পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর

(1) পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি?
উত্তর: কয়লা।
(2) কয়লার অনেকটা অংশই কার্বন।
(3) কয়লা কি দিয়ে হয়?
উত্তর: গাছ অনেক হাজার বছর ধরে চাপা পড়ে কয়লা হয়েছে.
(4) পশুপাখি গাছপালা সব কিছুরই একটা প্রধান উপাদান হলো কার্বন।
(5) কার্বন জমে হয় কয়লা.
(6) একটি বিষাক্ত গ্যাসের নাম কি?
উত্তর: কার্বন মনো অক্সাইড.
(7) এসিড বৃষ্টি কোন গ্যাস গুলো থেকে হয়?
উত্তর: কার্বন অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড.
(8) কোন কয়লার আগুন রান্নার কাজে লাগে?
উত্তর: কম কার্বনের কয়লা.
(9) বেশি আগুন লাগলে কোন কয়লা লাগবে?
উত্তর: বেশি কার্বনের কয়লা.
(10) বেশি গরম আগুন কি কাজে লাগে?
উত্তর: লোহা ইস্পাতের কারখানায় লোহা গলাতে এবং বিদ্যুৎ তৈরি করতে।
(11) পেট্রোলিয়াম থেকে-পেট্রোল-ডিজেল-কেরোসিন হয়.
(12) পেট্রোলিয়াম হয়েছে প্রাণীর দেহ থেকে.
(13) কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি.
(14) জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালং এ.
(15) সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়.
(16) প্রচলিত শক্তি কোনগুলি?
উত্তর: জলবিদ্যুৎ, পেট্রোলিয়াম ও কয়লা ব্যবহার করা শক্তি.
(17) অপ্রচলিত শক্তি কোনটি?
উত্তর: সৌর বিদ্যুৎ.
(18) রোদ ব্যবহার করে রান্না করার যন্ত্র সোলার কুকার.
(19) জৈব গ্যাস?
উত্তর: উদ্ভিদ ও প্রাণীদের পচা, আধ-পচা বর্জ্য দিয়ে জৈব গ্যাস হয়.
(20) একটি কয়লা খনি অঞ্চল রানীগঞ্জ.
পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ Question Answer PDF
পরিবেশ ও খনিজ সম্পদ থেকে ছাত্রছাত্রীরা জানতে পারবে-
- কয়লা কোন কোন জায়গা থেকে আসে, কয়লা খনি অঞ্চলের নাম, কয়লার ব্যবহার কি কি, কয়লা কিভাবে সৃষ্টি হল, কয়লার উপাদান গুলি সম্পর্কে প্রভৃতি।
- এর পরে রয়েছে কয়লার ধোঁয়া ও ক্ষতিকারক গ্যাস, ক্ষতিকারক গ্যাসের ফলে শরীরের যে সকল ক্ষতি হয় তা সম্পর্কে, এরপরে রয়েছে কোন কয়লা কম আগুন দেয় এবং কোন কয়লা বেশি আগুন দেয়।
- এরপর বিদ্যুৎ কিভাবে সৃষ্টি হয় বিদ্যুতের উৎস গুলি সম্পর্কে লিখিত রয়েছে (তাপ বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ) সর্বশেষে রয়েছে প্রচলিত এবং অপ্রচলিত শক্তি গুলি সম্পর্কে।
I’m Sourav, a professional Web Developer and SEO expert. Founder of Moneygita. Get accurate information from Moneygita.