প্রশ্ন উত্তর: প্রকল্প কাকে বলে? প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য কি কি? প্রকল্পের বৈশিষ্ট্য? প্রকল্প কয় প্রকার ও কি কি ? এবং প্রকল্পের স্তর কয়টি ও কি কি?
Table of Contents
প্রকল্প কাকে বলে
কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এবং সুপরিকল্পিত পরীক্ষার বা মূল্যায়ন এর মাধ্যমে যে কার্য সম্পাদন করা হয় তাকে প্রকল্প বলা হয়ে থাকে।
এই বিষয় টিকে কেন্দ্র করে অনেক মহান ব্যাক্তিরা তাদের নিজেদের মতামত আমাদের সামনে তুলে ধরেছেন। যেমন –
- ‘Stevenson’ বলেছেন যে – ‘a project is a problematic act carried to completion in its natural settings’। এর অর্থ হচ্ছে – যেসকল সমস্যাজনিত কাজ গুলি সেখানকার স্বাভাবিক পরিবেশ এই সম্পন্ন করা হয়, তাকে প্রকল্প বলে।
- ‘H.W kilpatrick’ বলেছেন – ‘a whole hearted purposeful activity proceeding in a social environment’ এর অর্থ হচ্ছে প্রকল্প হলো এক ধরনের উদ্দেশ্যমূলক কার্যকলাপ যা কোনো একটি সমাজের অনুকূল পরিবেশের দিকে লক্ষ্য রেখে সম্পন্ন করা হয়।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য কি কি
প্রকল্পের সকল লক্ষ্য ও উদ্দেশ্য গুলি নিম্নলিখিত ভাবে আলোচনা করা হলো –
- প্রতিটি বিদ্যার্থী কে উৎপাদন মূলক কাজের সাথে যুক্ত রাখা।
- প্রতিটি বিদ্যার্থী কে শৃঙ্খলা মান্য় করে চলা এবং একতা বজায় রাখা সেখানে।
- সকল শিক্ষার্থী দের মধ্যে সহযোগিতা বোধ জাগিয়ে তোলার প্রচেষ্টা।
- ছাত্র ছাত্রী দের বেশিরভাগ হাতে কলমে কাজ করানোর উদ্দেশ্য।
- এছাড়াও ছাত্র ছাত্রী দের সৃজনশীল হয়ে উঠতে সাহায্য করা।
প্রকল্পের বৈশিষ্ট্য গুলি কি কি ?
উদ্দেশ্য, কাজের ধরন, সমাজ সেবা ইত্যাদি দিক থেকে প্রকল্পের কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেই সকল বৈশিষ্ট্য গুলি নিম্নে আলোচনা করা হলো –
- একটি সুনির্দিষ্ট লক্ষ্য – এক কিংবা একাধিক কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য কে অর্জন করার জন্যে কিছু সময় ধরে যে কার্যক্রম সম্পাদন করা হয় তাকেই প্রকল্প বলে। লক্ষ্য গুলির উদ্দেশ্য পরিপূর্ন হয়ে গেলে প্রকল্পের সমাপ্তি ঘটে। আগেকার কোনো ঘটনার কার্য পরিচালনার জন্যে প্রকল্প তৈরি করা হয় না।
- সময় বদ্ধ – প্রত্যেকটি প্রকল্পের একটি সুনির্দিষ্ট সময় সীমা থেকে থাকে। প্রকল্প গুলি একটি নির্দিষ্ট সময় শুরু হয় এবং একটি সময় এর মধ্যে শেষ হয়ে যায়।
- বাজেট বরাদ্দ – প্রত্যেকটি প্রকল্পের বাজেট কতটা হবে সেটা নির্ভর করে প্রকল্প টি বাস্তবায়নের জন্যে কতটা সময় নিচ্ছে তার উপর।
- নির্ভরশীলতা – অনেকসময় একটি নির্দিষ্ট প্রকল্প অন্য আরেকটি প্রকল্পের উপর নির্ভরশীল হতে পারে। কিন্তু প্রত্যেকটি প্রকল্পের একটি নির্দিষ্ট বিভাগ এবং মূল প্রতিষ্ঠান রয়েছে। প্রকল্প গুলি বহিরাগত এবং অভ্যন্তরীণ দুই ভাবেই নির্ভরশীল।
একটি প্রকল্প তৈরি করার সময় বিভিন্ন ধরনের সমাজ ব্যাবস্থা এবং বিভিন্ন পেশা থেকে আসা মানুষ জনের সাথে পরিচিত হওয়া যায়। এই ভিন্ন পেশা দ্বারা যুক্ত মানুষ জন এবং ভিন্ন পরিবেশে প্রভাব গুলি তাদের প্রকল্পটি তৈরি করার স্বার্থে একত্রিত এবং নির্ভরশীল হয়ে কাজ করতে সাহায্য করে।
- অভিনবত্ব – প্রকল্প তৈরি করার ক্ষেত্রে ছাত্র ছাত্রী দের মধ্যে একে ওপরের প্রতি অভিনবত্ব লক্ষ্য করা যায়।
- অনুসন্ধান মূলক কাজ – প্রকল্প তৈরি করতে গিয়ে ছাত্র ছাত্রীরা নানান নতুন জিনিসের অনুসন্ধান করে থাকে।
- বাস্তব কেন্দ্রিক – সকল প্রকার প্রকল্প গুলি বাস্তব কেন্দ্রিক হয়ে থাকে।
প্রকল্প কয় প্রকার ও কি কি ?
প্রকল্প সাধারনত দুই প্রকার এর হয়ে থাকে –
- একক প্রকল্প
- দলগত প্রকল্প
প্রকল্পের উপকারিতা
একটি প্রকল্প তরী করার মধ্যে দিয়ে ছাত্র ছাত্রী দের বিচারবুদ্ধির ক্ষমতা এবং পর্যবেক্ষণ এর ক্ষমতা বৃদ্ধি পায়। সকল বিদ্যার্থী দের মধ্যে একসাথে কাজ করার মানসিকতা তৈরি হয়। প্রকল্পের বিষয় গুলি সব সময় বই কেন্দ্রিক না হওয়ায় ছাত্র ছাত্রীরা বই এর বাইরের জ্ঞান গুলিও অর্জন করতে পারে।
প্রকল্প লেখার নিয়ম গুলি কি কি ?
- প্রথমত একটি A4 size এর পেপার নিতে হবে এবং নিজের হাতে প্রকল্প টি লিখতে হবে।
- প্রত্যেকটি পাতার উপরের বামদিকে 30 – 32 এবং নিচের ডানদিকে 18 – 20 লিখে মার্জিন টানতে হবে।
আমরা এতক্ষন ধরে বিদ্যালয় এ যে প্রোজেক্ট বা প্রকল্প তৈরি করা হয় সেই সম্মন্ধে আলোচনা করছিলাম , কিন্তু প্রকল্পের এর একটি প্রকার রয়েছে যেটি সাধারণত সরকার থেকে জারি করা হয়। এখন আমরা সেই প্রকল্পের সমন্ধে আলোচনা করব।
প্রকল্পের স্তর কয়টি ও কি কি?
প্রকল্পের স্তর চারটি। প্রকল্পে চারটি স্তর হল ঘটনার নিরীক্ষন, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত গ্রহণ, সমর্থন।
প্রকল্পের প্রথম স্তর কোনটি?
প্রকল্পের প্রথম স্তর হল ঘটনার নিরীক্ষন।
Next:
এই আর্টিকেল দ্বারা তোমরা তাহলে জানলে প্রকল্প কাকে বলে? প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য কি কি? প্রকল্পের বৈশিষ্ট্য? প্রকল্প কয় প্রকার ও কি কি ? এবং প্রকল্পের স্তর কয়টি ও কি কি? এর উত্তর সমূহ।
আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।
Apner suggestion ank help kore
onek onek dhonno bad, postive comment er jonno
Ank helpful