কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার বড় প্রশ্ন, mcq প্রশ্ন এবং এই সকল প্রশ্ন উত্তরের একটি PDF এখানে দেওয়া হলো।
প্রলয়োল্লাস : প্রশ্ন উত্তর : সাজেশন : 2024
Table of Contents
প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর
শ্রেণী | দশম শ্রেণী (মাধ্যমিক) |
বিষয় | মাধ্যমিক বাংলা |
কবিতা | প্রলয়োল্লাস |
কবি | কাজী নজরুল ইসলাম |
প্রশ্নের ধরন | Only সাজেশন ভিত্তিক |
Target | মাধ্যমিক 2024 |
প্রলয়োল্লাস কবিতার কেবলমাত্র ইম্পরট্যান্ট ইম্পরট্যান্ট প্রশ্নগুলি এখানে রয়েছে।
প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর mcq
1. “ওই নূতনের কেতন ওড়ে” – কেমন ভাবে কেতন ওড়ে ?
উত্তর: কালবৈশাখীর ঝড়ের মত
2. “তোরা সব জয়ধ্বনি কর” – কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন ?
উত্তর : পরাধীন দেশের মুক্তিকামী স্বদেশবাসীদের জয়ধ্বনি করতে বলেছেন।
3. “সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল” – কে আগল ভাঙলো ?
উত্তর : প্রলয়-নেশার নৃত্য পাগল শিব।
4. “আসছে ভয়ংকর” – ভয়ংকর কেমন ভাবে আসছে ?
উত্তর : বজ্রশিখার মাশাল জ্বেলে ভয়ংকর আসছে।
5. “আসছে এবার অনাগত” – প্রলয় নেশায় নৃত্য পাগল।
6. “ঝাপট মেরে গগন দুলায়” – কার ঝাপটে গগন দোলে ?
উত্তর : প্রলয়ংকর শিবের কেশের দোলায় ঝাপট মেরে গগন দোলে ।
7. “স্তব্ধ চরাচর” – কেন ?
উত্তর: প্রলয়ংকর শিবের অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর।
8. “সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে” – কার কপোলতলে সপ্ত মহাসিন্ধু দোলে ?
উত্তর: শিবের এক বিন্দু নয়ন জলে তারই কপোলতলে মহাসিন্ধু দোলে।
9. জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ কোথায় লুকানো – বিনাশে।
10. “রক্ত-তড়িৎ চাবুক হানে” – চাবুক হানে – মহাকালের সারথি।
11. “ধ্বংস দেখে ভয় কেন তোর” – কবি এ প্রশ্ন কাদের উদ্দেশে করেছেন ? ভয় না করার কারণ কি ?
উত্তর : কবি পরাধীন দেশের মুক্তি কামী স্বদেশ বাসী দের উদ্দেশ্যে বলেছেন।
ভয় না করার কারণ হল প্রলয় নতুন সৃজন – বেদন দেবে।
12. “বধূরা প্রদীপ তুলে ধর” – বধূদের কাদের উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরতে বলেছেন?
উত্তর : কাল ভয়ংকরের বেশে আসা সুন্দর কে।
13. “প্রলয় বয়েও আসছে হেসে” – হাসার কারণ কি?
উত্তর : কারণ প্রলয়ংকর ধ্বংসের পর নতুন সৃষ্টি করবেন।
14. “আলো তার ভরবে এবার ঘর” – কার আলোয় ?
উত্তর : চাঁদের।
15. “ এবার মহানিশার শেষে” – কে আসবে?
উত্তর: কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘প্রলয়োল্লাস’ কবিতায় মহানিশার শেষে ঊষার অর্থাৎ নতুন দিনের আবির্ভাবের কথা বলা হয়েছে।
প্রলয়োল্লাস কবিতার বড় প্রশ্ন ও উত্তর
1. “ধ্বংস দেখে ভয় কেন তোর ? প্রলয় নতুন সৃজন-বেদন” – ধ্বংস দেখে ভয় না করার কারণ কি?
বা,
“ওই ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডর” – কি ভেঙে নতুন করে গড়বে? ডর না পাওয়ার কারণ কি ?
বা,
“ওই নুতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়” উক্তিটির তাৎপর্য ।
উত্তর : আলোচ্য উদ্ধৃতিটি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার অন্তর্গত
ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ হলো ধ্বংস নতুন “সৃজন-বেদন“ দেবে, কবি একথা পরাধীন দেশের মুক্তিকামী স্বদেশবাসীদের উদ্দেশ্যে বলেছেন।
“ভাঙা-গড়া“ খেলা বলতে প্রলয়ংকর শীবের রুদ্ররূপে জীর্ণ, পুরাতন সৃষ্টিকে ধ্বংস করে নতুন জগৎ সৃষ্টি করার কথা বলা হয়েছে।
যেমনটা বৃক্ষের জীর্ণ পাতা ঝরে গেয়ে নতুন সুন্দর পাতার জন্ম নেয়। ঠিক তেমনি প্রলয়ংকরের দেবতা মহাকাল সামাজিক জীর্ণতাকে ধ্বংস করে নতুন জগতের সৃষ্টি করবেন। কবি প্রলয়কে “নতুন সৃজন- বেদন“ হিসেবে মনে করেছেন অর্থাৎ প্রলয় নতুন সৃষ্টির বেদনা কেবল। এই প্রলয়ের মধ্যে নতুন জগৎ সৃষ্টির বীজ লুকিয়ে রয়েছে।
2. “বধূরা প্রদীপ তুলে ধর” – কবি বধূদের প্রদীপ তুলে ধরার আহ্বান দিয়েছেন কেন ?
বা,
“তোরা সব জয়ধ্বনি কর” – জয়ধ্বনি করার কারণ কি?
বা,
“কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর” – উদ্ধৃতিটির তাৎপর্য লেখ?
উত্তর : উদ্ধৃতিটি কাজী নজরুল ইসলামের “প্রলয়োল্লাস” কবিতার অন্তর্গত।
যেমনটা বৃক্ষের জীর্ণ পাতা ঝরে গেয়ে নতুন সুন্দর পাতার জন্ম নেয়। ঠিক তেমনি প্রলয়ংকরের দেবতা মহাকাল সামাজিক জীর্ণতাকে ধ্বংস করে নতুন জগতের সৃষ্টি করবেন। কবি প্রলয়কে “নতুন সৃজন- বেদন“ হিসেবে মনে করেছেন অর্থাৎ প্রলয় নতুন সৃষ্টির বেদনা কেবল। এই প্রলয়ের মধ্যে নতুন জগৎ সৃষ্টির বীজ লুকিয়ে রয়েছে।
তাই কবি কাজী নজরুল ইসলাম “বধূরা প্রদীপ তুলে ধর” পঙক্তিটির দ্বারা প্রলয়ংকরের দেবতা মহাকালের স্বাগত জানানোর উদ্দেশ্যে বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন।
//
তাই কবি কাজী নজরুল ইসলাম “তোরা সব জয়ধ্বনি কর” পঙক্তিটির দ্বারা দেশবাসীদের প্রলয়কে দেখে জয়ধ্বনি করার কথা বলেছেন।
3. “প্রলয় বয়েও আসছে হেসে- মধুর হেসে,” কে আসছে ? হাসির কারণ কি ?
উত্তর : আলোচ্য উদ্ধৃতিটি কাজী নজরুল ইসলামের “প্রলয়োল্লাস” কবিতার অন্তর্গত। এখানে প্রলয়ংকর মহাকাল শিবের আগমনের কথা বলা হয়েছে।
প্রলয় বয়েও আসছে হেসে কারণ প্রলয় নতুন সৃষ্টিকে বহন করে আসছে।
যেমনটা বৃক্ষের জীর্ণ পাতা ঝরে গেয়ে নতুন সুন্দর পাতার জন্ম নেয়। ঠিক তেমনি প্রলয়ংকরের দেবতা মহাকাল সামাজিক জীর্ণতাকে ধ্বংস করে নতুন জগতের সৃষ্টি করবেন। কবি প্রলয়কে “নতুন সৃজন- বেদন“ হিসেবে মনে করেছেন অর্থাৎ প্রলয় নতুন সৃষ্টির বেদনা কেবল। এই প্রলয়ের মধ্যে নতুন জগৎ সৃষ্টির বীজ লুকিয়ে রয়েছে।
__________________________________________________________________________
(***আলোচ্য প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তরগুলি কেবলমাত্র সাজেশন ভিত্তিক। এর মধ্যে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ না হলে তা পরবর্তীতে বাদ দেয়া হবে এবং কিছু প্রশ্ন বেশি গুরুত্ব হলে তা এখানে যোগ করে দেওয়া হবে। তাই আমাদের আপডেটের Post টি দেখার জন্য এই পোস্ট টি এই সেভ করে রাখবে।)
Class 10 Proloyullash Kobita প্রশ্ন উত্তর pdf
প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর pdf লিংক ওপরে দেয়া হয়েছে।
Next:
প্রলয়োল্লাস কবিতার FAQ
প্রলয়োল্লাস শব্দের অর্থ কি?
‘প্রলয়োল্লাস’ শব্দের অর্থ হল ভয়ংকর উল্লাস। কিন্তু ‘প্রলয়োল্লাস’ কবিতায় এর অর্থ হতে পারে প্রলয়ের কারণে উল্লাস।
প্রলয়োল্লাস কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি?
প্রলয়োল্লাস কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হল কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.