BTS Full form in Bengali | বি টি এস এর ফুল ফর্ম? বি টি এস আর্মি কি?

বি টি এস এর ফুল ফর্ম বা BTS full form in Bengali: BTS নামটা হয়তো এর আগে কখনও না কখনও শুনে থাকবেন। এখন কার সময় কোরিয়ান সহ প্রচুর ভারতীয় রাও এই BTS ( BTS full form in Bengali ) এর অনেক বড় ভক্ত। কিন্তু অবশ্যই এটা মানতে হবে জে এর পিছনে এই BTS টিমের ও অনেক বড় কার্যক্রম লুকিয়ে আছে। 

কিন্তু এখন আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা এই BTS full form in Bengali কী সেটা ভালো মত জানেন না। এই টিম কিসের জন্য এত ফেমাস হয়ে উঠল সেটা জানেন না। তাই আজকে আমরা এই BTS টিম এর ব্যাপারে কথা বলবো। জানবো তাদের এই সফলতার রহস্য। তাহলে দেরি না করে দেখা যাক BTS কী ?

BTS meaning in Bengali

BTS এর অর্থ হলো “The Bangtan Boys,” “Better Than S..x,” and “Be There Soon”। Bangtan Sonyeondan এর করিয়ান অর্থ হলো “bulletproof boy scouts.”

BTS army full form in Bengali 

BTS full form in bengali is Bangtan Sonyeondan (Korean: “Bulletproof Boy Scouts”)। এরা ‘Bangtan Boys’ নামেও পরিচিত। এরা বিশেষ করে  South Korean K-pop (Korean pop music) গান গায়।

বি টি এস এর ফুল ফর্ম কি

বি টি এস এর ফুল ফর্ম হলো “Bangtan Sonyeondan’। BTS  2013 সালে seoul এ গঠিত হওয়া দক্ষিণ কোরিয়ান boy band যার সদস্য় সংখা হলো সাত। 

BTS এর সকল Real Fan দের জন্য BTS Army তরফ থেকে কিছু Product, যা আপনাদের অবশ্যই নেওয়া উচিত

BTS এর অন্যান্য ফুল ফর্ম

  1. By the sword
  2. Beneath The Surface
  3. Back to school
  4. Boys Training School
  5. Bit test and set
  6. Brian’s truck stop
  7. Beat the streak
  8. Base Transceiver System
  9. British titanic society

BTS এর সাত জন মেম্বার দের নাম কি

বিশ্বজুড়ে বিখ্যাত এই BTS ( BTS full form in Bengali )  এর সাত জন টিম মেম্বার রা হলো – Jimin, V Jungkook, Jin, Suga, J-Hope, RM। 

BTS কী

প্রথমত BTS হলো 7 জন সদস্যের একটি boy ব্যান্ড টিম। এই টিম টির প্রথম উদ্ভব হয়েছিল 2010 সালে। এদের প্রথম গানের রেকর্ড বেরিয়েছে 2013 সালে। BTS গ্রুপ টিকে bangtan গ্রুপ নামেও অভিহিত করা হয়। এই bangtan এর করিয়া ভাষায় এই bangtan এর অর্থ “পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো”। 

যদি আপনি এখনো BTS এর গান না শুনে থাকেন তাহলে আপনাদের সুবিধার জন্য বলে দিই BTS এর গান গুলো নিজেকে অ্যাকসেপ্ট করার কথা বলে থাকে। তাহলে বলা যায় যে BTS কে পছন্দ করার এটাও একটা বড় কারণ হতে পারে। আরেকটি বিষয় হলো BTS group টি হেলথ থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত কোনো বিষয় কেউ পিছনে ছেড়ে আসেনা।

 আর BTS ফেমাস হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো এই গ্রুপ ঠিক সেই রকমই গান বানায় যেগুলো তাদের প্রিয় দর্শকেরা শুনতে পছন্দ করেন। আর তাদের বাকি k-pop গান গুলির কথা যদি বলা হয় তাহলে সেগুলো রোম্যান্স ও আরও অন্যান্য টপিক নিয়ে বানানো হয়েছে।

BTS বিখ্যাত হওয়ার কারণ কি

BTS হঠাৎ একবারে এত বিখ্যাত হয়ে যায় নি। জেরকমটা আমি আপনাদের প্রথমেই বলেছি যে BTS এর শুরু হয়েছিল 2010 সালে কিন্তু এর প্রথম অ্যালবাম প্রকাশ করা হয় 2013 সালে। BTS গ্রুপের যে প্রথম গানটি রিলিজ হয়েছিল সেই গান টির নাম ছিল “Too Cool 4 Skool”। এই অ্যালবাম টির দ্বারা তারা প্রথম বার নিজেদের পরিচয় বানিয়ে ছিল। 

আর এই গান টির মাধ্যমেই তারা প্রথম বার জাপানের মিউজিক মার্কেটে পা রেখেছিল। এই ভাবে কোরিয়া ও জাপান এর বিখ্যাত ব্যান্ড এশিয়া মহাদেশে ঘুরতে এসে আমেরিকায় পৌছে যায়। কিন্তু এই টিম টি প্রথম বার যেই গান টির জন্য বিখ্যাত হয়েছিল সেটা রিলিজ হয় 2016 সালে। সেই বিখ্যাত গান টির নাম ছিল “Wings”।

 এই Wings album টি তখন কার অনেক গানের রেকর্ড ভেঙে দিয়েছে। আর তখন থেকেই তারা পৌঁছে যায় বিলবোর্ড এর টপ সোশ্যাল আর্টিস্ট দের লিস্ট এর মধ্যে। BTS টিম এত টাই সফলতার দিকে এগোচ্ছে যে তারা Justin Bieber ও Salina এর মত নামকরা সিঙ্গার আর্টিস্ট দের পিছনে ফেলে দেয়। 

তারা জে আজ পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত হয়ে উঠেছে সেটা BTS মেম্বার দের কঠিন পরিশ্রমের ফল। কিন্তু এই সব কখনও একবারে হয় না, এর পিছনে অনেক সময় এবং অনেক পরিশ্রমের প্রয়োজন। এখন তাদের এত সফলতার পর এটাও শোনা যায় জে BTS group যখন প্রথম প্রথম মার্কেটে আসে তখন এমন ও পরিস্থিতি আসে যেখানে BTS এর টিম এই গ্রুপ থেকে বন্ধ করে দেওয়ার ও সিদ্ধান্ত নেয়।

 কিন্তু এর পরও তারা কখনোই হার মানে নি। বরং তারা নিজেদের গ্রুপ টিকে সক্ষমতার দিকে আরও অগ্রসর করতে চেয়েছে। তাই তারা আজ এই জায়গায়। BTS এর ফ্যান মেম্বার রা BTS group টিকে একটি সোর্স অফ ইনস্পিরেশন এর মত করে দেখে।

BTS আর্মি কি

যে সমস্ত ব্যক্তিরা BTS এর টিম কে পছন্দ করে এবং তাদের ফলো করে তাদের BTS Army বলা হয়। BTS এর army রা social media থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম এ BTS কে সবার আগে রাখার জন্য কোনো কাজই বাদ দেয় না। সেটা যেকোনো জায়গা হতে পারে যেমন প্রমোশনাল ইভেন্ট বা ম্যাগাজিন ইত্যাদি। 

Twitter এ BTS এর টিম কে ট্রেন্ড করার জন্যেও BTS Army দের অনেক বড় হাত রয়েছে। আর BTS ই আসল কারণ জে 2017 সালে BTS টিম কে নিয়ে এত ট্রেন্ড চলে ছিল। 

আর BTSArmy দের BTS টিম এর প্রতি এত ভালোবাসা দেখে তারা নিজেদের অনেক ভাগ্যবান মনে করে। আর আরও বড় একটি খবর হলো BTS টিম ভারতে খুব তাড়াতাড়ি একটি লাইভ কনসার্ট করার কথাও ভাবছে। এটা দেখার জন্য BTS এর army রাও অনেক অপেক্ষায় আছে জে কবে এই লাইভ কনসার্ট করা হবে ইন্ডিয়া তে। 

COMPUTER Full form in Bengaliएक जल जनित रोगों का नाम
Ganesh ji ki KahaniWild Animal name in Hindi
আমার বাড়ি কোথায়Saraswati puja in Assam

BTS এর কয়েকটি সেরা গান 

BTS এর সেরা গান-  Dynamite ( 2020 ), Spring Day ( 2016 ), Not Today ( 2017 ), Dope ( 2015 ), Run ( 2015 ) Idol ( 2018 ), I Need U ( 2015 ), Mic Drop ( 2017 ), No More Dream ( 2017 ), Permission to Dance ( 2021 ), Fake love ( 2018 ), My Universe with Coldplay ( 2021 ), DNA ( 2017 ), Boy with Luv featuring Halsey ( 2019 ), Save Me ( 2017 ), Life Goes On ( 2020 ), Fire ( 2016 )। 

এই ছিল আজকের আমাদের BTS full form in Bengali বা বি টি এস এর ফুল ফর্ম  এর সম্পর্কে কিছু তথ্য। আশা করি আপনারা আজ এই পোস্ট এর মাধ্যমে অনেক কিছু নতুন জিনিস জানতে পারলেন। এই পোস্টটি আপনাদের আজ অনেক সাহায্য করেছে।

1 thought on “BTS Full form in Bengali | বি টি এস এর ফুল ফর্ম? বি টি এস আর্মি কি?”

Leave a Comment