PDF অদল বদল গল্পের প্রশ্ন উত্তর (MCQ, বড় প্রশ্ন) 2024 সাজেশন | Class 10 Adol Bodol

অদল বদল গল্পের প্রশ্ন উত্তর MCQ ও বড় প্রশ্ন 2024। অজল বদল গল্পের ইম্পরট্যান্ট প্রশ্ন উত্তরের একটি PDF রেডি করা হয়েছে যা এই আর্টিকেলের শেষে তোমরা পেয়ে যাবে।

অদল বদল : পান্নালাল প্যাটেলClass- 10 : সাজেশন

অদল বদল গল্পের প্রশ্ন উত্তর

শ্রেণীদশম শ্রেণী (মাধ্যমিক)
বিষয়মাধ্যমিক বাংলা
গল্পঅদল বদল
লেখকপান্নালাল প্যাটেল
প্রশ্নের ধরনOnly সাজেশন ভিত্তিক
Targetমাধ্যমিক 2024

অদল বদল গল্পের কেবলমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলি এখানে দেওয়া হলো।

অদল বদল গল্পের প্রশ্ন উত্তর mcq

1. “উনি ঘোষণা করলেন” –  কে ঘোষণা করলেন? কি ঘোষণা করলেন ?

উত্তর: জামা অদল বদল এর গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে যায়– তিনিই ঘোষণা করলেন– “আজ থেকে আমরা অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকবো। 

2. নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে কি করছিল ?

উত্তর: ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল।

3. “বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে” – তফাৎ টা কি ?

উত্তর: অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে । ইসাবের রয়েছে শুধু তার বাবা।

4. “এসো আমরা কুস্তি লড়ি” –  কথাটি কে কাকে বলেছিল ? 

উত্তর: কথাটি কালিয়া অমৃত কে বলেছিল ।

5. “আয় আমি তোর সঙ্গে লড়ব” –  কথাটি কে কাকে বলেছিল ?

উত্তর: ইসাব কলিয়াকে বলেছিল।

6. “ওরা ভয়ে কাঠ হয়ে গেল” – করা কাঠ হয়ে গেল ? কাঠ হয়ে যাওয়ার কারণ কি ?

উত্তর: ইসাব ও অমৃত ভয়ে কাঠ হয়েগেছিল।

     কারণ কালিয়ার সাথে কুস্তিতে ইসাবের জামার পকেট এবং ছয় ইঞ্চি পরিমান কাপড় ছিঁড়ে গেছে।

7. “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল” – বুদ্ধি টি কি ?

উত্তর: ইসাব ও অমৃতের জমা অদল বদল।

8. “ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল” – ভয়ের কারণ কি ?

উত্তর : কারণ অমৃত ইসাবের ছেঁড়া জামা পড়েছিল ও ভেবেছিল মা চর থাপ্পড় মারবে।

9. “অমৃত ফতোয়া জারি করে দিল, ” – অমৃত কী ‘ফতোয়া জারি করেছিল?

উত্তর: অমৃত ফতোয়া জারি করেছিল যে, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে সে স্কুলে যাবে না।

10. “উনি আসল ঘটনাটি জানেন” –  উনি কে ?  কি জানেন ? 

উত্তর: উনি বলতে ইসাবের বাবাকে বোঝানো হয়েছে। 

এখানে ইসানের বাবা ইসান ও অমৃতের জামা অদল বদল এর ঘটনাটি জানেন বলে বলা হয়েছে।

13. ইসাবের বাবা অমৃতের মাকে কি বলে ডাকত ? 

উত্তর: বাহালি বৌদি।

14. অমৃতের মা ইসাবের বাবাকে কি বলে ডাকত ?

উত্তর: হাসান ভাই।

15. “ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গরবাজি” –  কে গরবাজি? 

উত্তর: অমৃত গরবাজি।

18. “তাদেরও বুক ভরে গেল” – কাদের বুক ভরে গেল? বুক ভরে যাওয়ার কারণ কি ?

উত্তর: পাঠানের গল্প শুনতে আসা পাড়া-পড়শি মায়ের দলদের বুক ভরে গেল।

     অমৃত ও ইসাব এর পরস্পরের প্রতি ভালবাসার গল্প শুনে।

19. “অমৃত- ইসাব – অদল বদল, ভাই অদল বদল” –  কথাটি কারা বলেছিল? কার উদ্দেশ্যে বলেছিল?

উত্তর : বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফেরা ছেলের দল কথাটি বলেছিল।

     ইসান ও অমৃতের উদ্দেশ্য করে বলেছিল।

অদল বদল গল্পের বড় প্রশ্ন উত্তর

1. “বলতে গেলে ছেলে দুটির সবই একরকম” – ছেলেরা কারা? তাদের মধ্যে কি একরকম?

                                                                বা,

 “সবদিক থেকেই একরকম” –  এখানে কাদের কথা বলা হয়েছে? তারা কোন দিক থেকে একরকম? 

উত্তর: প্রদত্ত অংশটি পান্নালাল প্যাটেল রচিত ‘অদল বদল’ গল্পের অন্তর্গত। এখানে দুই বন্ধু ইসাব ও অমৃতের কথা বলা হয়েছে।

                 হোলির দিনের পড়ন্ত বিকেলে বেরোনো দুই বন্ধু ইসাব ও অমৃতের গায়ে নতুন জামা যার রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম, এই দুই বন্ধুর মিল গুলি হল-

     (ক) এরা দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ে।       

     (খ) রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি।               

     (গ) দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান।

(ঘ) দুজনকেই সাময়িক বিপদ-আপদে সুদে ধার নিতে হয়।

2. ” ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে” –  কথাটি কে বলেছে? খাঁটি জিনিস কে শিখিয়েছে?  খাঁটি জিনিসটা কি?  

                                                          বা,

 “কি খাঁটি কথা খাঁটি” — খাঁটি কথাটি কি? 

                                                         বা,

 “অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে” –  অমৃতের কোন জবাব বক্তা কে বদলে দিয়েছে? কীভাবে ?

উত্তর  : কথাটি বলেছেন ইসাবের বাবা। ‘খাঁটি জিনিস’ অমৃতের বন্ধুপ্রীতি শিখিয়েছে।

      পান্না প্যাটেল রচিত ‘অদলবদল’ গল্পে অমৃত ইসাবকে তার বাবার মারের থেকে বাঁচানোর জন্য অমৃত নিজের জামা ইসাবকে দেয় এবং  ইসাবের ছেঁড়া জামা নিজে পড়ে। এতে ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল ‘তোর বাবা যদি তোকে মারে কী হবে’ এতে অমৃত জবাব দেয়- ‘কিন্তু আমার তো মা রয়েছে।’

              –অমৃতের এই জবাব বক্তা ইসাবের  বাবাকে বদলে দিয়েছে।

//           –একদিকে অমৃতের তার মায়ের প্রতি আস্থা এবং অন্যদিকে বন্ধুপ্র্রীতি- এই দুটি জিনিসকেই ইসাবের বাবা খাঁটি জিনিস বলেছেন।

3. ‘নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে’ – কান্ড টা কি? কে করেছিল ?

                                                    বা, 

অমৃত কিভাবে তার মাকে নতুন জামা কেনার জন্য রাজি করেছিল ?

উত্তর : অমৃত ইসাবের  মতো নতুন জামা নেওয়ার জন্য কান্ড করেছিল।

      নিজের জামার একটা ছোট ছেঁড়া জায়গা খুঁজে তাতে আঙুল ঢুকিয়ে সে জায়গাটাকে আরও ছিড়ে দিয়েছিল। অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য এটাও বলেন যে এসবকে জামা কিনে দেওয়ার আগে তার বাবা তাকে খুব মেরেছিল এই কথা শুনে অমৃত মার খেতেও রাজি ছিল।অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিয়েছিল এবং রাত্তিরে বাড়ি ফিরতে রাজি ছিল না।

4. “এতে দুজনেরই ভয় কেটে গেল” –  কাদের ভয় কেটে গেল ? কেন ভয় কাটল ? 

উত্তর : জামা অদল বদলে ইসাব ও অমৃতের ভয় কেটে গেল। 

কালিয়ার সাথে কুস্তিতে ইসাবের জামার পকেট ও ছয় ইঞ্চি পরিমান কাপড় ছিঁড়ে যায়। ইসাব তার বাবার কাছে এর জন্যে মার খাবে বলে ভয় পায়। ইতিমধ্যে অমৃতের মাথায় বুদ্ধি খেলে যায়। অমৃত ইসাবের ছেঁড়া জামা পরে নিল এবং অমৃত তার নিজের ভালো জমা ইসাব কে দিয়েছিল। যার ফলে ইসাবের  বাবা ইসাব কে মারলো না। এবং অমৃতের মা একটু ভুরু কুঁচকালেন কেবল এবং তার ছেঁড়া জামাটি সেলাই করে দিলেন না মারধর করে এতে অমৃত ও ইসাবের ভয় কেটে গেল।

Next:

___________________________________________________________________________

(*এখানে উপস্থিত প্রশ্ন উত্তর গুলির মধ্যে কিছু পরিবর্তন হতে পারে পরীক্ষার নিকটে সাজেশন কে মাথায় রেখে। তাই আমাদের আপডেট পোস্টটি দেখার জন্য পোস্টটিকে সেভ করে রাখবে।***)

Class 10 Adol Bodol প্রশ্ন উত্তর PDF

অদল বদল গল্পের প্রশ্ন উত্তর PDF এর ডাউনলোড এর লিংক উপরে দেওয়া হলো।

অদল বদল গল্প FAQ

অদল বদল গল্পের লেখক কে?

উত্তর: অদল বদল গল্পের লেখক পান্না প্যাটেল।

‘অদল বদল’ গল্পটি কে তরজমা করেছেন ? 

উত্তর: অর্ঘ্য়কুসুম দত্তগুপ্ত।

Leave a Comment