Aadhaar PAN link status check: Aadhaar card এর সাথে PAN card (Permanat Accounant Number) link করার শেষ তারিখ ৩০ june, ২০২৩। যে সকল ব্যক্তি এখনো পর্যন্ত Aadhaar-PAN link করেননি তাদের PAN card ৩০ মার্চের পর থেকে অর্থাৎ এক জুলাই ২০২৩ থেকে PAN card নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
তাই PAN card এর সাথে Aadhaar link করানো টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন। Income tax Act ১৯৬১ সেকশন 139AA অনুযায়ী যে সকল ব্যক্তির Aadhaar ও PAN card রয়েছে তাদের অবশ্যই june ৩১, ২০২৩ এর মধ্যে এই দুটি card যথা Aadhaar card ও PAN card কে অবশ্যই link করাতে হবে।
ট্যাক্স পেয়ারা তাদের PAN Aadhaar link status টি SAM এবং Income tax e-filling Portal এ ভিজিট করার মাধ্যমে check করতে পারবেন।
Table of Contents
SMS এর মাধ্যমে কিভাবে PAN Aadhaar linking status check করবেন?
আপনি যদি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে PAN Adhaar linking status check করতে না চান। তাহলে সেক্ষেত্রে Income tax department SMS এর মাধ্যমে PAN Aadhaar linking status check করার একটি অপশন উপলব্ধ করেছেন।
SMS এর মাধ্যমে PAN Aadhaar link status check করার জন্য আপনাকে ৫৬৭৬৭৮ অথবা 56161 এ SMS পাঠাতে হবে। আপনার যদি Aadhaar card এর সাথে PAN card আগে থাকতে link করা থাকে তাহলে ম্যাসেজ আসবে “Aadhaar is already Associated with PAN card in ITD Database”।
আর যদি PAN card এর সাথে Aadhaar card link করা না থাকে তাহলে ম্যাসেজ আসবে “Your Aadhaar is not Associated with PAN card in ITD Database”।
অনলাইন কিভাবে Aadhaar PAN status check করবেন?
- সর্বপ্রথম আপনাকে Government of India Income tax e-filling Portal এ ভিজিট করতে হবে।
- এরপর Quick link এর সেকশনে থাকা ‘Link Aadhaar status’ অপশনে click করতে হবে।
- Link Aadhaar status এ click করার পর আপনাকে একটি পেজে রিডাইরেক্ট করে দেবে যেখানে বক্সের মধ্যে আপনাকে PAN card এর বক্সে PAN card এর নাম্বার এবং Aadhaar card এর বক্সে Aadhaar card এর নাম্বার লিখতে হবে।
- Aadhaar ও PAN card এর নাম্বার টাইপ করার পর একটু নিচে ‘View link Aadhaar status’ এ click করতে হবে।
- এরপর একটা pop-up মেসেজ show করবে। যেখানে যদি লেখা থাকে- ‘Your PAN is already linked to given Aadhaar’ তার মানে হলো আপনার PAN card এর সাথে Aadhaar card আগে থাকতে দুই link হয়ে রয়েছে।
- আর যদি মেসেজ আসে ‘PAN not linked with Aadhaar’ অর্থাৎ আপনার PAN card এর সাথে Aadhaar card link করা নেই।
- এক্ষেত্রে আপনাকে Aadhaar card এর সাথে PAN card link করানোর জন্য blue কালারের bold text ‘Link Aadhaar’ এ click করে Aadhaar ও PAN link করাতে হবে।
- অপর ক্ষেত্রে আপনার যদি Aadhaar link টি ইন প্রোগ্রেস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেখতে পারবেন “Your Aadhaar-PAN linking request has been sent to UDAI for validation অর্থাৎ আপনার Aadhaar-PAN card link করার অনুরোধ টি UDAI validation এর জন্য পাঠানো হয়েছে।
PAN card এর সাথে Aadhaar card এর link করার পর, আবার Quick links এ গিয়ে link Aadhaar status এ click করে Aadhaar-PAN linking status টি দেখতে পারবেন।
আধার কার্ড প্যান কার্ড লিংক চেক
আধার কার্ড প্যান কার্ড লিংক চেক করার জন্য ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টাল ওয়েবসাইটে যান। সেখানে উপস্থিত ‘লিংক আধার স্ট্যাটাস’ অপশনে ক্লিক করুন তারপর প্যান কার্ডের জায়গায় প্যান কার্ডের নাম্বারটি লিখুন এবং আধার কার্ডের জায়গায় আধার কার্ডের নাম্বারটি লিখে ‘ভিউ লিংক আধার স্ট্যাটাস’ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার আধার প্যান লিংক আছে কিনা।
আধার কার্ড প্যান কার্ড লিংক থাকলে লেখা শো করবে- “Your PAN is already linked to given Aadhaar”, লিংক না থাকলে লেখা শো করবে- “PAN not linked with Aadhaar”।
কাদের PAN-Aadhaar card link করানোর প্রয়োজন নেই
নিচে দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে Aadhaar-PAN link করানোর কোন প্রয়োজন নেই।
- যে সকল ব্যক্তি যাদের বয়স ৮০ বছরের বেশি।
- Income tax এর non resident ব্যক্তিরা।
- যে সকল ব্যক্তি ভারতের সিটিজেন নয়। এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে Aadhaar-PAN link প্রয়োজন নেই।
PAN Aadhaar link না করলে কি হবে?
Central Board of Direct Taxes জানিয়েছেন কোনো কারণবশত যদি কোন ব্যক্তি তার PAN কে Aadhaar এর সাথে link করাতে ব্যর্থ হন. তাহলে প্রথমেই তার PAN card টি 1 julay 2023 থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।
এক্ষেত্রে তিনি তার PAN টিকে farnish, intimate বা quote করতে পারবেন না. PAN Aadhaar link না করলে বিশেষ কিছু প্রভাব হলো নিম্নরূপ।
- নিষ্ক্রিয় PAN দ্বারা income tax return file করতে পারবেন না।
- Pending return গুলি processed করা যাবে না।
- নিষ্ক্রিয় PAN এর মাধ্যমে Pending refund issued করা যাবে না।
- PAN card নিষ্ক্রিয় হয়ে গেলে higher tax rate deduct করা যেতে পারে।
এই প্রকার সমস্যাগুলির আশেপাশে PAN নিষ্ক্রিয় হয়ে যাওয়া ব্যক্তিদের Banking ক্ষেত্রেও বহু অসুবিধা হতে দেখা যাবে. তাদের ব্যাংকের সাথে টাকা পয়সার লেনদেন করতে বহু প্রবলেমের সম্মুখীন করতে হবে। কারণ আপনারা জানেনই ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে KYC খুবই গুরুত্বপূর্ণ আর এই KYC করানোর ক্ষেত্রে PAN card এর প্রয়োজন হয়।
আধার প্যান লিংক mandatory কেন
পার্মানেন্ট একাউন্ট নাম্বার(PAN) এর সাথে আধার ৩১ june, ২০২৩ এর আগে লিংক করানো ম্যান্ডেটরি হয়ে গেয়েছে। পার্মানেন্ট একাউন্ট নাম্বার এবং আধার লিংক করার শেষ তারিখ খুবই কাছে চলে এসেছে। Central Board of Direct Taxes অনুযায়ী এই বছরে ২০২৩, ৩১ june আগে প্যান আধার লিংক করানো mandatory।
যদি লিংক না করেন তাহলে আপনার প্যান কার্ড টি ‘ইন অপারেটিভ’ হয়ে যাবে। আধার প্যান লিংক করানো শেষ দিন আগে ৩১ march ছিল, তবে তা এখন এই ডেটটি বাড়ি দেওয়া হয়েছে ৩০ শে জুন 2023 পর্যন্ত। সাথে এক হাজার টাকার ফিস pay করতে হবে।
অতএব আপনারা এখনো তিনমাস হাতে রয়েছে। বহু ব্যক্তি একই সঙ্গে ওয়েবসাইটে লিংক করানোর জন্য এবং পেমেন্ট ফেলিয়ার হতে দেখায় এই ডেটটি এখন বাড়ি দেওয়া হয়েছে। প্যান ও আধার হলো একটি ইউনিক আইডেন্টিফিকেশন কার্ড যা আমাদের আইডেন্টিটি প্রুফ ও ভেরিফিকেশনে ব্যবহৃত হয়।
আধার কার্ড প্যান কার্ড লিংক করানোর লাস্ট ডেট কবে?
২০২৩ ৩০ শে জুন 2023 এর মধ্যে আধার প্যান লিংক করানোর mandatory। আধার কার্ড প্যান কার্ডের লিংক করানোর লাস্ট ডেট হল 30 june, 2023।
আধার প্যান লিংক কাদের করতে হবে না?
যে সকল ব্যক্তির বয়স ৮০ বছরের বেশি এবং যারা ভারতের রেসিডেন্ট নয় তাদের লিংক করতে হবে না।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.