CEO full form in Bengali বা সিইও ফুল ফর্ম কি এখানে দেওয়া হলো। CEO এর মানে হলো একটি কোম্পানির সবথেকে বড় highest ranking executive।
সেই জন্যই CEO কে কোম্পানিতে যতো বড়ো বড়ো সিদ্ধান্ত গুলো হয় সব তাকেই নিতে হয়। আর কোম্পানি যত বড় হবে তার সাথে সাথে CEO এর responsibility বাড়তে থাকবে।
এর থেকেই বোঝা যাচ্ছে যে একজন CEO এর কোম্পানি তে কত বড় এবং ইম্পর্টেন্ট একটি জায়গা থাকে। কিন্তু আপনি কি এটা জানেন যে একজন সফল CEO কিকরে হওয়া যায়? আজকের এই পোস্ট টি তে আমি আপনাদের এই সব বিষয় গুলি নিয়েই বলবো CEO full form in Bengali বা সিইও ফুল ফর্ম। চেষ্টা করবো এই পোস্ট টি যাতে আপনাদের আজ অনেক সাহায্য করে।
Table of Contents
CEO full form in Bengali
CEO পূর্ণরূপ হলো Chief Executive Officer (CEO)। CEO কোম্পানির ছোট থেকে বড় সব কার্যকলাপ গুলি সঠিক ভাবে পরিচালনা করেন। যে ব্যক্তি যে কাজের জন্য উপযুক্ত তাকে সেই কাজে নিয়োগ করা। Board of directors এবং কর্পোরেট অপারেশন এর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য একটি সূত্র হিসাবে CEO কাজ করেন।
CEO full form in Bengali-
- C: Chief
- E: Executive
- O: Officer
সিইও ফুল ফর্ম কি
সিইও ফুল ফর্ম হলো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা Chief Executive Officer। সিইও কোন কোম্পানি বা অর্গানাইজেশন এর প্রধান কর্মকর্তা হয়ে থাকেন। তিনি কোম্পানির সকল আদেশ, নির্দেশিকা এবং অন্যান্য কাজগুলি নিয়ন্ত্রণ করেন। কোম্পানির বিভিন্ন কার্যকলাপে প্রধান ভূমিকা হল সিইও (CEO)।
CEO Full form in Bengali | Chief Executive Officer |
সিইও ফুল ফর্ম | প্রধান নির্বাহী কর্মকর্তা |
সিইও কি
একজন Chief Executive Officer হলো যেকোনো কোম্পানির সবার উপরের পদে থাকা একজন অফিসার। যিনি পুরো কোম্পানি টিকে ব্যালেন্স করে চলতে সাহায্য করেন। সরাসরি ভাবে যদি বলা হয় তাহলে, একজন CEO এর দায়িত্ব হলো কোম্পানির সমস্ত কর্পোরেট ডিসিশন গুলো আছে সেগুলো ভালোভাবে গ্রহণ করা।
CEO কোম্পানির ছোট থেকে বড় সব কার্যকলাপ গুলি সঠিক ভাবে পরিচালনা করেন। যে ব্যক্তি যে কাজের জন্য উপযুক্ত তাকে সেই কাজে নিয়োগ করা। Board of directors এবং কর্পোরেট অপারেশন এর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য একটি সূত্র হিসাবে CEO কাজ করেন।
যেকোনো কোম্পানির ক্ষেত্রে একজন CEO কে সেই কোম্পানির বোর্ড ও শেয়ার হোল্ডার দের দ্বারা নির্বাচন করা হয়।
CEO গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
একজন Successful CEO যাদের সকলেই পছন্দ করেন তাদের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ কিছু গুণাবলি গুলি হলো-
Responsibility
CEO কোম্পানীর জন্য যে সিদ্ধান্ত গুলি নিয়ে থাকে সেগুলো সবই কোম্পানির প্রফিট এর সাথে যুক্ত হয়। তাই একজন সফল CEO হিসেবে আপনার উচিত যে আপনি আপনার কোম্পানির জন্য যে সিদ্ধান্ত নিন না কেন সবই যেন আপনার কোম্পানিতে গ্রো করার জন্য হয়।
এই জন্য আপনার উচিত যে আপনি যখনই কোনো সিদ্ধান্ত নেবেন সবই যেন সহজ না হলেও ঠিক হয়। আপনাকে সব সময় নিজের responsibility কে বুঝতে হবে আর সেটাকে সঠিক ভাবে পূরণ করার জন্য সর্বদা তৈরি থাকতে হবে। কারণ একজন honest CEO একটি কোম্পানি কে সাকসেস এর দিকে নিয়ে যেতে পারে।
Curious Mind
আপনাকে একজন কিউরিয়াস ব্যক্তি হতে হবে। যেকোনো ফিল্ডে সেই প্রগ্রেস হতে পারে যে সব সময় কিউরিয়াস থাকে। তাহলে বলা যায় একটি সফল CEO হওয়ার জন্য আপনার কিউরিয়াস থাকাটা জরুরী কারণ কিউরিয়াস থাকলেই আপনি new technology, market demands, update, new idea সম্পর্কে জানতে পারবেন।
তাহলেই আপনি আরো নতুন কিছু শিখতে পারবেন। যেটা আপনার কোম্পানি কে গ্রো করতে সাহায্য করবে। আর যে বেশি শিখতে পারে সেই সবার আগে থাকে। সেই জন্য কখনোই এটা ভাববেন না যে আপনি সবকিছু পারেন বরং সব সময় এটা জেনে রাখুন আপনাকে আপনার কোম্পানির ভালো জন্য আরও নতুন নতুন জিনিস শিখতে হবে। সবার সাথে সাথে নিজেকে update করতে থাকুন।
Goal Set
একজন CEO একটি High Goal set থাকে। একজন successful CEO হতে হলে এটা অনেক জরুরী যে ছোট ছোট লক্ষ্য রাখার থেকে ভালো হবে আপনি প্রথম থেকেই একটি নির্দিষ্ট high goal ঠিক করে রাখুন। তাহলে আপনার মধ্যে প্রথম থেকেই সর্বদা সেই high goal টিকে পাওয়ার জন্যে একটি অ্যাক্টিভিটি কাজ করবে।
নিজের সাথে সাথে নিজের টিম কেউ সেই goal টি পাওয়ার জন্য active রাখতে হবে। তাহলেই আপনি আপনার টিম এর সাথে সেই high goal এর দিকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, যেটাতে আপনার এবং আপনার টিমের সব সময় প্রগ্রেস হবে।
Confidence
সব সময় নিজের উপর ও নিজের কাজের উপর কনফিডেন্ট থাকুন। এটা শুনতে খুবই একটি normal tip মনে হতে পারে, কিন্তু আসলে এটা খুবই একটি জরুরি point যেটা অগ্রাহ্য করা একদম উচিত হবে না। একজন CEO হিসাবে নিজের টিমের সাথে কনফিডেন্ট ভাবে ব্যবহার করাটা অনেক বেশি জরুরী।
কারণ যদি একজন CEO হয়েও আপনি নিজের টিম এর সামনে নিজেকে কনফিডেন্ট না রাখতে পারেন আপনার মধ্যে কোনো রকমের dought থাকে তাহলে আপনার টিম কখনোই ভালো performance দিতে পারবে না। সেই জন্য নিজের টিম এর সামনে কনফিডেন্ট থাকুন এবং নিজের dought গুলোকে পার্সোনাল ভাবে ক্লিয়ার করার চেষ্টা করুন।
Assist
সর্বদা সবার কাছে helpful হওয়ার চেষ্টা করুন। টিমের প্রবলেম হলে তাদের সাহায্য করা এবং কাস্টমারদের সাহায্য করা এগুলো একজন CEO প্রধান রেস্পন্সিবিলিটি। আপনি নিজের টার্গেট পাওয়ার জন্য তাদের সব সময় সাহায্য করার চেষ্টা করুন তাহলে আপনার টার্গেট গুলি নিজে থেকে পূরণ হতে শুরু করবে। আর সবাই আপনাকে একজন CEO হিসেবে পছন্দ করবে।
একজন সফল CEO কি করে হওয়া যায়
Effective Leader
একজন পারফেক্ট এফেক্টিভ লিডার হওয়ার জন্য আপনার মধ্যে একটি পারফেক্ট লিডারশীপ স্কিল থাকাটা খুবই জরুরী। যাতে আপনি আপনার টিমকে এফেক্টিভ ভাবে গাইড ও সুপার্ভাইস করতে পারেন। আপনার প্রত্যেকটি কাজ যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তার জন্য আপনাকে আপনার টিমের মধ্যে একটা ডিসিপ্লিন নিজে থেকে তৈরি করতে হবে।
Personality Reliable
যেকোনো কোম্পানির CEO হলে আপনার দায়িত্ব অনেকটাই বেশি হয়, তখন আপনি শুধু আর সেই কোম্পানির CEO থাকবেন না। আপনি তখন সেই ব্র্যান্ড বা কোম্পানি বা সেই organization টির একটি গুরুত্বপূর্ন একটি অংশ। যেটা আপনি নিজে এবং আপনার সমস্ত ক্লাইন্টরা ভালোভাবে বুঝতে পারে।
তাহলে এই সময় যদি আপনার পার্সোনালিটি রেলিয়াবল হয় তাহলে লোকে আপনাকে বা আপনার company কে গুরুত্ব দেবে। মানে আপনার সমস্ত ম্যাসেজ গুলি তারা শুনবে এবং তার against এ তারা কিছু সিদ্ধান্ত নিতে পারবে।
কিন্তু যদি আপনাকে CEO এর রূপে এক জন fake person এর মত বা dull দেখতে লাগে তাহলে আপনি কখনোই কারো কাছে গুরুত্ব পাবেন না এবং আপনার কোম্পানিতে কেউ ইন্টারেস্ট হবে না। সেই জন্য একজন CEO এর পার্সোনালিটি reliable হওয়া টা খুব দরকার।
Good communication skills
একজন স্থায়ী CEO হওয়ার জন্য আপনার communication skill কে উন্নত করতে হবে। CEO হতে হলে প্রথমত আপনাকে একটি টিম কে সামলাতে হবে। সেই জন্য আপনাকে আপনার under এ কাজ করা সমস্ত ব্যাক্তিদের সাথে ভালো কমিউনিকেট রাখতে হবে।
কমিউনিকেট করতে করতে যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয় তাহলে আপনি আপনার টিম কে ভালো ভাবে গাইড করতে পারবেন। তাহলেই আপনার টিম আরো ভালো এফেক্টিভ এবং প্রোডাক্টিভ ভাবে কাজ করতে পারবে। আর তখনই আপনি একজন successful CEO হিসাবে পরিচয় পাবেন।
এই ছিল আমাদের আজকের CEO full form in Bengali বা সি ই ও ফুল ফর্ম সম্পর্কে সমস্ত তথ্য। আশা রাখবো যে আপনি এই পোস্টির মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.