গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত?
উত্তর: গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত।
মহাভারত কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস দ্বারা রচিত এক প্রাচীন গ্রন্থ। মহাভারত মহাকাব্য সংস্কৃত ভাষায় লেখা। মহাভারতে কুল আঠারোটি পর্ব রয়েছে যে গুলি হল –
আদিপর্ব, সভাপর্ব, বনপর্ব, বিরাটপর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্মপর্ব, দ্রোণপর্ব, কর্ণপর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রীপর্ব, শান্তিপর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধ পর্ব, আশ্রমবাসিক পর্ব,মৌষলপর্ব, মহাপ্রস্থানিক পর্ব, স্বর্গারোহণ পর্ব এর মধ্যে ভীষ্ম পর্ব অন্তর্গত হলো শ্রীমদ্ভাগবত গীতা।
মহাভারত মহাকাব্যের ভীষ্ম পর্বে শ্রীমদ্ভগবদগীতা উল্লেখ রয়েছে এখান থেকে আমরা জানতে পারি- মহাভারতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল। অর্জুন তার নিজের পরিবারের ওপর অস্ত্র তুলতে সংকোচ বোধ প্রকাশ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুন কে দিয়েছিলেন।
গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত?
উত্তর: গীতা মহাভারতের ভীষ্ম পর্ব এর পর্বের অন্তর্গত।
I’m Sourav, a professional Web Developer and SEO expert. Founder of Moneygita. Get accurate information from Moneygita.