মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) দ্বারা একটি নতুন সুখবর রয়েছে ২০২৪ এর সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এই বছরের যে সকল শিক্ষার্থী সফলভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের সকলকে টাকা দেওয়া হবে এমন ঘোষণা করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
এই ঘোষণাটি তবে গত বছর সেপ্টেম্বর মাসেই পর্ষদে জারি করেছিলেন। এই সিদ্ধান্তের ওপর এই বছর সকল মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের টাকা দেওয়ার কাজ শুরু হবে।
কিভাবে টাকা পাবেন? এই সিদ্ধান্তে কাজ শুরু করার জন্য খুব শীঘ্রই একটি নতুন পোর্টাল শুরু করা হবে যেখানে স্টুডেন্টদের রেজিস্টার করে আবেদন করতে পারবে।
তবে এই পোর্টালের ৪৫ দিনের মধ্যে সকল ছাত্র-ছাত্রীদের আবেদনের কাজ কমপ্লিট করে দিতে হবে। কারণ আবেদন করার সময় রয়েছে ৪৫ দিন তারপর কেউ আর আবেদন করতে পারবে না।
পরীক্ষার্থী কত টাকা পাবেন? মধ্যশিক্ষা জানিয়েছেন দশ টাকা করে অনুদান দেওয়া হবে। সকল ছাত্র-ছাত্রীদের দশ টাকা করে টাকা দেওয়া হবে। এই ১০ টাকা টি শিক্ষার্থীদের কাছে সামান্য হলেও লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের দশ টাকা করে দিলেও সরকারের কয়েক কোটি টাকা বরাদ্দ হবে। ছাত্রছাত্রীদের এই টাকা নিয়ে বোতল ইত্যাদি কিনতে পারবেন।
I’m Sourav, a professional Web Developer and SEO expert. Founder of Moneygita. Get accurate information from Moneygita.