পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি প্রশ্ন উত্তর | Class 5 Amader Poribesh 3rd Chapter Question Answer

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। এই পোস্টটিতে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় সে সকল প্রশ্ন এবং তাদের উত্তরগুলি নিয়ে আলোচনা করা হলো এবং সাথে এই প্রশ্ন উত্তর গুলি PDF নিচে দেওয়া হয়েছে।

The content is about the important question, answers and suggestions from Amader Poribesh, 3rd chapter, class 5.

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি প্রশ্ন উত্তর

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি প্রশ্ন
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি প্রশ্ন
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি

Class 5 Amader Poribesh 3rd Chapter Important Question Answer

1) দামোদর দক্ষিণে গিয়ে কোন নদীতে মিশেছে? 

উত্তর: হুগলি নদীতে।

2) মানচিত্রে জমির ঢাল কিভাবে দেখানো যায়?

উত্তর: মানচিত্রে উঁচু জায়গা এক রঙ ও নিচু জায়গা আরেক রং করে দেখানো হয়।

3) একটি নিত্যবহ নদীর নাম লেখো?
উত্তর: গঙ্গা হল নিত্যবহ নদী।

4) নিত্যবহ নদী কাকে বলে?

উত্তর: যে নদী সব সময় বয়ে যায় ও সারা বছর জল থাকে।

5) পর্বতের মাথায় বরফ জমে কেন?

উত্তর: পুকুর-নদী-সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা। তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয় তুষার জমে বরফ হয়ে যায়।

6) গঙ্গার শুরু কোথায়?

উত্তর: গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে।

7) গাঙ্গেয় বদ্বীপ কি?

উত্তর: ভাগরথী আর পদ্মা নদীর পলিজমে মাঝখানে ভূখণ্ড তৈরি হয়েছে। এটাকে বলে গাঙ্গেয় বদ্বীপ।

8) রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়?

উত্তর: কলকাতার জোড়াসাঁকোয়।

9) রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি কোথায় ছিল?

উত্তর: শিলাইদহতে। 

10) কোন অঞ্চল দেখে রবীন্দ্রনাথ সোনার বাংলা গানটি লেখেন?

উত্তর: শিলাইদহ অঞ্চলকে দেখে।

11) মাতৃভূমিকে “সোনার বাংলা” বলে রবীন্দ্রনাথ এর বিখ্যাত গানটির নাম কি? 

উত্তর: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 

12) “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”- গানটি কার লেখা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

13) “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” গানটা কত সালে লেখা?

উত্তর: ১৯০৫ সালে।

14) বঙ্গভঙ্গ কত সালে হয়?

উত্তর: 1905 সালে হয়।

15) কোন ঘটনাকে বলে ১৯০৫-এর বঙ্গভঙ্গ?

উত্তর: ইংরেজরা বাংলাকে দু-ভাগ করে দিয়েছিল। সেই ঘটনাকে বলে ১৯০৫ এর বঙ্গভঙ্গ।

16) বাংলাদেশের জাতীয় সংগীতের নাম কি?

উত্তর: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

17) “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” গানটি বিখ্যাত কেন?

উত্তর: কারণ গানটি বাংলাদেশের জাতীয় সংগীত।

18) নদীমাতৃক সভ্যতা কাকে বলা হয়?

উত্তর: পুরনো যুগে নদীর ধারে সভ্যতা গড়ে উঠত। নদী ছিল তাদের কাছে মায়ের মতো। তাই ওইসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়।

 19) সভ্যতা মানে কি?

উত্তর: সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা।

20) গঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন। 

21) কোন অঞ্চলের ভূমির ঢাল খুবই কম?

উত্তর: সুন্দর বন অঞ্চলের।

 22) সুন্দরবন অঞ্চলের বিখ্যাত প্রাণী ও উদ্ভিদের নাম কি?

উত্তর: বাঘ ও সুন্দরী গাছ।

23) ঠেসমূলের কাজ কি?

উত্তর: ঠেসমূল গাছকে মাটিতে আটকে রাখে।

24) শ্বাসমূল কি? 

উত্তর: যে মূল মাটি থেকে উপরে ওঠে এবং তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ।

25) কোন ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ?

উত্তর: যে গাছেদের ঠেসমূল ও শ্বাসমূল থাকে।

26) কোন মূলের সাহায্যে গাছ বাতাস থেকে অক্সিজেন নেয়?

উত্তর: শ্বাসমূলের সাহায্যে।

27) কয়েকটি ম্যানগ্রোভ গাছের নাম লেখ?

উত্তর: গেঁওয়া, বাইন, গরান, হেতাল, গোলপাতা।

28) উচ্চতা কোথা থেকে মাপা হয়?

উত্তর: সমুদ্রের জলের তল থেকে উচ্চতা মাপা হয়।

29) গাঙ্গেয় সমভূমির উচ্চতা কত?

উত্তর: ১২ থেকে ১৪ মিটার।

30) দক্ষিণ বঙ্গ বলতে কোন অঞ্চলটিকে বোঝায়?

উত্তর: মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটাকে বোঝায়।

31) জলপাইগুড়ির উত্তর দিকে উচ্চতা কত?

উত্তর: প্রায় এক হাজার মিটার।

32) কোন অঞ্চলকে তরাই অঞ্চল বলা হয়?

উত্তর: দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশ।

33) তরাই অঞ্চলের বৈশিষ্ট্য কি?

উত্তর:

  • মাটি স্যাঁতস্যাঁতে। 
  • মাটিতে বালি, নুরি ও পাথর বেশি।

34) পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি?

 উত্তর: সান্দাকফু।

35) মহানন্দা নদীর জন্মস্থান কোথায়?

উত্তর: দার্জিলিং জেলার ডাওহিল।

36) বক্সা-জয়ন্তি পাহাড় এবং বিখ্যাত বক্সার বাঘবন কোথায় আছে?

উত্তর: জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে।

37) বক্সা দুর্গ কোথায়?

উত্তর: বাংলাদেশের রংপুরে।

38) কোন অঞ্চল ফজলি আমের জন্যই বিখ্যাত?

উত্তর: মালদা।

39) কোথায় কুলিক পাখিরালয় আছে?

উত্তর: রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে।

Class 5 Amader Poribesh 3rd Chapter Question Answer PDF

আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টারের এই প্রশ্নগুলির PDF টি এখান থেকে ডাউনলোড করুন।

অন্যান্য বিষয়ের প্রশ্নগুলি পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো.

অন্যান্য চ্যাপ্টার:

Class 5 Amader Poribesh 3rd Chapter Question Answer / পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় সে সকল প্রশ্ন উপরে দেওয়া হল। আশা রাখি এই প্রশ্ন উত্তরগুলি আপনাদের সাহায্য করবে। এই পোস্টটি আপনাদের সাহায্য করে থাকলে অবশ্যই অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে শেয়ার করুন।

Leave a Comment