মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ (প্রশ্ন উত্তর) PDF – Class 6 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায়

Class 6 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় ‘মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ‘ important প্রশ্ন উত্তর PDF। Class 6 Poribesh O Biggan 3rd Chapter important question answer.

শ্রেণী:ষষ্ঠ শ্রেণী
বিষয়:পরিবেশ ও বিজ্ঞান            
অধ্যায়: তৃতীয় অধ্যায়            
অধ্যায়ের নাম:মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ
প্রশ্নের ধরণ:Only Important Question
Class:Class 6
Created By-Moneygita Team

মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ  
Class: 6
পরিবেশ ও বিজ্ঞান : তৃতীয় অধ্যায়   
____________________________________

ধাতু- তাপ লাগবে, আওয়াজ হবে, কারেন্ট যাবে, গলানো যাবে।
অধাতু-  ভেঙে যাবে, গুড়ো হয়ে যাবে।

1) ধাতু কোনগুলো?

উত্তর) লোহা, অ্যালুমিনিয়াম, তামা।

2) অধাতু কোনগুলো?

উত্তর) কাঠকয়লা। 

3) এমন একটি ধাতুর নাম লেখ যা তরল?

উত্তর) পারদ।

4) একটি অধাতুর নাম লেখ যা তাপ ও তড়িৎ সুপরিবাহী?

উত্তর) গ্রাফাইট। 

5) একটি অধাতুর নাম লেখ যা তাপের সুপরিবাহী?

উত্তর) হীরে 

6) ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য?

ধাতুঅধাতু
পিটলে শব্দ হয় পিটলে শব্দ হয় না
পাতে পরিণত হয়পাতে পরিণত হয় না 
লোহা, তামা, অ্যালুমিনিয়ামকাঠকয়লা।

7) মিশ্র পদার্থ কি?

উত্তর) বাতাস বা দুধের মধ্যে একের বেশি পদার্থ মিশে থাকে তাই এরা সকলেই মিশ্র পদার্থ।

8) মিশ্র পদার্থ কোনগুলো?

উত্তর) দুধ, সরবত।

9) বিশুদ্ধ পদার্থ কি?

উত্তর) যেগুলোর মধ্যে একাধিক পদার্থ মিশে নেই তারা বিশুদ্ধ পদার্থ।

বিশুদ্ধ পদার্থমিশ্র পদার্থ
চিনি, জল, গন্ধক, লোহা,  অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড।মধু,  দুধ, শরবত, বাজির মসলা, লোহার রং, ঠান্ডা পানীয়।
হাইড্রোজেনের ধর্মঅক্সিজেনের ধর্মজলের ধর্ম 
হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন গ্যাসীয় পদার্থ। আর বাতাসের চেয়ে হালকা।অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন গ্যাসীয় পদার্থ বাতাসের চেয়ে সামান্য ভারী।বর্ণহীন, গন্ধহীন,সাধারণ অবস্থায় তরল। 
অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জলে।অক্সিজেন কোন কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না।কোন কিছু জ্বলতে সাহায্য করে না।
কার্বনের ধর্মঅক্সিজেনের ধর্মকার্বন-ডাই-অক্সাইডের ধর্ম
কালো রংয়ের কঠিন পদার্থ। অক্সিজেনের উপস্থিতিতে জ্বালিয়ে দিলে জলে।বর্ণহীন গ্যাস।জ্বলতে সাহায্য করে। শ্বাসকার্যে সাহায্য করে।বর্ণহীন গ্যাস।জ্বলতে সাহায্য করে না।শ্বাসকার্যে সাহায্য করে না।
যৌগের নাম কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি
জলহাইড্রোজেন, অক্সিজেন
কার্বন-ডাই-অক্সাইডকার্বন, অক্সিজেন
চিনিকার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 
নুন সোডিয়াম,ক্লোরিন 
পাথরে চুনক্যালসিয়াম, অক্সিজেন
মৌলের নামইংরেজি শব্দচিহ্ন
নাইট্রোজেন NitrogenN
বোরন BoronB
সালফারSulfurS
ফসফরাসPhosphorusP
আয়োডিনIodineI
ফ্লওরিনFluorineF

10) মৌলিক পদার্থ কি?

উত্তর)  বিশুদ্ধ লোহার মধ্যে লোহা ছাড়া আর কিছু নেই এরকম পয়সাকে বলে মৌলিক পদার্থ। 

11) মৌলিক পদার্থ কোনগুলো?

উত্তর) বিশুদ্ধ অ্যালুমিনিয়াম,  বিশুদ্ধ তামা, বিশুদ্ধ লোহা। 

15) যৌগিক পদার্থ কোনগুলো? 

উত্তর) একাধিক মৌলিক পদার্থের রাসায়নিক সমন্বয়ে উৎপন্ন হয় যৌগিক পদার্থ।

16) যৌগিক পদার্থ কোনগুলো?

উত্তর) জল।

17) নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো?

উত্তর)  হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন।

18) জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তিরি।

কোন যৌগের অণুকী কী মৌল দিয়ে গথিতএকটা অণুতে কোন মৌলের কটা পরামাণু
জলহাইড্রোজেন ও অক্সিজেনH-2, O-1
হাইড্রোজেন ক্লোরাইডহাইড্রোজেন ও ক্লোরিনH-1, cl- 1
কার্বন ডাইঅক্সাইডঅক্সিজেন ও কার্বনO-2, C-1
মৌলের নামইংরাজি শব্দচিহ্ন
নাইট্রোজেনNitrogenN
বোরনBoronB
সালফারSulfurS
ফসফরাসPhosphorusP
আয়োডিনIodineI
ফ্লওরিনFluorineF
মৌলের নামইংরাজি শব্দচিহ্ন
কোবাল্টCobaltCo
হিলিয়ানHeliumHe
লিথিয়ামLithiumLi
বেরিলিয়ামBerylliumBe
বেরিয়ামBariumBa
ব্রোমিনBromineBr
মৌলের নামইংরাজি শব্দচিহ্ন
ক্লোরিনChlorineCl
ক্রোমিয়ামChromiumCr
ম্যাংগানিজManganeseMn
ম্যাগনেশিয়ামMagnesiumMg
মৌলের নামমৌলের ল্যাটিন নামমৌলের ল্যাটিন নামের নামচিহ্ন
পটাশিয়ামক্যালিয়ামKaliumK
সোডিয়ামন্যাট্রিয়ামNatriumNa
তামাকিউপ্রামCuprumCu
লোহাফেরামFerrumFe
সোনাঅরামAurumAu
রূপাআজেন্টামArgentumAg
যৌগের নামঅণুতে কোন মৌলের কটি পরমাণু আছেসংকেত লেখার নিয়মসংকেত
কার্বন ডাইঅক্সাইডC একটি, O দুটিআগে C, পরে OCO2
কার্বন মনোক্সাইডC একটি, O একটিআগে C, পরে OCo
মিথেনC একটি, H চারটিআগে C,  পরে HCH4
আমোনিয়াN একটি, H তিনটিআগে N, পরে HNh3
হাইড্রোজেন সালফাইডH দুটি,  S একটিআগে H, পরে SH2S
সালফার ডাইঅক্সাইডS একটি,  O দুটিআগে  S, পরে OSo2
হাইড্রোজেন ক্লোরাইডH একটি, cl একটিআগে H, পরে clHcl
মৌলের নামমৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যামৌলের অণুর সংকেত
অক্সিজেন2O2
নাইট্রোজেন2N2
ক্লোরিন2Cl2
ব্রোমিন2Br2
আয়োডিন2I2
ফ্লুওরিন2F2

19) বিভিন্ন অনুর গঠন:

  • হাইড্রোজেন অনুর গঠন লেখ?
  • অক্সিজেন অনুর গঠন লেখ?
  • ক্লোরিন অনুর গঠন লেখো?
  • আয়োডিন অনুর গঠন লেখো? 
  • জলের অনুর গঠন লেখ?
  • কার্বন ডাই অক্সাইডের অনুর গঠন লেখো? 
  • হাইড্রোজেন ক্লোরাইড অনুর গঠন?

20) প্রকৃতিতে ৯৪ টি মৌল পাওয়া যায়।

21) ব্রোমিন মৌলের পরমাণুর সংখ্যা কত?

22) ব্রোমিন মৌলের অনুর সংকেত লেখ?

23) ব্রোমিন মৌলের পারমাণবিকতা কত?

23) জলের অনুর সংকেত?

24) অক্সিজেন মৌলের পরমাণুর সংখ্যা কত?

25) নাইট্রোজেন মৌলের পরমাণুর সংখ্যা কত?

27) ক্লোরিন মৌলের পরমাণুর সংখ্যা কত? 

28) আয়োডিন মৌলের পরমাণুর সংখ্যা কত? 

29) মিশ্র পদার্থ বা মিশ্রণ কি?

উত্তর) একাধিক পদার্থ মিশে গিয়েই তৈরি হয় মিশ্র পদার্থ মিশ্রণ।

30) দ্রবণ এক ধরনের মিশ্রণ

31) দ্রাব্য ও দ্রাবক কি? 

উত্তর) দ্রবণ তৈরির সময় যে পদার্থটা গুলে গেল সেটা দ্রাব্য আর যার মধ্যে গুলে গেল সেটা দ্রাবক।

32) দ্রবণের উদাহরণ দাও?

উত্তর) চিনির শরবত, নুন জল।

কি দ্রবণদ্রাব্য দ্রাবক
চিনি শরবতচিনিজল 
নুন জল নুনজল 
কোন মিশ্রণকি কি মিশে তৈরি হয়
নুন জলনুন জল
চিনির শরবতনুন চিনি জল 
চুন জলকলিচুন আর জল
বায়ুগ্যাস, ধূলিকণা, জলীয়বাষ্প 

33) কাদা মেশানো জল থেকে পরিষ্কার জল পেতে কি ব্যবহার করা হয়?

উত্তর) ফিল্টার কাগজ 

34) কাদা মেশানো জল থেকে পরিষ্কার জল পাওয়ার পদ্ধতি টির নাম কি?

উত্তর) পরিস্রাবণ বা ফিল্টার করা।

35) পরিস্রাবণ বা ফিল্টার করা কি?

উত্তর) ফিল্টার কাগজের মত ছাকনির সাহায্যে তরল ও কঠিন কে আলাদা করার পদ্ধতি কে বলে ফিল্টার করা বা পরিস্রাবণ।

36) পরিশ্রুত কি? 

উত্তর)ফিল্টার করার পর পাওয়া নিচের তরলটাকে বলে পরিশ্রুত।

37)  অবশেষ কি?

উত্তর) ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটা হলো অবশেষে।

38) কেলাসন কী?

উত্তর) দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতি কে বলে কেলাসন।

39) কোন পদ্ধতিতে নুন জল থেকে নুনকে পৃথক করা যায়?

উত্তর) কেলাসন পদ্ধতিতে।

___________________________________

ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন-উত্তর লিংক 👇

  • পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায়
  • পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায়

ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্ন-উত্তর লিংক 👇

ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন-উত্তর লিংক 👇

  • বাংলা প্রথম অধ্যায়
  • বাংলা দ্বিতীয় অধ্যায়
  • বাংলা তৃতীয় অধ্যায়
  • বাংলা চতুর্থ অধ্যায়

ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রশ্ন-উত্তর লিংক 👇

  • ইতিহাস প্রথম অধ্যায়
  • ইতিহাস দ্বিতীয় অধ্যায়
  • ইতিহাস তৃতীয় অধ্যায়
  • ইতিহাস চতুর্থ অধ্যায়

_____________________________________

ক্লাস সিক্স পরিবেশ ও বিজ্ঞান এর তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তরের পিডিএফ টি নিচে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করুন।

অবশ্য এই প্রশ্নপত্রটি অন্যান্য শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment