পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় চ্যাপ্টার ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর | Class 5 Amader Poribesh 2nd Chapter Question Answer

আমাদের পরিবেশ দ্বিতীয় চ্যাপ্টার ‘ভৌত পরিবেশ’ প্রশ্ন উত্তর। Class 5 এর আমাদের পরিবেশ বইটির দ্বিতীয় চ্যাপ্টার ‘ভৌত পরিবেশ’ থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সে সকল প্রশ্ন ও তাদের উত্তরগুলির (সাজেশন) এখানে দেওয়া হল।

The Post about: Class 5 Amader Poribesh 2nd Chapter only important Question Answer (suggestion).

আমাদের পরিবেশ দ্বিতীয় চ্যাপ্টার ‘ভৌত পরিবেশ’ প্রশ্ন উত্তর

আমাদের পরিবেশ -‘ভৌত পরিবেশ’ প্রশ্ন উত্তর
আমাদের পরিবেশ -‘ভৌত পরিবেশ’ প্রশ্ন উত্তর
‘ভৌত পরিবেশ’ প্রশ্ন উত্তর
‘ভৌত পরিবেশ’ প্রশ্ন উত্তর

Class 5 Amader Poribesh 2nd Chapter Important Question Answer

1) কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান?

উত্তর: দোঁয়াশ মাটিতে বালি ও কাদা প্রায় সমান।

2) মাটির অস্বাভাবিক উপাদান কি?

উত্তর: মাটির অস্বাভাবিক উপাদান হল পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি ইত্যাদি। 

3) মাটির স্বাভাবিক উপাদান কি?

উত্তর: কেঁচো হল মাটির স্বাভাবিক উপাদান। 

4) মাটির সজীব জৈব উপাদান কি?

উত্তর: কেঁচো হল মাটির সজীব জৈব উপাদান।  

5) মাটি উর্বর কিভাবে হয়?

উত্তর: মাটিতে অনেক জীবাণু থাকে যাদের খালি চোখে দেখা যায় না, এরা মাটির মৃত জৈব উপাদান কে ভাঙতে সাহায্য করে, যার ফলে মাটির উর্বর হয়। 

6) ভূমিক্ষয় কি? 

উত্তর: মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয়।  

7) ঝোরা কি?

উত্তর: পাহাড়ে অনেক ছোট ঝর্ণা আছে তাদের বলে ঝোরা।  

8) রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও?

উত্তর: 

  1. জামাই লাগা দাগ লেবুর রস দিলে উঠে যায়। 
  2. দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়।

9) জল শোধনের দুটি পদ্ধতি কি কি?

উত্তর: 

  1. প্রাকৃতিক পদ্ধতি।  
  2. রাসায়নিক পদ্ধতি।  

10) কলকাতার ঢাল কোন দিকে? 

উত্তর: কলকাতার ঢাল পূর্ব দিকে।  

11) মানুষ কেন বুনো হাঁসকে পোষ মানাতে চেয়েছিল?

উত্তর: কারণ হাঁস পুষলে ডিম পাওয়া যাবে। 

12) বুনো হাঁস কিভাবে পোষ মেনেছিল? 

উত্তর: সহজে খাবার দাবার পেয়ে পোষ মেনে ছিল।

13) ‘গৌর’ কি?

উত্তর: জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মত জন্তুকে ‘গৌর’ বলে।

14) ‘গৌর’ এর অপর নাম কি? 

উত্তর: ‘গৌর’ এর অপর নাম ভারতীয় বাইসন।

15) কোন পশু প্রথম পোষ মানে? 

উত্তর: কুকুর প্রথম পোষ মানে।

16) পশু পোষ মানালে কি কি সুবিধা আছে?

উত্তর: চাষের কাজে,  তাদের ব্যবহার হতে পারে। যানবাহনের হিসেবে

17) পালিত পশু কাদের বলে? 

উত্তর: যে পশুদের মানুষ থাকার জায়গা দেয়, খেতে দেয় তারাই পালিত পশু।

18)  কয়েকটি বন্যপ্রাণীর নাম- সাপ, বেজি, কাক, চড়াই, হাতি, বাঘ, ভাল্লুক।

19) রুই মাছের কটা পাখনা? 

উত্তর: রুই মাছের সাতটা পাখনা।

20)  কাদের মেরুদন্ডী প্রাণী বলে?

উত্তর: যাদের মেরুদন্ড মত একটা হাড় আছে তাদের বলে মেরুদন্ডী প্রাণী।

21) অমেরুদন্ডী প্রাণীর নাম –

উত্তর: চিংড়ি, কেঁচো, প্রজাপতি।

22) আকর্ষ কি? 

উত্তর: অনেক লতানো গাছের (লাউ-কুমড়ো) সুতোর মতো একটা পাতা থাকে তাকে আকর্ষ বলে।

23) আকর্ষ কাজ কি?

উত্তর: লতা গাছেরা (লাউ-কুমড়ো) আকর্ষের সাহায্যে পাশের শক্ত কিছু ধরে দাঁড়াতে পারে। 

24) শুকুন হারিয়ে যাওয়ার কারণ কি?

উত্তর: গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়। তাই তাদের মাংসেও বিষ, সেই মাংস শুকুন খায় তাই শুকুন হারিয়ে যাওয়ার মুখে। 

25) হারিয়ে যাওয়ার প্রাণীর নাম-  শুকুন।

26) হারিয়ে যাওয়া মাছ– শোল, শাল, ল্যাটা, বোয়াল।

27) জীববৈচিত্র্য কি? 

উত্তর: আমরা চারপাশে অনেক রকম উদ্ভিদ আর প্রাণী দেখি সেটাকে জীব বৈচিত্র্য বলে।

28) ঔষধি গাছের নাম- সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তোঝুড়ি। 

29) হারিয়ে যাওয়া কিছু গাছ বা উদ্ভিদ- সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তোঝুড়ি।

30) কোন যন্ত্রের সাহায্যে ‌হৃৎপিন্ডের শব্দ বোঝা যায়?

উত্তর: স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে ‌হৃৎপিন্ডের শব্দ বোঝা যায়।

31) পরিবেশের পরিবর্তন কোন প্রাণী বুঝতে পারে।

উত্তর:পিঁপড়ে পরিবেশের পরিবর্তন প্রাণী বুঝতে পারে।

32) কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহারের ফলে কোন কোন প্রাণী হারিয়ে যাচ্ছে? 

উত্তর: শোল, চ্যাং।

আমাদের পরিবেশ দ্বিতীয় চ্যাপ্টার PDF ‘ভৌত পরিবেশ’

এই সমস্ত প্রশ্ন-উত্তর গুলির PDF টি এখান থেকে ডাউনলোড করুন

অন্যান্য বিষয়ের প্রশ্নগুলি পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো.

অন্যান্য চ্যাপ্টার:

এই সমস্ত প্রশ্ন উত্তর গুলির সাথে টেস্ট বুক রিডিং পড়া অতি অবশ্যক। Class 5 Amader Poribesh 2nd Chapter / পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় চ্যাপ্টার ভৌত পরিবেশের এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি সহায়ক হয়ে থাকলে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে অবশ্যই এই পোস্টটি শেয়ার করুন।

Leave a Comment