COMPUTER Full form in Bengali | কম্পিউটার এর ফুল ফর্ম কি ?

কম্পিউটার ফুল ফর্ম কি ? বা COMPUTER Full Form in Bengali। কারণ কম্পিউটার হলো এখন কার সময়ের একটি জন প্রিয়, কার্যকরী, এবং দ্রুত কার্য সম্পন্নকারী একটি মেশিন। যাকে ছাড়া বর্তমানের ছোট ছোট অফিস গুলি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কর্মক্ষেত্র গুলোতে কাজ করা কোনো ভাবেই সম্ভব হবে না।

আপনারা অনেকেই কম্পিউটার দেখেছেন এবং নিজের প্রয়জনীয় কাজে ব্যবহার করেছেন। কিন্তু কখনো কি এটা জানতে চেয়েছেন যে কম্পিউটার ফুল ফর্ম কি? বা Computer full form in Bengali। কম্পিউটারে কি করে এত কাজ বিনা কোনো ভুল এ বিনা কোনো বাধায় নিজের মতো করেই চলেছে। 

Computer full form in Bengali

Computer এর পূর্ণ রূপ হলো “কমন অপারেটিং মেশিন পারপাসলি উসড ফর টেকনোলোজিক্যাল এন্ড এডুকেশনাল রিসার্চ (COMPUTER)। কম্পিউটারে দুটি Binary digit 0, 1 এর সাহায্যে সমস্ত program গুলি লেখা হয় এবং digital data গুলি encode করা হয়। Computer কেবল এই code language বুঝতে পরে। 

Computer full form in Bengali:

C: Common 

O: Operating

M: Machine 

P: Purposely

U: Used for

T: Technology and

E: Educational

R: Research

কম্পিউটার এর ফুল ফর্ম কি?

কম্পিউটার এর ফুল ফর্ম হলো Common Operating Machine Purposely Used for Technological and Educational Research। কম্পিউটার একটি ইলেকট্রনিক মেশিন যা গণনা করতে সক্ষম। এই কম্পিউটারের আরো অন্যান্য ফুল ফর্ম রয়েছে যা নিচে আলোচনা করা হল।

 কম্পিউটার এর  অন্যান্য ফুল ফর্ম

কম্পিউটার এর অন্যান্য ফুল ফর্ম গুলি হল:

  1. Common Operating Machine Particularly Used For Technical And Research
  2. Common Operating Machine Particularly Used For Trade Education And Research
  3. Common Operations Made Possible Under Technical Engineering Researches
  4.  Commonly Operating Machine Particularly Used for Technical and Education Research
  5. Complicated Office Machine Put Under Tremendous Effort to Reduce manpower
  6. Common Operating Machine Particularly Used for Training, Education, and Reporting
  7. Computing-Oriented Manipulation Programming Used in Technology Education and Research
  8. Commonly Oriented Machine Particularly Used for Trade Education and Research
  9.  Common Oriented Machine Purely Used for Technical and Educational Research
  10. Capable Of Making Perfectly Uncomplicated Tasks Extremely Rigorous
  11. Common Operating Machine Particularly Used for Trade, Education, and Research
  12. Common Operating Machine Particularly Used for Technical, Education and Research
  13. Commonly Operated Machine Particularly Used in Technical Education and Research
  14. Common Oriented Machine Particularly Used for Trade Education and Research
CEO Full form in BengaliUPI Full form in Bengali
ATM Full form in BengaliCV Full form in Bengali
RIP Full form in bengaliJEE Full form In Bengali

কম্পিউটার কী ? – What is Computer 

Computer হলো মানুষের দ্বারা তৈরি একটি বিশেষ ইলেকট্রনিক মেশিন যা মানুষের দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং এই মেশিন টির নিজস্ব একটি ভাবনা শক্তিও বর্তমান। কম্পিউটার হল একটি প্রোগ্রামেবল ইলেকট্রনিক ডিভাইস।

কম্পিউটারকে কোন প্রোগ্রাম না দিলে সে নিজে থেকে কোনো কাজই করতে পারে না। কম্পিউটার তার সফটওয়্যার বা হার্ডওয়্যার এর মধ্যে যে যে নির্দেশ গুলো দেওয়া হয় তার ভিত্তিতে সমস্ত প্রসেস, গণনা এবং অন্যান্য কার্য গুলি সম্পন্ন করতে পারে।

কম্পিউটার নিজের স্টোরেজ ডিভাইস গুলোতে অতিরিক্ত জায়গা বেঁচে থাকলে সেটিকে পরবর্তী কাজের জন্য ব্যবহার করতে পারে। এখনকার আধুনিক কম্পিউটার গুলি মানুষের কর্মসংস্থান ছাড়াও আরো বিভিন্ন কাজ যেমন ওয়েব ব্রাউজ, গেম খেলা, ভিডিও, অ্যাপ্লিকেশন তৈরি, আরও ইত্যাদি কাজে ব্যবহার করা যেতে পারে।

এই কম্পিউটার গুলি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে যেকোনো এপ্লিকেশন তৈরী হলে সেটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত করা যায়। কম্পিউটারে সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সাহায্যে বিভিন্ন প্রবলেমের সমাধান গুলি বার করা হয়েছে। 

একটি মানুষ যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্ম গ্রহণ করে এবং এক একটি অঙ্গের আলাদা আলাদা কাজ করে। ঠিক তেমনি কম্পিউটারের বিভিন্ন অংশ রয়েছে এবং প্রতিটি অংশের কাজ বিভিন্ন রকমের।

Generation of Computer

কম্পিউটার সৃষ্টির প্রথম দিকের কম্পিউটার এবং এখনকার বর্তমান কম্পিউটারের মধ্যে বহু পার্থক্য রয়েছে।

কম্পিউটারের জেনারেশনকে মোট 5 টি ভাগে ভাগ করা হয়েছে:

  1. First Generation
  2. Second Generation
  3. Third Generation
  4. Fourth Generation
  5. Fifth Generation

সেই সমস্ত প্রজন্ম গুলি নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো – 

  1. First generation: প্রথম প্রজন্মের কম্পিউটার গুলি সাধারণত ‘ENIAC’ নামে পরিচিত ছিল। এই কম্পিউটার গুলির প্রবর্তক ছিলেন সম্ভবত JWMUCHLY ও JP ECKERT। এই প্রজন্মের কম্পিউটার গুলি খুবই ধীর গতিতে কাজ করতো। এছাড়াও প্রথম প্রজন্মের আরও কয়েকটি কম্পিউটারের নাম হলো ENIAC, EDVAC, UNIVAC, IBM-701 ইত্যাদি। 
  2. Second generation: প্রথম প্রজন্মের কম্পিউটার গুলোতে ভ্যাকিউম টিউব নামক একটি জিনিস ব্যবহার করা হতো। কিন্তু সেকেন্ড জেনারেশনে ভ্যাকিউম টিউব এর বদলে transistor ব্যবহার করা হয়।আর দ্বিতীয় প্রজন্মে এই transistor ব্যবহার করার ফলে কম্পিউটার গুলি প্রথম প্রজন্মের তুলনায় দ্বিতীয় প্রজন্মে আরও বেশি দ্রুত গতিতে কাজ করত। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার গুলির মধ্যে পড়ে CDC 3600, IBM 1620, UNIVAC 1108, IBM 7094, CDC 1604 ইত্যাদি। 
  3. Third generation: থার্ড জেনারেশনের কম্পিউটার গুলোকে আরও উন্নত করার চেষ্টা করা হয়েছে। তাই এই প্রজন্মের computer গুলিতে transistor এর বদলে Integrated circuits (IC) ব্যবহার করা হয়েছে। এই chip গুলি ব্যবহার করার জন্য কম্পিউটার গুলি প্রথম এবং সেকেন্ড জেনারেশন এর তুলনায় আরও বেশি দ্রুত, কার্যকরী ও উন্নত হয়ে উঠছে। 3rd generation এর কম্পিউটার গুলির উদাহরণ হলো-  IBM-360 series, PDP (Personal Data Processor), Honeywell-6000 series এবং IBM-370/168।
  4. Fourth generation: এই জেনারেশন এর কম্পিউটার গুলির আগের তুলনায় আরও উন্নত করার চেষ্টায় কম্পিউটার গুলিতে IC এর বদলে বসানো হয় LSI বা Large Scale Integration। যার ফলে আগের কম্পিউটার গুলির তুলনায় এই কম্পিউটার গুলি অনেক উন্নত করা হয়েছে। এই প্রজন্মের কম্পিউটার গুলিতে কয়েকটি নতুন ফিচার প্রয়োগ করা হয়েছে, যার ফলে এই কম্পিউটার গুলি আরও কার্যকরী হয়ে উঠেছিল। এই নতুন ফিচার গুলির কিছু উদাহরণ হলো – Micral, IBM 5100, and Altair 8800 ইত্যাদি। 
  5. Fifth generation: এই প্রজন্মের কম্পিউটারের মধ্যে কম্পিউটার কানেক্টিভিটি বা নেটওয়ার্কিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও প্যারালাল প্রসেসিং হার্ডওয়্যার ও AI অর্থাৎ Artificial intelligence ব্যবহার করা হয় যাতে কম্পিউটার গুলি বিভিন্ন কাজে মানুষের সাহায্য করতে পারে। 

Computer এর প্রকারভেদ :

computer কে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ব্যবহার ভিত্তির দ্বারা এবং অপরটি হলো আকার এর ভিত্তির দ্বারা। নিচে তিন ধরনের কম্পিউটার সম্পর্কে তথ্য উপলব্ধ  রয়েছে। Analog computer, Super computer এবং personal computer বা PC। 

  1. Analog computer: অ্যানালগ কম্পিউটার এর মূল কাজ বা প্রধান বৈশিষ্ট্য হলো কম্পিউটারে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো হয় তার মাধ্যমে নম্বর ইনপুট করা এবং সেটা প্রয়োগ করা।
  2. Supercomputer: যতো গুলি কম্পিউটার এখন আছে তাদের মধ্যে সবথেকে বেশি বড় কম্পিউটার হলো সুপার কম্পিউটার। এই কম্পিউটার টির জে স্পিড আছে সেটা পুরোটাই নির্ভর করছে এর সুইচিং টাইম এর উপর। 
  3. Personal computer: PC হলো এক ধরনের একটি microcomputer। যেটি একজন ব্যাক্তি কে তার সমস্ত ব্যক্তিগত কাজ গুলি সম্পন্ন করতে সাহায্য করে। এই পার্সোনাল কম্পিউটার গুলি ডিসপ্লে, ডিস্ক, স্টোরেজ, কিবোর্ড দ্বারা তৈরি করা হয়। 

কম্পিউটারের হার্ডওয়্যারের কাজ 

কম্পিউটার এর প্রধাণ কয়েককটি অংশের কাজ গুলি হোলো-

  • CPU: CPU এর পুরো কথাটি হলো Central processing unit। একটি কম্পিউটারে যত গুলি ডেটা, প্রোগ্রাম বর্তমান থাকে সেগুলি সব গিয়ে সিপিইউতে লোড হয়। কম্পিউটার এর যত গুলি পার্ট আছে সব গুলি সিপিইউ এর দ্বারা চালিত হয়। এই সমস্ত পার্ট গুলি সিপিইউ দ্বারা যুক্ত করা হয়েছে। একটি সিপিইউ সঙ্গে যুক্ত প্রধান কয়েকটি parts হলো মাউস, মনিটর, কিবোর্ড ইত্যাদি। 
  • Monitor: টিভি দেখার সময় যেমন আমরা সমস্ত প্রোগ্রাম টিভি স্ক্রীন এর মধ্যে দেখতে পাই ঠিক তেমনি একটি কম্পিউটার এর সমস্ত প্রোগ্রাম আমরা মনিটর এর মাধ্যমে দেখতে পাই। কম্পিউটার এ কিছু লেখার জন্য একটি কিবোর্ড এর দরকার হয় যার মাধ্যমে নম্বর, অক্ষর সমস্ত কিছু লিখে দেখা যায়।  
  • Keyboard: যে রকম একটি খাতায় লেখার জন্য দরকার হয় একটি পেন বা পেন্সিল। ঠিক তেমনি একটি কম্পিউটারে কিছু লেখার জন্য দরকার হয় একটি keyboard। এই কীবোর্ড টি অনেক গুলি ছোট ছোট bottom দ্বারা তৈরী করা হয়। সেখানে সব নম্বর, লেটার আরও অনেক কিছু যোগ করা থাকে।কম্পিউটারের কিছু কাজ করার জন্য এখানে যে সমস্ত নম্বর বা লেটার দেওয়া থাকে সেগুলো টাইপ করে করে নির্দেশ দেওয়া হয়। 
  • Storage: একটি computer এর স্টোরেজ ডিভাইস হলো এমন একটি সিস্টেম যার মধ্যে সব ডেটা ভাবে স্টোর করে রাখা যায়। এই ডিভাইস টি RAM এর থেকে ধীরে কাজ করে কিন্তু এটির volatile এর মান বেশি। 

এই ছিল আজকের আমাদের আলোচনা- কম্পিউটার ফুল ফর্ম কি ? বা COMPUTER Full Form in Bengali। আশা করি আপনাদের কম্পিউটার এর সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারলেন, এবং আপনারা আজকের এই পোস্ট টির মাধ্যমে অনেক সাহায্য পেয়েছেন।

Leave a Comment