সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা ও পড়ার খরচ (২০২৪)

একজন নার্স বা সেবিকার সত্যি এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমাজসেবার ক্ষেত্রে। যদি আপনিও নার্স হতে চান কিংবা বর্তমানে নার্সিং এর ক্ষেত্রে নার্সিং পেশাটি আপনাদের ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নিতে পারেন। আপনার যদি দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং 17 থেকে 35 বছরের মধ্যে বয়স হযে থাকে এবং ইচ্ছুক থাকেন তাহলে আপনিও নার্সিং পড়তে পারেন ।

তবে অনেকে ভাবছেন যে আমিতো সাইন্সের student না নার্সিং পড়তে গেলে পরে সাইন্সের প্রয়োজন আছে কি না? কারণ এটি একটি সাইন্স সম্পর্কিত পড়াশোনা কিংবা এই পথ অনুসরণ করার জন্য সাইন্স পড়াটা অত্যন্ত দরকারি বলে মনে হয়ে থাকে।

আসলে নার্সিং পড়তে গেলে সাইন্স বিষয়টি থাকা জরুরি তবে বর্তমানে আর্টস, কমার্স, বায়ো সাইন্স নিয়ে পড়া শিক্ষার্থীরাও পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং নার্সিং পড়ার সুযোগ পেতে পারেন । বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি নার্সিং তিন প্রকার যথা:

  1. ANM নার্সিং
  2. GNM নার্সিং
  3. BSC নার্সিং

তাহলে জেনে নেওয়া যাক  ANM নার্সিং, GNM নার্সিং এবং BSC নার্সিং আসলে কি? 

বিষয়ANM নার্সিংGNM নার্সিংB.Sc নার্সিং
Genderকেবল মেয়েদের জন্যছেলে মেয়ে উভয়কেবল মেয়েদের জন্য
Stream:আর্টস/সাইন্স/কমার্স উভয়আর্টস/সাইন্স/কমার্স উভয়ফিসিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইংলিশ থাকতে হবে
বয়স:17 থেকে 35 বছর17 থেকে 35 বছর17 থেকে 35 বছর
এলাকা:পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবেশহর ও গ্রাম উভয়শহর ও গ্রাম উভয়
কোর্সের সময়:২ বছর৩ বছর৪ বছর
কলেজ সংখ্যা:১৩ টি সরকারি কলেজ রয়েছে, প্রাইভেট কলেজ নেই৪৩ টি সরকারি কলেজ ও পাশাপাশি প্রাইভেট কলেজ রয়েছে26 টি সরকারি কলেজ ও 60 টি প্রাইভেট কলেজ
সিট সংখ্যা:টোটাল ৯৬০টিটোটাল ২৫৬৭টিটোটাল 1840টি সরকারি সিট
Entrance Exam:WBJEEB ANM(R) & GNMWBJEEB ANM(R) & GNMWBJEEB JENPAS UG 2024
Exam Date:14th July 2024 (Sunday).14th July 2024 (Sunday).30th June 2024 (Sunday).
Form Fill-up Date: Feb/March 2024th Feb/March 2024th Feb/March 2024th
কোর্স খরচ:No Admission and Hostel fees (Depent on college)No Admission and Hostel fees (Depent on college)No Admission and Hostel fees (Depent on college)
অফিসিয়াল ওয়েবসাইট: (https://wbjeeb.nic.in/anm-gnm)(https://wbjeeb.in/anm-gnm)(https://wbjeeb.nic.in/anm-gnm)(https://wbjeeb.in/anm-gnm)( https://wbjeeb.nic.in/jenpas-ug/ ) (https://wbjeeb.in/jenpas-ug/)
Salary:Appx 26,834.00 Appx 38,000.00UP to 40,000.00 (Central/Military/Teacher/M.sc)

Table of Contents

নার্সিং পড়ার যোগ্যতা

নার্সিং পড়ার প্রধান যোগ্যতা হল সর্বনিম্ন ১৭ বছর বয়স হতে হবে সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য HS পরীক্ষায় ৪০ শতাংশ টোটাল মার্কস পেতে হবে BS.c দের জন্য সাইন্স স্ট্রিমে ৪০% শতাংশ নাম্বার পেতে হবে আরেকটি প্রধান যোগ্যতা ANM & GNM দের জন্য বাংলা অথবা নেপালি ভাসায় লিখতে ও পড়তে জানতে হবেনিচে ANM, GNM, BS.c নার্সিংয়ের যোগ্য়তা বিস্তারিত আলোচনা করা হলো

 ANM সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা

ANM নার্সিং এর পুরো নাম হল Auxiliary Midwifery নার্সিং। এটি মূলত পঞ্চায়েত এলাকার মেয়ে কিংবা মহিলাদের জন্য। এই কোর্সটি 2 বছরের একটি ডিপ্লোমা কোর্স। সাইন্স /আর্টস/ কমার্স যেকোন বিভাগের শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই এই কোর্সটির জন্য আবেদন করতে পারে। 

Course NameANM(R) নার্সিং
Requirement 1অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। 
Requirement 2 কেবলমাত্র মহিলাদের জন্য।
Requirement 3বাংলা অথবা নেপালি ভাষার মধ্যে যেকোনো একটি ভাষাতে লিখতে ও পড়তে জানতে হবে।
Requirement 4পঞ্চায়েত এলাকায় বসবাস করতে হবে।
Requirement 5Medically fit হতে হবে।
Marksউচ্চ মাধ্যমিকে (সায়েন্স/ আর্টস/কমার্স) পরীক্ষায় total ৪০ শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সবয়স 17-35 বছর হতে হবে। 

এই নার্সিং কোর্স টি শুধুমাত্র মেয়ে কিংবা মহিলাদের জন্য। এই কোর্সটি করার জন্য শিক্ষার্থীকে অবশ্যই পঞ্চায়েত এলাকার স্থায়ী বসবাসকারী হতে হবে। পৌরসভায় থাকা কোন শিক্ষার্থী এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না।

এই নার্সিং পড়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দিষ্ট পরীক্ষার আয়োজন করেছেন এই পরীক্ষাটির মাধ্যমে নির্বাচিত পরীক্ষার্থীরা সরকারি ভাবে ANM নার্সিং পড়ার সুযোগ পেয়ে থাকে। এ পরীক্ষাটি হল WBJEEB ENTRANCE EXAMINATION। এবার আমরা জানবো GNM নার্সিং কি? 

Also Read: ANM Nursing Government Colleges in West Bengal.

GNM সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা

GNM নার্সিং এর পুরো নাম হল General Nursing and Midwifery। এটি ৩ বছর ৬ মাসের ডিপ্লোমা কোর্স। ৬ মাসের একটি ইন্টার্নশিপ কোর্স থাকে। জি এন এম নার্সিং এর ক্ষেত্রে শিক্ষার্থী পৌরসভা, পঞ্চায়েত যেকোনো এলাকারই হোক না কেন এই নার্সিং পড়ার জন্য আবেদন করতে পারে।

 এবং এর আরেকটি বিশেষত্ব হলো এই নার্সিং পড়ার জন্য ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারে। শিক্ষার্থীকে (সাইন্স/ কমার্স /আর্টস) এই তিনটি এর ছাত্র ছাত্রি আবেদন করতে পারে। উচ্চমাধ্যমিকে ৪০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। 

Course NameGNM নার্সিং
Requirement 1পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Requirement 3Medically ফিট হতে হবে।
Marksউচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় total ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
Genderছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারে। 
বয়সশিক্ষার্থীর বয়স 17 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 
Requirement 2বাংলা অথবা নেপালি ভাষার মধ্যে যেকোনো একটি ভাষাতে লিখতে ও পড়তে জানতে হবে।

ANM নার্সিং এর ন্যায় GNM নার্সিং এর ক্ষেত্রেও একটি  প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। এটি WBJEEB GNM NURSING ENTRANCE EXAMINATION নামে পরিচিত। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারিভাবে এই কোর্স করার সুযোগ পেয়ে থাকে। এবারে আসি BSC নার্সিং এর আলোচনায়। 

Also Read: GNM Nursing Government Colleges in West Bengal.

BS.c সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা

বিএসসি নার্সিং হলো এএনএম এবং জি এন এম নার্সিং এর তুলনায় অনেক গুণ বৃহত্তর এটি নার্সিং কোর্স। এই কোর্সটি করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই বিজ্ঞান বিভাগের(Science) ছাত্রী হতে হবে এবং তার মূল বিষয় হিসেবে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান টেকনোলজি থাকতে হবে।

এই নার্সিং কোর্সটি চার বছরের একটি  স্নাতক কোর্স। এই কোর্স টির পুরো নাম হলো Bachelor of Science in Nursing। এই কোর্স টি কমপ্লিট করার পর আপনার Bachelor degree পাবেন।

Course NameBSc নার্সিং
Requirement 1পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
Gender (Female)Government কলেজে BS.c nursing course কেবল মহিলারাই করতে পারবে।
Gender (Male)Pvt. কলেজে BS.c nursing course পুরুষ ও মহিলা উভয় করতে পারবে।
Marksউচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। 
Streamশিক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের ছাত্রী হতে হবে এবং পদার্থবিদ্যা, রসায়ন, বায়োলজি প্রধান বিষয় হতে হবে। 
বয়সপরীক্ষার্থীর বয়স অবশ্যই 17 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 
Total MarksGeneral এবং EWS দেড় জন্য 45%.
SC/ST/OBC-A/OBC-B/PwD দেড় জন্য 40%.

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিএসসি নার্সিং পড়ার জন্য একটি প্রবেশিকা পরীক্ষা চালু করা হয়েছে। এই পরীক্ষাটি হলো JENPAS ENTRANCE EXAMINATION। এই পরীক্ষার দ্বারা নির্বাচিত student সরকারিভাবে এই কোর্সটি করতে পারবেন। 

নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিতে নিচে 2 টি Book suggest করা হলো, যা Question pattern কে বুঝতে এবং পরীক্ষার প্রশ্নগুলি common পেতে সাহায্য করবে।

Book Img

Book Name

Price

A.N.M & G.N.M Guide Book

WBJEEB JENPAS - UG Guide Book

Also Read: BS.c Nursing Government Colleges in West Bengal

সরকারি ডিপ্লোমা (ANM & GNM) নার্সিং পড়ার খরচ

সরকারিভাবে নার্সিং পড়ার খরচ বলতে Admission করতে কোন টাকা লাগে না। নার্সিং পড়ার জন্য যে খাতা, বই, instrument গুলি কিনতে হয় তা student দের নিজের খরচ নিজস্ব খরচ। মিশে থাকা ও খাবার খরচ রয়েছে মাসিক প্রায় 3000 এর কাছাকাছি। প্রতিটি কোর্সের কলেজের ভিত্তিতে আলাদা আলাদা খরচ হয়ে থাকে। নিচে ANM, GNM, BS.c সরকারিভাবে পড়ার খরচ দেয়া হলো

GNM নার্সিং পড়ার খরচ সরকারি

  • Admission এর জন্য় কোন টাকা লাগবে না.
  • ড্রেস খরচ প্রায় 6500 টাকা.
  • 1st year বই কেনার খরচ প্রায় ৫ হাজার টাকা.
  • দুবেলা খাবার খরচ প্রায় ২০০০ টাকা.
  • মেশ ভারা নিলে (1500-2000) টাকা.
  • কমিউনিটি যাওয়ার খরচ প্রায় 1800 টাকা. NTS এর উপর নির্ভর করে কমতে বা বাড়তে পারে আবার নাও নিতে পারে.
  • 2nd year থেকে হোস্টেল ভাবে যার জন্য প্রায় ২৪ টাকা.
  • বিভিন্ন instrument (যেমন- BP, thermometer, first aid box, stethoskop etc.) কিনতে প্রায় 2500 টাকা. 

ANM নার্সিং পড়ার খরচ সরকারি

  • Admission fees দিতে হবে না.
  • NTS ভিত্তিতে হোস্টেল উপলব্ধ থাকলে হোস্টেলের জন্য টাকা লাগবে না.
  • হোস্টেল উপলব্ধ না থাকলে মেশে থাকতে হবে যার জন্য মাসিক খরচ (1500-2000) টাকা. স্থান  ভিত্তিতে রুম রেট আলাদা হয়.
  •  দুবেলা খাওয়ার দাবার জন্য প্রতি মাসে (1500-2000 )টাকা. কেমন রুমে থাকবেন এবং খাবার কোয়ালিটি ওপর এগুলি পরিবর্তন হতে পারে.
  • সিলেবাসের বুক কেনার খরচ দিতে হবে student দের.
  • BP, thermometer, first aid box, stethoskop ইত্যাদি প্রয়োজনীয় ইন্সট্রুমেন্টের জন্য আলাদা খরচ student দের দিতে হবে.

BS.c নার্সিং পড়ার খরচ সরকারি

  • Admission fees : SD হাসপাতালে 265 টাকা, central government এ প্রায় 3000 টাকা.
  • সিলেবাসের book কেনার খরচ দিতে হবে student দের.
  • BP, thermometer, first aid box, stethoskop ইত্যাদি প্রয়োজনীয় ইন্সট্রুমেন্টের জন্য আলাদা খরচ student দের দিতে হবে.
  • এক্ষেত্রেও মেসের খরচ প্রায় এক (1500-2000 টাকা)।
  • খাওয়ার খরচ প্রায় এক (1500-2000 টাকা)।

এই সকল খরচ NTS ভেদে আলাদা আলাদা হতে পারে. আমি approx একটা amount জানিয়ে দিলাম. যাতে শীক্ষার্থীদের একটা অনুমান হতে পারে.

নার্সিং সম্বন্ধিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপডেট থাকতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন।

সরকারি কলেজে নার্সিং পড়ার খরচ

সরকারিভাবে নার্সিং পড়তে গেলে আপনার খরচ খুব কম হয়ে থাকে অর্থাৎ আপনি যদি সরকারি কলেজে পড়ার সুযোগ পান সেই ক্ষেত্রে আপনার প্রদেয় অর্থের পরিমাণ কম হয়। 

আপনার র‍্যাঙ্ক অনুযায়ী আপনি যদি সরকারি কলেজে পড়ার জন্য নির্বাচিত হন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কোনরকম অ্যাডমিশন ফি বা ভর্তির জন্য টাকা দিতে হয় না অর্থাৎ এই ক্ষেত্রে আপনি কলেজে সরাসরি ভর্তি হতে পারবেন।

পরবর্তী ধাপে আপনাদের শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন এর জন্য ১০০ থেকে ৫০০ টাকা মূল্য প্রদান করতে হয়। এবং এটি এন এম(ANM), জিএনএম(GNM) এবং বিএসসি(B.sc) কোর্সের রেজিস্ট্রেশনের জন্য একবারই দিতে হয়। কোর্সের শুরুতে এটি আপনাকে কর্তৃপক্ষকে প্রদান করতে হয়। 

এরপর আপনাদের এক্সামিনেশন ফি হিসাবে ৫০০ থেকে ১০০০ টাকা প্রদান করতে হয়। এবং এই টাকাটি ফাইনাল পরীক্ষার আগে নেওয়া হয় এবং বছরে একবারই নেওয়া হয়। এন এম নার্সিং এর ক্ষেত্রে যেহেতু কোর্স টি দুই বছরের হয় অর্থাৎ আপনাকে দু’বার এই টাকাটি দিতে হবে , জিএনএম নার্সিং এর কোর্স টি যেহেতু তিন বছর হয় সেহেতু  তিনবার আপনাকে এই টাকাটা দিতে হবে। 

এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কোর্সটি  যেহেতু চার বছরের হয় সেহেতু  আপনাকে এই টাকাটি দিতে হবে । এরপর ফাইনাল রেজিস্ট্রেশন হিসেবে আপনাদের ১০০০ থেকে ২০০০ টাকা  প্রদান করতে হবে। এবং এটি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কর্তৃক একজন নার্স বা মিড ওয়াইফাইয়ারি হিসেবে কাজ করার ছাড়পত্র পাওয়ার জন্য এই টাকাটি দিতে হবে। 

এরপর আসি হোস্টেল ফি নিয়ে সরকারি কলেজ গুলিতে পড়াশোনা করার জন্য হোস্টেল ফি মাত্র ১২ টাকা প্রতিমাসে এবং পাশাপাশি বই খাতা কেনার খরচ, ইউনিফর্ম আর প্রত্যেক বছর এডুকেশনাল ট্যুরের জন্য কিছু টাকা খরচ হয়ে থাকে। 

বেসরকারি কলেজে নার্সিং পড়ার খরচ

এবার বেসরকারি কলেজ গুলিতে নার্সিং পড়ার খরচ নিয়ে আলোচনা করব:

আপনি যদি সরকারিভাবে নার্সিং পড়ার সুযোগ না পান কিন্তু নার্সিং পড়ার জন্য ইচ্ছুক হয়ে থাকেন তবে আপনি বেসরকারিভাবে নার্সিং কোর্সগুলো করতে পারেন। তবে সরকারের তুলনায় বেসরকারি নার্সিং কোর্স গুলোতে খরচের পরিমাণ বেশি হয়ে থাকে। 

 এবং এই খরচ সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি কোন কলেজে ভর্তি হচ্ছেন প্রত্যেকটি কলেজের নার্সিং পড়ার খরচ বিভিন্ন রকম হয়ে থাকে। কলেজ কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত পরিমাণ অর্থ আপনাকে উক্ত কলেজে ভর্তি হওয়ার জন্য প্রদান করতে হবে।

তবে মোটামুটি ভাবে বেসরকারি কলেজগুলিতে এএনএম(ANM), জিএনএম(GNM) পড়ার খরচ ৩,৫০,০০০টাকা থেকে ৫,০০,০০০ টাকা।   বিএসসি নার্সিং করার খরচ ৫,০০,০০০ টাকা থেকে ৭,০০,০০ টাকা হয়ে থাকে। এই খরচ সম্পূর্ণরূপে কলেজ কর্তৃপক্ষ ওপর নির্ভরশীল।

 কিছু কিছু বেসরকারি কলেজ আছে, যারা হোস্টেল ফি আলাদা করে নেয় না । তবে আরো কিছু কিছু কলেজ আছে যারা হোস্টেল ফি আলাদা করে নিয়ে থাকে এবং বেসরকারি কলেজগুলিতে টিউশন ফি এবং এডমিশন ফি আলাদা করে নেওয়া হয়।  প্রত্যেক বছর এডমিশন এর জন্য পুরো অর্থের পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকে।

বেসরকারিভাবে নার্সিং পড়ার খরচের কোন নির্দিষ্ট অর্থের পরিমাণ ধার্য নেই কলেজ কাউন্সিল নিজেদের মতো নিজস্ব কলেজের ক্ষেত্রে নিজস্ব নিজস্ব পড়ার খরচ নির্ধারণ করে থাকেন এবং সেই মতো কলেজে সুযোগ সুবিধা দিয়ে থাকেন।

BSC, ANM, GNM নার্সিং পার্থক্য:

তবে জিএনএম কিংবা এন এম নার্সিং এর থেকে বিএসসি নার্সিং হচ্ছে কিছুটা জিএনএম নার্সিং এর থেকে বিএসসি নার্সিং হল বৃহত্তর অর্থাৎ এই ক্ষেত্রে চাকরির সুবিধা যেমন বেশি তেমনই এর বেতন  বাকি নার্সিং চাকরি থেকে বেশি এবং আপনি শুধুমাত্র সরকারি ক্ষেত্রেই নয় বেসরকারি ক্ষেত্রেও চাকরি পেতে পারেন এমনকি দেশের বাইরে বিদেশেও আপনি নার্সিং এর ভালো ভালো ডিপার্টমেন্টে চাকরি পেতে পারেন।এন এম নার্সিং এর ক্ষেত্রে  আপনি শুধুমাত্র পঞ্চায়েত এলাকার অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো পঞ্চায়েত এলাকার চাকরি করতে পারবেন কিন্তু বেসরকারী বা পশ্চিমবঙ্গের বাইরে আপনি  কোনো কাজের সুযোগ পাবেন না । জি এন এম নার্সিং এর ক্ষেত্রে এমনটা হয় না জিএনএম নার্সিং এর ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ রয়েছে। এবং জি এন এম নার্সিং বেতনের দিক থেকেও এন এম নার্সিং এর থেকে বেশি। এবং  জি এন এম কোর্স করলে আপনি পরবর্তীকালে বিএসসি নার্সিং এর জন্য আবেদন করতে পারেন এবং সেক্ষেত্রে  বিএসসি নার্সিং কোর্সটি মাত্র দুই বছরের হয় অর্থাৎ আপনি সাড়ে তিন বছর জিএনএম নার্সিং করার পর দুই বছর বিএসসি নার্সিং করতে পারবেন কিন্তু এ এন এম নার্সিং এর ক্ষেত্রে এই সুযোগটি দেয়া হয়না আপনি  একজন ANM কর্মী হলে আপনি আর জিএনএম কিংবা বিএসসি নার্সিং করতে পারবেন না কিংবা বেসরকারি বা বাইরের কোন সংস্থায় কাজ করতে পারবেন না ।

সরকারি নার্সিং বেতন :

বিভিন্ন স্টেজের নার্স দের স্যালারি হল-

এ এন এম (ANM)নার্সিং এর বেতন বা স্যলারী:

 পশ্চিমবঙ্গের সরকারি ভাবে এ এন এম (ANM) নার্সিং এর বেতন হল প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা প্রতি মাসে। আপনার অভিজ্ঞতার ভিত্তিতে তা নির্ধারিত হবে।

জি এন এম (GNM)নার্সিং এর বেতন বা স্যলারী:

সরকারিভাবে: 

সরকার কর্তৃক জি এন এম (GNM) নার্সিং এর বেতন প্রতি মাসে প্রায় ১৫ হাজার থেকে শুরু করে ২৫ হাজার  অবধি হতে পারে। আপনার অভিজ্ঞতার এবং কাজের নিপুণতার উপর নির্ভর করে এই বেতন দেওয়া হবে। 

বেসরকারিভাবে:

 বেসরকারি ভাবে  জি এন এম (GNM) নার্সিং এর বেতন প্রতি মাসে  প্রায় ২০ হাজার থেকে শুরু করে ৩০ হাজার বা তার বেশি হতে পারে, এটি সম্পূর্ণভাবে বেসরকারি প্রতিষ্ঠান টির ওপর নির্ভরশীল । 

বিএসসি(BSC) নার্সিং এর বেতন  বা স্যলারী:

সরকারিভাবে:

সরকারিভাবে বিএসসি(BSC) নার্সিং এর বেতন হচ্ছে প্রায় ২৫ হাজার থেকে ৫০ হাজার প্রতিমাসে। এক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতার উপর  আপনার বেতন নির্ভর করছে। 

বেসরকারিভাবে:

 বেসরকারিভাবে বিএসসি (BSC) নার্সিং এর বেতন প্রতি মাসে ৩০ হাজার থেকে শুরু করে ৬০-৭০ হাজার টাকা। এখানে বেতনের পরিমাণ বিভিন্ন প্রতিষ্ঠান এর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে।

এবারে দেখে নি BSC, GNM এবং ANM নার্সিং এর  বিভিন্ন চাকরির সুযোগ বা এই নার্সিং কোর্স গুলো করলে আপনারা কি কি কাজের সুবিধা পেতে পারেন :

GNM নার্সিং এর ক্ষেত্রে:

 আপনারা ফরেনসিক নার্স, ক্লিনিক্যাল নার্স, কনসালটেন্ট নার্সিং টিচার, ইত্যাদি কর্ম ক্ষেত্রে চাকরির সুযোগ পেতে পারেন। এক্ষেত্রে আপনি সরকারি কিংবা বেসরকারি যে কোন ক্ষেত্রে কাজ করতে পারেন এমনকি বিদেশে কাজের সুযোগ পেতে পারেন।

 ANM নার্সিং এর ক্ষেত্রে:

নার্সিং ইনচার্জ, জুনিয়র নার্স ইনচার্জ, হেল্পার নার্স, ট্রাভেলিং নার্স ইত্যাদি বিভিন্ন কর্ম ক্ষেত্রে চাকরির সুবিধা পাবেন। তবে আপনি শুধুমাত্র পঞ্চায়েত এলাকায় কাজের সুযোগ পাবেন।

B.sc নার্সিং এর ক্ষেত্রে:

BSC  নার্সিং হল একটি স্নাতক কোর্স। প্রাথমিক চিকিৎসা প্রদান ,সরঞ্জাম স্থাপন রোগীদের হাসপাতালের ওয়ার্ড এবং কর্মীদের যথাযথ কার্যকারিতা সমন্বয় সহ বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। 

সরকারি হাসপাতালে কিংবা বেসরকারি হাসপাতালে, স্বাস্থ্য কেন্দ্রে, ডিসপেনসারি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এই বিএসসি নার্সিং এর চাকরির সুবিধা রয়েছে। 

শুধুমাত্র সরকারি ক্ষেত্রেই নয় বেসরকারি ক্ষেত্রে চাকরির বৃহত্তর সুযোগ রয়েছে এমনকি বিদেশেও বিএসসি নার্সিং এর কাজের বিরাট সুযোগ রয়েছে।

এই ছিল আজকের বিষয়: সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা, সরকারি নার্সিং পড়ার খরচ

Q) ANM নার্সিং এর বয়সসীমা?

ANM নার্সিং এর জন্য যোগ্য বয়স হল 18 থেকে ৩৫ বছর।

Q) সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা কি কি?

সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা গুলি হল: BSC Nursing এর ক্ষেত্রে আপনাকে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে। Class 12 এর exam এ science stream এ physics, chemistry এবং biology বিষয়ে minimum 45 শতাংশ নাম্বার পেয়ে পাস করতে হবে। শিক্ষার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
ANM Nursing এর ক্ষেত্রে শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিক হতে হবে। ক্লাস 12 এর exam এ যেকোনো stream এ 40 থেকে 45 % নম্বর পেয়ে পাশ করতে হবে। এবং শিক্ষার্থীর বয়স 18 থেকে 35 বছর এর মধ্যে হতে হবে।
GNM Nursing এর ক্ষেত্রে শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 40 থেকে 45 পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করতে হবে। এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় নার্সিং এর জন্য আবেদন করতে পারে।শিক্ষার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।

Leave a Comment