতিকরাসায়নিক
মানবদেহ

(ছবিতে উল্লেখিত বিভিন্ন অঙ্গের নাম এবং অবস্থান ছাত্র-ছাত্রীদেরকে প্র্যাকটিস করতে হবে)

___________________________________

ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন-উত্তর লিংক 👇

  • পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায়
  • পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায়

ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্ন-উত্তর লিংক 👇

ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন-উত্তর লিংক 👇

  • বাংলা প্রথম অধ্যায়
  • বাংলা দ্বিতীয় অধ্যায়
  • বাংলা তৃতীয় অধ্যায়
  • বাংলা চতুর্থ অধ্যায়

ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রশ্ন-উত্তর লিংক 👇

  • ইতিহাস প্রথম অধ্যায়
  • ইতিহাস দ্বিতীয় অধ্যায়
  • ইতিহাস তৃতীয় অধ্যায়
  • ইতিহাস চতুর্থ অধ্যায়

_____________________________________

আমাদের চারপাশের ঘটনাসমূহ অধ্যায়ের সমস্ত Important কোশ্চেন অ্যানসারের PDF টি নিচে দেয়া লিংকে সংগ্রহ করুন।

Leave a Comment