Class 10 ইতিহাসের ধারণা প্রশ্ন ও উত্তর – দশম শ্রেণি প্রথম অধ্যায়

দশম শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ থেকে ২০২৪ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলি এখানে দেওয়া হলো।

এই সাজেশনটি অভিজ্ঞ শিক্ষক দ্বারা রচিত। ইতিহাসের ধারণা মধ্যে উপস্থিত সকল অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলিকেও দেখবে সেই অতিরিক্ত প্রশ্নোত্তর গুলিও ততটাই গুরুত্বপূর্ণ, কেবলমাত্র তার উত্তরগুলি লেখা হয়নি।

দশম শ্রেণী ইতিহাস অষ্টম অধ্যায়: ইতিহাসের ধারণা

Class 10 History: Suggestion 2024
দশম শ্রেণী : ইতিহাস : প্রথম অধ্যায়
…ইতিহাসের ধারণা…

শ্রেণীমাধ্যমিক দশম শ্রেণী
বিষয়মাধ্যমিক ইতিহাস
অধ্যায়প্রথম অধ্যায়- ইতিহাসের ধারণা
প্রশ্নের ধরণOnly সাজেশন ভিত্তিক
Targetমাধ্যমিক 2024
Created ByMoneygita Team

দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন

১. ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি লেখ। 

উত্তর: 

ভূমিকা:

বর্তমান সময়ে বই, শিক্ষক, লাইব্রেরী ছাড়াই কেবল মাত্র ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি। ইতিহাসের তথ্য সংগ্রহে আজ ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। তবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। 

✪ ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেট ব্যবহারের সুবিধা:

  1. বইপত্র বহনের প্রয়োজন হয় না। 
  2. ইন্টারনেটের মাধ্যমে যেকোনো সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে তথ্য পাওয়া সম্ভব। 
  3. তথ্যগুলিকে পরিপূর্ণভাবে বোঝার  জন্য তার ছবি ও ভিডিও ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। 
  4. দুষ্প্রাপ্য তথ্য একাধিক ভাষায় উপলব্ধ থাকায় বিভিন্ন ভাষাগত ব্যক্তি তার নিজ মাতৃভাষায় তথ্য বুঝতে পারে সহজেই। 
  5. নতুন নতুন তথ্য সংগ্রহের জন্য উপাদান হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। 

ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা :

  1. অনেক সময় একটি বিষয়ের পাশাপাশি অপ্রাসঙ্গিক বিষয়ের বর্ণনাও দেওয়া থাকে। 
  2. কিছু তথ্যের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সাইটে তথ্যটি পৃথক হয়ে থাকে যার ফলে ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় 
  3. কিছু ওয়েবসাইটের লেখকের অসম্পূর্ণ গবেষণা ও বিষয়ের অভিজ্ঞতা না থাকার কারণে সঠিক তথ্য আলোচনা হয় না। 
  4. সাধারণ বিষয়ের পাশাপাশি অপ্রয়োজনীয় বস্তু থাকার কারণে পড়ার মনোযোগ নষ্ট হয়।

২. রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থটি ইতিহাসের উপাদান হিসাবে কতটা গুরুত্বপূর্ণ? 

উত্তর :

ভূমিকা : 

আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা মূলক  গ্রন্থ গুলি খুবই গুরুত্বপূর্ণ। জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ যা আধুনিক ভারতের ইতিহাসের অমূল্য সম্পদ।

ক) রবীন্দ্রনাথের শৈশবকাল: কবিগুরু তার এই গ্রন্থে বাল্য ও শৈশবকালের কাহিনী এবং তার প্রথম জীবনের কিছু গ্রন্থ রচনা কাহিনী প্রকাশ করেছেন। 

খ) ঠাকুরবাড়ি: ‘জীবনস্মৃতি’ গ্রন্থে ঠাকুরবাড়ির নানার নীতি নির্দেশ, শিশুদের বাল্যকালের নানা তথ্য তুলে ধরেছেন যা থেকে সমকালীন বাঙালির সামাজিক ইতিহাসের নানা তথ্য জানা যায়। 

গ) সাহিত্য ও শিক্ষা: রবীন্দ্রনাথ তাঁর ‘জীবনস্মৃতি’ গ্রন্থে ঠাকুর পরিবারের তথা তৎকালীন ধনী পরিবারের শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজি ভাষা প্রভৃতি সম্পর্কে সুস্পষ্ট চিত্র পাওয়া যায়। 

ঘ) স্বদেশী চেতনা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ গ্রন্থের দ্বারা, রবীন্দ্রনাথের মনে স্বদেশী চেতনা জাগরণে যেসব ব্যক্তি বা ঘটনা সাহায্য করেছিল তাদের সম্পর্কে জানা যায়। 

৩. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী ‘সত্তর বৎসর’  এর গুরুত্ব? 

উত্তর:

ভূমিকা

আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা মূলক গ্রন্থ গুলি গুরুত্বপূর্ণ। ‘সত্তর বৎসর’ বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ যা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্ব বহন কর। 

ক) ইতিহাসের উপাদান: ‘সত্তর বৎসর’ গ্রন্থে বিপিনচন্দ্র পাল আধুনিক বাংলার নানা ঐতিহাসিক তথ্য তুলে ধরেছেন। তাঁর এই আত্মজীবনী গ্রন্থ সম্পর্কে তিনি নিজেই লিখেছেন – “আমার সত্তর বছরের জীবন কথা বাস্তবিক এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা”

খ) স্থানীয় উৎসব ও সংস্কৃতি:   বিপিনচন্দ্র পালের এই স্মৃতিকথার বিভিন্ন স্থানে তৎকালীন সমাজের স্থানীয় উৎসব ও লোকায়িত জীবনের নানা কথা উঠে এসেছে। 

গ) রাজনৈতিক ঘটনা: ‘সত্তর বৎসর’ গ্রন্থে তৎকালীন কলকাতা ছাত্রাবাস, নবগোপাল মিত্রের হিন্দু মেলা,  স্বদেশ প্রেম, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখো সম্পর্কে ইতিহাসের অনেক কথা জানা যায। 

ঘ) শ্রীহট্টের কাহিনী: ‘সত্তর বৎসর’ গ্রন্থে জানা যায় শ্রীহট্টের অনেক কাহিনী। শ্রীহট্টে যে বহু মণিপুরী বাস করতেন তাও জানা যায়। 

অতিরিক্ত প্রশ্ন :

  1. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ‘জীবনের ঝরাপাতা’ এর গুরুত্ব। 
  2. ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। 
  3. আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা 

প্রশ্নমান ২

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন

১. নতুন সামাজিক ইতিহাস কি? 

উত্তর: আধুনিক সময়ে ইতিহাস কেবলমাত্র রাজ রাজাদের কাহিনী নয় সাধারণ মানুষের ইতিহাস কে গুরুত্ব দিয়ে সামাজিক ইতিহাস রচিত হয়। তাই সাধারণ মানুষের জীবন সংগ্রাম, অস্তিত্ব, অবদানকে বিশেষ গুরুত্ব দিয়ে রচনা করা হয় যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। 

২. নারী ইতিহাসের গুরুত্ব কী?

উত্তর : নারী ইতিহাসের গুরুত্ব:

ক) নারীর অবদানকে মূল্য দেওয়া। 
খ) নারী সম্পর্কে আর্য সামাজিক ও নৈতিক বোধ তৈরি করা। 

৩. যানবাহন ও যোগাযোগের ইতিহাসের গুরুত্ব কী?

উত্তর: যানবাহন ও যোগাযোগ চর্চার ইতিহাসের গুরুত্ব হল- যোগাযোগ ও পরিবহনের বৈচিত্র, বিবর্তন ও মানব জীবনে তার গুরুত্ব। 

৪. খাদ্যাভাস ইতিহাসের গুরুত্ব কী?

উত্তর: খাদ্যাভাস ইতিহাসের গুরুত্ব:

ক) বিভিন্ন স্থানের মানুষের খাদ্য বৈচিত্র সম্পর্কে জানা যায়। 

খ) খাদ্যাভাসের বিবর্তনের ইতিহাস সম্পর্কে জানা যায়। 

৫. পোশাক পরিচ্ছেদ ইতিহাসের গুরুত্ব কী?

উত্তর: রুচি ও জলবায়ুর তারতম্য অনুযায়ী বিভিন্ন দেশের পোশাকের বিভিন্ন বৈশিষ্ট্য এই ইতিহাস থেকে জানা যায়।

৬. স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো? 

উত্তর: স্থানীয় ইতিহাস একটি সুনির্দিষ্ট ও অপেক্ষাকৃত ছোট স্থানকে কেন্দ্র করে লেখা হয়। স্থানীয় ইতিহাসের মাধ্যমে ওই অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি, প্রাচীনত্ব প্রভৃতি বিষয় সেখানকার মানুষ জানতে পারে। 

৭. পরিবেশে ইতিহাসের গুরুত্ব কী?

উত্তর: পরিবেশে ইতিহাসের গুরুত্ব :

ক) পরিবেশকে বাঁচাতে সাঁওতাল অধিবাসীদের বিদ্রোহ সম্পর্কে জানা যায়। 

খ)  জীবদেহের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি করা। 

৮. আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে দৃশ্য শিল্প বা ফটোগ্রাফির গুরুত্ব। 

উত্তর : দৃশ্য শিল্প ইতিহাসের গুরুত্ব :

ক) ছবি দ্বারা না বলা ইতিহাসের কথা ব্যক্ত হয়। 

খ) ফটোগ্রাফির দ্বারা কোন ঘটনার জীবন্ত চিত্র পাওয়া যায়।

৯. আত্মজীবনী বা স্মৃতিকথা কী?

উত্তর : কেউ অপকটে নিজের জীবন কথা যখন নিজেই লেখেন তাকে আত্মজীবনী বলে। জীবনের নানা ঘটনা বা স্মৃতিপটে লেগে থাকে এবং পরে যদি কেউ নিজের সেই স্মৃতিগুলোকে সংকলিত করেন তবে তাকে স্মৃতিকথা বলে। 

অতিরিক্ত প্রশ্ন :

  1. নিম্নবর্গের ইতিহাস কী?
  2. ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব। 
  3. ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কে? 
  4. খেলার ইতিহাস কী?
  5. পরিবেশের ইতিহাস কী?

ইতিহাসের ধারণা MCQ/SAQ

…………………………………………SAQ…………………………………..

১. দাদাসাহেব ফালকে কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন? 

উত্তর : চলচ্চিত্র 

২. ‘ জীবনের ঝরাপাতা ‘ গ্রন্থটি কী ধরনের গ্রন্থ? 

উত্তর: আত্মজীবনীমূলক গ্রন্থ 

৩. ভারতে ফুটবল খেলা কে প্রবর্তন করেন? 

উত্তর :  ইংরেজরা 

৪. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদকের নাম কী?

উত্তর : দ্বারকানাথ বিদ্যাভূষণ 

৫. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? 

উত্তর : মহাফেজ খানায় লেখাগারে। 

৬. সোমপ্রকাশ পত্রিকাটি কী ধরনের পত্রিকা? 

উত্তর : সাপ্তাহিক পত্রিকা 

৭. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 

উত্তর : ৫ ই জুন। 

৮. ভারতীয়রা কাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল? 

উত্তর : পর্তুগিজ। 

৯. নিষিদ্ধ শহর কাকে বলা হয়?

উত্তর : লাসাকে 

১০. বঙ্কিমচন্দ্র কত বছর ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদনা করেছিলেন? 

উত্তর : চার বছর 

১১. সত্যজিৎ রায় কোন ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলে? 

উত্তর :  শিল্পচর্চার ইতিহাসে 

১২. রেশম আবিষ্কৃত হয় কোন দেশে? 

উত্তর : প্রাচীন চীন দেশে 

১৩. মেলার ইতিহাস চর্চা শুরু হয় কত খ্রিস্টাব্দে? 

উত্তর : ১৯৭০ খ্রিস্টাব্দে 

১৪.প্রথম বাংলা সিনেমার নাম কী?

উত্তর : বিল্ব মঙ্গল 

১৫. প্রথম তথ্যচিত্রের নাম কী?

উত্তর : পুন্ডুলিক

১৬. প্রথম রেলপথ কোথায় কত খ্রিস্টাব্দে চালু হয়? 

উত্তর : বোম্বেতে ১৮৫৩ খ্রিস্টাব্দে। 

১৭. রাচেল কারসন কোন ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন? 

উত্তর : পরিবেশের ইতিহাসের সঙ্গে। 

১৮. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রের নাম কী?

উত্তর : দিকদর্শন 

১৯. প্রথম সংবাদপত্র কোনটি? 

উত্তর : সমাচার দর্পণ 

২০. বঙ্গদর্শন পত্রিকাটিকে সম্পাদনা করেন? 

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

২১. ক্রিকেট ও ফুটবল খেলার উৎপত্তি কোথায় হয়েছিল? 

উত্তর : ইংল্যান্ডে 

২২. প্রথম মহিলা ক্রিকেট ক্লাব কবে কোথায় গঠিত হয়?

উত্তর : ১৮৮৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। 

২৩. মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে কত খ্রিস্টাব্দে? 

উত্তর : ১৯১১ খ্রিস্টাব্দে ১১ই জুলাই। 

২৪. বার্লিন অলিম্পিক জিতে গোল্ড পায় কত খ্রিস্টাব্দে? 

উত্তর : ১৯৩৬ খ্রিস্টাব্দে। 

২৫. সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?

উত্তর : ‘জীবনের ঝরাপাতা’

২৬. ‘বঙ্গদর্শন’ সাময়িক পত্র কে প্রবর্তন করেন? 

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

২৭. ‘তিন – কাঠির খেলা’ কাকে বলা হয়? 

উত্তর : ফুটবলকে 

২৮. কন্যা ইন্দিরা কে লেখা পিতা জহরলাল নেহেরুর চিঠি গুলি কী  শিরোনামে প্রকাশিত হয়েছে? 

উত্তর : ‘Letter from a father to his daughter ‘

২৯. ”সিটি অফ জয়” বা “ফুটবলের মক্কা” হিসেবে কোন শহর পরিচিত? 

উত্তর : কলকাতা 

৩০. অলিম্পিক খেলার উৎপত্তি হয় কোন দেশে? 

উত্তর : গ্রীস দেশে।

৩১. ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলে? 

উত্তর : হকি  

৩২. বর্তমানে ভারতে একটি সরকারি গোয়েন্দা সংস্থার নাম লেখ। 

উত্তর : সি.  বি . আই 

৩৩. প্রাচীন ভারতের একটি শিল্পনীতির নাম লেখ। 

উত্তর : গান্ধার শিল্প 

৩৪. ‘ভদ্রলোকের খেলা’/ ‘খেলার রাজা’/ ‘বাইশ গজের খেলা ‘ কাকে বলা হয়? 

উত্তর : ক্রিকেটকে 

৩৫. সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও। 

উত্তর : নেতাজির অন্তর্ধান বিষয়ক মুখার্জি কমিশনের রিপোর্ট । 

৩৬. পিরামিডের দেশ কাকে বলা হয়? 

উত্তর : মিশরকে 

৩৭. সোমপ্রকাশ পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলে? 

উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  

৩৮. ভারতের গজল ও কাওয়ালী সংগীতের প্রবর্তন করেন কে? 

উত্তর : আমির খসরু 

৩৯. ঠুংরি সংগীতের প্রবর্তন করেন কে? 

উত্তর : ওয়াজিদ্ আলি শাহ 

 ………………………………………………….MCQ…………………………………………….

১.কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে-  ক) ফটোগ্রাফির ইতিহাসে  খ) খেলাধুলার ইতিহাসে গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে   ঘ) পরিবেশের ইতিহাসে 

উত্তর:  বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে

২. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় – ক) ১৮১৮ খ্রিস্টাব্দে  খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে  গ)১৮৭২ খ্রিস্টাব্দ   ঘ)৮৭৫ খ্রিস্টাব্দে 

উত্তর : ১৮৭২ খ্রিস্টাব্দে 

৩.বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস – ক) পরিবেশের ইতিহাস চর্চার বিষয় খ)  শহরের ইতিহাস চর্চার বিষয়  গ) সামাজিক ইতিহাস চর্চার বিষয়  ঘ) সামরিক ইতিহাস চর্চার বিষয় 

উত্তর : সামাজিক ইতিহাস চর্চার বিষয়।

৪.সরকারি মহাফেজ খানায় পাওয়া যাবে – সরকারি আধিকারিকদের  প্রতিবেদন।

৫. ভারতের উপনিবেশিক অরণ্য আইন প্রধানত – ক)শহরের ইতিহাস চর্চার বিষয়  খ) নারী ইতিহাস চর্চার বিষয়  গ) পরিবেশ ইতিহাস চর্চার বিষয়  ঘ) খাদ্যাভাসের ইতিহাস চর্চার বিষয় 

উত্তর: পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। 

৬. উপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান – ক) সাময়িক পত্র  খ)সরকারি নথি  গ)সংবাদপত্র ঘ)স্মৃতিকথা 

উত্তর: সরকারি নথি।

৭.’জীবনের ঝরাপাতা’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো- ক) সোমপ্রকাশ  খ) প্রবাসী  গ) দেশ  ঘ) বঙ্গদর্শন 

উত্তর : দেশ

৮. ‘জীবনস্মৃতি’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত – ক) সোমপ্রকাশ  খ) প্রবাসী  গ) দেশ  ঘ) বঙ্গদর্শন

উত্তর : প্রবাসী 

৯. সাপ্তাহিক ‘সোমপ্রকাশ’ সাময়িক পত্র প্রথম প্রকাশিত হয়- ক) ১৮১৮ খ্রিস্টাব্দে  খ) ১৮৬৩ খ্রিস্টাব্দে  গ) ১৮৫৮ খ্রিস্টাব্দ  ঘ)১৮৭৫ খ্রিস্টাব্দে 

উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দে 

১০. বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র – ক) দিকদর্শন  খ) সমাচার দর্পণ   গ) সম্বাদ কৌমুদি ঘ) সোমপ্রকাশ 

উত্তর : সোমপ্রকাশ 

১১. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – ক) দারকোনাথ বিদ্যাভূষণ  খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়  ঘ)হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  

১২.’বঙ্গদর্শন’ সাময়িক পত্রে ‘বন্দেমাতরাম’ সংগীতটি প্রথম প্রকাশিত হয় – ক) ১৮৭২ খ্রিস্টাব্দে  খ) ১৮৭৪ খ্রিস্টাব্দে৷ গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে   ঘ)১৮৮২ খ্রিস্টাব্দে 

উত্তর : ১৮৭৫ খ্রিস্টাব্দে 

১৩. ‘আন্তর্জাতিক নারীবর্ষ’ রূপে স্বীকৃতি পেয়েছে – ক) ১৯৭৫ খ্রিস্টাব্দে  খ) ১৯৮৫ খ্রিস্টাব্দে  গ)১৯৬৫ খ্রিস্টাব্দে  ঘ)১৯৯৫ খ্রিস্টাব্দে  

উত্তর : ১৯৭৫ খ্রিস্টাব্দে 

১৪. দাবা/ক্যারাম/কাবডি খেলার উৎপত্তি – ক) ইংল্যান্ডে  খ) ভারতে  গ) দক্ষিণ আফ্রিকায় ঘ) অস্ট্রেলিয়া 

উত্তর : ভারতে 

১৫. ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব হল – ক) ইস্টবেঙ্গল  খ) মোহনবাগান  গ) শোভাবাজার  ঘ) এরিয়ান স্পোর্টিং ক্লাব 

উত্তর : মোহনবাগান 

১৬. আই এফ এ  শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন – ক) শৈলেন মান্না খ)  চুনি গোস্বামী   গ)প্রসূন বন্দ্যোপাধ্যায়  ঘ) শিবদাস ভাদুড়ি

উত্তর : শিবদাস ভাদুড়ি

১৭. ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র – ক) আলম আরা খ) রাজা হরিশচন্দ্র গ) জামাইষষ্ঠী ঘ) বিল্ব মঙ্গল 

উত্তর : আলম আরা 

১৮. বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র – ক) আলম আরা খ) রাজা হরিশচন্দ্র গ) জামাইষষ্ঠী ঘ)বিল্ব মঙ্গল

উত্তর : জামাইষষ্ঠী

১৯. ভারতনাট্যম নৃত্যটি মূলত ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? 

উত্তর : তামিলনাড়ু 

২০. ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনপ্রিয়? 

উত্তর : পুরুলিয়া 

২১. ভারতের কোন রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত হয়- ক) পাঞ্জাব  খ) মহারাষ্ট্র  গ) হরিয়ানা  ঘ)গুজরাট  

উত্তর : মহারাষ্ট্র 

২২.ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল – ক) ঋকবেদ  খ) রাজতরঙ্গিনী  গ)বাঙ্গালার ইতিহাস ঘ)কলকাতার ইতিবৃত্ত 

উত্তর : রাজতরঙ্গিনী 

২৩. সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র – ক) অপুর সংসার  খ)হীরকরাজার দেশে  গ)পথের পাঁচালী  ঘ)শাখা-প্রশাখা 

উত্তর : পথের পাঁচালী 

২৪. ভাটিয়ালি সংগীত যে শ্রমজীবী জনগোষ্ঠীর কাছে বিশেষ  জনপ্রিয় – ক) কৃষক  খ)মাঝি -মাল্লা  গ) শ্রমিক  ঘ)তাঁতি 

উত্তর : মাঝি – মাল্লা 

২৫. কৌশিক বন্দ্যোপাধ্যায় যে ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত – ক) পোশাক পরিচ্ছদ  খ)খেলাধুলা  গ)খাদ্যাভ্যাস ঘ)ফটোগ্রাফি 

উত্তর : খেলাধুলা 

২৬. নাট্যচর্চা প্রথম শুরু হয়েছিল যে দেশে – ক)ইতালি৷ খ) ইংল্যান্ড  গ) গ্রিস  ঘ) ভারত

উত্তর :  গ্রিস 

২৭. ‘লেটারস  ফ্রম এ  ফাদার টু হিস ডটার’ শীর্ষক  পত্র সংকলনে মোট কয়টি স্থান পেয়েছে – ক) ২৮ খ) ২৯ গ) ৩০  ঘ)৩১ 

উত্তর : ৩০ টি 

২৮. ইন্দিরা গান্ধী কে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলি হিন্দিতে অনুবাদ করেন – ক) মুনসি প্রেমচাঁদ   খ) টেকচাঁদ ঠাকুর  গ)লালা দিনদয়াল  ঘ) কৃষ্ণকান্ত উপাধ্যায় 

উত্তর : মুনসি প্রেমচাঁদ

২৯. ‘কত্থক’ ভারতের কোন অঞ্চলের নৃত্য – ক)তামিলনাড়ু  খ)কেরালা  গ)অন্ধ্রপ্রদেশ  ঘ)উত্তর প্রদেশ 

উত্তর : উত্তর প্রদেশ 

৩০. ধুতি ও পাজামার সমন্বয়ে একটি সর্বভারতীয় পরিচ্ছদ প্রচলনের চেষ্টা করেন – ক)মলয় রায়  খ) সম্রাট আকবর  গ)জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর  ঘ)সুভাষচন্দ্র বসু 

উত্তর : জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর 

৩১. বাংলায় কীর্তন গানের প্রচার করেন – ক) শ্রীচৈতন্যদেব  খ)কৃষ্ণদাস কবিরাজ  গ)জয়দেব  ঘ)বিদ্যাপতি 

উত্তর : শ্রীচৈতন্যদেব 

৩২. ভারতীয় ফুটবলের জনক রূপে খ্যাত –  ক) পি. কে.  ব্যানার্জি৷ খ)  শৈলেন মান্না  গ)নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী  ঘ)বাইচুং ভুটিয়া 

উত্তর : নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।

ইতিহাস Class 10 Chapter 1 PDF

দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরের সাজেশন নোটটির PDF টি নিচে দেওয়া হল।

প্রথম অধ্যায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র গুলি অবশ্যই তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে।

পরের অধ্যায়ের প্রশ্ন সাজেশন লিংক 👇

Leave a Comment