শ্রীমৎ ভাগবত গীতার অপর নাম কি?
উত্তর: শ্রীমৎ ভাগবত গীতার অপর নাম হলো গীতোপনিষদ। এবং এতে 18 টি অধ্যায়, 700 টি শ্লোক রয়েছে।
শ্রীমদ্ভাগবত গীতা শ্রীকৃষ্ণের দ্বারা মানব জাতি প্রাপ্ত এক অন মূল গ্রন্থ। যা মানব কল্যাণ তথা পৃথিবীর সকল সমস্যার সমাধান এই ভগবত গীতায় উল্লেখ রয়েছে। পৃথিবীর সকল দুঃখ, অসন্তুষ্ট, অশান্তি- ভগবত গীতার বাণী দ্বারা দূর করা সম্ভব।
শ্রীমৎ ভাগবত গীতার গণনা উপনিষদে হওয়ায় এই গীতার অপর নাম গীতোপনিষদ।
আমরা জানি প্রধান চারটি বেদ রয়েছে, এই বেদ গুলির একত্রিত সার-সংক্ষেপ হল শ্রীমদ্ভগবদগীতা।
আপনি বেদ পড়ুন কিংবা গীতা পড়ুন দুটির মূল কথা এক।
পড়ুন- গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত
শ্রীমৎ ভাগবত গীতার অপর নাম কি?
গীতোপনিষদ
I’m Sourav, a professional Web Developer and SEO expert. Founder of Moneygita. Get accurate information from Moneygita.