পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ চতুর্থ অধ্যায় ‘পরিবেশ ও সম্পদ’ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর. পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পরিবেশ ও সম্পদ এর ৮৪ পাতা থেকে 97 পাতা পর্যন্ত কেবল ইম্পরট্যান্ট প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করা হলো।
এই সকল প্রশ্ন উত্তর গুলির একটি পিডিএফ রেডি করা হয়েছে যা নিচে সংগ্রহ করার রার লিঙ্ক দেওয়া হয়েছে।
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ প্রশ্ন উত্তর
Class 5 Amader Poribesh 4th Chapter Question Answer
1) মানুষের স্বাস্থ্য একটা সম্পদ।
2) পারিবারিক সম্পদ কোনগুলি?
উত্তর: বাবা মায়ের কাছ থেকে ছেলে মেয়েরা যে জ্ঞান শেখে।
3) মনীষী কারা?
উত্তর: বীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম।
4) “ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে” কথাটি কে বলতেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
5) আজাদ হিন্দ ফৌজ কে বানায়?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু।
6) ভারত কবে স্বাধীন হয়?
উত্তর:১৯৪৭ সালে ১৫ই আগস্ট।
7) গান্ধী বুড়ি কাকে বলা হয়?
উত্তর: মাতঙ্গিনী হাজরাকে।
8) দেশের জন্য লড়াইকারী মেয়ের নাম কি?
উত্তর: কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা।
9) কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়?
উত্তর: সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
10) শিশু দিবস কার জন্মদিনে পালন করা হয়?
উত্তর: জহরলাল নেহেরু।
11) ভারতের প্রথম প্রধানমন্ত্রী নাম কি?
উত্তর: জহরলাল নেহেরু।
12) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর নাম কি?
উত্তর: আবুল কালাম আজাদ।
13) ভারতের সংবিধান কে বানায়?
উত্তর: বাবাসাহেব আম্বেদকর।
14) কত তারিখ সাধারণতন্ত্র দিবস?
উত্তর: ২৬ শে জানুয়ারি।
15) সাধারণ মানুষ দেশ চালাবে এই নিয়ম কবে চালু হয়?
উত্তর: ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারি।
17) তিতুমির বানিয়েছিলেন বাঁশ কেল্লা।
18) আঞ্চলিক ঐতিহ্য কোনগুলো?
উত্তর: সুন্দর মাদুর, বেতের জিনিস, সুস্বাদু সরপুরিয়া।
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ PDF
Class 5 আমাদের পরিবেশ চতুর্থ অধ্যায় ‘পরিবেশ ও সম্পদ’ থেকে তৈরি করা PDF টি এখান থেকে সংগ্রহ করুন।
অন্যান্য বিষয়ের প্রশ্নগুলি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।
পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ (৮৪ পাতা থেকে 97 পাতা) থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি হয় তা এখানে আলোচনা করা হলো। অবশ্যই বইটি বাচ্চাদের পড়ানো উচিত। যার ফলে তারা কনসেপ্টটি ক্লিয়ার ভাবে জানতে পারবে।
এই প্রশ্নোত্তর গুলি সাহায্য করে থাকলে অবশ্যই অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করবেন।
পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ থেকে আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে:
- প্রকৃতির বিভিন্ন সম্পদ, পারিবারিক সম্পদ এবং মানুষের তৈরি বিভিন্ন সম্পদ সম্পর্কে।
- এছাড়াও বিভিন্ন স্মরণীয়, শ্রদ্ধাজনিও ব্যক্তি যেমন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রাজা রামমোহন রায় প্রভৃতি সম্পর্কে এবং তাদের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা সম্পর্কে বিভিন্ন কথা।
- তাছাড়াও রয়েছে মহিলা স্বাধীনতা সংগ্রামী যেমন- মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত ইত্যাদি।
- এছাড়াও জানা যাবে বিভিন্ন উৎসব এবং ছুটির দিনগুলো যেমন- শিক্ষক দিবস, সাধারণতন্ত্র দিবস এগুলি কেন পালন করা হয়।
- বিভিন্ন স্মরণীয় ব্যক্তি যেমন- মৌলানা আবুল কালাম আজাদ, ভীমরাও আম্বেদকর, জহরলাল নেহেরু সম্পর্কে কিছু কথা.
- এছাড়াও বিরসা মুন্ডা সম্পর্কে বহু কথা এখানে দেওয়া হয়েছে।
আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।