প্রধান বিষয়: ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস ও ডব্লিউবিসিএস এক্সাম প্যাটার্ন, WBCS Prelims syllabus, WBCS mains syllabus, WBCS Syllabus in Bengali।
পশ্চিমবঙ্গের বহু শিক্ষার্থীর ইচ্ছে ডাবলু বি এস পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি পোস্টের উচ্চ পদে নিযুক্ত হওয়ার। এই ডব্লিউবিসিএস অনেকেরই স্বপ্ন। আজ আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং WBCS সিলেবাস (WBCS Syllabus in Bengali)। সাথে WBCS পরীক্ষা প্রস্তুতির জন্য নীচে একটি Book suggest করা হয়েছে।
কোনো পরীক্ষা দিতে হলে সেই পরীক্ষা সম্পর্কে জেনে নেওয়াটা খুবই জরুরী ডব্লিউবিসিএস পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, ডাবলু বি এস পরীক্ষার সিলেবাস? ডব্লিউ বিসিএস এক্সাম প্যাটার্ন কি? সেই পরীক্ষায় কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? কিভাবে পরীক্ষাটি হয়? পরীক্ষার নম্বর কত? পরীক্ষার কাট অফ কত?
এরকম বিভিন্ন রকম বিষয় জেনে নেওয়াটা খুব প্রয়োজন। কারণ সঠিক তথ্য জানা থাকলে তবেই পরীক্ষা দিতে সুবিধা হয়। যেহেতু পশ্চিমবঙ্গের বহু শিক্ষার্থীর স্বপ্ন WBCS officer এবং এই পরীক্ষাতে প্রচুর পরীক্ষার্থীরা ফরম ফিলাপ করে থাকে এবং পরীক্ষায় বসে থাকে।
সেহেতু এই পরীক্ষাটিতে কম্পিটিশন বেশি হয়, তাই সহজেই পরীক্ষাটি ক্রাক করাটা খুবই কঠিন। তবে চিন্তা করার কোনো বিষয় নেই কারণ সঠিক তথ্য জানা থাকলে এবং সঠিক অনুশীলন, পরিশ্রম ইত্যাদি আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে।
তাই আপনাদের আগে জেনে নিতে হবে WBCS Exam টি মূলত তিনটি ধাপে হয়ে থাকে।
- Prelims Exam
- Mains Exam
- Interview
প্রথমে, প্রিলিমস পরীক্ষা এটি একটি নির্বাচনী পরীক্ষা। এর পর মেইন পরীক্ষা, এই পরীক্ষাটি ডব্লিউ বিসিএস এর ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ এই পরীক্ষাটির দ্বারাই আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হয়।
এই দুটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হতে পারলেই তবে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এটিতে নির্বাচিত হতে পারলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন । হয়ে যাবেন WBCS Officer ।
তাই আপনাদের জেনে নিতে হবে যে কিভাবে পড়াশোনা করতে হবে? কি কি সিলেবাস রয়েছে? এবং কি কি বিষয়ে আপনাদের পড়তে হবে? এসব আলোচনা করা হবে ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন, ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস – এ।
চলুন তাহলে জেনে নিন WBCS এক্সাম প্যাটার্ন এবং WBCS পরীক্ষার সিলেবাস আগে জেনে নিন ডব্লিউবিসিএস কি?
Table of Contents
WBCS কি:
ডব্লিউ বি সি এস এর ফুল ফর্ম হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এই পরীক্ষাটি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সিভিল সার্ভিস দ্বারা পরিচালিত হয়। ডব্লিউবিসিএস পরীক্ষায় চার প্রকার WBCS Officer নির্বাচন করা হয়। এগুলো হল – Group-A , Group-B, Group-C, Group -D।
WBCS পরীক্ষার মাধ্যমে এই চার প্রকার WBCS অফিসার চয়ন করা হয়। WBCS পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের Post name গুলি নিচে দেওয়া হলো-
Sl No. | Post Name | Group Name |
1 | West Bengal Civil Service Executive | Group A |
2 | Assistant Commissioner of Revenue Service | Group A |
3 | West Bengal Co-operative Service | Group A |
4 | West Bengal Labour Service | Group A |
5 | West Bengal Food and supplies Service | Group A |
6 | West Bengal Employment Service | Group A |
7 | West Bengal Police Service ( DSP & SAP) | Group B |
8 | West Bengal Correctional Home Service. | Group C |
9 | Joint Block Development Officer (joint BDO) | Group C |
10 | Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices | Group C |
11 | West Bengal Junior Social Welfare Service | Group C |
12 | Assistant Canal Revenue Officer | Group C |
13 | West Bengal Subordinate Land Revenue Service, Grade – l | Group C |
14 | Assistant Commercial Tax Officer | Group C |
15 | Chief Controller of Correctional Service | Group C |
16 | Assistant Canal Revenue Officer (Irrigation) | Group C |
17 | Inspector of Co-operative Societies. | Group D |
18 | Panchayat Development Off | Group D |
19 | Rehabilitation Officer. | Group D |
এই পদগুলিতে নিযুক্ত হতে পারবেন এই পদ গুলি পশ্চিমবঙ্গের সম্মানীয় পদ। সমাজের উন্নতি সাধন করতে পারবেন এই পদের অফিসাররা ।
এটি সাধারণত পরিচালিত হয় WBPCS (WEST BENGAL PUBLIC CIVIL SERVICE) দ্বারা।
WBCS exam pattern এবং WBCS Syllabus আলোচনা করার আগে WBCS এক্সাম প্যাটার্ন সম্পর্কে আপনাদের একটি ধারণা হওয়া প্রয়োজন- ডব্লিউবিসিএস পরীক্ষা সম্পর্কে।
ডব্লিউবিসিএস পরীক্ষাটি প্রত্যেক বছর WEST BENGAL PUBLIC SIVIL SERVICE দ্বারা পরিচালিত হয়। যেহেতু এটি প্রত্যেক বছর আয়োজন করা হয় তাই আপনারা দুবছর কিংবা তিন বছর ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন এবং পরীক্ষায় বসতে পারবেন।
ভালো প্রস্তুতি অনুশীলন এবং কঠোর পরিশ্রমী ডব্লিউ বিসিএস পরীক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পরীক্ষার মধ্যে খুব কম্পিটিশন লক্ষ্য করা যায়। যা বাকি সাধারণ পরীক্ষা গুলো থেকে পুরোপুরি আলাদা। যেকোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে পারলে তবেই আপনাকে WBCS exam in Bengali দেওয়ার জন্য যোগ্য বলে মনোনীত করা হবে।
যেকোনো বিষয়ে অনার্স-পাশ যাই হোক না কেন কিংবা পলিটেকনিক, মেডিকেল, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, যে স্ট্রিমেই আপনারা পড়াশোনা করে থাকুন না কেন গ্রাজুয়েশনে উত্তীর্ণ হতে পারলেই আপনারা সকলেই এই পরীক্ষাটি তে বসতে পারবেন। WBCS পরীক্ষার মাধ্যমে চার রকমের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার নির্বাচন করা হয়,
গ্রুপ – A, গ্ৰুপ – B, গ্ৰুপ – C, এবং গ্ৰুপ – D
WBCS পরীক্ষার preparation এর জন্য একটি ভালো বুক suggest করা হলো। যা পরীক্ষার question pattern কে বুঝতে আপনাদের HELP করবে এবং এই বইটিতে previous year এর question paper (with solutions) রয়েছে।
ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস
এবারে আমরা আলোচনা করব WBCS পরীক্ষার সিলেবাস সম্পর্কে:
ডব্লিউবিসিএস পরীক্ষায় মোট তিনটি ধাপ, যথা-
- প্রেলিমস পরীক্ষা
- মেইন্স পরীক্ষায়
- Interview
WBCS Prelims syllabus in Bengali
প্রথম পরীক্ষা হল প্রেলিমস পরীক্ষা এটি একটি নির্বাচনী পরীক্ষা। এই পরীক্ষায় প্রাপ্ত নাম্বার আপনাদের মেরিট লিস্ট এর সঙ্গে যুক্ত হয় না তবে এটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই পরীক্ষায় নির্বাচিত হতে পারলে তবেই আপনারা মেন্স পরীক্ষার জন্য বসতে পারবেন।
আসলে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি পরিমাণে থাকার জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে মূলত বাছাই করা হয়। এই পরীক্ষায় কাট অফ এর মান খুব বেশি। কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে পরীক্ষার্থীর সংখ্যা কয়েক লক্ষ হয়ে থাকে।
কিন্তু মেইন্স পরীক্ষার জন্য মাত্র কয়েক হাজার পরীক্ষার্থীদের কেই ডাকা হয় অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রেলিমস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেইন্স পরীক্ষায় বসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। এরপরে আসি মেইন্স পরীক্ষা নিয়ে।
WBCS mains syllabus in Bengali
এরপর মেইন্স পরীক্ষা। নির্বাচিত পরীক্ষার্থীরা বসতে পারেন এই পরীক্ষায় ছটি সাধারণ বা জেনারেল পেপার থাকে এবং একটি অপশনাল বিষয়ে দুইটি পেপার থাকে। অপশনাল পেপার দুটি মূলত Group A এবং B অফিসারদের জন্য। যদি আপনি group C অফিসার হতে চান তাহলে আপনাদের এই অপশনাল পেপার নিতে হয় না।
Group C এবং Group D এর ক্ষেত্রে এই পেপারে পরীক্ষা দিতে হয় না। অর্থাৎ Group A এবং Group B পরীক্ষার্থীদের মোট আটটি পেপারে পরীক্ষা দিতে হয় এবং Group C এবং Group D পরীক্ষার্থীরা ছটি পেপারে পরীক্ষা দেয়। প্রত্যেকটা পেপারে ২০০ নম্বর থাকে এবং প্রত্যেক পেপারে সময় থাকে তিন ঘন্টা। আসুন আলোচনা করি প্রেলিমস পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে:
ডব্লিউবিসিএস প্রেলিমস এক্সাম প্যাটার্ন
এই পরীক্ষায় একটি জেনারেল পেপার থাকে। এই পেপারটি সমাধান করার জন্য আপনি সময় পাবেন ২ ঘন্টা ৩০ মিনিট। এবং পরীক্ষায় মোট নম্বর হল 200। এই পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, ভারতীয় রাজনীতি ও অর্থনীতি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং রিজনিং থাকে। প্রতি বিষয়ে ২৫ নম্বর করে প্রশ্ন থাকে।
Sl No. | বিষয় | প্রশ্নের মান | প্রশ্ন সংখ্যা |
1 | ইংরেজি | 25 | 25 |
2 | General Science | 25 | 25 |
3 | ইতিহাস | 25 | 25 |
4 | ভূগোল | 25 | 25 |
5 | ভারতীয় রাজনীতি ও অর্থনীতি | 25 | 25 |
6 | ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট | 25 | 25 |
7 | Current events of National & International Importance | 25 | 25 |
8 | General Mental Ability | 25 | 25 |
– | Total | 200 | 200 |
প্রিলিমিনারি বা প্রিলিমস পরীক্ষার কাট অফ প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এই বৃদ্ধি মূলত নির্ভর করছে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে তার ওপর। যত বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবে তার কাট অফের পরিমাণ তত বাড়বে।
কারণ নির্দেশনা অনুযায়ী কয়েক লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে মাত্র কয়েক হাজার জন মেইন্সে বসতে পারে তাই তার ওপর নির্ভর করে কাট অফ করা হয়। বিগত কয়েক বছরের কাট অফ এর সম্পর্কে একটি ধারণা দেওয়া হলো।
কাট অফ
- ২০১৭ বছরে কাট অফ ছিল ৮৯
- ২০১৮ বছরে কাট অফ ছিল ৯৭
- ২০১৯ বছরে কাট অফ ছিল ১০৫
- ২০২০ বছরে কাট অফ ছিল ১২৭
- ২০২১ বছরে কাট অফ ছিল ১২১
এবারে আমরা আসি পরবর্তী ধাপে মেইন্স পরীক্ষা নিয়ে।
ডব্লিউবিসিএস mains এক্সাম প্যাটার্ন:
মেইন্স পরীক্ষায় ছটি জেনারেল পেপার থাকে এবং একটি অপশনাল সাবজেক্ট থাকে অপশনাল সাবজেক্টের দুটি পেপার হয়। তবে মেইন্স পরীক্ষায় অপশনাল সাবজেক্ট শুধুমাত্র গ্রুপে- A এবং গ্রুপ-B দের জন্য। অতএব গ্রুপ -A গ্রুপ -B গ্রুপ -C এবং গ্রুপ -D পরীক্ষার্থী দের ৬ টি জেনারেল পেপারে পরীক্ষা দেবে তবে শুধুমাত্র A এবং B গ্রুপের ক্ষেত্রে অপশনাল পেপারে পরীক্ষা দিতে হবে এবং গ্রুপ -C এবং গ্রুপ -D পরীক্ষা দিতে হবে না। প্রতিটি পেপারে ২০০ নাম্বার করে থাকে । অতএব ৬ টি পেপারে মোট ১২০০ নাম্বার। গ্ৰুপ- A এবং গ্ৰুপ- B ক্ষেত্রে ৮ টি পেপারে, প্রতিটিতে ২০০ নম্বর করে মোট ১৬০০ টাকা থাকে।
নীচের তালিকায় মেইন্স এক্সাম প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে:
Group-A এবং Group-B | Group-C এবং Group-D |
৬টি জেনারেল পেপার। | ৬টি জেনারেল পেপার। |
১টি অপশনাল বিষয়ে ২ টি পেপার। | অপশনাল পেপার থাকে না |
মোট প্রাপ্ত নম্বর:
মোট প্রাপ্ত নম্বর প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে নিচে তা বলা হলো।
Group | Group-A এবং Group-B | Group-C এবং Group-D |
মোট নম্বর: | ১৬০০ | ১২০০ |
পেপার | ( ৮ টি পেপারে প্রতিটিতে ২০০ নম্বর করে) | (৬টি পেপারে প্রতিটিতে ২০০ নম্বর করে) |
মোট প্রাপ্ত সময়: | প্রতি পেপারে ৩ ঘন্টা করে। | প্রতি পেপারে ৩ ঘন্টা করে। |
ডব্লিউবিসিএস মেইন্স পরীক্ষার সিলেবাস:
নীচে মেন্স পরীক্ষার পেপার এ কি কি বিষয় থাকে সেই সম্পর্কে বিস্তারিতভাবে একটি আলোচনা করা হলো।
পেপার ১:
- মাতৃভাষা( বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি)
- পত্র লিখন(১৫০ টি শব্দ),
- প্রতিবেদন (২০০ টি শব্দ),
- সারাংশ বা সারসংক্ষেপ লিখন,
- অনুবাদ (ইংরেজি থেকে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি তে অনুবাদ) ।
পেপার ২:
- ইংরেজি।
- Letter Writing (within 150 words),
- Report Writing (within 200 words),
- Precise composition
- and Translation from Bengali/Hindi/Urdu/Nepali/Santali to English.
পেপার ৩:
- জেনারেল স্টাডিজ ১
- ১.ভারতীয় ইতিহাস ও বিশেষ করে জাতীয় আন্দোলন।
- ২.ভারতীয় ভূগোল,
- বিশেষ করে পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিবেশ।
পেপার ৪:
- জেনারেল স্টাডিজ ২
- বৈজ্ঞানিক,
- টেকনোলজিক্যাল এডভান্সমেন্ট,পরিবেশ,
- জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান,
- কারেন্ট অ্যাফেয়ার্স।
পেপার ৫:
- ভারতীয় সংবিধান,
- ভারতীয় অর্থনীতি,
- ভারতের রাজনীতি এবং রিজার্ভ ব্যাঙ্ক এর কাজ বা ফাংশন।
পেপার ৬:
- গণিত এবং রিজনিং।
WBCS Syllabus in Bengali – Mains পরীক্ষার অপশনাল বিষয়
এবারে আসি, অপশনাল বিষয়গুলো নিয়ে, আগেই বলেছি , অপশনাল বিষয়গুলো শুধুমাত্র গ্ৰুপ- A এবং গ্ৰুপ-B দের জন্য।
Sl No. | অপশনাল বিষয় |
১. | বাংলা |
২. | হিন্দি |
৩. | সংস্কৃত |
৪. | ইংরেজি |
৫. | পালি |
৬. | আরবিক |
৭. | পারসি |
৮. | ফারসি |
৯. | উর্দু |
১০. | সাঁওতালি |
১১. | এগ্রিকালচার |
১২. | অ্যানিম্যাল হাজবেন্ডারী ও ভেটেরিনারি সায়েন্স |
১৩. | এন্ড্রোলজি |
১৪. | বোটানি |
১৫. | কেমিস্ট্রি |
১৬. | সিভিল ইঞ্জিনিয়ারিং |
১৭. | কমার্স এন্ড একাউন্টান্সি |
১৮. | কম্পিউটার সাইন্স |
১৯. | ইকোনমিক্স |
২০. | ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং |
২১. | ভূগোল |
২২. | ইতিহাস |
২৩. | ম্যানেজমেন্ট |
২৪. | আইন |
২৫. | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং |
২৬. | মেডিকেল |
২৭. | গণিত |
২৮. | সাইকোলজি |
২৯. | পলিটিক্যাল সাইন্স |
৩০. | ফিজিওলজি |
৩১. | সোশিওলজি |
৩২. | জুলজি |
৩৩. | স্ট্যাটিসটিক্স |
৩৪. | পদার্থবিদ্যা |
৩৫. | দর্শন |
এগুলোর মধ্যে একটি অপশনাল বিষয় নির্বাচন করতে হবে। নির্বাচিত অপশনাল বিষয়টিতে দুটি পেপারে পরীক্ষা দিতে হবে এবং প্রতিটি পেপারে ২০০ করে মোট ৪০০ নম্বর থাকে।
WBCS ইন্টারভিউ:
এবারে আসি ডাবলু বি সি এস পরীক্ষার সর্বশেষ ধাপে। প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আসে মেইন্স পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য আহবান জানানো হবে। এই ইন্টারভিউ এর ক্ষেত্রেও প্রতি গ্রুপের জন্য আলাদা আলাদা নম্বর বিভাজন হয়ে থাকে।
নম্বর বিভাজন
এই নম্বর বিভাজন টি হল নিম্নরূপ:
Group- A এবং Group- B | Group- C | Group- D |
ইন্টারভিউ স্কোর: ২০০ | ইন্টারভিউ স্কোর: ১৫০ | ইন্টারভিউ স্কোর: ১০০ |
অতএব উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে WBCS পরীক্ষায় প্রতিটি গ্ৰুপের মোট নম্বর এক নয়। প্রত্যেকের নম্বর ভিন্ন। তবে গ্ৰুপ- A এবং গ্ৰুপ-B এর অপশনাল বিষয়ে অপেক্ষাকৃত কম নম্বর হলে আপনাদের গ্ৰুপ- C বা গ্ৰুপ- D এর জন্য বিবেচিত করা হবে। যদিও বা পুরোটাই নির্ভর করছে WBPCS (WEST BENGAL PUBLIC CIVIL SERVICE) এর উপর।
যোগ্যতা:
- পশ্চিমবঙ্গবাসী হতে হবে।
- গ্রাজুয়েশন পাশ হতে হবে।(যেকোনো বিষয়ে )
- বাংলায় কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে।
বয়সসীমা:
এবারে দেখে নিন বয়সসীমা। গ্রুপ- A এর ক্ষেত্রে বয়সসীমা হল:
Category | Group- A এর ক্ষেত্রে বয়সসীমা |
জেনারেল | ২১ বছর থেকে ৩৬ বছর। |
SC Category | ২১ বছর থেকে ৪১ বছর। |
OBC Category | ২১ বছর থেকে ৩৯ বছর। |
PWD | ২১ বছর থেকে ৪৫ বছর। |
গ্রুপ- B বয়সসীমা
Category | Group- B এর ক্ষেত্রে বয়সসীমা |
জেনারেল | ২0 বছর থেকে ৩৬ বছর। |
SC Category | ২০ বছর থেকে ৪১ বছর। |
OBC Category | ২০ বছর থেকে ৩৯ বছর। |
উচ্চতা: | ছেলেদের -১৬৫ সেমিমেয়েদের-১৫০ সেমি |
PWD | এক্ষেত্রে PWD রা আবেদন করতে পারবেন না। |
গ্রুপ- C বয়সসীমা
Category | Group- C এর ক্ষেত্রে বয়সসীমা |
জেনারেল | ২১ বছর থেকে ৩৬ বছর। |
SC Category | ২১ বছর থেকে ৪১ বছর। |
OBC Category | ২১ বছর থেকে ৩৯ বছর। |
PWD | ২১ বছর থেকে ৪৫ বছর। |
গ্রুপ- D বয়সসীমা
Category | Group- D এর ক্ষেত্রে বয়সসীমা |
জেনারেল | ২১ বছর থেকে ৩৯ বছর। |
SC Category | ২১ বছর থেকে ৪৪ বছর। |
OBC Category | ২১ বছর থেকে ৪2 বছর। |
PWD | ২১ বছর থেকে ৪৫ বছর। |
উপরের সমস্ত তথ্যগুলি থেকে আশা করা যায় আপনারা সমস্ত বিষয়টিকে সম্পূর্ণরূপে অধ্যায়ন করতে পেরেছেন এবং এই পোস্টটি আপনাদের উপকৃত করেছে। এই পোষ্টের মাধ্যমে আমরা ডব্লিউবিসিএস এক্সাম প্যাটার্ন এবং ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস (WBCS syllabus in Bengali) সম্পর্কে খুঁটিনাটি তথ্য আলোচনা করেছি।
তবে প্রকৃতপক্ষে ডাবলু বি সি এস পরীক্ষার বিশেষ কোনো সিলেবাস হয়না, বিগত কুড়ি বছরের প্রশ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে ডব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস সম্পর্কে বা ডব্লিউবিসিএস পরীক্ষায় কিভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে তা আপনারা বুঝতে পারবেন।
এই পোষ্টের মাধ্যমে আমরা যথাসাধ্য সঠিক এবং বিস্তারিত আলোচনা করেছি: ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস and ডব্লিউবিসিএস এক্সাম প্যাটার্ন। নিশ্চয়ই আপনারা এই পোষ্টের মাধ্যমে আপনাদের জিজ্ঞাসা বা মনের মধ্যে থাকা কৌতুহল নিরূপণ করতে পেরেছেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ।
অন্যান্য বিষয় পড়ুন-
Q) WBCS Prelims syllabus কি?
WBCS পরীক্ষায় Prelims syllabus গুলি হলো- ইংরেজি, General Science, ইতিহাস, ভূগোল, ভারতীয় রাজনীতি ও অর্থনীতি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, Current events of National & International Importance, General Mental Ability।
Q) WBCS Mains syllabus কি?
WBCS এর সিলেবাসে Mains পরীক্ষায় ছটি compulsory সাবজেক্ট পেপার থাকে এবং দুটি optional সাবজেক্ট পেপার থাকে। ছটি compulsory সাবজেক্ট গুলি হল………….
Q) WBCS exam এর registration fees কত?
WBCS exam এর application form এর fees হলো 210 টাকা (General/OBC category)।
Q) WBCS exam এ কি negative marking প্রযোজ্য?
হ্যাঁ। Objective type পরীক্ষায় negative marking প্রযোজ্য হয়ে থাকে।
আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।