ATM Full Form in Bengali | এটিএম এর ফুল ফর্ম কি

ATM full form in Bengali বা এটিএম এর ফুল ফর্ম: ATM হলো ব্যাংক এর সাথে বা আর্থিক উপার্জন এর সাথে জড়িত এক প্রকারের ইলেকট্রনিক মেশিন। 

ATM মেশিন কোথাও না কোথাও দেখে থাকবেন। কারণ বর্তমান সময়ে ব্যাংক একাউন্ট প্রায় সবারই আছে, সেক্ষেত্রে অনেকে নিজেদের সুবিধার ক্ষেত্রে এই ATM card বানায়।

যার মাধ্যমে আপনি আপনার লেনদেনের সুবিধা অপর কোনো ক্যাশিয়ার বা প্রতিনিধি কে ছাড়াই নিতে পারেন। আজকে আমরা এই এটিএম এর ফুল ফর্ম ও ATM card এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো।

ATM full form in Bengali

ATM পূর্ণরূপ হলো Automated Teller Machine। ATM এর প্রকার গুলি হলো – White Label ATM, Yellow Label ATM, Green Label ATM, Brown Label ATM, Pink Label ATM, Orange Label ATM, Onsite ATM, Offsite ATM।

ATM full form in Bengali-

  • A: Automated
  • T: Teller
  • M: Machine

এটিএম এর ফুল ফর্ম কি

এটিএম (ATM) এর ফুল ফর্ম হলো স্বয়ংক্রিয় টেলার মেশিন বা Automated Teller Machine। এটিএম মেশিন ব্যবহার করে আপনি হলো খুব সহজ বিভিন্ন ধরনের সুবিধা যেমন- Cash Deposit, Cash Withdrawal, Balance Check, Fund Transfer, Pin generate, Mini Statement ইত্যাদি কাজ গুলি খুব সহজেই করতে পারবেন। 

ATM কি

ATM মেশিন হলো এক ধরনের ইলেকট্রনিক ও ব্যাংকের সাথে যুক্ত একটি আউটলেট মেশিন। এই মেশিন টি আপনাকে অন্য কোনো থার্ড পারসন ছাড়াই নিজের লেনদেন নিজেকে সামলাতে সাহায্য করে।

আপনার কাছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এর মধ্যে যেকোনো একটি থাকলে আপনি এই এটিএম মেশিনের সুবিধা লাভ করতে পারবেন।

ATM মেশিন ব্যবহার করে আপনি হলো খুব সহজ বিভিন্ন ধরনের সুবিধা যেমন- Cash Deposit, Cash Withdrawal, Balance Check, Fund Transfer, Pin generate, Mini Statement ইত্যাদি কাজ গুলি খুব সহজেই করতে পারবেন। 

এখানে সাধারণ ভাবে টাকা তোলার জন্য একটি charge নেওয়া হয়। প্রথমত এই charge টি আপনার একাউন্ট যে ব্যাংকে করা হয়েছে সেখান থেকেই নেওয়া হয় বা আপনার ATM এর যিনি অপারেটর আছেন তার কাছে থেকে নেওয়া হয়। আবার কখনো কখনো উভয় জায়গা তেও আপনাকে চার্জ দিতে হতে পারে। 

এবার সেক্ষেত্রে আপনি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক দ্বারা প্রচলিত একটি ATM মেশিন ব্যবহার করে সেই ফি গুলি বা এর others ফি গুলি থেকে মুক্ত হতে পারেন। ATM ফুল ফর্ম পুরো বিশ্বে নানান নামে জেরকম অটোমেটেড ব্যাংক মেশিন (ABM) বা নগদ মেশিন ইত্যাদি ভাবে পরিচিত।

ATM এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

  • অটোমেটেড টেলার মেশিন বা ATM হলো এক ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং আউটলেট যা আপনাকে ব্যাংকে গিয়ে টাকা তোলার থেকে মুক্তি দিতে পারে। 
  • বর্তমানে এমন অনেক ATM মেশিন আছে যেগুলো আপনাকে নগদ দেওয়া বা নেওয়া ছাড়াও বিভিন্ন ধরনের transaction যেমন চেক তোলা, অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং অন্যান্য আরও ক্ষেত্রে সাহায্য করে। 
  • ATM প্রথমবার চালু করা হয় 1960 সালের মাঝের দশক থেকে। আর 1960 সালের মাঝের দশক থেকে শেষ পর্যন্ত এত বেশি মানুষ এটি ব্যবহার করে যে এই ATM এর সংখ্যা 2 মিলিয়ন এর ও বেশি হয়ে যায়।   
  • যত সময় এগোচ্ছে ATM গুলি প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত হয়ে উঠছে। এখন কার মেশিন গুলো টাকা দেওয়া নেওয়া থেকে শুরু করে ব্যাংক এর বিভিন্ন পরিষেবা গুলিও গ্রহণ করতে পারে।
  • আপনি যদি আপনার ATM  এর জন্য প্রযোজ্য ফি গুলি দিতে না চান তাহলে ব্যাংক এর দ্বারা ব্র্যান্ডেড ATM গুলো ব্যবহার করতে পারেন। 

ATM মেশিন এর আবিষ্কার

1967 সালে লন্ডনের Barclays Bank এ প্রথমবার একটি ATM ( ATM full form in Bengali ) মেশিন চালু করা হয়। কিন্তু বলা হয়ে থাকে জে 1960 সালের মাঝামাঝি সময়ে জাপানের কোন একটি ব্যাংকের প্রথম নগদ বিতরণ করা যায় এমন একটি মেশিন এর খবর পাওয়া যায়। 1970 সালের পর interbank communication network যেকোনো একটি ব্যাংক থেকে উপর ব্যাংকের ATM মেশিন ব্যবহার করার অনুমতি প্রদান করেন। 

আবিষ্কারের পর মাত্র কিছু বছর মধ্যেই ATM মেশিন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং অনেক বড় বড় দেশগুলো এই ATM মেশিন কে তাদের দেশে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমান সময়ে এগুলি এতো টাই বিখ্যাত হয়ে উঠেছে যে Kiribati ও Federated States of Micronesia এর মতো আরও ক্ষুদ্র ক্ষুদ্র দেশ গুলোতে পৌঁছে গেছে।  

ATM machine এর প্রকার:- 

এখনও পর্যন্ত পুরো বিশ্বে 2 রকম ATM মেশিন চালু করা হয়েছে। এই দুটি হলো-

  1. বেসিক ইউনিট: প্রথমত বেসিক ইউনিট গুলি আপনাকে আপনার টাকা withdraw করতে দেবে এবং আপনার একাউন্ট এর আপডেট ব্যালেন্স দেখাতে সাহায্য করবে। 
  2. কমপ্লেক্স মেশিন: কমপ্লেক্স মেশিন গুলি আপনাকে আপনার টাকা রাখতে, একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার এবং আপনার একাউন্ট এর বিভিন্ন তথ্য অ্যাক্সেস করতে সাহায্য করবে। 

ATM  এর যে সমস্ত নতুন নতুন ফিচার গুলি মার্কেটে এসেছে সেগুলির সুবিধা পাওয়ার জন্য একজন ব্যক্তি কে এটিএম ফেসিলিটি যুক্ত ব্যাংকে নিজের একটি অ্যাকাউন্ট তৈরী করতে হবে। 

এখন এই ATM গুলি নিয়ে অনেকে তাদের মতামত তুলে ধরেছেন, যেমন শোনা যাচ্ছে যে অনেকে এমন আশা করছেন ভবিষ্যতে ATM এখন কার থেকে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে এবং ATM থেকে টাকা তোলার জন্য আরো নতুন নতুন আপডেট গুলো আমাদের অনেক সহায়তা করবে। 

ATM ব্যবহার করার পদ্ধতি

 বেশিরভাগ ATM গুলি ব্যাংক দ্বারা প্রচলিত সেগুলি ব্যাংক এর ভেতরে কিংবা বাইরে থাকে। বাকি অন্যান্য সাধারণ ATM গুলি ট্রাফিক এরিয়া, খাবারের দোকান, রেশন দোকান, রেলওয়ে স্টেশন, শপিং মল, বাস স্টপ ইত্যাদি স্থানে থাকে। 

যেসব ATM গুলি ব্যাংক এর দ্বারা প্রচলিত সেগুলি অনেক উন্নত মানের হয় এবং সেগুলো অনেক কার্যকরী ও হয়ে থাকে এবং রাস্তার ATM গুলি তুলনা মূলক ভাবে শুধু টাকা তোলার জন্য ব্যবহার করা যেতে পারে। 

একটি ATM থেকে টাকা তোলার জন্য প্রার্থী দের কে একটি প্লাস্টিক এর কার্ড দেওয়া হয়। আপনি আপনার টাকা তোলা বা নেওয়ার আগে আপনাকে একটি পিন দ্বারা যাচাই করা হয়। 

এমনও অনেক কার্ড রয়েছে যেগুলি একটি চিপ এর মাধ্যমে আসে এবং এই চিপ গুলি ATM মেশিনে  ডেটা প্রেরণ করতে সাহায্য করে।  

NEXT: সিভি ফুল ফর্ম

এটিএম এর পুরো নাম কি?

এটিএম এর পুরো নাম হলো স্বয়ংক্রিয় টেলার মেশিন। এটিএম এর ফুল ফর্ম সম্পর্কে আরো জানুন-

ভারতের কোন ব্যাংক প্রথম এটিএম চালু করে?

ভারতের সর্ব প্রথম এটিএম চালু হয় 1987 সালে HSBC ব্যাংক দ্বারা মুম্বাই শহরে।

এই ছিল আমাদের আজকের আলোচনা- ATM full form in Bengali বা এটিএম এর ফুল ফর্ম, আমি সম্পুর্ন ভাবে চেষ্টা করেছি আপনাদের সবটা খুব সহজ ভাষায় বোঝাতে। তাই আশা রাখি আপনারা ATM full form in Bengali কী এবং এর ব্যবহার সম্পর্কে ভালো ভাবে সবটা বুঝতে পেরেছেন।

Leave a Comment