সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ক্লাস 10 ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | Sanskar Boisisto Porjalochona

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং তাদের উত্তরগুলি নিচে দেওয়া হয়েছে।

ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা সাজেশনটি অভিজ্ঞ শিক্ষক দ্বারা রচিত হয়েছে। এখানে উপস্থিত অতিরিক্ত প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।

দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়: সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর

Class 10 History: Suggestion 2024
দশম শ্রেণী : ইতিহাস : দ্বিতীয় অধ্যায়
…..সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা…

শ্রেণীমাধ্যমিক দশম শ্রেণী
বিষয়মাধ্যমিক ইতিহাস
অধ্যায়দ্বিতীয় অধ্যায়- সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা
প্রশ্নের ধরণOnly সাজেশন ভিত্তিক
Targetমাধ্যমিক 2024
Created ByMoneygita Team

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 4 নম্বরের প্রশ্ন

১. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল? 

উত্তর: 

ভূমিকা:

শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিশেষত নারী শিক্ষা প্রসারের জন্য বিদ্যাসাগর আজীবন প্রচেষ্টা করে গেছেন। সেই সময় সামাজিক বিধি নিষেধ, কুসংস্কার ও জড়তার জন্য বাংলায় নারী শিক্ষার প্রসার ঘটেনি। এই বিষয়ে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

ক) বিদ্যাসাগরের উপলব্ধি: বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন নারী জাতির উন্নতি না হলে সমাজের উন্নতি হবে না। তিনি বিশ্বাস করতেন সমাজে নারীদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে হলে প্রথমে নারী জাতিকে শিক্ষিত করতে হবে।

খ) ক্যালকাটা ফিমেল স্কুল: নারীদের পাশ্চাত্য শিক্ষার আলোতে আলোকিত করার জন্য ১৮৪৯ খ্রিস্টাব্দে ”ক্যালকাটা ফিমেল স্কুল” (বর্তমানে বেথুন বালিকা বিদ্যালয়) স্থাপনের জন্য বিদ্যাসাগর ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেন সাহেবকে সাহায্য করেছেন।

গ) ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারের জন্য নিজ চেষ্টায় নদিয়া, বর্ধমান, হুগলি প্রভৃতি জেলায় ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। 

ঘ)  নারী শিক্ষা সম্মেলনী: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন স্থানে ‘নারী শিক্ষা সম্মেলনী’ স্থাপন করেছিলেন।

২. নারী সমাজের উন্নতির জন্য ‘বামাবোধিনী’ পত্রিকা কিরূপ উদ্যোগ নিয়েছিল? 

ভূমিকা:

১৮৬৩ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘বামাবোধিনী’ মাসিক পত্রিকাটির সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। এই পত্রিকাটিতে নারী সমাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হতো। নারী সমাজের উন্নতির জন্য ‘বামাবোধিনী’ পত্রিকা নানা উদ্যোগ নিয়েছিল।  যেমন:

ক) বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য:  কুসংস্কার মুক্ত করে নারীদের শিক্ষিত করে তোলায় ছিল বামাবোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য। 

খ) শিক্ষার প্রসার: নারী বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্ব, নারী শিক্ষার প্রসার, আদর্শ মায়ের গুণাবলী নিয়ে বামাবোধিনী পত্রিকায় নিয়মিত প্রকাশ করতেন। 

গ) কুসংস্কার দূরীকরণ: স্ত্রী লোকেদের মন থেকে কুসংস্কার দূর করতে, যুক্তিবাদী ও উৎকৃষ্ট মনোবৃত্তি তৈরি করতে বামাবোধিনী পত্রিকা নিয়মিত প্রকাশ করত। মেয়েদের জরতা ও দুরবস্থা কাটাতে বামাবোধিনী পত্রিকার অবদান অনস্বীকার্য। 

ঘ) নারী মর্যাদা: সমাজে নারীদের অধিকার ও মর্যাদা প্রদানের উদ্দেশ্যে বামাবোধিনী পত্রিকা প্রচার চালাতো।

৩. বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা উল্লেখ কর। 

ভূমিকা: 

বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদেশি যে কয়েকজন ব্যক্তির অবদান অনস্বীকার্য, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডেভিড হেয়ার।

ক) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা: ডেভিড হেয়ার ১৮১৭ খ্রিস্টাব্দে কলকাতায় স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন। যার মাধ্যমে তিনি ইংরেজি ভাষায় বহু পাঠ্যপুস্তক প্রকাশ করেন। 

খ) হিন্দু কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা: ডেভিড হেয়ার বিচারপতি স্যার এডওয়ার্ড হাইডকে উচ্চশিক্ষা এবং পাশ্চাত্য ভাবধারা প্রসারের উদ্দেশ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব পাঠান। যার ফলে ১৮১৭ খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। 

গ) কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা:  ১৮৩৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় ডেভিড হেয়ারের সাহায্য ছিল অন্যতম । মেডিকেল কলেজে ছাত্রদের ভর্তির জন্য তিনি তাদের উৎসাহ দিয়েছিলে।  

ঘ) হিন্দু স্কুল স্থাপন: ডেভিড হেয়ার নিজে কলকাতায় একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন যা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত।

অতিরিক্ত প্রশ্ন: 

১. হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কি ধরনের সমাজ চরিত্র পাওয়া যায়?

২. আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের গুরুত্ব। 

3. চার্লস উডের নির্দেশ নামা 

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর

প্রশ্ন মান : ২

১. ডেভিড হেয়ার ‘স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন কেন? 

উত্তর: ডেভিড হেয়ার ১৮১৭ খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন যার মাধ্যমে তিনি ইংরেজি ভাষায় বহু পাঠ্যপুস্তক প্রকাশ করে তা সুলভে বিক্রয়ের ব্যবস্থা করেছিলেন।

২. প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি ? 

উত্তর: ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ভারতে শিক্ষার জন্য বছরে দশ হাজার পাউন্ড বা এক লক্ষ টাকা ব্যয় করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই অর্থ কোন শিক্ষায় ব্যয় করা হবে তা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় যা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত। 

প্রাচ্যবাদীদের মধ্যে ছিলেন প্রিন্সেপ, কোল্ড ব্রুক, সাদারল্যান্ড,  উয়লসন প্রমুখ এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে ছিলেন সান্ডার্স, ডাফ, কলভিন, বার্ড প্রমুখ।

৩. উডের নির্দেশনামা কি? 

উত্তর: ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে শিক্ষা প্রসারের জন্য একটি সুস্পষ্ট নীতি ঘোষণা করে একটি নির্দেশ পত্র পাঠান। এটিকে উডের ঘোষণাপত্র বা নির্দেশ নামা বলে। 

৪. উডের নির্দেশ নামার সুপারিশ গুলি কি কি?  

উত্তর: উডের নির্দেশ নামার সুপারিশ :

  1. একটি স্বতন্ত্র শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা। 
  2. প্রেসিডেন্সি শহর গুলিতে অর্থাৎ কলকাতা, মাদ্রাজ ও মুম্বাইয়ের বিশ্ববিদ্যালয় স্থাপন করা। 
  3. নারী শিক্ষার প্রসার ঘটানো। 

৫. ‘নব্যবঙ্গ’ গোষ্ঠী কি বা ইয়ংবেঙ্গল আন্দোলন কি? 

উত্তর: উনিশ শতকের প্রথমার্ধে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভারতের এক তরুণ গোষ্ঠী তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই আন্দোলনের প্রেরণাদাতা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও ও তার অনুগামী ছাত্র মন্ডলী ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ নামে পরিচিত। এবং তাদের উদ্যোগে পরিচালিত আন্দোলন ‘নব্যবঙ্গ’ আন্দোলন নামে পরিচিত। 

৬. কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 

উত্তর: লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল – ভারতে ব্রিটিশ প্রশাসনে চাকরিরত যুবকদের প্রাচ্যবিদ্যা বিষয়ক জ্ঞান দান করা।  

৭. কবে কী উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি বা  Committee of Public Instruction গঠন করা হয়। 

উত্তর: ১৮১৩ খ্রিস্টাব্দে ভারতে শিক্ষার জন্য এক লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয। এই নির্দেশকে কার্যকর করার উদ্দেশ্যে ১৮২৩ খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠন করা হয়। 

৮. বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের  ভূমিকা কী?

উত্তর: হিন্দু কলেজ, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠায় সাহায্য করার সাথে তিনি হিন্দু কলেজে প্রায় ৩২ বছর আইন কানুন নির্ধারণের ভূমিকা নেন। স্ত্রী শিক্ষার প্রসারে তার প্রবল উৎসাহ ছিল। হিন্দু ছাত্রদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রায় প্রেরণা যুগিয়েছেন এবং অর্থ সাহায্য করেছেন। 

৯. হাজী মোহাম্মদ মহাসিন কে ছিলেন? 

উত্তর: দানবীর হাজী মোহাম্মদ মহাসিন ১৯৩২ খ্রিস্টাব্দে বাংলার হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন। ছিয়াত্তরের মন্বন্তরের সময় তিনি সরকারকে প্রচুর অর্থ দান করেছিলেন। তিনি কয়েকটি লঙ্গরখানা স্থাপন করেছিলেন যেখানে অসংখ্য় মানুষ দুই বেলা আহার করত।  

১০. কে কী উদ্দেশ্যে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?  

উত্তর: হেনরি লুই ভেভিয়ান ডিরোজিও ১৮২৭ খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।  জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা,  মূর্তি প্রথা প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে নিজের মতামত ব্যক্ত করতে ডিরোজিও এটি প্রতিষ্ঠা করেন। 

অতিরিক্ত প্রশ্ন :

  1. ব্রম্ভ সমাজের দুটি সংস্কার লেখ। 
  2. ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হল কেন? 
  3. মেকলে মিনিটস কী?
  4. সমাজ সংস্কারে নব্যভঙ্গ দের ভূমিকা কী। 
  5. সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য। 
  6. নববিধান কী?
  7. এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী?
  8. মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 
  9. বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? 

দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় MCQ/SAQ

MCQ: 

১. বামাবোধিনী (১৮৬৩) পত্রিকার সম্পাদক ছিলেন – a)উমেশচন্দ্র দত্ত b)শিশির কুমার ঘোষ  c)কৃষ্ণচন্দ্র মজুমদার  d)দ্বারকানাথ বিদ্যাভূষণ 

উত্তর: উমেশচন্দ্র দত্ত 

২.সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় – a)১৭১৩ খ্রিস্টাব্দে   b)১৮১৩খ্রিস্টাব্দে c)১৯১৩খ্রিস্টাব্দে    d) ১৮২৩খ্রিস্টাব্দে

উত্তর: ১৮২৩ খ্রিস্টাব্দে। 

৩. নববিধান (১৮৮০ খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠা করেছিলেন – a)দয়ানন্দ সরস্বতী  b)কেশব চন্দ্র সেন c) স্বামী বিবেকানন্দ d)মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 

উত্তর: কেশব চন্দ্র সেন। 

৪. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন – a)কালীপ্রসন্ন সিংহ  b)মাইকেল মধুসূদন দত্ত c)হরিশচন্দ্র মুখোপাধ্যায়  d)রেভারেণ্ড  জেমস লং 

উত্তর : রেভারেণ্ড  জেমস লং

৫. দাহ প্রথা রদ হয় – a)১৮২৭ খ্রিস্টাব্দে  b)১৮২৯ খ্রিস্টাব্দে c) ১৮৩০ খ্রিস্টাব্দে  d)১৮৬৫ খ্রিস্টাব্দে 

উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দে 

৬. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন – a)বিজয় কৃষ্ণ গোস্বামী b)  স্বামী বিবেকানন্দ c) শ্রীরামকৃষ্ণ  d)কেশব চন্দ্র সেন 

উত্তর: শ্রীরামকৃষ্ণ 

৭. ‘গ্রামবার্ত্তা’ প্রকাশিকা প্রকাশিত হয় – a) যশোর থেকে  b)রানাঘাট থেকে  c)কুষ্টিয়া থেকে d)বারাসাত থেকে 

৮. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল  – a)১৮৫৭ খ্রিস্টাব্দে b) ১৮৫৮ খ্রিস্টাব্দে c)১৮৫৯ খ্রিস্টাব্দে d)১৮৬০ খ্রিস্টাব্দে 

উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে 

৯. কলকাতা মেডিকেল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন- a)ডক্টর এম জে ব্রমলি  b)ডক্টর এইচ এইচ গুডিব c)ডক্টর এন ওয়ালিশ  d) ডক্টর জে গ্রান্ট 

উত্তর: ডক্টর এম জে ব্রামলি 

১০. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) কবে গঠিত হয়- a)১৮৭২ খ্রিস্টাব্দে b) ১৮৭৮ খ্রিস্টাব্দে c) ১৮৮২ খ্রিস্টাব্দে  d)১৮৯০ খ্রিস্টাব্দে 

উত্তর : ১৮৮২ খ্রিস্টাব্দে 

১১. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসমাজে যোগ দেন – a)১৮৩০ খ্রিস্টাব্দে  b)১৮৩৩  খ্রিস্টাব্দে   c)১৮৪৩ খ্রিস্টাব্দে  ১৮৫০  খ্রিস্টাব্দে 

উত্তর : ১৮৪৩ খ্রিস্টাব্দে 

১২. বাংলার নবজাগরণ ছিল- a)ব্যক্তি কেন্দ্রিক  b)প্রতিষ্ঠা কেন্দ্রিক  c) কলকাতা কেন্দ্রিক  d)গ্রাম কেন্দ্রিক 

উত্তর: কলকাতা কেন্দ্রিক 

১৩. নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল – a)নদীয়াতে  b)ঢাকায়  c)শ্রীরামপুরে  d)কলকাতায় 

উত্তর : ঢাকায়

১৪. রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন  – a)অক্ষয় কুমার দত্ত  b)দেবেন্দ্রনাথ ঠাকুর  c) রামচন্দ্র বিদ্যাভাগে  d)তারা চাঁদ চক্রবর্তী 

উত্তর : b)দেবেন্দ্রনাথ ঠাকুর

১৫.  বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র টি হল – a)সমাচার দর্পণ   b)সম্বাদ প্রভাকর   c)ব্রাহ্মণ সেবধি  d)বেঙ্গল গেজেট 

উত্তর : বেঙ্গল গেজেট 

১৬.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন – a)সৈয়দ আমির আলী  b)আব্দুল লতিফ  c)দেলওয়ার  হোসেন আহমেদ  d)সৈয়দ আহমেদ 

উত্তর:  দেলওয়ার হোসেন আহমেদ

১৭. কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক  ছিলেন – a)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  b)বিদ্যাসাগর  c)আনন্দমোহন বসু  d) আশুতোষ মুখোপাধ্যায় 

উত্তর: আশুতোষ মুখোপাধ্যায়

১৮. ‘রেনেসাঁস’ শব্দটি হল একটি – a)ইংরেজি শব্দ  b)ফরাসি শব্দ  c)ল্যাটিন শব্দ d)ইতালীয় শব্দ 

উত্তর: ফরাসি শব্দ 

১৯. উনিশ শতকের বাংলায় নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল- a)সোমপ্রকাশ পত্রিকার  b)বঙ্গদর্শন পত্রিকার  c)গ্রাম বার্ওা পত্রিকার d)বামাবোধিনী পত্রিকার 

উত্তর: বামাবোধিনী পত্রিকার 

২০. ‘যত মত তত পথ’  বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন- a)নব্য বেদান্ত বাদের আদর্শ  b) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ  c)পৌত্তলিকতার আদর্শ  d)নবজাগরনের আদর্শ 

উত্তর : সর্বধর্ম সমন্বয়ের আদর্শ  

২১. এশিয়াটিক সোসাইটি (১৭৮৪ খ্রিস্টাব্দে) তৈরি হয়েছিল – a)প্রাচ্যবিদ্যা চর্চার জন্য b) পাশ্চাত্য বিদ্যা চর্চার জন্য c)সামরিক বিদ্যা চর্চার জন্য  d)হিন্দু ইসলামিয় আইন চর্চার জন্য 

উত্তর: প্রাচ্যবিদ্যা চর্চার জন্য 

২২. উনিশ শতকে নারী শিক্ষার সঙ্গে  সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল – a)বিটন (বেথুন) স্কুল b) স্কটিশ  চার্চ স্কুল  c)হেয়ার স্কুল  d)হিন্দু স্কুল 

উত্তর : বিটন (বেথুন) স্কুল

২৩. ইয়ং বেঙ্গল বা নব্য বঙ্গ বলা হত – a)ডিরোজিও অনুগামীদের b) রামমোহনের অনুগামীদের c)রামকৃষ্ণের অনুগামীদের d)বিবেকানন্দের অনুগামীদের  

উত্তর : ডিরোজিও অনুগামীদের

২৪. প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন – a)ডেভিড হেয়ার b) টমাস ব্যাবিং টন মেকলে c)উইলিয়াম জোন্স d)চালস্ মেডকাপ 

উত্তর: উইলিয়াম জোন্স

২৫. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ একটি – a)ব্যঙ্গাত্মক নাটক  b)জীবনী মূলক  নাটক c)ধর্মীয় নাটক d)জাতীয়তাবোধ মূলক নাটক 

উত্তর : জাতীয়তাবোধ মূলক নাটক

২৬. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল – a)রাজা রামমোহন রায়  b)কালীপ্রসন্ন সিংহ  c)ডেভিড হেয়ার  d)ড্রিঙ্ক ওয়াটার বিটন 

উত্তর : কালীপ্রসন্ন সিংহ

২৭. ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত – a)দেবেন্দ্রনাথ ঠাকুর  b)রাধাকান্ত দেব c) কেশব চন্দ্র সেন  d)শিবনাথ শাস্ত্রী 

উত্তর: কেশব চন্দ্র সেন

২৮. সতীদাহের নিবারণে রামমোহন কোন প্রাচীন শাস্ত্র গ্রন্থের সাহায্য নেন – a)মনুস্মৃতি  b) পরাশর সংহিতা c) উপনিষদ  d) গীতা 

উত্তর: মনুস্মৃতি

২৯. ভারতের সতীদাহ প্রথা নিবারণ করেন – a)লর্ড ক্যানিং  b)লর্ড বেন্টিং  c)লর্ড আমহার্স্ট  d) লর্ড কর্নওয়ালিস 

উত্তর : লর্ড বেন্টিং

৩০.বিধবা বিবাহ আইন পাশ করেন –  a)লর্ড ক্যানিং b) লর্ড বেন্টিং c) লর্ড আমহার্স্ট d) লর্ড কর্নওয়ালিস 

উত্তর : লর্ড ক্যানিং

SAQ:

১. হিন্দু পেট্রিয়ট পত্রিকার বিখ্যাত সম্পাদক কে ছিলেন? 

উত্তর : হরিশচন্দ্র মুখোপাধ্যায় 

২. সতীদাহ প্রথা নিবারণের সঙ্গে কোন  ভারতীয়ের  নাম যুক্ত? 

উত্তর: রাজা রামমোহন রায় 

৩. বিধবা বিবাহ প্রচলনে বিদ্যাসাগর কোন প্রাচীন শাস্ত্রীয় গ্রন্থের সাহায্য নেন? 

উত্তর: পরাশর  সংহিতা 

৪. তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? 

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর 

৫. তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক কে  ছিলেন? 

উত্তর : দেবেন্দ্রনাথ ঠাকুর 

৬. ব্রহ্মসমাজের মুখপত্র কি ছিল? 

উত্তর : তত্ত্ববোধিনী পত্রিকা 

৭. উনিশ শতকের দ্বিতীয়ার্ধে নারী সমাজের মুখপত্র রূপে কোন পত্রিকা আত্মপ্রকাশ করেছিল? 

উত্তর: বামাবোধিনী পত্রিকা 

৮. কোন আইনে ভারতের শিক্ষা খাতে বার্ষিক  এক লক্ষ টাকা ব্যয়ের প্রস্তাব ঘোষিত হয়? 

উত্তর : ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইন। 

৯. কোন আইনের মাধ্যমে ভারতের সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? 

উত্তর: ১৭ নম্বর রেগুলেশন আইন 

১০. সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? 

উত্তর : টমাস ব্যাবিংটন মেকলে 

১১. ব্রম্ভসমাজ থেকে প্রথম কোন শাখাটির সৃষ্টি হয়? 

উত্তর : ভারতবর্ষীয় ব্রহ্মসমাজ 

১২. কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?  

উত্তর : ১৮৩৫ খ্রিস্টাব্দে 

১৩. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিং 

১৪. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কোন মহিলা স্নাতক পাস করেন? 

উত্তর : কাদম্বিনী গাঙ্গুলী বসু

৫. কলকাতা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ? 

উত্তর : লর্ড ক্যানিং 

১৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? 

উত্তর: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় 

১৭. হিন্দু কলেজের বর্তমান নাম কী?

উত্তর : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 

১৮. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : রাজা রামমোহন রায় 

১৯. আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতী 

২০. ‘সত্যার্থ প্রকাশ’ এবং ‘দেবভাষ্য’ গ্রন্থ দুটি কে রচনা করেন? 

উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতী 

২১. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : আত্মারাম পান্ডুরঙ্গ 

২২. কোন আইনের মাধ্যমে বিধবা বিবাহ প্রবর্তিত হয়? 

উত্তর : ১৫ নম্বর রেগুলেশন আইন 

২৩. কত খ্রিস্টাব্দে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়? 

উত্তর : ১৮৫৬ খ্রিস্টাব্দে 

২৪. কত খ্রিস্টাব্দে ররকি  ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়? 

উত্তর : ১৮৪৭ খ্রিস্টাব্দে 

২৫. ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? 

উত্তর : মাইকেল মধুসূদন দত্ত 

২৬. উডের ডেসপ্যাচ কোন গভর্নর জেনারেলের আমলে ঘোষিত হয়? 

উত্তর : লর্ড ডালহৌসি 

২৭. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? 

উত্তর : লর্ড ক্যানিংয়ের আমলে 

২৮. কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়? 

উত্তর : রাজা রামমোহন রায় 

২৯. শিকাগো ধর্ম সভা কবে অনুষ্ঠিত হয়? 

উত্তর : ১৮৯৩ খ্রিস্টাব্দে 

৩০. শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন? 

উত্তর : স্বামী বিবেকানন্দ 

৩১. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : স্বামী বিবেকানন্দ 

৩২. রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র কি ছিল? 

উত্তর : উদ্বোধন পত্রিকা 

৩৩. ভারতের প্রথম ‘আধুনিক মানুষ’ / ‘ভারত পথিক’ / ‘আধুনিক ভারতের ইরাসমাস’ কাকে বলা হয়? 

উত্তর : রাজা রামমোহন রায় কে 

৩৪. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? 

উত্তর : ১৭৮০ খ্রিস্টাব্দে প্রকাশিত বেঙ্গল গেজেট

৩৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? 

উত্তর: দিকদর্শন 

৩৬. শ্রীরামপুর কলেজ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : উইলিয়াম কেরি (১৮১৮ খ্রিস্টাব্দে) 

৩৭. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? 

উত্তর : বীর সালিঙ্গম কে 

৩৮. হিন্দু কলেজের একজন প্রতিষ্ঠাতার নাম লেখ? 

উত্তর : বৈদ্যনাথ মুখোপাধ্যায় 

৩৯.’ বর্ণপরিচয়’ ‘কথামালা’ ‘বোধদয়’ গ্রন্থ গুলি কার রচনা? 

উত্তর : ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

৪০. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্রাজুয়েট হন কে? 

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু 

৪১. বাউল সম্প্রদায়ের প্রবর্তক কে? 

উত্তর : লালন ফকির 

৪২. ব্রহ্ম সমাজের প্রথম সচিব বা সম্পাদক কে ছিলেন? 

উত্তর : তারা চাঁদ চক্রবর্তী 

৪৩. শব্দকল্পদ্রুম  কে রচনা করেন? 

উত্তর : সুকুমার রায় 

৪৪. কলকাতা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা কে? 

উত্তর : হেমেন হেয়ার্স উইলসন 

৪৫. হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয়? 

উত্তর : ১৮৫৩ খ্রিস্টাব্দে 

৪৬. ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : রাজা রাধাকান্ত দেব 

 ৪৭. ইয়ং বেঙ্গল গোষ্ঠীর একটি মুখপত্রের নাম কর

উত্তর : পার্থেনন  

৪৮. ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? 

উত্তর : হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওর অনুগামীদের 

৪৯. মেট্রোপলিটন কলেজ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

৫০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য কে জমি দান করেন? 

উত্তর : দার ভাঙ্গার মহারাজা মহেশ্বর সিং বাহাদুর। 

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা PDF

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে সাজেশন ভিত্তিক নোটের PDF টি নিচে দেওয়া হল। 

পরের অধ্যায়ের প্রশ্ন সাজেশন লিংক 👇

Leave a Comment