গীতার জ্ঞান সর্বপ্রথম কে পেয়েছিলেন?- জানুন

গীতার জ্ঞান সর্বপ্রথম কে পেয়েছিলেন?

উত্তর: গীতার জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব পেয়েছিলেন।

আপনারা সবাই হয়তো ভগবত গীতা সম্পর্কে জানেন বা শুনেছেন। আপনার মনে একটা কৌতুহল জিজ্ঞাসা জাগতে পারে- গীতার জ্ঞান সর্বপ্রথম কে পেয়েছিলেন? 

ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম গীতার জ্ঞান অর্জুনকে দেয় নি। গীতার জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব পেয়েছিলেন। এর প্রমাণ স্বয়ং শ্রীমদ্ভাগবত গীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন গীতার জ্ঞান দেয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন-

তোমার আগে আমি গীতার জ্ঞান সূর্যদেবকে দিয়েছি। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ কে প্রশ্ন করেন- সূর্যদেব তো অতি প্রাচীন দেবতা আর আপনি এখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন তাহলে আপনি কি করে গীতার জ্ঞান সূর্যদেবকে দিয়েছেন। 

এই প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝায় তোমার পূর্বে অনেক জন্ম হয়েছে, আমারো পূর্বে অনেক জন্ম হয়েছে। তুমি সাংসারিক মায়াতে বাধা থাকায় এর জ্ঞান তোমার নেই আমি সাংসারিক মায়ায় বাধিতো নয় এবং আমার ঈশ্বরত্ব প্রাপ্ত রয়েছে তাই আমার মনে আছে।

গীতার জ্ঞান সর্বপ্রথম কে পেয়েছিলেন?

 সুতরাং শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব পেয়েছিলেন।

Leave a Comment