লিখিত হল: প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার নিয়ম, প্রতি বৃহস্পতিবার লক্ষী পূজায় কি কি লাগে?
মা লক্ষ্মী সম্পদ, জস, ধন, সমৃদ্ধি, মাণ এর দেবী। মা লক্ষ্মীর আটটি রূপের পূজা করা হয়। মা লক্ষ্মীর এই আটটি রূপকে অষ্টরূপ বলে। এখানে দেওয়া হয়েছে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজায় কি কি লাগে? তা জানব।
লক্ষ্মী পূজা কঠিন নয়, এটি খুবই সহজ সরল একটি পূজা। যে কেউ এই পূজাটিকে একটু নিয়ম পালন করেলেই করতে পারবেন। মা লক্ষ্মীর পূজায় সামান্য কিছু জিনিস লাগে। এটাই এখানে দেওয়া হয়েছে মা লক্ষ্মীর পূজায় কি কি লাগে? মা লক্ষ্মীর পূজায় কি কি ফুল লাগে? মা লক্ষ্মীর পূজা কি কি ফল লাগে? এগুলি নিচে লিখিত হল।
Table of Contents
প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার নিয়ম
আপনারা জানেন যে মা লক্ষ্মী মূর্তি বিসর্জন করতে নেই। মা লক্ষ্মীর পূজায় ঘন্টা বা বেশি শব্দের প্রয়োগ করতে নেই, কারণ মা লক্ষ্মী অতিরিক্ত শব্দ পছন্দ করেন না। তিনি শান্ত স্থানে বসবাস করতে পছন্দ করেন।
মা লক্ষ্মীর পূজায় আপনারা একাধিক রংবেরঙের ফুল ব্যবহার করবেন, মা লক্ষ্মী রংবেরঙের ফুল পছন্দ করেন। বিশেষ করে পদ্মফুল। মা লক্ষ্মী পূজা স্থান ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং আপনি নিজেও পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন।
মা লক্ষ্মীর পূজা স্থানে আলপনা দিতে হয় এবং এর সাথে ধূপ-ধুনা, প্রদীপ জ্বালাতে হয়। এতে মা লক্ষ্মী খুশি হন। মা লক্ষ্মী পূজায় যে ঘট ব্যবহৃত করবেন সেই ঘটটি তামা, পিতল বা মাটির হতে হতে হবে। মা লক্ষ্মীর ঘট হিসেবে কখনোই লোহা বা স্টিলের ঘট ব্যবহার করবেন না।
অনেকেই রুপার ঘট ব্যবহার করেন, আপনারা চাইলে রুপার ঘটো ব্যবহার করতে পারেন। প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মীপূজায় ঘটের জলের সাথে সামান্য গঙ্গাজল মেশাবেন এবং ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন।
ঘটের ওপর একটি, পাঁচটি কিংবা সাতটি অর্থাৎ বিজোড় সংখ্যায় আমের পল্লব রাখতে হয়। তবে সেই আম গাছে যেন অবশ্যই ফল ধরেছে এমন। ঘটের মুখে সশীব ডাব বা কাঁঠালি কলা বা হরিতকি দিতে হবে এবং এই ফল গুলি কেউ সিন্দুর দেবেন।
মা লক্ষ্মীর ঘট টি যে স্থানে বসাবেন তার নিচে একটু মাটি এবং কিছু ধান ছড়িয়ে দেবেন। একটি পরিষ্কার কাঠের টুল বা চৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় বেঁধে সেই স্থানে মা লক্ষ্মীর ফটো টি রাখবেন এবং ফুলের মালা চাপাবেন।
সাথে মা লক্ষ্মীর স্থানে গোটা পান, সুপারি দিতে হয়। বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পূজা করার সময় উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন। এই লক্ষ্মীপূজা টি আপনি সকাল নটার পূর্বে করতে পারেন যদি সন্ধ্যেবেলায় করতে না পারেন তাহলে।
কিন্তু মা লক্ষ্মী পূজা কখনোই দুপুরবেলায় করতে নেই। এই দুপুরবেলায় সময়টি মা লক্ষ্মীর পূজার সময় হিসেবে ধরা হয় না।
প্রতি বৃহস্পতিবার লক্ষী পূজায় কি কি লাগে
প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজায় লাগবে একটি থালায় সাদা চন্দন, ফুল, দুব্বা ঘাস, বেলপাতা, আতপ চাল, নারকেল, বাতাসা, সন্দেশ ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার।
পূজা সম্পন্ন হওয়ার পর অবশ্যই উলুধ্বনি এবং শঙ্খ বাজাতে হয়। মা লক্ষ্মীর পূজায় শঙ্খ বাজানো শুভ হয় তবে ঘন্টা বাজাবেন না। এছাড়াও মা লক্ষ্মীর ব্রতকথা এবং পাঁচালী অবশ্যই পূজা সম্পন্ন করার পর শুনবেন।
লক্ষী পূজায় কি কি ফুল লাগে?
মা লক্ষ্মীর পছন্দের ফুল হল পদ্ম. তাই লক্ষ্মীপূজায় অবশ্যই মা লক্ষ্মীকে পদ্মফুল চাপাবেন. মা লক্ষ্মী রঙিন ফুল পছন্দ করেন তাই লক্ষ্মী পূজায় লাল-হলুদ গাঁদা ফুল, লাল গোলাপ ফুল, জবা ফুল, উজ্জ্বল রঙের ফুল, সাদা কলকে ফুল লক্ষ্মী পূজায় লাগে. তাই মা লক্ষ্মীর পূজায় এই সকল ফল চাপাবেন.
ফুল ছাড়া সনাতন ধর্মে পূজো হয় না. আর লক্ষীপূজায় এই ধরনের ফুল অবশ্যই লাগে.
লক্ষী পূজায় কি কি ফল লাগে?
লক্ষ্মী পূজায় নারকেল ফল লাগে। এছারাও নারকেলের পরিবর্তে কাঁঠালি কলা, হরিতকী চাপাতে পারেন। নারকেল শ্রীফল বলা হয়। লক্ষ্মীপূজায় এই ফল অবশ্যই চাপাবেন।
শেষে বলতে পারি আপনারা এই আর্টিকেল এর মাধ্যমে প্রতি বৃহস্পতিবার লক্ষী পূজার নিয়ম এবং প্রতি বৃহস্পতিবার এর লক্ষ্মীপূজায় লাগে কি কি সে সম্পর্কে পুরোপুরি জানতে পেরেছেন। লেখাটি ভালো লাগলে অবশ্যই অন্যান্য পূজা প্রেমীদের সাথে লেখা টি শেয়ার করবেন।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.