Madhyamik History Suggestion 2024 PDF | মাধ্যমিক ইতিহাস সাজেশন

Madhyamik History suggestion 2024 – মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রশ্ন এবং উত্তরের PDF টি এখানে দেওয়া হল.

২০২৪ মাধ্যমিক ইতিহাস কে পরীক্ষাকে টার্গেটে রেখে অভিজ্ঞ শিক্ষক দ্বারা class 10- এর History suggestion টি নির্মিত হয়েছে। যা Moneygita ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আমার বিশ্বাস Moneygita-য় উপস্থিত সাজেশনটি ২০২৪ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট গড়ে তুলতে অবশ্যই উপকৃত করবে।

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

শ্রেণী:মাধ্যমিক দশম শ্রেণী
বিষয়:মাধ্যমিক ইতিহাস
প্রশ্নের ধরণ:Only সাজেশন ভিত্তিক
Target-মাধ্যমিক 2024
Created By-Moneygita Team

নিচের টেবিলের মধ্যে ইতিহাসের আটটি অধ্যায়ের সাজেশন গুলি ভাগভাগ করে আলাদা ভাবে দেওয়া হয়েছে। এতে পাঠকের সুবিধা হবে নির্দিষ্ট অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সাজেশনটির PDF টি তারা সহজে সংগ্রহ করতে পারবে। মাধ্যমিক ইতিহাস সাজেশনটি  সংগ্রহ করার জন্য নিচে টেবিলে উপস্থিত প্রতিটি অধ্যায়ের নীল রঙের টেক্সটিতে তোমরা ক্লিক করবে।

Madhyamik History Suggestion 2024 PDF

Madhyamik History Suggestion Chapter Wise List
Suggestion Link 👉প্রথম অধ্যায় সাজেশন PDF
Suggestion Link 👉দ্বিতীয় অধ্যায় সাজেশন PDF
Suggestion Link 👉তৃতীয় অধ্যায় সাজেশন PDF
Suggestion Link 👉চতুর্থ অধ্যায় সাজেশন PDF
Suggestion Link 👉পঞ্চম অধ্যায় সাজেশন PDF
Suggestion Link 👉ষষ্ঠ অধ্যায় সাজেশন PDF
Suggestion Link 👉সপ্তম অধ্যায় সাজেশন PDF
Suggestion Link 👉অষ্টম অধ্যায় সাজেশন PDF

Madhyamik History Suggestion 2024 4 marks

দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় 

১. ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি লেখ। 
২. রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থটি ইতিহাসের উপাদান হিসাবে কতটা গুরুত্বপূর্ণ? 
৩. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী ‘সত্তর বৎসর’  এর গুরুত্ব? 

Extra Question:

  1. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ‘জীবনের ঝরাপাতা’ এর গুরুত্ব। 
  2. ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। 
  3. আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা 

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়

১. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল? 
২. নারী সমাজের উন্নতির জন্য ‘বামাবোধিনী’ পত্রিকা কিরূপ উদ্যোগ নিয়েছিল? 
৩. বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা উল্লেখ কর। 

Extra Question:

  1. হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কি ধরনের সমাজ চরিত্র পাওয়া যায়?
  2. আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের গুরুত্ব। 
  3. চার্লস উডের নির্দেশ নামা 

দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় 

১. ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল রা বিদ্রোহ করেছিল কেন? 
২. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ। 
3. টীকা লেখ : ফরাজি আন্দোলন।

Extra Question:

১.কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? 

টীকা লেখ :

i). কোল বিদ্রোহ
ii). মুন্ডা বিদ্রোহ
iii).চুয়ার বিদ্রোহ 

সংঘবদ্ধতার গোড়ার কথা 

1. টীকা লেখ :মহারানী ঘোষণাপত্র। অথবা, মহারানী ঘোষণাপত্রে কি বলা রয়েছে? 
2.ভারতে জাতীয়তাবোধ বিকাশে ‘আনন্দমঠ’ উপন্যাসের ভূমিকা উল্লেখ কর। 
3.অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারতমাতা চিত্রের অবদান উল্লেখ কর?

Extra Question:

  1. ১৮৫৮ সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে মনোভাব কিরূপ ছিল?
  2. ভারত সভা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? 
  3. বর্তমান ভারত জাতীয়তাবাদের বিকাশে কিরূপ ভূমিকা পালন করে?
  4. বঙ্গভাষা প্রকাশিকা সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখ ।

দশম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়

1) কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর অবদান আলোচনা কর। 
2) বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার প্রসারের বসু বিজ্ঞান মন্দিরের  অবদান উল্লেখ কর। 
3. বিজ্ঞান শিক্ষার বিস্তারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স (আই এ সি এস) এর অবদান আলোচনা কর। // বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ড. মহেন্দ্রলাল সরকারের ভুমিকা।

Extra Question:

  1. ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখ?
  2. জাতীয় শিক্ষা পরিষদ : টীকা লেখ।
  3. রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী উদ্যোগ সম্পর্কে: টীকা লেখ।

দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় 

 ১) অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখ।
২) টীকা লেখ: একা আন্দোলন
৩) টীকা লেখ: ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি

Extra Question:

  • বারদৌলি সত্যাগ্রহ টিকা।
  • মিরাট ষড়যতন্ত্র মামলা।
  • ভারতে বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায়।

দশম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়

1) বাংলার বিপ্লবী আন্দোলনে দিপালী সংঘ / লীলা নাগের অবদান লেখ। 
2) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা লেখ।
3) আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর। 

Extra Question:

  1. দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক
  2. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা
  3. অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা
  4. ভারতছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা

মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায়

1.   দেশভাগের (1947) পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। 
2. আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দের দেশভাগের সম্পর্কে কী জানা যায়? 
3. ‘নেহেরু লিয়াকত চুক্তি’ বা ‘দিল্লি চুক্তি’ তে  কী বলা হয়? অথবা, নেহেরু লিয়াকত চুক্তির শর্ত গুলি কী কী ছিল?

Extra Question:

  1. উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল?
  2. ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিজনিত সমস্যার সমাধান করেছেন?

প্রশ্নমান ৮:

  1. নীল বিদ্রোহ
  2. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা
  3. বাংলা নমঃশূদ্র আন্দোলন

অন্যান্য বিষয়ের সাজেশন: 👇

Madhyamik History Exam Pattern 2024

অধ্যায়বিভাগ-কবিভাগ-খবিভাগ-গবিভাগ-ঘবিভাগ-ঙ
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান-1 অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নমান-1 সংক্ষিপ্ত প্রশ্নপ্রশ্নমান-২ বিশ্লেষণ ধর্মী প্রশ্ন প্রশ্নমান-4 ব্যাখ্যামূলক প্রশ্ন প্রশ্নমান-8
11 x 21 x 22 x 2প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে 2 টি
21 x 31 x 32 x 2দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে 1 টি 
31 x 21 x 32 x 2তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে 2 টি 
41 x 31 x 32 x 2চতুর্থ  অথবা পঞ্চম অধ্যায় থেকে 1 টি
51 x 21 x 22 x 2পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে 2 টি  
61 x 31 x 32 x 2ষষ্ঠ  অথবা সপ্তম অধ্যায় থেকে 1 টি
71 x 31 x 32 x 2সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে 2 টি
81 x 21 x 12 x 2
প্রশ্ন সংখ্যা2020168367
উত্তরদান যোগ্য় প্রশ্ন সংখ্যা2016116154
পূর্নমান1×20=201×16=1611×2=224×6=248×1=890

প্রথম অধ্যায়: ‘ইতিহাসের ধারণা’ থেকে 1 নম্বরের দুইটি MCQ, 1 নম্বরের 2 টি SAQ এবং 2 নম্বরের 2 টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 

দ্বিতীয় অধ্যায়: ‘সংস্কার: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে MCQ 3 টি, SAQ 3 টি এবং 2 নম্বরের 2 টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 

(4 নম্বরের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে 2 টি আসবে)

তৃতীয় অধ্যায়: ‘প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে MCQ 2 টি, SAQ 3 টি এবং 2 নম্বরের 2 টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 

(৮ নম্বরের ব্যাখ্যামূল মূলক প্রশ্ন দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে 1 টি আসবে) 

চতুর্থ অধ্যায়: ‘সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে 1 নম্বরের 3 টি MCQ, 1 নম্বরের 3 টি SAQ এবং 2 নম্বরে 2 টি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসবে।

 (4 নম্বরের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে 2 টি আসবে) 

পঞ্চম অধ্যায়: ‘বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকে প্রথম ভাগ)’ থেকে 1 নম্বরের দুইটি MCQ, 1 নম্বরের 2 টি SAQ এবং 2 নম্বরের 2 টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 

(৮ নম্বরের ব্যাখ্যামূল মূলক প্রশ্ন চতুর্থ  অথবা পঞ্চম অধ্যায় থেকে 1 টি আসবে) 

ষষ্ঠ অধ্যায়: ‘বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে MCQ 3 টি, SAQ 3 টি এবং 2 নম্বরের 2 টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 

(4 নম্বরের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে 2 টি আসবে) 

সপ্তম অধ্যায়: ‘বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন:  বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে MCQ 3 টি, SAQ 3 টি এবং 2 নম্বরের 2 টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 

(৮ নম্বরের ব্যাখ্যামূল মূলক প্রশ্ন ষষ্ঠ  অথবা সপ্তম অধ্যায় থেকে 1 টি আসবে) 

অষ্টম অধ্যায়: ‘উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব’ থেকে 1 নম্বরের MCQ 2 টি, 1 নম্বরের 1 টি SAQ এবং ২ নম্বরে 2 টি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসবে।

(4 নম্বরের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে 2 টি আসবে) 

Madhyamik History Suggestion 2024 PDF / মাধ্যমিক ইতিহাস সাজেশনটি অবশ্যই তোমাদের অন্যান্য শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে।

Leave a Comment