মাধ্যমিক বঙ্গানুবাদ সাজেশন 2024 | Madhyamik Bonganubad Suggestion

২০২৪ মাধ্যমিক পরীক্ষার জন্য বঙ্গানুবাদ সম্ভাব্য সাজেশন এবং বিগত পাঁচ বছরের বঙ্গানুবাদ গুলি দেওয়া হলো।

Banganubad Suggestion 2024

শ্রেণীদশম শ্রেণী (মাধ্যমিক)
বিষয়মাধ্যমিক বঙ্গানুবাদ সাজেশন
প্রশ্নের ধরনOnly সাজেশন ভিত্তিক
Targetমাধ্যমিক 2024
Created ByMoneygita Team

বিগত মাধ্যমিক পরীক্ষার বঙ্গানুবাদ

1) Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different countries of the world. (MA 2022)

উত্তর: খবরের কাগজ পরা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে আমরা অপেক্ষা করি প্রতিদিনের খবরে কাগজ পড়ার জন্য। বিংশ শতাব্দীর ছিল সংবাদপত্রের যুগ. এই সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য সংগ্রহ করতে পারি।

2) Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child. (MA 2020)

উত্তর: বাড়ি হচ্ছে শিশুর প্রথম স্কুল যেখানে তারা তাদের প্রথম পাঠ শেখে। তারা বাড়িতে দেখে শুনে এবং শিখতে শুরু করে। একটা সৎ ও সবল সুস্থ পুরুষ একটা ভালো বাড়ি থেকেই তৈরি হয়। বাড়ির খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে দেয়।

3) One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they were beyond his reach. (MA 2019)

উত্তর: একদিন একটা শিয়াল আঙ্গুরের বাগানের পাশ থেকে যাচ্ছিল সে দেখতে পেল একটা ডালে পাকা আঙুর ঝুলছে। সে লাফালো কিন্তু পাকা আঙুল গুলোকে ধরতে পারল না। কারণ সেগুলো তার নাগালের বাইরে ছিল।

4) The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life. (MA 2018)

উত্তর: শিক্ষকদের সমাজের মেরুদন্ড হিসেবে গণ্য করা হয়। তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলে। তারা ছাত্রদের ভালবাসতে তাদের সন্তানের মতন। শিক্ষকেরা সবসময় আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে জীবনে ভালো এবং মহান কিছু করার জন্য।

5) One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat. (MA 2017)

উত্তর: একদিন একটা কুকুর মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করে। সে একটা বিরিজের ওপর থেকে যাচ্ছিল। হঠাৎ সে নিজের ছায়া টি জলের মধ্যে দেখতে পেল। সে ভাবলো সেখানে অন্য একটি কুকুর আছে এবং তার কাছে বড় মাংস টুকরো আছে।

মাধ্যমিক বঙ্গানুবাদ সাজেশন 2024

  1. Words have a lot of power. They can help or hurt, bless or curse. Unkind words do a lot of harm. Kind words do a lot of good. We can spoil a friend’s happiness by an unkind word, but cheer up a sad heart with a kind word which costs nothing. A kind word is often more welcome than a costly present.
  2. It is very difficult to get rid of bad habits. So we should be very careful that we do not get into bad habits. Every boy and girl should be diligent. They should shun idleness as poison. It
  3. A Patriot is a man who loves his country. Works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love its hills and valleys, its cities and villages, its people and their way of life. They are willing to defend it to the last against enemies who try to conquer it and destroy it.
  4. Education has no end. So you should keep up your reading. Many young men close their books when they have taken their degrees and learn no more. Therefore they very soon forget all they ever learnt. If you want to continue your education, you must find time for serious reading. But solitary study is not enough. You can learn much more through discussion and conversation with others.
  5. Once two friends started on a travel. Their way lay through a forest. As they came halfway through the forest, a bear was seen approaching slowly towards them. One of them climbed up a tree. The other did not know how to climb up a tree and lay flat on his face without breathing.
  6. Once a wolf was much pained by a bone that stuck into his throat. He requested everyone to take off the bone and promised a handsome reward. But none ventured to take the risk. At last a crane came and drew out the bone. But when he demanded the reward the wolf remarked, “You had your beak into a wolf’s mouth and could take it out safely. Is it not a best reward for you?”
  7. Student life is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today. But he will be a man tomorrow. He has different duties. He should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lessons.
  8. Student life is the stage of preparation of future. This is the most important period of life. A student is young today but he will be a man tomorrow.
  9. Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish person failts to make a real friendships. Because to get love you must give love in return.
  10. Good books are the storehouse of knowledge and wisdom. Anyone who has the key can enter this store house and help himself. What is the key? Simply the ability to read.
  11. Honest is a great virtue. If you do not design others if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others. You are an honest man. Honesty is the best policy and honest man is respected by all.

Next:

মাধ্যমিক বঙ্গানুবাদ সাজেশন গুরুত্বপূর্ণ কথা

  • Google translator এর ব্যবহার তোমরা যে কোন বঙ্গানুবাদ গুলিকে বুঝাতে পারবে নিজে নিজেই.
  • বঙ্গানুবাদের জন্য তোমরা অবশ্যই টেস্ট পেপারে থাকা বঙ্গানুবাদ গুলি কে খুবই ভালো করে প্র্যাকটিস করবে। এবং কোন শব্দের মানে বুঝতে না পারলে সেটা তোমরা google এ ট্রান্সলেট করেও অর্থ টাকে বুঝতে পারো।
  • বঙ্গানুবাদ এর সাজেশন হয় না। তবে তোমরা বিগত মাধ্যমিক পরীক্ষায় যে সকল বঙ্গানুবাদ গুলি এসেছে যা আমি উপরে দিলাম সেগুলি ভালো করে প্র্যাকটিস করবে এবং নিচে দেওয়া 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য যেসব সম্ভাব্য সাজেশন গুলি দেয়া হয়েছে সেগুলো পড়বে।
  • একাধিক ইংরেজি মানে জানতে হবে এবং তোমাদের ট্রান্সলেট ঠিক ভালো করে শিখতে হবে। ইংরেজি শব্দের অর্থ গুলি তোমরা জানলে বঙ্গানুবাদকে খুব সহজে বাংলাতে ট্রান্সলেট করতে পারবে।
  • তাই তোমরা ইংরেজি টেক্সটবুকটি কে ভালো করে পড়বে মানে বুঝে বুঝে। এতে সুবিধা হবে তোমরা ইংরেজিও জানতে পারবে এবং বঙ্গানুবাদকে করে আসতে পারবে।

2 thoughts on “মাধ্যমিক বঙ্গানুবাদ সাজেশন 2024 | Madhyamik Bonganubad Suggestion”

Leave a Comment