Madhyamik Bengali Suggestion 2024 PDF | মাধ্যমিক বাংলা সাজেশন

Madhyamik Bengali Suggestion 2024 – মাধ্যমিক বাংলা সাজেশন নোটের প্রশ্ন-উত্তর এবং PDF টি এখানে দেওয়া হলো ।

মাধ্যমিক ২০২৪ সালের বাংলা পরীক্ষা কে মাথায় রেখে বাংলা সাজেশনটি তৈরি করা হলো। বাংলা টেস্ট বুক, ব্যাকরণ, প্রবন্ধ, কথোপকথন, বঙ্গানুবাদকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে এবং বিগত পাঁচ বছরের পরীক্ষার প্রশ্নের কাঠামোকে অনুশীলন করে তৈরি এই অধিকতর গুরুত্বপূর্ণ মাধ্যমিক বাংলা সাজেশন।

Madhyamik Bengali Suggestion 2024

শ্রেণীমাধ্যমিক দশম শ্রেণী
বিষয়মাধ্যমিক বাংলা
প্রশ্নের ধরণOnly সাজেশন ভিত্তিক
Targetমাধ্যমিক 2024
Created ByMoneygita Team

Moneygiat.in তে দেওয়া এই সাজেশন থেকে আমি বিশ্বাসের সাথে বলতে পারি তোমরা পরীক্ষায় অবশ্যই সদার্থক ফল দেখতে পারবে। এই পেজটিতে সমস্ত অধ্যায়ের সাজেশন একত্রে না দিয়ে টেবিলের মধ্যে কবিতা, গল্প, নাটক, রচনা, ব্যাকরণের সাজেশন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। 

মাধ্যমিক বাংলা সাজেশন 2024 : গল্প

Sl No.বাংলা গল্প
1জ্ঞানচক্ষু গল্পের সাজেশন
2বহুরূপী গল্পের সাজেশন
3পথের দাবী গল্পের সাজেশন
4নদীর বিদ্রোহ গল্পের সাজেশন
5অদল বদল গল্পের সাজেশন

মাধ্যমিক বাংলা সাজেশন 2024 : কবিতা

Sl No.বাংলা কবিতা
1অসুখী একজন কবিতার সাজেশন
2আয় আরো বেধে বেধে থাকি কবিতার সাজেশন
3আফ্রিকা কবিতার সাজেশন
4অভিষেক কবিতার সাজেশন
5প্রলয়োল্লাস কবিতার সাজেশন
6অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সাজেশন
7সিন্ধুতীরে কবিতার সাজেশন

মাধ্যমিক বাংলা সাজেশন 2024 : প্রবন্ধ

Sl No.প্রবন্ধ
1হারিয়ে যাওয়া কলি কলম সাজেশন
2বাংলা ভাষায় বিজ্ঞান সাজেশন

মাধ্যমিক বাংলা সাজেশন 2024 : নাটক

Sl No.নাটক
1সিরাজদ্দৌলা সাজেশন

মাধ্যমিক বাংলা সাজেশন 2024 : সহায়ক পাঠ

Sl No.সহায়ক পাঠ
1কোনি মতি নন্দী  সাজেশন

মাধ্যমিক বাংলা সাজেশন 2024 : ব্যাকরণ

Sl No.ব্যাকরণ
1মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন 2024
2মাধ্যমিক বাংলা বঙ্গানুবাদ সাজেশন 
3মাধ্যমিক বাংলা রচনা সাজেশন
4মাধ্যমিক সংলাপ/প্রতিবেদন রচনা সাজেশন 2024

অন্যান্য বিষয়ের সাজেশন: 👇

মাধ্যমিক বাংলা সাজেশন গুরুত্বপূর্ণ কথা

  • মাধ্যমিক বাংলা সাজেশন এর সাজেশন ভিত্তিক প্রশ্নগুলিকে পরীক্ষার নিকটে প্রশ্ন সংখ্যা আরো কম করে দেওয়া হবে তাই আপডেটের পোস্টটি দেখবে। তার জন্য এই লিংকটিকে তোমরা সেভ করে রাখবে ফোনে।
  • তোমাদের সুবিধার জন্য় প্রত্যেকটি টেবিলে থাকা নীল রঙের টেক্সটিতে ক্লিক করে তোমরা তার সাজেশনের পেজে চলে যাবে এবং সেই পেজ থেকে সাজেশনটি কমপ্লিট করে দেখে নিতে পারবে।
  • সাজেশনে থাকা প্রশ্ন উত্তরগুলিকে ভালো করে অধ্যায়ন করলে অবশ্যই তোমরা পরীক্ষায় স্মার্টলি ভালো নাম্বার পেতে সাহায্য করবে। তবে সাজেশন কে তুমি তখনই সঠিক ভাবে বোধগম্য করতে পারবে যখন তুমি টেক্সটবুকের থাকা গল্প, কবিতা গুলিকে ভালো করে বুঝবে। 
  • তাই আমার অনুরোধ তোমরা টেক্সটবুক অবশ্যই পড়ো এতে সুবিধা হবে বড় প্রশ্নের উত্তর তোমরা একটু বুঝে নিয়েই নিজে থেকেই উত্তর করতে সক্ষম হবে।
  • প্রশ্নের উত্তরগুলিকে সম্পূর্ণ বাক্যটিকে মুখস্ত করবে কারণ প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। 
  • MCQ এবং SAQ প্রশ্নগুলি একত্রে ছোট প্রশ্নের মধ্যে দেওয়া হল প্রশ্নের সংখ্যা কম করার উদ্দেশ্যে। 
  • ব্যাকরণে হুবহু প্রশ্ন কমন আসবেনা তবে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে সে সকল প্রশ্নই এখানে দেওয়া হয়েছে। তাই যে ধরনের প্রশ্ন উদাহরণ এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেই ধরনের বিভিন্ন প্রশ্ন ব্যাকরণ বইয়ের প্র্যাকটিস করবে ব্যাকরণ তো বোঝার বিষয়।
  • মাধ্য়মিক বাংলা পরীক্ষায় লাইন তুলে আসা কিছু বড় প্রশ্ন হয়তো আমার দেওয়া সাজেশন কোশ্চেনের  থেকে একটু ঘুরিয়ে এল। উত্তর একই থাকবে তবে প্রশ্নের লাইনটা একটু আলাদা হতে পারে।
  • তাই লাইন তুলে দেওয়া প্রশ্নের উত্তর করার সময় তোমরা সেই লাইনের আগে এবং পরের লাইনের ঘটনাগুলিকে ভালো করে পড়বে। তবে এরকম হওয়ার চান্সটি খুবই কম, সাজেশনে থাকা প্রশ্নগুলি সবই গুরুত্বপূর্ণ।
  • মাধ্যমিক বাংলা সাজেশনে প্রতিবেদন ও সংলাপ থেকে দুটি প্রশ্ন আসবে যার মধ্যে একটি করতে হয়, প্রশ্নমাণ থাকে ৫ নম্বর। বাংলা সাজেশন পাঁচটি প্রতিবেদন ও 6 টি সংলাপ রয়েছে। আমার বিশ্বাস এ গুলি ভালো করে প্র্যাকটিস করলেই পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকুক না কেনো তোমরা সহজে উত্তরটি করতে পারবে।
  • চেষ্টা করবে প্রতিবেদন সুন্দরভাবে লেখার প্রতিবেদনের গঠন অনুযায়ি। প্রতিবেদন না করতে পারলে সংলাপ অর্থাৎ দুই বন্ধুর মধ্যে কোন বিষয়ে কথোপকথন টিও তোমরা করতে পারো, এটি খুবই সহজ যা তোমরা নিজেরায় বানিয়ে লিখতে পারবে।

মাধ্যমিক বাংলা প্রশ্ন কাঠামো 2024


MCQ
SAQব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক  প্রশ্নরচনাধর্মী প্রশ্নপূর্ণমান
গল্প0304030515
কবিতা0304030515
প্রবন্ধ03030511
নাটক0505
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ05+05=1010
ব্যাকরণ080816
প্রবন্ধ রচনাপ্রবন্ধ রচনা-10 নম্বর
অনুবাদ- 04 নম্বর
সংলাপ অথবা প্রতিবেদন রচনা- 5 নম্বরের
19

ওপরের টেবিলে থাকা বাংলা প্রশ্ন কাঠামো অনুযায়ী তোমরা বুঝতেই পারছো:

  • তোমাদের গল্প থেকে টোটাল 15 নম্বরের প্রশ্ন আসবে। যার মধ্যে ছোট প্রশ্ন থাকবে সাত নম্বরের এবং বড় প্রশ্ন থাকবে দুটি, একটি তিন নম্বর এবং আরেকটি ৫ নম্বর।
  • এরপর কবিতা থেকে থেকেও টোটাল ১৫ নম্বর আসবে। যার মধ্যে ছোট প্রশ্ন থাকবে টোটাল সাত নম্বরের। একটি তিন নম্বরের বড় প্রশ্ন এবং একটি পাঁচ নম্বরে বড় প্রশ্ন করতে হবে।
  • এরপর প্রবন্ধ থেকে ছোট প্রশ্ন আসবে ৬ নম্বরের এবং একটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবে টোটাল ১১ নম্বর প্রবন্ধ থেকে থাকবে।
  • নাটক থেকে একটি ৫ নম্বরের বড় প্রশ্ন করতে হবে।
  • পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ কোনি থেকে দুটি প্রশ্ন পাঁচ নম্বরের করতে হবে টোটাল দশ নম্বর আসবে।
  • ব্যাকরণ থেকে বড় প্রশ্ন আসবেনা, কেবল ১৬ নম্বরে ছোট প্রশ্ন আসবে।
  • প্রবন্ধ রচনা থাকবে দশ নম্বরের, একটি অনুবাদ থাকবে চার নম্বরের, একটি প্রতিবেদন রচনা থাকবে ৫ নম্বরের।

মাধ্যমিক বাংলা পরীক্ষার তারিখ 2024

২০২৪ সালে বাংলা মাধ্যমিক পরীক্ষার্থী ২ ফেব্রুয়ারি মাসে ২ তারিখে হবে শুক্রবার সকাল ১১ঃ৪৫ থেকে দুপুর তিনটে পর্যন্ত। মোট পরীক্ষার সময় তোমরা পাবে তিন ঘন্টা এবং এক্সট্রা ১৫ মিনিট দেওয়া হবে।

নম্বর বিভাজনের ক্ষেত্রে তোমরা জানোই বাংলা পরীক্ষায় 100 নম্বরের হয় যার মধ্যে ৯০ নম্বর লিখিত থাকে এবং ১০ নম্বরের প্রজেক্ট থাকে যা ইস্কুল থেকে তোমাদের এই নম্বরটি দেওয়া হয়।

আমাদের এই মাধ্যমিক বাংলা সাজেশন 2024 (Madhyamik Bengali Suggestion 2024) পোস্টটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পোস্টটি কে সেভ করে রাখবে।

Leave a Comment