MS Access-এর কোনো টেবিল থেকে data কে কিভাবে delete করবে

MS Access-এর কোনো টেবিল থেকে data কে কিভাবে delete করবে তা নিচে বলে দেওয়া হলো।

MS Access-এর কোনো টেবিল থেকে data delete করার পদ্ধিতি

MS Access-এর কোনো টেবিল থেকে data delete করার পদ্ধিতি :

  1. প্রথমে Access 2007 শুরু করে নির্দিষ্ট ডেটাবেসটি Open করতে হবে।করতে হবে।
  2. এরপর Navigation Pane এ Table Objects থেকে নির্দিষ্ট টেবিলে ডাবল মাউস ক্লিক করে টেবিলের Datasheet View টি Open করতে হবে।
  3. টেবিলের ডেটা সিলেক্টর বক্সে ক্লিক করে নির্দিষ্ট Row সিলেক্ট করতে হবে।
  4. এরপর Home রিবনের Records কমান্ডগ্রুপে Delete বাটনের ড্রপ ডাউন অ্যারো চিহ্নে ক্লিক করে প্রাপ্ত তালিকায় Delete Record-এ ক্লিক করলে একটি Message বঙ্গ প্রদর্শিত হবে। অথবা, রেকর্ড সিলেক্টর বক্স থেকে রেকর্ডটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে প্রদর্শিত তালিকায় Delete Record-এ ক্লিক করতে হবে।
  5. Message বক্সের Yes বাটনে ক্লিক করে Record ডিলিট নিশ্চিত করতে হবে।

_______________________________________

Answer Source: NEW LIGHT Class XII Modern Computer Application Book.

Next:

এছাড়াও উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এর অন্যান্য প্রশ্নের উত্তরের লিংক নিচে দেওয়া হয়েছে এবং আমাদের গ্রুপ টেলিগ্রাম জয়েন করতে পারো যা লিংক নিচে দেয়া হয়েছে।

Leave a Comment