চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ | Class 4 Amader Poribesh 1st Chapter Question Answer

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। ক্লাস 4 এর আমাদের পরিবেশ বইটির প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় সে সকল প্রশ্ন এবং তাদের উত্তরগুলি এখানে দেওয়া হলো। সাথে এই প্রশ্ন উত্তর গুলির PDF নিচে দেওয়া হয়েছে।

The content is about the important question, answers and suggestions from Amader Poribesh, 1st chapter, class 4.

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ
চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ
চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ প্রশ্ন উত্তর

Class 4 Amader Poribesh 1st Chapter Important Question Answer

1) জড় পদার্থ কি? জড় পদার্থের উদাহরণ দাও? 

উত্তর: জড় পদার্থ বলতে বোঝায় যারা শ্বাস নিতে ও ছাড়তে পারে না এবং এরা নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না। জড় পদার্থের উদাহরণ হল খাট, ইট, বালি ইত্যাদি।

2) কয়েকটি জড় বস্তুর নাম- ইট, পেন, খাতা  ইত্যাদি। 

3) খালি চোখে দেখা যায় না এমন প্রাণীর নাম?

উত্তর: অণুজীব, ব্য়কটেরিয়া। 

4) খালি চোখে দেখা যায় না এমন প্রাণী কোন যন্ত্রে দেখা যায়?

উত্তর: মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রে।  

5)  শিরদাঁড়া যুক্ত প্রাণীর নাম- সাপ, পাখি।

6) শিরদাঁড়া বিহীন প্রাণীর নাম- কেঁচো, কৃমি, কেন্নো।

7) কোন প্রাণীর গায়ে কাঁটা রয়েছে? 

উত্তর: শজারু।

8) হাঁসের পায়ের আঙুল গুলো জোড়া কেন? 

উত্তর: সাঁতার কাটার জন্য। 

9) পাখিদের আঙ্গুলের নখ গুলো বেশ সুঁচালো কেন?

উত্তর: ডালে বসে থাকার জন্য। 

10) কোন প্রাণী বুকে হেঁটে চলে?

উত্তর: সাপ।

11) কোন প্রাণী গায়ের রং বদলাতে পারে?

উত্তর: গিরগিটি।

12) পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে তাও ক্লান্ত হয় না কেন? 

উত্তর: কারণ পাখিদের শরীর ভেতরে বাতাস ভরা থলি আছে।

13) কোন কোন প্রাণী বিলুপ্তির হাতে? 

উত্তর: বাঘ, গন্ডার, বুনো, মোষ।

14) বাঘ কেন বিলুপ্তি হচ্ছে?

উত্তর:

  • কারণ মানুষ জঙ্গল সব কেটে ফেলেছে।
  • চোরা শিকারীরা বাঘের চামড়া-নখ-হাড় এসব এসবের লোভে বাঘ মেরে ফেলছে। 

15) সংরক্ষণ কি? 

উত্তর: যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে।

16) বিলুপ্তি প্রাণি সংরক্ষণের ব্যবস্থা গুলি কি কি? 

উত্তর: 

  • বনজঙ্গল না কাটা।
  • প্রাণীদের খাবার ও তেষ্টার জল যথেষ্ট পরিমাণে থাকার ব্যবস্থা করা।

17) কাদের সংরক্ষণ ব্যবস্থা দরকার? 

উত্তর: যে কোন প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তি হয়ে যেতে পারে বলে মনে হয় তাদের টিকিয়ে রাখার জন্য সংরক্ষণ ব্যবস্থার দরকার।

18) হারিয়ে গেছে এমন প্রাণীর নাম? 

উত্তর: বালিদ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথা হাঁস, নিউজিল্যান্ডের গ্রিলিং মাছ।

19) হারিয়ে যেতে চলেছে প্রাণীর নাম?

উত্তর: রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডিলে কচ্ছপ, এক শৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার হরিণ।

20) বিলুপ্ত প্রাণী কি? একটি বিলুপ্ত প্রাণীর নাম?

উত্তর: যেসব প্রাণী হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী। একটি বিলুপ্ত প্রাণীর নাম হলো বালি দ্বীপের বাঘ।

Class 4 Amader Poribesh First Chapter Question & answer PDF

এ সকল প্রশ্ন ও উত্তর গুলির সম্পূর্ণ PDF টি এখান থেকে ডাউনলোড করুন।

Class 4 Amader Poribesh First Chapter download
Class 4 Amader Poribesh First Chapter download

অন্যান্য চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন।

Next:

Class 4 Amader Poribesh 1st Chapter Question Answer / চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ থেকে এই সকল সাজেশনভিত্তিক প্রশ্ন উত্তরগুলি আপনাদের সাহায্য করে থাকলে অবশ্যই অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে এই পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Comment