আমাদের পরিবেশ শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার পোশাক | Class 3 Amader Paribesh third chapter

দেখে নিন তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের পরিবেশ তৃতীয় অধ্যায় ‘পোশাক’ থেকে স্বল্প কয়েকটি ইম্পোর্টেন্ট প্রশ্ন কেবল এখানে দেওয়া হয়েছে। বইয়ের বিষয়গুলি বোঝার জন্য অবশ্যই আপনারা ছেলেমেয়েদের টেস্ট বুক রিডিং পড়াবেন। 

Class 3 Amader Paribesh third chapter poshak

Class 3 Amader Paribesh third chapter poshak
Class 3 Amader Paribesh third chapter poshak

আমাদের পরিবেশ শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার পোশাক

1) বর্ষাকালে কি পড়ে?

উত্তর: বর্ষাতি।

2) সিন্থেটিক শাড়ি, বর্ষাতি, সিনথেটিক উল কি দিয়ে তৈরি হয়?

উত্তর: খনিজ তেল দিয়ে।

3) গরমের সময় কোন কাপড় পরা ভালো?

উত্তর: সুতির কাপড়।

4) কার্পাস তুলোর সুতো হল প্রাকৃতিক সুতো।

5) খনিজ তেলের সুতো কৃত্রিম বা সিন্থেটিক সুতো

6) ভেড়ার লোমের উলকে পশম বলে।

7) সিন্থেটিক উলকে ক্যাশমিলন বলে ।

8) মানুষ যখন আগুন জালানো শেখেনি তখন কি পড়তো?

উত্তর: পশুর ছাল, চামড়া, লতা-পাতা পড়তো ।

9) পশুপাখিদের শীত কম লাগে কেন?

উত্তর: পশুপাখিদের গায়ে লম্বা লোম বা পালক আছে তাই। 

Moneygita telegram chanel

আমাদের পরিবেশ তৃতীয় অধ্যায় থেকে যে সকল বিষয় নিয়ে বয়ে উল্লেখ করা হয়েছে তা সম্পর্কে অল্প লেখা হল-

  1. মানুষের পোশাক পরিধেয় বিভিন্ন পোশাক ও তার রং: যেখানে ডাক্তার, পুলিশ, ছাত্র-ছাত্রীদের নানান রঙিন পোশাক সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে। 
  2. শীতকাল ও বছরের অন্যান্য সময়ের পোশাক: এখানে শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল অনুযায়ী মানুষের নানান পোশাক সম্পর্কে আলোচনা করা হয়েছে।
  3. বর্তমান পোশাকের উপাদান ও উৎস: এখানে পোশাক তৈরির উপাদান (কার্পাস তুলা, খনিজ তেল, ভেড়ার লোম প্রভৃতি) সম্পর্কে বলা হয়েছে।
  4.  পোশাকের উৎপাদন: কিভাবে পোশাক তৈরি হয় (দর্জি) এসকল  সম্পর্কে।
  5. প্রাচীন মানুষের পোশাক: প্রাচীনকালে মানুষ কেমন পোশাক পড়তো (গাছের ছাল, চামড়া ইত্যাদি)।

 এই ছিল তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ তৃতীয় অধ্যায়পোশাক’ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হল। পোস্টটি সাহায্য করে থাকলে অবশ্যই শেয়ার করবেন।

Leave a Comment