বাংলার উৎসব প্রবন্ধ রচনা [PDF] – Banglar Utsav Rachana

রচনার বিষয়- বাংলার উৎসব প্রবন্ধ রচনা সঙ্গে PDFBanglar Utsav Rachana যা মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলার উৎসব অনুচ্ছেদ রচনা

বাংলার উৎসব অনুচ্ছেদ রচনা

ভূমিকা: 

বাংলার সমাজ জীবনে উৎসব প্রিয়তার প্রাধান্যকে মাথায় রেখে লোককথায় প্রচলিত হয়েছে- ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’। উৎসবের দিনগুলোতে সকলে একজোট হয়ে আনন্দে খেলে ও হয় ভাবের আদান-প্রদান। তবে প্রত্যেক উৎসব হয়তো সব জায়গাতে একই সমারোহে পালন করা হয় না। থাকে গুরুত্ব ভেদে তারতম্য।

উৎসব কী ও লক্ষ্য:

সামাজিক-পারিবারিক স্তরে, জাতীয় স্তরে, ধার্মিক প্রেক্ষাপটে ও ঋতু ভেদে বিশেষ দিনগুলোতে আনন্দ সহকারে যে অনুষ্ঠান গুলি পালন করা হয় তাকে বলে উৎসব। 

একঘেয়েমি জীবনযাপনের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন মানুষের এই ক্লান্ত তথা পরিশ্রমিক কষ্টকে দূর করার অমৃত ঔষধ হিসেবে আসে উৎসব। প্রত্য়য়িক দিনের রুটিন থেকে বেরিয়ে সকলে খুশিতে খেলে ওঠে।

উৎসব তাই মানসিক বিষণ্ণতার অবসান ঘটিয়ে আমাদের জীবনে নতুন কর্মশক্তির বিকাশ ঘটায়। 

আনন্দ ও উৎসব 

উৎসব কথার অর্থ হল যা আমাদের আনন্দ প্রদান করে। তবে সময়ের পরিবর্তনের সাথে এর অর্থে বদলাব ঘটেছে, প্রসারিত হয়েছে- যে কোন আনন্দ সূচক সমাবেশ এর অর্থ কে বোঝাতে উৎসব কথাটি ব্যবহার করা হয়।

প্রাচীনকালে কৃষি জীবনযাপন করার পূর্বে, মানুষ যখন পশু শিকার ও খাদ্য সংগ্রহ করতো তখনো তারা দিনশেষে সকলে একসাথে গুহার পাশে আগুন জ্বালিয়ে নাচ গানের দ্বারা বিনোদনের আয়োজন করত।

 উৎসবের শ্রেণীকরণ:

‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’ কথাটির অর্থ বাঙালির বাস্তব জীবনের সাথে খুবই মিল। বাঙালির জীবন যাপনের সাথে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উৎসব। যা ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ।

বাঙালির উৎসব পালন করার জন্য বিশেষ কোনো উপলক্ষের প্রয়োজন হয় না জন্ম-বিবাহ-মৃত্যু-ব্রত-পাঁচালী, শারদোৎসব ইত্যাদি প্রতিটি মুহূর্তের সাথেই বাঙালির উৎসব জড়িত রয়েছে। 

তবে বাঙালির উৎসবে নানা বৈচিত্র লক্ষ্য করা যায়। আধুনিক সময়ে এই উৎসবকে একাধিক শ্রেণীতে ভাগ করা হয়েছে। যথা-

  1.  ধর্মীয় উৎসব
  2.  ঋতু উৎসব
  3.  জাতীয় উৎসব
  4.  লোক উৎসব 
  5. সামাজিক-পারিবারিক উৎসব

ধর্মীয় উৎসব 

বাংলা একাধিক ধর্মীয় সম্প্রদায়ের মিলিত বাসস্থান। বছরের ভিন্ন ভিন্ন সময়ে ধর্মকে কেন্দ্র করে একাধিক উৎসবের আয়োজন হয়। বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয়ে একে অপরের উৎসবে অংশগ্রহণ করেন। আনন্দে আপ্লুত হয়ে উঠে। 

হিন্দুদের প্রাধান উৎসব গুলি হল- কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা এছাড়াও মনসা পূজা, বিশ্বকর্মা পূজা ইত্যাদি উৎসবের আয়োজন করা হয়।  মুসলমানদের কিছু উৎসব হলো- শবে বরাত, ঈদ-উল-ফিতর, ঈদুজ্জোহা, মহরম প্রভৃতি। 

তেমনি খ্রিস্টানদের রয়েছে গুড ফ্রাইডে, বড়দিন, ইস্টার স্যাটারডে ইত্যাদি। বাঙালির উৎসবের মধ্যে সাম্প্রদায়িকতা ভেদাভেদ তৈরি করতে পারেনা।

ঋতু উৎসব

বাঙালির উৎসবের একটা প্রধান উৎসব হল ঋতু উৎসব। বিশেষ বিশেষ ঋতুকে ঘিরে ঋতুভিত্তিক উৎসবের আয়োজন করে বাঙালি। নতুন বছরকে আহ্বান জানিয়ে পালন করা হয় নববর্ষ। আবার নতুন ধান কাটার সময় পালিত হয় নবান্ন উৎসব।

 শীত ঋতুতে পৌষপার্বণ পালন করা হয়।  এই উৎসবে পিঠে পুলি ও অন্যান্য মিষ্টান্ন খাবার বাড়িতে বাড়িতে রান্না করা হয়। আবার বসন্তকালে যখন সবকিছু রঙিয়ে ওঠে তখন বাঙালি দোলযাত্রাকে কেন্দ্র করে নিজেকে রাঙিয়ে নেয়।

জাতীয় উৎসব:

আমাদের প্রিয় দেশ ভারতবর্ষে একাধিক মনীষীদের জন্ম হয়েছে। তাদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন উৎসব পালন করা হয়। যেমন- রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন, বিবেকানন্দের জন্মদিন, সুভাষচন্দ্র বসুর জন্মদিন ইত্যাদি।

এছাড়াও কিছু বিশেষ দিন হল- স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনগুলোতে সমগ্র ভারতবাসীদের সাথে সাথে বাঙালিও উৎসবের আয়োজন করেন। 

লোক উৎসব:

লোক উৎসব হল বাঙালির উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই লোক উৎসবে সকলে মিলিত হয়ে আনন্দের সাথে মেতে উঠে। কিছু লোকউৎসবে উদাহরণ হল- টুসু, ভাদু, চড়ক, দোল, ইতু ইত্যাদি লোক উৎসবের অন্তর্গত।

সামাজিক-পারিবারিক উৎসব:

পারিবারিক উৎসবগুলির মাধ্যমে সপরিবারের মধ্যে একত্রিত হওয়ার সুযোগ গড়ে ওঠে এবং একে অপরের দুঃখ অথবা আনন্দের অনুভূতিগুলি ভাগ করে নেয়। ভাইফোঁটা, অন্নপ্রাশন, বিবাহ, জামাইষষ্ঠী প্রভৃতি অনুষ্ঠান গুলিতে বন্ধুবান্ধব, প্রতিবেশীগণ, আত্মীয়-স্বজন ও কাছের মানুষজন রা মিলিত হয় যার ফলে আমরা কাছের মানুষদের সাথে কিছু সময় কাটাতে পারি। 

একসাথে আনন্দ উপভোগ করতে পারি এবং পাশাপাশি আমাদের দুঃখ-কষ্ট গুলি ভাগ করতে পারি প্রিয় মানুষদের সাথে। কবি বলেছেন- 

“উৎসব মানে এক মিলনের মেলা 
       কিছু দেওয়া কিছু নেওয়া জীবনের খেলা”

উৎসবের সেকাল ও একাল:

সময়ের পরিবর্তনের সাথে সাথে উৎসব আয়োজনের রূপের পরিবর্তন ঘটেছে ব্যাপক। সেকালের উৎসবে ছিল প্রাণের স্পর্শ তা পরিবারগত, ব্যক্তিগত, কিংবা সামাজিকগত যাই হোক না কেন। তখনকার উৎসব পালন করা হতো প্রধানত রাজবাড়ী, জমিদার বাড়ি, গ্রামের নাট্য মন্দির গুলোতে। 

 উৎসব শুরু হওয়ার একমাস পূর্বে উৎসবের আয়োজন শুরু হতো। উৎসবের মিলন ধারায় ধনী, গরিব জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একসাথে আনন্দে মেতে উঠতো। 

একালের উৎসবে বহু আধুনিকরণ ঘটেছে।  আধুনিক উৎসবের বিশেষ কিছু আকর্ষণ হল- বৈদ্যুতিক নাগরদোলা, এরােপ্লেন, ম্যাজি শশা, মিনি চিড়িয়াখানা, সিনেমা প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী ইত্যাদি।

উপসংহার:

বাংলা তথা বাঙালির জীবন যাপনের প্রতিটি মুহূর্তে যেনো বয়ে চলেছে এই উৎসবের ধারা। এই উৎসবের মধ্য দিয়ে বাংলা তার সংস্কৃতিকে তুলে ধরেছে সারা বিশ্বের দরবারে। বর্তমানে বাংলার এই উৎসবের যতই আধুনিকরণ হোক না কেন, আজও বাঙালি সেই প্রাচীন পন্থাগুলিকে অনুসরণ করে চলেছে। 

বারংবার বাংলার বুকে নেমে এসেছে দুর্যোগ, দুর্ভিক্ষ, মহামারী, রাজনৈতিক দ্বন্দ্ব আরো কত কি না? তবু বাঙালির এই উৎসব কখনোই থেমে থাকে নি। তার নিজের  স্বচ্ছন্দ্তাকে এবং ধারাবাহিকতাকে বজায় রেখেছে।

👉 Madhyamik Suggestion 2024 PDF 👈

Banglar Utsav Rachana PDF

Banglar Utsav Rachana (বাংলার উৎসব রচনা) সম্পূর্ণ PDF টি এখান থেকে ডাউনলোড করে নিন 👇

অন্যান্য রচনা এবং পরীক্ষার সাজেশন পেতে আমাদের whatsapp group জয়েন করতে পারেন.

বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব কি?

বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব হল দুর্গাপূজা উৎসব।

উৎসব কয় প্রকার ও কি কি?

বাঙালির উৎসব প্রধানত পাঁচ প্রকার। এগুলি হলো লোক উৎসব, ধর্মীয় উৎসব, জাতীয় উৎসব, ঋতু উৎসব ও সামাজিক উৎসব।

বাংলার উৎসব কী কী?

বাংলার উৎসব মূলত পাঁচটি ভাগে বিভক্ত। যথা ধর্মীয় উৎসব (দুর্গাপূজা, কালী পূজা ইত্যাদি), ঋতু উৎসব (নববর্ষ, পৌষ পার্বণ ইত্যাদি), জাতীয় উৎসব (নজরুল জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস ইত্যাদি), লোক উৎসব (টুসু, দোল ইত্যাদি) এবং পারিবারিক উৎসব (অন্নপ্রাশন, বিবাহ ইত্যাদি)।

সামাজিক উৎসব কি কি?

সামাজিক উৎসব গুলি হল জন্মদিন, ভাইফোঁটা, নামকরণ, উপনয়ন ইত্যাদি।

জাতীয় উৎসবের উদাহরণ কি কি?

জাতীয় উৎসবের উদাহরণ হল স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি।

উৎসব শব্দের অর্থ কি?

উৎসব শব্দের অর্থ হল যা আমাদের আনন্দ প্রদান করে।

কোন রাজ্যে ১২ মাসে ১৩টি উৎসব হয়?

বাংলার রাজ্যে ১২ মাসে ১৩টি উৎসব হয়।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব এর নাম কি?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব এর নাম হল দুর্গোৎসব। 

কোন কোন উৎসব ঋতুভেদে পালিত হয়?

বসন্তের দোল উৎসব, ভাদ্র মাসের ঝুলন ইত্যাদি উৎসব ঋতুভেদে পালিত হয়।

বাংলার উৎসব রচনাটি (Banglar Utsob Rachana) পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। এই রচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রচনাটি আপনাদের বন্ধু-বান্ধব ও অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে অবশ্যই শেয়ার করবেন।

9 thoughts on “বাংলার উৎসব প্রবন্ধ রচনা [PDF] – Banglar Utsav Rachana”

Leave a Comment