ক্লাস 4 আমাদের পরিবেশ বই এর জীবিকা ও সম্পদ অধ্যায় থেকে কেবলমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলি নিচে দেওয়া হল। আপনারা এই প্রশ্নের PDF ফাইল ডাউনলোড করতে পারবেন নিচে দেওয়া লিঙ্ক থেকে।
আমাদের পরিবেশ : Class: 4 : জীবিকা ও সম্পদ
Class 4 আমাদের পরিবেশ: জীবিকা ও সম্পদ প্রশ্ন উত্তর
Class 4 জীবিকা ও সম্পদ প্রশ্ন উত্তর
1) আমাদের রাজ্যের ভূভাগ টা সব জায়গায় সমান নয়।
2) প্যাকিং বাক্স কি দিয়ে তৈরি ?
উত্তর : জঙ্গলের কাঠ
3) পাহাড়ে কি কি চাষ হয় ?
উত্তর : ধান, স্কোয়াশ।
4) পাহাড়ের গায়ে ধাপ চাষ হয়।
5) কারা পুতুল তৈরি করেন ?
উত্তর : পটুয়ারা।
6) বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর।
7) সিল্ক শাড়ির তাতে বালুচির কাজ করা।
8) ডোকরা কি ?
উত্তর : পিতলের তৈরি জিনিস গুলি কে বলা হয় ডোকরা।
9) লোহার জিনিস তৈরি করেন তাদের কর্মকার বলে ।
10) পিতল ঢালাই শিল্পীদের কি বলে ?
উত্তর : মালাহার, স্যাকরা, ঢেপ্পো।
11) কুম্ভকারেরা কি তৈরি করেন ?
উত্তর : মনসা ঘট, লক্ষ্মীর পট, হাড়ি, কলশি।
12) শোলার তৈরি জিনিস চাঁদমালা, টোপর ।
13) যারা শোলার কাজ করেন তাদের কি বলে ?
উত্তর : মালাকার।
14) শিবের গাজন উৎসব হয় চৈত্র সংক্রান্তিতে ।
15) রামায়ণ মহাভারত গল্প দিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী।
16) পুরুলিয়া জেলায় ছৌ নাচ হয়।
17) ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি ব্যবহার করা হয় ?
উত্তর : আধালো মাটি, কাগজের মন্ড , পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আধা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুতি, শালমা- চুমকি ও রং ব্যবহার করা হয়।
18) পোড়া মাটি দিয়ে তৈরি জিনিসের নাম ?
উত্তর : টেবিল ল্যাম্প, ফটোফ্রেম, ভাস্কর্য, ফুলদানি, মোমদানি, এসট্রে, কলমদানি, ঘণ্টা।
19) বাঁশের তৈরি জিনিস – ঝুড়ি, খালই, চাঁই।
20) বেতের তৈরি জিনিস – চেয়ার, মোড়া, কুলা।
জীবিকা ও সম্পদ প্রশ্ন উত্তর PDF
আমাদের পরিবেশ জীবিকা ও সম্পদ প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটি ডাউনলোডের জন্য নিচে লিংক রয়েছে।
আশা রাখি এ প্রশ্নগুলো পরীক্ষায় প্রশ্ন common পেতে সাহায্য করবে। আমাদের whatsapp গ্রুপ জয়েন করতে পারেন।
আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।