RIP Full form in Bengali | রিপ এর ফুল ফর্ম কি?

প্রধান বিষয়: RIP Full form in Bengali অথবা রিপ এর ফুল ফর্ম কি

আজকাল Facebook, Instagram ইত্যাদি বিভিন্ন Social media তে RIP কথাটির প্রচলন প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমাদের কোনো প্রিয় অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, গায়ক, গায়িকা, শিল্পপতি বা আরও অন্যান্য বিষয়ে যুক্ত celebrity দের মৃত্যু সংবাদে তাদের Photo post করা হয়। 

আর সেই সব post এর comment box open করলেই দেখতে পাই মানুষ তাদের প্রতি দুঃখ ও শোক প্রকাশ করার উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে শুধু RIP শব্দটি ব্যবহার করে নিজের মন্তব্য ব্যক্ত করেছেন। 

কিন্তু এই রিপ এর ফুল ফর্ম কি? RIP Full form in bengali-র অর্থ কি? এবং কোন কোন ক্ষেত্রে এই কথাটির প্রয়োগ করা উচিত তা অনেকেই জানেন না। 

তাই বন্ধুরা যদি আমাদের এই পোস্ট টি একটু সময় নিয়ে ধৈর্য্য ধরে শেষ অবধি পড়েন তবে আপনারা সব  information পেয়ে যাবেন।

RIP Full form in Bengali

RIP এর পূর্ণরূপ হল Rest In Peace। RIP কথাটি ব্যবহার করা হয় এই বিশ্ব ব্রহ্মান্ডে যদি আত্মা বলে কিছু থেকে থাকে তবে কোনো ব্যক্তি পরলোকগমন করার পর তার আত্মার শান্তি কামনার্থে আমরা।

RIP Full form in BengaliRest in peace
RIP অর্থমৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা
RIP অনান্য় ফুল ফর্মRequiescat In Pace, Return If Possible

খ্রিস্টানদের সমাধিস্তম্ভে Rest in peace এই বাক্যাংশটি বা RIP abbreviation সাধারণত লেখা থাকতে দেখা যায়। তবে RIP শব্দের দ্বিতীয় অর্থও অনেকদিন আগে খুব প্রচলিত হয়েছিল।

রিপ এর ফুল ফর্ম কি

রিপ এর ফুল ফর্ম হল Rest in peace, রিপ একটি ইংরাজী abbreviation। বাংলায় এর আক্ষরিক বা আভিধানিক অনুবাদ করলে হবে শান্তিতে বিশ্রাম করুন। তবে Rest in peace এই ইংরেজি Phrase বা বাক্যাংশটির মূল অর্থ হল মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা। যেমন – may his/ her soul rest in peace।

Rest in peace অর্থ কি

Rest in peace অর্থ হলো শান্তিতে বিশ্রাম করুন।

RIP শব্দের উৎপত্তি

Rest in peace এই phrase টি এসেছে Latin শব্দ Requiescat in pace (রিকুয়েস্ক্যাট ইন পেস) থেকে। সাধারণত স্মৃতিসৌধ বা  সমাধিসৌধে সর্বত্র খোদাই করে লেখা থাকে এই R।I। P বা Rest in peace কথাটি। 1613 সালে Requiescat in pace কথাটির সংক্ষিপ্ত রূপ হিসাবে প্রথম আবির্ভূত হয় R।I। P abbreviation টি। তারপর 1681 সালে Rest in peace কথাটি আসে। 

15th century এর আগে সমাধির পাথরে খোদাই করে রাখা Requiescat in pace কথাটি প্রথম দেখা গিয়েছিল। এটি 18th century তে পশ্চিমী দেশগুলোতে খ্রিস্টান ধর্মী মানুষদের সমাধিতে সর্বত্র দেখা যেতে লাগে। গির্জার অ্যাংলিকান, মেথডিস্ট এবং বিশেষ করে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের মানুষেরা প্রথাগত খ্রিস্টান পরিষেবা ও প্রার্থনায় এই কথাটি ব্যবহার করে থাকেন।

তাদের কাছে প্রার্থনামূলক অনুরোধ ছিল যে, সমাধিতে ঘুমিয়ে থাকা মানুষটির আত্মা পরকালে যেন চির শান্তি খুঁজে পায়। পশ্চিমী দেশগুলোতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ধারণা এই যে, মৃত্যুর পর কবরের মধ্যে শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভগবানের কাছে বিচারের দিনে দেহ ও আত্মা পুনরায় একসাথে মিলিত হয়।

আজকের দিনে মানুষ রিপ শব্দটি কে নানান জায়গায় নানাভাবে ব্যবহার করছে তা আমরা লক্ষ্য করছি। কিন্তু রিপ কথাটিকে ঠিক কোন কোন অর্থে প্রয়োগ করা উচিত সে বিষয়ে সঠিক জ্ঞানের অভাব থাকায় মানুষ ভুল জায়গায় এটি কে ব্যবহার করে ফেলেন।

এরফলে সমাজের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। এইরূপ আচরণ করার জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাই আপনাদের অবগতির জন্য RIP শব্দটির সঠিক ব্যবহার সম্বন্ধে সবিস্তারে এখানে আলোচনা করছি। 

ধর্ম বিশেষে RIP শব্দের ব্যবহার

প্রথমেই বলে রাখি, আমাদের এই Article টিতে কোনো বিশেষ ধর্মকে আঘাত দিয়ে কোনো কথা বলা উদ্দেশ্য নয়। যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি তা সবই প্রচলিত। আমরা শুধু তার সঠিক মর্মার্থ টি প্রকাশ করছি।

আগেই বলেছি খ্রীষ্টান ধর্মাবলম্বী মানুষদের মৃতদেহকে যথাযথ সংস্কার এবং শ্রদ্ধার সাথে কফিনে ভরে মাটিতে কবর দেওয়া হয় এবং শান্তিতে বিশ্রাম থাকিতে RIP বলা হয়। অন্যদিকে  ইসলাম ধর্মের মানুষ মারা গেলে মৃতদেহকে শ্রদ্ধা পূর্বক কবর দেওয়া হয় এবং সাধারণত বলা হয় শান্তিতে কবরে বিশ্রাম নাও। 

 এই খ্রীষ্টানধর্ম বা ইসলাম ধর্মে এক কেয়ামতের দিন বা শেষ বিচারের দিন আছে যেদিন মৃত ব্যক্তিদের God বা আল্লাহর কাছে বিচার হয়। সেই শেষ বিচারের দিন আসার আগে পর্যন্ত তাদের কফিনবন্দি বা কবরস্থ থাকতে হবে। তাই ততদিন পর্যন্ত মৃত ব্যক্তির কবরের মধ্যে শান্তিতে বিশ্রাম নিতে Rest in Peace বা RIP বলা হয়। 

কিন্তু হিন্দুধর্মের মতে মৃত ব্যক্তিকে আগুনে দাহ করে তার সৎকার্য করা হয়। ফলে মৃতের আত্মা দেহ থেকে মুক্তি লাভ করে এবং সঙ্গে সঙ্গে তার ভগবানের কাছে বিচার হয়ে যায় এবং পুনরায় সে জন্ম লাভ করতে পারে।

তাই এক্ষেত্রে মৃত ব্যক্তির বিশ্রামের কোনো ব্যাপার নেই। তাই R।I।P কথাটি বলার কোনো যুক্তি নেই। কিন্ত তবুও আজকাল হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষদের মধ্যে R।IP শব্দটি ব্যবহারের প্রচলন দেখা যাচ্ছে।

এবার আসা যাক শব্দের সংক্ষিপ্ত রূপের বহুল প্রচলনের কথায়। এই Techinology এর যুগে Internet ছাড়া মানুষের জীবন চলা প্রায় অসম্ভব। আর Internet থাকলেই আসে Google, whats app, Facebook, Instagram ইত্যাদির কথা।

 আজকের প্রজন্মের বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ইত্যাদির মত Social media এর যুগে মানুষ কথোপকথনের ভাষাকে অনেক সংক্ষিপ্ত করে প্রয়োগ করছে। 

বেশীর ভাগ মানুষ social media থেকে ছোট শব্দ শিখে তা নিজেদের কথোপকথনে ব্যবহার করছে। যেমন – শুভ সকাল বা Good morning কে সংক্ষিপ্ত করে Gd Mrng, আবার শুভ রাত্রি বা Good night কে ছোট করে Gd N8 এইরুপ ভাবে লেখা আজকাল প্রচলিত।

Mobile বা computer-এ কোনো লেখা type করতে গেলে মানুষের তেমন ধৈর্য থাকে না বা সময়ের অভাব থাকে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই short form ব্যবহার করে লিখতে দেখা যায়। 

Social media তে Chat করার সময় বা কোনো post-এর comment box-এ comment জানানোর সময় মানুষ এইভাবে short form use করে থাকে। শুধু chating নয়, তার পাশাপাশি এ রকম আরও অনেক ক্ষেত্রে content লেখা হয় শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে। 

মানুষ যতটা সম্ভব দীর্ঘ শব্দ ব্যবহার না করে সেই শব্দ বা বাক্যাংশের খুব ছোট করে লেখায় বা কথায় প্রকাশ করতে শুরু করেছে। এতে মানুষের অনেক সময় ও বাঁচে। সংক্ষিপ্ত শব্দগুলি এত জনপ্রিয় হয়ে উঠেছে যে মানুষ  নিজেদের মধ্যে কথাবার্তাতেও সম্পূর্ণ বাক্য না বলে সেটাকে ছোট্ট করে বলে।

সোশ্যাল মিডিয়ায় RIP শব্দটি ব্যবহারের বিভিন্নতা–

  • Rest in peace একটি সংবেদনশীল শব্দগুচ্ছ। কোন হতাশাজনক, বা বেদনাদায়ক ঘটনা ঘটলে তাতে দুঃখ প্রকাশ করতে আমরা এই কথাটি ব্যবহার করি। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বা কোনো কাছের মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি সহানুভূতি জানিয়ে এবং তার আত্মা যেন শান্তি পায়, এই কামনা করে RIIIP শব্দটি আমরা ব্যবহার করে থাকি
  • বিশেষত খ্রীষ্টান ও মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষের মৃত্যুতে আত্মার শান্তি কামনার প্রার্থনাতে RIP কথাটির ব্যবহার বহু পূর্ব থেকে হয়ে আসছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যেকোনো ধর্মের ব্যক্তির তিরোধানে তাদের আত্মার শান্তির জন্য প্রায়শই social media platform-এ এই শব্দটি ব্যবহৃত হচ্ছে।। 

Social media তে তাদের নিয়ে অনেক পোস্ট আমরা করতে দেখি তাদের উদ্দেশ্যে শোক ও হতাশা প্রকাশ করতে এবং শ্রদ্ধাঞ্জলি অর্পন করতে RIP শব্দটি বহুল ব্যবহৃত হচ্ছে।

  • প্রসিদ্ব কোনো ব্যক্তি তার কর্ম জগত থেকে অবসর নিলে বা নিজেই পদত্যাগ করলে তার photo post করে তার শূন্যতাতে হতাশাজনক অনুভূতি প্রকাশার্থে অনেকে RIP কথাটি কমেন্ট করেন।
  • 21st century তে সোশ্যাল মিডিয়াতে RIP কথাটিকে অনেক হাস্যকর  অর্থে ব্যবহার করার প্রচলন শুরু হয়েছে এবং সেটি মানুষের কাছে খুব জনপ্রিয়ও হয়ে উঠেছে। কোনো celebrity- এর Breakup এর মসলাদার খবর শুনলে আমরা রূপক হিসাবে তাদের Relationship – এর The end  অর্থাৎ মৃত্যু হয়েছে এই অর্থে RIP কথাটি ব্যবহার করতে দেখি।
  • আবার কোনো টেলিভিশন শো বাতিল হয়ে গেলে আমরা সেই শোকে Program টির photo post করে social media তে এই নিয়ে comment করতে দেখি RIP।
  • খুবই জনপ্রিয় কোনো Game বা Apps বাতিল হয়ে গেলে সেই দুঃখে শোক প্রকাশ করতে বলে থাকি RIP। 
  • Social media তে দেখা যায় অমুক Fan club তমুক fan Club এরকম অনেক গ্রুপ। আমরা প্রত্যেকেই বিশেষত আজকের জেনারেশনের তরুণরা বিভিন্ন ফিল্ডে যুক্ত ছোট বড় মাপের Celebrity দের fan। 

সেসব celebrity দের সুন্দর সুন্দর Photo upload  হয়ে Post হলে সেগুলোর প্রশংসা করতে  Comment box এ মন্তব্য করে  RIP me। যেমন– “He/ She looks so beautiful in that dress, RIP me”। অর্থাৎ বলা হচ্ছে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি হত হয়েছি। এরকম ভাবে RIP কথাটির ব্যবহার করতে দেখা যায়। 

Leave a Comment